কালার ইনসাইড

বিএনপিপন্থী শিল্পীরা কোথায়?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:০০ পিএম, ০১ ফেব্রুয়ারী, ২০১৯


Thumbnail

এই যে শিল্পীদের পরিচয় গান কিংবা অভিনয়ের মাধ্যমে, তা হয়তো তারা ভুলে যান। শিল্প সংস্কৃতির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো রীতিমতো দলীয় হয়ে যাচ্ছে ক্রমাগত। একদল ক্ষমতায় আসলে অন্যদলকে নিষিদ্ধ করা নিয়মে পরিণত হচ্ছে। আমরা মনে করি শিল্পীর গুন থেকে বিচার করা হোক। সে আওয়ামী লীগ না বিএনপি সেটা বড় কথা নয়। অতীতের এমন রীতি পরিবর্তনে প্রধানমন্ত্রী নিজে উদ্যোগী। তিনি অনুদান দিলে বেছে দেন না, আমজাদ হোসেন বিএনপি করতেন কিংবা জাতীয় পুরস্কারের ক্ষেত্রে ভাবেন না, গাজী মাজহারুল আনোয়ার কোন দল করেন। কিন্তু প্রধানমন্ত্রীর পরবর্তী পর্যায় থেকে মানুষগুলো কতটা নিরপেক্ষ হতে পারছেন? নিরপেক্ষ না হয়ে তাহলে কাদের সুবিধা দিচ্ছেন? যারা সুবিধা নিচ্ছেন, তারা কি এই জন্যই দলে এসেছেন?

আওয়ামী লীগ ক্ষমতায়, শিল্পীদের ভরা মৌসুম। নির্বাচনের আগে দলবেধে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন শিল্পী সমাজের প্রায় সবাই। সবটাই ভালবেসে কিনা বোঝা দায়! কারণ প্রায় সবাই নিশ্চিত ছিলেন আওয়ামী লীগই ফের ক্ষমতায় বসতে যাচ্ছে। সেই সুযোগে আওয়ামী লীগে নাম লেখানো কিনা কে জানে! এমনকি কাজকর্ম বাদ দিয়ে আওয়ামী লীগের প্রচারণায় তাদের লম্বা লাইন দেখা গেছে। এমন সময় সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপির সমর্থনে কি কোন শিল্পী নেই? বিএনপিপন্থী শিল্পীরা অবশ্য দাবি করেছেন,‘অনেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংস্কৃতিক সংগঠন জাসাসের প্রথম সারির সদস্য ছিলেন। ক্ষমতায় থাকাকালে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত যাতায়াত ছিল। আমাদের দলের নেতাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা ছিল। আজ ক্ষমতা নেই, তারাও নেই। ক্ষমতায় আসলে বোঝা যেত কে বিএনপি কে আওয়ামী লীগ।’

এই যে চুপিচুপি দলবদল। তাদের কথা বাদই দিলাম। ক্ষমতায় ফিরতে ব্যার্থ বিএনপির সঙ্গে যেসব শিল্পী ওতপ্রোতভাবে জড়িত, তাদের খোঁজ রাখি আমরা? এমন কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তারা যেমন নিজেদের কথা জানিয়েছেন। তেমনি বিএনপিপন্থী যাদের খোঁজ নেই তাদের খবরও। ২০১৩ সালে বিএনপিতে যোগ দিয়েছিলেন কনকচাঁপা। এ বছর সিরাজগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী নাসিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারান। দল ক্ষমতায় নেই বলে কী পেশাদায়িত্বে কোন সমস্যা হচ্ছে? ‘আমি দীর্ঘদিন ধরে নিয়মিত গান করতে পারছি না। চলচ্চিত্রে কিছু ডাক পাই। কিন্তু স্টেজে ডাক খুব একটা পাওয়া হয় না। এর পেছনে কারণ স্থানীয় প্রভাবশালীরা এসব প্রগ্রামের আয়োজন করে। সেখানে আমার তো সিল লাগানো। এতে দু:খবোধ হয়, আমাকে শিল্পী হিসেবে মূল্যায়ন করুণ। রাজনীতি করা আমার অন্য আরেকটি কাজ।’

