কালার ইনসাইড

রিমেকে কতটা সুখী বলিউড?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:০১ পিএম, ১৫ এপ্রিল, ২০১৯


Thumbnail

বলিউডে রিমেক হয় দু- ধরনের সিনেমা। এক, বলিউডেরই ক্ল্যাসিক সিনেমা রিমেক। দুই, ভারতের অন্য প্রদেশ কিংবা বিশ্বের অন্যান্য দেশের সিনেমার রিমেক। আর এই যে নতুন করে তৈরী। এর অন্যতম মূল কারণতো নিশ্চয়ই ব্যবসা। কিন্তু বলিউডে কতটা ব্যবসা গড়তে পারছে রিমেক ছবিগুলো? কিংবা কোন ছবি কি প্রশংসিত হয়েছে?

রিমেকেরও যদি ধারা বলা হয়। তাহলে তারও কয়েকটি ভাগ রয়েছে:

বলিউডের সিনেমা বলিউডে রিমেক:

বলিউডের সিনেমা বলিউডে রিমেক করা ছবি ব্যবসায়িকভাবে সফল হয়েছে খুবই কম। যেমন ১৯৮৩ সালের জনপ্রিয় বলিউড সিনেমা ‘হিরো’-র রিমেক। পুরনো সিনেমাটিতে অভিনয় করেন জ্যাকি শ্রফ, মীনাক্ষি শিষাদ্রি। মোটেই ব্যবসা করতে পারেনি ছবিটি। ‘কর্জ’ সিনেমাটি করে যেখানে ঋষি কাপুর বলিউডে প্রতিষ্ঠা পেয়েছিলেন, সেখানে এর রিমেক করে হারিয়ে যায় গায়ক, সুরকার তথা অভিনেতা হিমেশ রেশমিয়া। বোল বচ্চন এই সিনেমাটি পুরনো বলিউড সিনেমা ‘গোলমাল’ এর রিমেক। হৃষিকেশ মুখার্জীর পরিচালনায় হওয়া প্রথম সিনেমার মত প্রশংসিত না হলেও রোহিত শেঠী ও স্টার কাস্টের কারণে ছবিটা ব্যবসায়ীক সফলতা পায়। ‘জাঞ্জির’ সিনেমাটি করে বলিউডে প্রতিষ্ঠা পান অমিতাভ বচ্চন। তার রিমেকটি তৈরি করে নিজেকে হাসির পাত্র করে তুলেছেন পরিচালক অপূর্ব লাখিয়া। উমরাও জান এমনকী বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই-ও রেখার সৌন্দর্য ও আবেদনকে ছাপিয়ে যেতে পারেননি। শোলে বলিউড ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম রিমেকগুলির মধ্যে একেবারে প্রথমে থাকবে রাম গোপাল ভার্মার তৈরি ‘আগ’ সিনেমাটি। ‘চশমে বাদ্দুর’ রিমেকটি মজার হলেও প্রথম সিনেমাটিকেই বেশি ভালোবেসেছেন সিনেমাপ্রেমীরা। ‘খুবসুরত’ রেখার ক্লাসিক সিনেমার রিমেক বক্স অফিসে ভালো করতে পারেনি। ‘ভিক্টোরিয়া নম্বর ২০৩’ সত্তরের দশকের রহস্য নির্ভর সিনেমা ভিক্টোরিয়া নম্বর ২০৩-এর রিমেকে অভিনয় করে সময় নষ্ট ছাড়া আর কিছুই করেননি বিখ্যাত অভিনেতা ওম পুরী ও অনুপম খের।

দক্ষিণী সিনেমার রিমেক বলিউডে:

