কালার ইনসাইড

শুরুর ইমেজে নেই তাঁরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:২৫ পিএম, ২৪ জানুয়ারী, ২০১৯


Thumbnail

হঠাৎ প্রচণ্ড ঝড়ের পর সুনসান নিরবতাই প্রকৃতির ধর্ম। বলিউডের কয়েকজন তারকার ক্ষেত্রেও যেন এমনটি হয়েছে। ক্যারিয়ারের শুরুটা করেছিলেন ধামাকা দিয়ে। এরপর দিন যত গড়াচ্ছে তাঁদের ক্যারিয়ার ততো বিবর্ণ হচ্ছে।

অভিনেত্রী পরিনিতি চোপড়া যশরাজ ফিল্মসের একজন কর্মকর্তা ছিলেন। সেখান থেকে অডিশনের মাধ্যমে, নিজের অভিনয় প্রতিভার ঝলক দেখিয়ে সুযোগ পান ‘লেডিস ভার্সেস রিকি বহেল’ ছবিতে। তাও আবার পার্শ্ব চরিত্রে। কিন্তু দুর্দান্ত অভিনয় করে ছাপিয়ে যান মূল চরিত্রকে। প্রথম ছবিতেই বাগিয়ে নেন ‘ফিল্মফেয়ার’-এর মতো পুরস্কার। এরপর ‘ইশাকজাদে’ ছবিতেও নিজের জাত চেনান এই তারকা। অভিনয়ে প্রশংসা কুড়ালেও মোটাসোটা শারীরিক গড়ন নিয়ে দর্শকদের সমালোচনার মুখে পড়েন তিনি। প্রায় বছর খানেক বিরতি নিয়ে ছিপছিপে চেহারায় ফিরে আসেন। কথিত ‘গ্ল্যামারাস’ ইমেজের পরিনিতির দেখা মেলে ‘মেরি প্যায়ারি বিন্দু’ ছবিতে। কিন্তু বিধিবাম। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর বেশ কয়েকটি ছবিতে তাঁর দেখা মিললেও প্রত্যাশিত সাড়া মেলেনি। এখন দেখার পালা অক্ষয় কুমারের বিপরীতে আসন্ন ‘কেশরি’ ছবিতে পরিনিতি নিজেকে কতটা মেলে ধরতে পারেন।

সিদ্ধার্থ মালহোত্রাকে বলা হতো বলিউডের ভবিষ্যৎ সুপারস্টার। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে দুর্দান্ত অভিনয় দিয়ে তাঁর পথচলা শুরু। প্রশংসায় ভাসতে থাকা সিদ্ধার্থ কিছুটা ভিন্ন ধাঁচের গল্পের ছবি বেছে নিতে শুরু করেন। এরপর তাঁর অভিনীত ছবি এক ভিলেন, ব্রাদার্স, কাপুর অ্যান্ড সন্স, বার বার দেখ, এ জ্যান্টেলম্যান, ইত্তেফাকসহ বেশকিছু ভিন্ন ধাঁচের ছবি দর্শক সমালোচকদের মন ভরাতে পারেনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ‘জাবারিয়া জোড়ি’ ও ‘মারজাওয়ানি’ নামের দুটি ছবি।

সোনাক্ষি সিনহা এখনো ‘দাবাং’ গার্ল হিসেবে খ্যাত। ‘দাবাং’ সিরিজের দুটি ছবিতেই বাজিমাত করেছেন এই তারকা। সালমান খানের বিপরীতে ক্যারিয়ারের প্রথম ছবি ‘দাবাং’-এর জন্য জিতে নিয়েছেন ‘ফিল্মফেয়ার’ পুরস্কার। এরপর অক্ষয়ের বিপরীতে ‘রাওডি রাথোড়’ ছবিতেও তিনি আলো ছড়ান। এই ছবিগুলোর জনপ্রিয়তা তাঁকে সুযোগ করে দেয় বেশকিছু ছবিতে, যেখানে বেশিরভাগই তাঁকে অতিথি চরিত্রে দেখা গেছে। যে কয়টিতে প্রধান চরিত্র পেয়েছেন, সেগুলো আবার বক্স অফিসে ব্যর্থ হয়। চলতি বছর ‘কলঙ্ক’ ও ‘দাবাং ৩’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে এই তারকাকে।