মনির খান বলেন,‘ অনেকেই বলছে আমি দলে ফিরছি। এটা মিথ্যা তথ্য। আমি নিজে বক্তব্য দিয়ে দল থেকে পদত্যাগ করেছি। আমি এখনো আমার সিদ্ধান্তে অনড়। রাজনীতিতে আর ফিরব না। রাজনীতি আমার কাছে খুব যন্ত্রণাদায়ক মনে হয়। এটা বুঝতে একটু সময় লেগেছে এই যা।’

নিজের কর্মকাণ্ড নিয়ে বলেন,‘ নিজের সামর্থ্যে যতটকু সম্ভব সেবা করবো। তবে এখন পুরো মনোযোগ গানে। ইউটিউবে দুটি চ্যানেল গড়েছি-‘মনির খান অফিশিয়াল চ্যানেল’ ও ‘মনির খান এমকে মিউজিক টোয়েন্টিফোর’। নতুন নতুন গান প্রকাশ করছি। প্রশংসাও পাচ্ছি। শ্রোতা-দর্শকরা বলছেন, আপনি গানের মানুষ গানেই থাকেন। স্টেজ কিংবা সিনেমার গানে কন্ঠ দেওয়ার ইচ্ছে আছে। ডাকলে সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আহমেদ ইমতিয়াজ বুলবুল মামা ছিলেন কট্টর আওয়ামী লীগ আর আমি বিএনপি। আমরা কিন্তু একসঙ্গে বহুবছর পথ চলেছি। কে দল করেছে আর সে ক্ষমতায়। এটা ভাবা ঠিক নয়। এটা শিল্পকে ধ্বংস করে দিবে।’

একশিল্পী নাম প্রকাশ না করার শর্তে বলেন,‘ মনির খানদের কোন সমস্যা হবে না। জাসাসের সাধারণ সম্পাদক হিসেবে কণ্ঠশিল্পী মনির খানের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেলে যাওয়া নেতাকর্মীদের কোন খোঁজ-খবরও তিনি কখনো নেননি। এমনকি চেয়ারপারসনের ছোট ছেলে কোকো মারা যাওয়ার দিন সিঙ্গাপুরে শো করতে যান। সিঙ্গাপুর থেকে অসংখ্য নেতাকর্মী মালয়েশিয়ায় কোকোর জানাযায় অংশ নিলেও যাননি মনির খান। দেশে বিদেশে শো নিয়ে ব্যস্ত থাকায় সংগঠনে সময় দিতে পারেননা তিনি। এবার নমিনেশন চেয়েছিলেন। কিন্তু তাকে তো জাসাসের দায়িত্ব থেকেই অব্যাহতি দেওয়া হয়েছিল। তলে তলে তার শো কিন্তু ঠিকই চলে।’

মনির খানের প্রতি যে কথা উঠেছে। এমন অনেকেই আছে, সরকারী লোকদের সঙ্গেও ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছে। বিএনপিপন্থী শিল্পীদের তালিকায় আছে আসিফের নামও। কিন্তু সে অনেক আগ থেকেই দলের কোন কর্মকান্ডে নেই। আওয়ামী লীগ সরকারের আমলেও সে সমানে তার ব্যস্ততা ধরে রেখেছেন। বেবি নাজনীন সঙ্গীত জগত থেকে নিজ ইচ্ছায় অনেকটা গুটিয়ে রাজনীতিতেই মনোনিবেশ করেছেন। ন্যানসি আছেন পারিবারিক সমস্যায়। তবে তিনি নানা সময় অভিযোগ করেছেন,‘ যখন তিনি কোন দলের সমর্থণ দেন। তারপর থেকে তার স্টেজ শো কমে শুন্যের খাতায় নেমে আসে। অনেক জায়গায় ফিক্সড হলেও তা পরিবর্তন হয়ে যায়।’