এখানে সফল বলা যায়। বলিউডের একাধিক সফল সিনেমা আসলে তামিল ইন্ডাস্ট্রি থেকে গল্প ধার করে বানানো। বেশিরভাগ সময় দেখা যায়, তামিল সিনেমার বলিউড রিমেক সিনেমায় শুধু মাত্র অভিনিয়শিল্পীরা ছাড়া লোকেশন, কাহিনী ও গানের দৃশ্যায়ন একই হয়ে থাকে। সিনেমাগুলো শুধু ব্যবসা সফলই হয় না, ব্যাপক জনপ্রিয়তা পায় দর্শক মহলে। ‘আনজানা আনজানি’ ২০১০ সালে বলিউডে মুক্তি পায়। অনেকেই জানেন না, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি আসলে দক্ষিনের তেলেগু সিনেমার নকল। টলিউড সুপারস্টার রবি তেজার ‘ইটলু স্রাভানি সুব্রমানিয়াম’ ছবি থেকে মেয়া হয়েছে ‘আনজানা আনজানি’ ছবির কাহিনী। দক্ষিনে ছবিটি বেশ সাড়া ফেললেও বলিউডে ছবিটি অ্যাভারেজ হিটের তালিকায় স্থান পায়।

‘রেহনা হ্যায় তেরে দিল মে’ মাধবন ও দিয়া মির্জার ছবি। এটিও তামিল ছবির হিন্দি সংস্করণ। তামিল ছবি ‘মিনালে’ ছবিটি থেকে কাহিনী নেয়া। বলিউড ও তামিল দুই ক্ষেত্রেই বেশ জনপ্রিয়তা পায় ছবি দুটি।

২০০১ সালের আরেক সুপারহিট বলিউড সিনেমা ‘নায়ক’। দক্ষিনি অভিনেতা অর্জুন সারজা অভিনীত ‘মুধালভান’ ছবির হিন্দি সংস্করণ হচ্ছে ‘নায়ক’। এস শঙ্কর পরিচালনা করেন দুটি ছবিই। দুই ভাষাতেই সমান ব্যবসা সফল ও জনপ্রিয়তা পায় ছবিগুলো।

‘নো এন্ট্রি’ ছবিটি রিমেক করা হয় তামিল ছবি ‘চার্লি চ্যাপলিন’ থেকে। সালমানের ছবিটা ব্যাবসাসফল হয়।

১৯৯৩ সালে দক্ষিনে মুক্তি পায় মালায়ালাম সিনেমা ‘মানিচিত্রাথাজু’ ছবিটি। এটি মুক্তির প্রায় ১৫ বছর পর ছবিটির হিন্দি সংস্করণ ‘ভুল ভুলাইয়া’ সুপারহিটই হয়।

এছাড়াও ওয়ান্টেড, বডিগার্ড, রাওডি রাঠৌর, সিংহম, গজনি, দৃশ্যম, বিল্লু, বিবি নাম্বার ওয়ান, হেরা ফেরি, ফোর্স, সাথিয়া ছবিগুলোর মূলত জন্মস্থান দক্ষিণেই। ওভারঅল বললে দক্ষিণী সিনেমার রিমেক হোক কিংবা কপি হোক সেটা ব্যবসাসফল হয় বলিউডে। যার সর্বশেষ উদাহরণ সিম্বা।  

হলিউড থেকে রিমেক:

ব্যং ব্যং (নাইট অ্যান্ড ডে), লাইফ ইন এ মেট্রো (দি অ্যাপার্টমেন্ট), দিল হ্যায় কে মানতা নাহি (ইট হ্যাপেনড ওয়ান নাইট), জিসম (বডি হিট), কোয়ি মিল গ্যায়া (দি এক্সট্রা টেরেস্ট্রিয়াল),  ব্ল্যাক (দ্য মিরাকল ওয়ার্কার), কিঁউ কি (ওয়ান ফ্লিউ ওভার দ্য কাকুস নেস্ট),মার্ডার (আনফেইথফুল),  সরকার (দ্য গডফাদার), অগ্নিপথ (স্কারফেস),কাঁটে (রিজারভোয়ের ডগস)- ছবিগুলো উল্লেখযোগ্যভাবে বলা যায়। তবে হুবহু হলিউড থেকে কপি পেস্ট না করা হলেও উল্লেখিত ছবি অনুপ্রানিত হয়েছে হলিউড থেকেই। ব্যাবসায়িক হিসেবে আসলে ছবিগুলো অ্যাভারেজ ব্যবসা করেছে।