একজন পার্শ্ব অভিনেতা হিসেবে বলিউড ক্যারিয়ার শুরু করেছিলেন আদিত্য রয় কাপুর। কিন্তু ছোট ছোট চরিত্রের কারনে সেভাবে নিজেকে মেলে ধরার সুযোগ পাননি এই তারকা। এরপর ‘আশিকি ২’ ছবির প্রধান চরিত্রে দুর্দান্ত অভিনয় করে নায়ক হিসেবে ঝড়ো সূচনা করেন তিনি। এরপর ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি, দাওয়াত-ই ইশক, ফ্লোর, ওকে জানু নামের বেশ কিছু ছবিতে অভিনয় করলেও আলো ছড়াতে ব্যর্থ হন আদিত্য। করণ জোহরের আসন্ন ছবি ‘কলঙ্ক’তেও দেখা যাবে তাঁকে।

অর্জুন কাপুর ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইশাকজাদে’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কারে সেরা নবাগত অভিনেতা হিসেবে মনোনয়নও পেয়েছিলেন। এরপর তাঁর অভিনীত গুন্ডে, ২ স্টেটস ও কি অ্যান্ড কা ছবিগুলো বেশ ভালোই ব্যবসায়িক সফলতা অর্জন করে। কিন্তু পরবর্তীতে তাঁরা অভিনীত আওরঙ্গজেব, ফাইন্ডিং ফেনি, তেভার, হাফ গার্লফ্রেন্ড, মুবারকান এবং সর্বশেষ গত বছর মুক্তি পাওয়া নমস্তে ইংল্যান্ড প্রত্যাশিত সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়।

বাংলা ইনসাইডার/এইচপি  



মন্তব্য করুন


কালার ইনসাইড

বুবলীর পর এবার মাহির ছেলেকে নিয়ে পরীমনির স্ট্যাটাস

প্রকাশ: ০৩:৫৮ পিএম, ২৮ মার্চ, ২০২৪


Thumbnail

সম্প্রতি চিত্রনায়িকা বুবলী ও শাকিব খানের ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে সামাজিকে যোগাযোগ মাধ্যমে বুবলীর একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে পরী ও বুবলীর মাঝে দ্বন্দ্ব দেখা যায় সোস্যাল মিডিয়ায়। দুজনের একের পর এক স্ট্যাটাস ও পাল্টা স্ট্যাটাস তর্কযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠে ফেসবুক।

এদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহির ছেলে শামসুদ্দিন ফারিশের প্রথম জন্মদিন আজ। তার জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন চিত্রনায়িকা পরী মনি। লিখেছেন, ‘হ্যাপি বার্থডে মানিক চাঁদ আমাদের। তুমি মায়ের চোখের মণি হয়ে থাকো ফারিশ বাবা। আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি।’


গত মাসের ১৬ ফেব্রুয়ারি হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। বর্তমানে ছেলেকে নিয়ে আলাদাই থাকছেন এই নায়িকা। ছেলেকে নিয়েও ফেসবুকে ছবি পোস্ট করতে দেখা যায় এই অভিনেত্রীকে। এখন নিজের লুক বদলাচ্ছেন অভিনেত্রী। ব্যস্ত হয়েছেন ক্যারিয়ার নিয়ে। এরই মধ্যে পর্দায় ফেরার প্রস্তুতি নিয়েছেন তিনি।

পর্দায় ফেরা প্রসঙ্গে মাহি বলেন, ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেবেন না। এর কারণও অবশ্য রয়েছে। বিয়ের পর বেশ কিছু সিনেমার প্রস্তাবই ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। তবে এখন ক্যারিয়ারে মন দিতে চান তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাদের ফারিশ নামে এক বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। পাঁচ বছর সংসারের পর বিচ্ছেদ হয় তাদের।


পরীমনি   বুবলী   মাহিয়া মাহি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’

প্রকাশ: ০৩:৪০ পিএম, ২৮ মার্চ, ২০২৪


Thumbnail

সম্প্রতি বেশ ঢাকঢোল বাজিয়ে বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। সেই বিয়েতে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে হাজির ছিলেন অভিনেত্রী সাফা কবির। অথচ এখন শোনা যাচ্ছে তাদের ‘অনন্ত প্রেম’র গুঞ্জন!