জাসাসের সিনিয়র সহ-সভাপতি বাবুল আহমেদেরও নেই কর্মব্যস্ততা। মনিরুজ্জামান মনির গান লেখেননা অনেকদিন। ইথুন বাবুও সুর তুলেন না। তবে বাদশা বুলবুল ও রিজিয়া পারভীন আশাবাদী। তারা বলেন,‘ আমরা টুকটাক গানে নিয়মিত হচ্ছি। কিন্তু একদল আছে যারা নিজেদের ক্ষমতাসীন দাবি করে রেডিও, টিভি, স্টেজ দখল করে আছেন। কি করার! আমরা শিল্পী। কাজ করতে চাই।’ দুজনারই অনেকদিন ধরে নতুন গান নেই বলে জানা যায়। শাহরিয়ার ইসলাম শায়লা সিনেমা জগত ছেড়েছেন অনেকদিন হলো। তিনি অশ্লীল নায়িকা বলে পরিচিত। তিনি আর সিনেমায় নয়, রাজনীতিতেই সময় কাটাবেন বলে জানান। দলের হাইকমান্ডের অপেক্ষায় আছে। গাজী মাজহারুল আনোয়ার অসুস্থ। জাসাসের সাংগঠনিক সম্পাদক চৌধুরী মাজাহার আলী (শিবা সানু) ভিলেন হিসেবে পরিচিত। তিনি নির্বাচনের আগে গ্রেপ্তার হন। এখন পর্যন্ত তাকে ছাড়ানোর কোন উদ্যোগ নেওয়া হয়নি।



মন্তব্য করুন


কালার ইনসাইড

এক যুগ পর বাংলাদেশে আসছেন আতিফ আসলাম

প্রকাশ: ০১:৫৪ পিএম, ২৯ মার্চ, ২০২৪


Thumbnail

প্রায় একযুগ পর বাংলাদেশে আসবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। বৃহস্পতিবার (২৮ মার্চ) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে নিজেই বিষয়টি জানিয়েছেন পাকিস্তানের এই সঙ্গিতশিল্পী।

মাত্র ১২ সেকেন্ডের এক ভিডিও বার্তায় তিনি জানান, ‘বাংলাদেশ, চলো একসঙ্গে সংগীত উপভোগ করি’। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টটি। যদিও আতিফ কবে বাংলাদেশে আসবেন, কোথায় করবেন শো—সেসব কিছুই জানাননি। এর আগেও একবার আতিফ আসলামের বাংলাদেশে আসার গুঞ্জন রটেছিল।

ওই সময় স্টার বক্স নামের এক আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছিল, ২০২৪ সালে কনসার্ট করতে বাংলাদেশে আসবেন ‘আদাত’ শিল্পী।

এর আগে ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। দীর্ঘ ১১ বছর পর আবারো ঢাকায় পা রাখতে পারেন বলিউডের জনপ্রিয় গায়ক। চলতি বছরই তিনি সংগীত ক্যারিয়ারে ২০ বছর পূর্ণ করবেন।


আতিফ আসলাম   সঙ্গিতশিল্পী  


মন্তব্য করুন


কালার ইনসাইড

এবার কংগ্রেস থেকে শিবসেনায় যোগ দিলেন গোবিন্দ

প্রকাশ: ০১:২৫ পিএম, ২৯ মার্চ, ২০২৪


Thumbnail

আবারও রাজনীতিতে ফিরে এলেন বলিউড অভিনেতা গোবিন্দ। বৃহস্পতিবার (২৮ মার্চ) মুম্বাইয়ের বালাসাহেব ভবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের উপস্থিতিতে শিবসেনায় যোগ দেন গোবিন্দ।

সম্প্রতি একনাথ শিন্ডের সঙ্গে দেখা করেছিলেন গোবিন্দ। সেই মিটিংয়ের পরই তিনি শিবসেনায় যোগ দিলেন। এমনটাই জানানো হয়েছে পিটিআইয়ের একটি রিপোর্টে

এর আগেও রাজনীতিতে যোগ দিয়েছিলেন গোবিন্দ। তখন তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এমনকি সেই দলের হয়ে ২০০৪ সালে লোকসভায় লড়েছিলেন উত্তর মুম্বাই কেন্দ্র থেকে। তখন তিনি বিজেপির বর্ষীয়ান নেতা রাম নায়ককে পরাজিত করেন। এরপর তিনি কংগ্রেস থেকে মুখ ফেরান এবং ২০০৯ সালের লোকসভা নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নেন।