কোরিয়ান সিনেমা থেকে বলিউড:  

মার্ডার টু ‘দ্য চেজার’, জিন্দা ‘ওল্ডবয়’ আওরাপন ‘অ্যা বিটারসুইট লাইফ’ আগলি অউর পাগলী ‘মাই স্যাসি গার্ল’, এক ভিলেন ‘দ্য চেসার’, জাজবা ‘সেভেন ডেজ’ রকি হ্যান্ডসাম ‘দ্য ম্যান ফ্রম নো হোয়ার’- এর মতো আরো কয়েকটি কোরিয়ান সিনেমা বলিউডে রিমেক হয়েছে। কোনটি আহামরি ব্যাবসা করেনি। 

আপকামিং রিমেক:

ভারত - সালমন খানে র আপকামিং সিনেমা ‘ভারত’ অনুপ্রাণিত হয়েছে ‘ওড টু মাই ফাদার’ থেকে।

পতি পত্নি অর ওহ: ১৯৭৪ সালের সিনেমাটি রিমেক হচ্ছে। বিআর চোপড়ার সিনেমাটির রিমেকে অভিনয় করবেন কার্তিক আরিয়ান, ভূমি পেডেনকার, অনন্যা পান্ডে।

কবির সিং: তেলেগু হিট ফিল্ম ‘অর্জুন রেড্ডি’র রিমেক হচ্ছে বলিউডে। বলিউডের রিমেক ছবির নাম ‘কবির সিং’।

ড্রাইভ: হলিউডের রয়ান গসলিংয়ের ‘ড্রাইভ’ সিনেমার রিমেক হচ্ছে বলিউডে। বলিউড সিনেমায় অভিনয় করবেন সুশান্ত সিং রাজপুত।

ক্রিক পার্টি: দক্ষিণী এই ছবিটির রিমেকেও অভিনয় করবেন কার্তিক আরিয়া ও জ্যাকলিন।

কুলি নাম্বার ওয়ান: গোবিন্দর কুলি নাম্বার ওয়ান রিমেক করবেন বরুণ ধাওয়ান।

র‌্যাম্বো: সিলভেস্টার স্টালিনের র‌্যাম্বো সিনেমার রিমেক করবেন টাইগার শ্রুফ।

কিজিয়া অ্যান্ড মেনি: হলিউডের বিখ্যাত ‘ফলট অব স্টারস’ সিনেমার রিমেক করছেন সুশান্ত সিং রাজপুত।

প্রস্থনাম: দক্ষিণী এই সিনেমাটির রিমেক হবে বলিউডে। সঞ্জয় দত্ত অভিনয় করবেন। তবে এখনো নাম ঠিক হয়নি।

এগেইন বিগেইন: হলিউডের ‘এগেইন বিগেইন’ সিনেমাটির রিমেক হবে বলিউডে। সিনেমার্টি নির্মাণ করেবেন ‘খুবসুরাত’, ‘ভীরে দ্যা ওয়েডিং’ ছবির নির্মাতা শশাঙ্ক গুপ্তা।

মুলসি প্যাটার্ন: সালমান খানের প্রযোজনায় মারাঠী এই সিনেমাটি রিমেক হবে। অভিনয় করবেন তার ভগ্নিপতি আয়ূশ শর্মা।

ও কোন থি: বলিউডের ক্ল্যাসিক এ সিনেমাটির রিমেক করবেন শহীদ কাপুর।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



মন্তব্য করুন


কালার ইনসাইড

বুবলী আগে থেকেই বিবাহিত, একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি

প্রকাশ: ০৭:৫৮ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

এবার ঈদের আগে থেকে ব্যক্তিজীবন নিয়ে কথা বলে বারবার শিরোনামে জায়গা করে নিয়েছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে দাম্পত্যজীবন এবং নায়কের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে মন্তব্য করেই আলোচনার সূত্রপাত। এবার সেই বুবলীকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি।