সদ্য দুজনেই জুটি বেঁধে শেষ করেছেন ‘অনন্ত প্রেম’-এর শুটিং। আসছে ঈদে সিএমভি’র ব্যানারে বিশেষ এই নাটকটি লিখেছেন ও বানিয়েছেন মহিদুল মহিম।

নাটকটির নিয়ে নির্মাতা জানান, ‘এই গল্পের নায়ক জিসান। কক্সবাজারে নিজের দোকানে বসে কেক তৈরি করে এবং বিক্রি করে। ছোটবেলায় জিসানের মা মারা যায়। তার মা-ও খুব ভালো কেক তৈরি করতো। তাই মায়ের স্মৃতি ধরে রাখতেই জিসান কেকের বিজনেস করার সিদ্ধান্ত নেয়।

গল্পের নায়িকা স্নেহা। জিসানের কেক রেস্টুরেন্টে আসে। স্নেহার শখ ছবি তোলা। খুব সুন্দর পোশাক পরে সাজানো রেস্টুরেন্টে জিসানকে কেক বানাতে দেখে মুগ্ধ হয়ে ছবি তোলে স্নেহা। আর সুন্দরী স্নেহার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যায় জিসান।’

নির্মাতা আরও বলেন, ‘বুঝতেই পারছেন, গল্পের এই পর্যায়ে জিসান-স্নেহা প্রেমে হাবুডুবু খেতে শুরু করে। গল্পটা মূলত শুরু হয় এখান থেকে। ক্রমশ জড়ায় পারিবারিক জটিলতায়। শেষটা জানতে দেখতে হবে ঈদ উৎসবে পুরোটা।’

‘অনন্ত প্রেম’ নাটকটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে আসছে ঈদ উৎসবে মুক্তি পাবে।


অনন্ত প্রেম   জোভান আহমেদ   সাফা কবির  


মন্তব্য করুন


কালার ইনসাইড

তারকাদের শেষ প্রজন্ম আমি ও শাহরুখ: কঙ্গনা

প্রকাশ: ০৩:১৬ পিএম, ২৮ মার্চ, ২০২৪


Thumbnail

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের সদ্যই টিকিট পেয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ক্ষমতাসীন দল বিজেপির হয়ে আসন্ন নির্বাচনে লড়বেন অভিনেত্রী। এরই মধ্যে রাজনীতির মাঠে সক্রিয় হয়ে গেছেন তিনি। যদিও বলিউডে অনেকটাই নড়বড়ে অবস্থায় রয়েছেন কঙ্গনা।

একের পর এক ফ্লপ সিনেমার পর অভিনেত্রীর ক্যারিয়ার নিয়েই সংশয় দেখা দিয়েছে। তবে কঙ্গনার মতে, খারাপ সময় যতই যাক, আবারও সাফল্যের ধারায় ফিরবেন তিনি। সেই সঙ্গে নিজেকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করে তারকাদের জেনারেশনের ‘শেষ তারকা’ হিসেবেও দাবি করলেন কঙ্গনা।

সম্প্রতি ‘টাইমস নাও সামিট’-এ উপস্থিত ছিলেন কঙ্গনা। সেখানেই বিভিন্ন কথোপকথনে নিজেকে এবং শাহরুখ খানকে তারকাদের শেষ প্রজন্ম বলে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

কঙ্গনা বলেন, ‘আমি এবং শাহরুখ খান তারকাদের শেষ প্রজন্ম। ওটিটি কখনো তারকা তৈরি করতে পারে না। আমরা পরিচিত মুখ। সৃষ্টিকর্তার ইচ্ছায় আমাদের অনেক চাহিদা রয়েছে। শুধু টিকে থাকার জন্য ওটিটিতে আসতে পারব না।’

গত কয়েক বছরে একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়েছে কঙ্গনার। নিজের ব্যর্থ সিনেমা প্রসঙ্গে কঙ্গনা বলেন, “পৃথিবীতে এমন কোনো অভিনেতা নেই, যার ফ্লপ সিনেমা নেই। শাহরুখ খানের ১০ বছর কোনো হিট সিনেমা ছিল না।

কিন্তু ‘পাঠান’ বক্স অফিসে হিট হয়। ৭-৮ বছর আমার কোনো হিট সিনেমা ছিল না। কিন্তু ‘মণিকর্ণিকা’ বক্স অফিসে হিট হয়। এরপর তিন-চার বছর কোনো হিট সিনেমা উপহার দিতে পারিনি। এবার ‘ইমার্জেন্সি’ আসছে, আশা করছি এটি ভালো সাড়া ফেলবে।”