শিবসেনায় যোগ দিয়ে গোবিন্দ বলেন, ‘আমি মন দিয়ে ভালো করে কাজ করব। শিল্পের উন্নতির দিকে নজর রাখব।’

একই সঙ্গে তিনি জানান মুম্বাই এখন অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। একনাথ শিন্ডের জন্যই সেটা সম্ভব হয়েছে। এছাড়া এ অভিনেতা জানান তার বাবা-মায়ের সঙ্গে শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের খুব ভালো সম্পর্ক ছিল। তবে কি আবার নির্বাচনে লড়বেন গোবিন্দ? সেই বিষয়ে তিনি কোনো উত্তর দেয়নি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, কোনো শর্ত ছাড়াই গোবিন্দ শিবসেনায় যোগ দিয়েছেন। 

গোবিন্দ যদি নির্বাচনে লড়েন তাহলে ২০০৪ সালের মতোই তিনি উত্তর মুম্বাই কেন্দ্র থেকেই নির্বাচনে লড়বেন বলে জানা গেছে।


কংগ্রেস   শিবসেনা   গোবিন্দ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

প্রকাশ্যে এলো ‘রাজকুমার’ সিনেমার প্রথম গান

প্রকাশ: ০১:১৩ পিএম, ২৯ মার্চ, ২০২৪


Thumbnail

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমার প্রথম গান প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টায় গানটি ভার্সেনটাইল মিডিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। ‘রাজকুমার’ সিরেমাটির এই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম ও কোনাল।

এর আগে 'প্রিয়তমা' সিনেমার টাইটেল গান 'ও প্রিয়তমা'তেও কণ্ঠ দিয়ে গত বছর আলোচনায় ছিলেন এই জুটি। আসিফ ইকবালের কথায় গানটির সংগীত আয়োজন করেছেন আকাশ সেন। গানটির কোরিওগ্রাফি করেছেন বলিউডের আদিল শেখ। ‘রাজকুমার’ সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

তিন মিনিট ৪১ সেকেন্ডের গানের পুরোটা ধারণ করা হয়েছে নিউ ইয়র্কে। কখনও টাইমস স্কয়ারে এলাকায়, কখনও তুষারে আবৃত অঞ্চলে পশ্চিমা নায়িকা কোর্টনি কফিকে নিয়ে রোমান্স করেছেন শাকিব।

বহুল আলোচিত ‘প্রিয়তমা’ সিনেমার রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে ‘রাজকুমার’ সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা হিমেল আশরাফ। ‘রাজকুমার’ বাংলা সিনেমার নতুন ইতিহাস গড়বে বলে মন্তব্য করেছেন তিনি।

ছবিটি প্রসঙ্গে নির্মাতা হিমেল আশরাফ বলেন, ‘ঢাকা, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, বান্দরবন, ভারত ও আমেরিকায় শুটিং হয়েছে রাজকুমার সিনেমার। এমন লোকেশনে, এমন আয়োজনে রাজকুমারের শুটিং হয়েছে যা কিছুদিন আগেও বাংলা সিনেমার জন্য স্বপ্ন ছিল। শুধু নিউ ইয়র্কেই টানা ১৮ দিন শুটিং হয়েছে। যেখানে প্রতিদিন অনেক আমেরিকান প্রফেশনাল কর্মী কাজ করেছেন, সাথে বাংলাদেশের টিম তো ছিলই’।

জানা গেছে, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাজকুমার। এতে শাকিবের নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। আসন্ন ঈদে বাংলাদেশের পাশাপাশি সিনেমাটি মুক্তি দেয়া হবে যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে।


শাকিব খান   ‘রাজকুমার’   হিমেল আশরাফ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বুবলীর পর এবার মাহির ছেলেকে নিয়ে পরীমনির স্ট্যাটাস

প্রকাশ: ০৩:৫৮ পিএম, ২৮ মার্চ, ২০২৪


Thumbnail

সম্প্রতি চিত্রনায়িকা বুবলী ও শাকিব খানের ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে সামাজিকে যোগাযোগ মাধ্যমে বুবলীর একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে পরী ও বুবলীর মাঝে দ্বন্দ্ব দেখা যায় সোস্যাল মিডিয়ায়। দুজনের একের পর এক স্ট্যাটাস ও পাল্টা স্ট্যাটাস তর্কযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠে ফেসবুক।

এদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহির ছেলে শামসুদ্দিন ফারিশের প্রথম জন্মদিন আজ। তার জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন চিত্রনায়িকা পরী মনি। লিখেছেন, ‘হ্যাপি বার্থডে মানিক চাঁদ আমাদের। তুমি মায়ের চোখের মণি হয়ে থাকো ফারিশ বাবা। আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি।’


গত মাসের ১৬ ফেব্রুয়ারি হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। বর্তমানে ছেলেকে নিয়ে আলাদাই থাকছেন এই নায়িকা। ছেলেকে নিয়েও ফেসবুকে ছবি পোস্ট করতে দেখা যায় এই অভিনেত্রীকে। এখন নিজের লুক বদলাচ্ছেন অভিনেত্রী। ব্যস্ত হয়েছেন ক্যারিয়ার নিয়ে। এরই মধ্যে পর্দায় ফেরার প্রস্তুতি নিয়েছেন তিনি।

পর্দায় ফেরা প্রসঙ্গে মাহি বলেন, ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেবেন না। এর কারণও অবশ্য রয়েছে। বিয়ের পর বেশ কিছু সিনেমার প্রস্তাবই ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। তবে এখন ক্যারিয়ারে মন দিতে চান তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাদের ফারিশ নামে এক বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। পাঁচ বছর সংসারের পর বিচ্ছেদ হয় তাদের।


পরীমনি   বুবলী   মাহিয়া মাহি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’

প্রকাশ: ০৩:৪০ পিএম, ২৮ মার্চ, ২০২৪


Thumbnail

সম্প্রতি বেশ ঢাকঢোল বাজিয়ে বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। সেই বিয়েতে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে হাজির ছিলেন অভিনেত্রী সাফা কবির। অথচ এখন শোনা যাচ্ছে তাদের ‘অনন্ত প্রেম’র গুঞ্জন!

সদ্য দুজনেই জুটি বেঁধে শেষ করেছেন ‘অনন্ত প্রেম’-এর শুটিং। আসছে ঈদে সিএমভি’র ব্যানারে বিশেষ এই নাটকটি লিখেছেন ও বানিয়েছেন মহিদুল মহিম।

নাটকটির নিয়ে নির্মাতা জানান, ‘এই গল্পের নায়ক জিসান। কক্সবাজারে নিজের দোকানে বসে কেক তৈরি করে এবং বিক্রি করে। ছোটবেলায় জিসানের মা মারা যায়। তার মা-ও খুব ভালো কেক তৈরি করতো। তাই মায়ের স্মৃতি ধরে রাখতেই জিসান কেকের বিজনেস করার সিদ্ধান্ত নেয়।

গল্পের নায়িকা স্নেহা। জিসানের কেক রেস্টুরেন্টে আসে। স্নেহার শখ ছবি তোলা। খুব সুন্দর পোশাক পরে সাজানো রেস্টুরেন্টে জিসানকে কেক বানাতে দেখে মুগ্ধ হয়ে ছবি তোলে স্নেহা। আর সুন্দরী স্নেহার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যায় জিসান।’

নির্মাতা আরও বলেন, ‘বুঝতেই পারছেন, গল্পের এই পর্যায়ে জিসান-স্নেহা প্রেমে হাবুডুবু খেতে শুরু করে। গল্পটা মূলত শুরু হয় এখান থেকে। ক্রমশ জড়ায় পারিবারিক জটিলতায়। শেষটা জানতে দেখতে হবে ঈদ উৎসবে পুরোটা।’

‘অনন্ত প্রেম’ নাটকটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে আসছে ঈদ উৎসবে মুক্তি পাবে।


অনন্ত প্রেম   জোভান আহমেদ   সাফা কবির  


মন্তব্য করুন


বিজ্ঞাপন