সর্বশেষ কঙ্গনাকে দেখা গেছে ‘তেজাস’-এ। গত বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় সিনেমাটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। আয় করে মাত্র সাড়ে ৫ কোটি রুপি। সামনে অভিনেত্রীকে দেখা যাবে ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে। এটি পরিচালনাও করছেন তিনি। সেই সঙ্গে ভোটের মাঠেও সরব হচ্ছেন অভিনেত্রী।


শাহরুখ খান   কঙ্গনা রানাওয়াত   বলিউড  


মন্তব্য করুন


কালার ইনসাইড

কে এই সৌদি মডেল রুমি?

প্রকাশ: ০৯:১৫ এএম, ২৮ মার্চ, ২০২৪


Thumbnail

ইউনিভার্সের মঞ্চে ৭৩ বছরের ইতিহাসে প্রথম বার, সৌদি আরবের পতাকা হাতে লড়বেন এক নারী। ২৭ বছর বয়সী রুমি আলকাহতানি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টেই এই ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন ইতিহাসের অংশ হতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন।

তবে এবার প্রশ্ন উঠতে পারে কে এই রুমি, হুট করেই কী তিনি মিস ইউনিভার্সের মঞ্চে উঠতে যাচ্ছেন? না। এতো বড় মঞ্চে এই প্রথম হলেও রুমি এর আগেও বহু সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে উঠেছেন।
এবার মিস ইউনিভার্সের ৭৩ বছরের ইতিহাসে তিনিই প্রথমবার যোগ দিচ্ছে সৌদি আরবের হয়ে। এমন খবরে একরকম চাঞ্চল্য দেখা দিয়েছে। আসছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ তাকে স্বাগত জানালেও অনেকেই করছেন সমালোচনা।

সৌদির রাজধানী রিয়াদে জন্ম রুমির। এর আগেও তিনি মিস সৌদি আরব, মিস মিডল ইস্ট, মিস উইমেনসহ (সৌদি আরব) বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং বিজয়ীর মুকুট মাথায় পরেছেন।

রুমি ফ্যাশন মডেলিংয়ের সাথে ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত। তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ১০ লাখ। এক্স ও ফেসবুকেও তাকে লাখ লাখ মানুষ অনুসরণ করে।

ঘুরতে পছন্দ করেন রুমি। বিশ্বের নানা প্রান্তে ঘুরেছেন তিনি। রুমির দুই বোনের নাম রাজান ও জেদাই। তাদের মধ্যে রাজানও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত মুখ।

সৌদি   ইউনিভার্স   মঞ্চ   পতাকা   রুমি আলকাহতানি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

প্রথমবারের মতো মিস ইউনিভার্সের মঞ্চে সৌদি মডেল!

প্রকাশ: ০২:৫৮ পিএম, ২৭ মার্চ, ২০২৪


Thumbnail

এবার সৌদি আরবের পতাকা হাতে মিস ইউনিভার্সের মঞ্চে দেখা যাবে এক ২৭ বছর বয়সী মডেলকে। ইতিহাসে তিনিই প্রথমবার সৌদির পতাকা হাতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার এই মঞ্চে উঠতে যাচ্ছেন। 

রুমি আলকাহতানি নামের ওই মডেলের ইন্সটাগ্রামে অনুসারীর সংখ্যা ১০ লাখ। সোমবার তিনি জানিয়েছেন, তিনি বিশ্ব সুন্দরীদের মঞ্চে তার দেশকে উপস্থাপন করতে যাচ্ছেন। 

তিনি লিখেছেন, ‘আমি মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে সম্মানিত বোধ করছি। এই প্রতিযোগিতায় এটাই সৌদি আরবের অভিষেক।’

এই ছবির সাথেই তিনি সৌদি আরবের পতাকাসহ নিজের ছবি প্রকাশ করেছেন। 

আলকাহতানি রিয়াদে জন্মগ্রহণ করেছেন। তিনি এর আগেও বেশ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। 


মিস ইউনিভার্স   সৌদি মডেল  


মন্তব্য করুন


বিজ্ঞাপন