ঈদের একটি অনুষ্ঠানে বুবলী জানান, শাকিবের সঙ্গে এখনও ডিভোর্স হয়নি তার। সময় নিচ্ছেন তারা। কিন্তু আলাদা থাকছেন। মূলত ছেলে বীরের কথা ভেবেই সময় নিচ্ছেন তারা।

এবার বুবলীকে নিয়ে সুরুজ বাঙালি বলেন, এখন শাকিব-অপু দুজনেই ভালো আছেন। কিন্তু তাদের মধ্যে প্রবেশ করে সবকিছু নষ্ট করতে চাচ্ছে বুবলী। শাকিবের লেজ ধরেই তো আজকের অবস্থানে এসেছে বুবলী। তাকে ধরে ১০টি সিনেমাও করেছে। বুবলীকে শাকিবই ওপরে উঠিয়েছে।

তিনি আরও বলেন, এই বুবলী কিন্তু আগে থেকেই বিবাহিত। তবে এই বিষয়টা জানতো না শাকিব। শুধু তাই নয়, তার আগের ঘরে একটি মেয়েসন্তানও রয়েছে। শাকিব এটা পরবর্তীতে জানতে পেরে এড়িয়ে চলেছে তাকে। কিন্তু বীর তো শাকিবের নিজের রক্তের। এ জন্য বীরকে কখনোই ফেলে দেবে না শাকিব।

এই কৌতুক অভিনেতা বলেন, বুবলী চায় বীরকে দিয়ে শাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে। যেখানে শাকিব-অপু এক হয়েছেন, তখন তাদের মধ্যে বুবলীর নাক গলানোর কী প্রয়োজন?

প্রসঙ্গত, ২০১৬ সালে শাকিবের বিপরীতে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন বুবলী। এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তারা। ২০২২ সালের সেপ্টেম্বরের শেষ দিকে বেবিবাম্পের ছবি প্রকাশ করে আলোচনায় আসেন বুবলী। এরপর একদিন পরই একসঙ্গে ফেসবুকে ছেলে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ্যে আনেন শাকিব-বুবলী।

বুবলী   সুরুজ বাঙালি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ভারতের পদ্মশ্রী পুরস্কার পেলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী বন্যা

প্রকাশ: ০৯:০০ এএম, ২৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পদক গ্রহণ করলেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন তিনি।

এদিকে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অধ্যাপক (ড.) রেজওয়ানা চৌধুরী বন্যাকে শিল্পকলায় পদ্মশ্রী পদক প্রদান করেছেন। তিনি বাংলাদেশের একজন দক্ষ পেশাদার সঙ্গীতশিল্পী, রবীন্দ্রসঙ্গীতের একজন নিবেদিতপ্রাণ অনুশীলনকারী।

ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হচ্ছে ভারতরত্ন। তারপরই রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়ে থাকে পুরস্কারগুলো।

এ বছর দেশটির সরকার বিভিন্ন ক্ষেত্রে ১৩২ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মাননার জন্য মনোনীত করেছে। এদের মধ্যে পাঁচজন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ আর ১১০ জন পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন।

এর আগে চলতি বছরের জানুয়ারির শেষ দিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এবারের পদ্ম পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে।

প্রসঙ্গত, রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসঙ্গীত ছাড়াও ধ্রুপদী, টপ্পা ও কীর্তন গানের ওপর শিক্ষা লাভ করেছেন। প্রাথমিক অবস্থায় রেজওয়ানা বন্যা ‘ছায়ানট’ ও পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি বুলবুল ললিতকলা একাডেমিতেও পড়াশোনা করেছেন। তিনি ‘সুরের ধারা’ নামের একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন।

রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে এ পর্যন্ত বহু অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে- ‘স্বপ্নের আবেশে’, ‘সকাল সাঁঝে’, ‘ভোরের আকাশে’, ‘লাগুক হাওয়া’, ‘আপন পানে চাহি’, ‘প্রাণ খোলা গান’, ‘এলাম নতুন দেশে’, ‘মাটির ডাক’, ‘গেঁথেছিনু অঞ্জলি’, ‘মোর দরদিয়া’, ‘শ্রাবণ তুমি’ ও ‘ছিন্নপত্র’ ইত্যাদি।

সঙ্গীতে অসামান্য অবদান রাখায় ২০১৬ সালে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক লাভ করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এ ছাড়া তিনি ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক, সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, আনন্দ সঙ্গীত পুরস্কারসহ বহু পুরস্কার পেয়েছেন। এর আগে ভারতে বঙ্গভূষণ সহ বেশ কিছু পদক পেয়েছেন তিনি।


ভারত   পদ্মশ্রী   পুরস্কার  


মন্তব্য করুন


কালার ইনসাইড

লোকসভা ভোট: ডিপফেক ভিডিও নিয়ে বলিউডে দুশ্চিন্তা

প্রকাশ: ০৩:৩৭ পিএম, ২২ এপ্রিল, ২০২৪


Thumbnail

ভারতের লোকসভা নির্বাচন কেন্দ্র করে বলিউড তারকাদের কিছু ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়েই শুরু হয়েছে হইচই।

ডিপফেক ভিডিও দেখা গেছে, গুলোতে দুই বলিউড সুপারস্টারকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপক সমালোচনা করেছেন। একই সঙ্গে তারা চলমান লোকসভা নির্বাচনে বিরোধী দল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে।

ভাইরাল দুই ভিডিওর মধ্যে ৩০ সেকেন্ডের একটি ভিডিও আমির খানের এবং ৪১ সেকেন্ডের আর একটি ভিডিও রণবীর সিংয়ের। ওই ভিডিওতে এই দুই সুপারস্টারকে বলতে শোনা গেছে, মোদি যে নির্বাচনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নে তিনি ব্যর্থ হয়েছেন।

এছাড়া গত দুই মেয়াদের ক্ষমতায় তিনি অর্থনৈতিক সংকটে রোধেও তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারেন নাই। 

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরিকৃত এই ভিডিও’র শেষে কংগ্রেসের প্রতীক এবং শ্লোগান তুলে ধরা হয়। বলা হয়েছে ‘ভোট হলো অধিকার, কংগ্রেসকে ভোট দিন’। 

আমিরের ভাইরাল ডিপফেক ভিডিও নিয়ে মুম্বাইর থানায় একটি মামলাও করেছে পুলিশ। জানিয়েছে এই ঘটনার সাথে যুক্তদের ধরতে অভিযান শুরু হয়েছে।


ডিপফেক   লোকসভা নির্বাচন   আমির খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ডিপজলের বিরুদ্ধে অভিযোগ তুলে নিলেন অভিনেত্রী

প্রকাশ: ০৩:১৭ পিএম, ২২ এপ্রিল, ২০২৪


Thumbnail

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ দ্বিবার্ষিক মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে সমিতির এক সদস্য টাকা দেয়ার অভিযোগ জানিয়েছিলেন নির্বাচন কমিশন বরাবর। তবে গত ১৯ এপ্রিল ভোটগ্রহণের পর এতে ডিপজল জয়লাভ করলে সেই অভিযোগ প্রত্যাহার করেন অভিযোগকারী অভিনেত্রী সাদিয়া মির্জা।

গতকাল রোববার (২১ এপ্রিল) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন বিজয়ী সভাপতি খল-অভিনেতা মিশা সওদাগর। পর্দার দাপুটে এ অভিনেতা বলেন, ডিপজলের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি দুই ও তিন ভঙ্গের যে অভিযোগ জানিয়েছিলেন সাদিয়া মির্জা, সেটি প্রত্যাহার করে নিয়েছেন তিনি। বিষয়টি আমাদের জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

প্রসঙ্গত, এবারের নির্বাচন ২৭ এপ্রিল সম্পন্ন করার কথা থাকলেও একটি প্যানেল আপত্তি জানালে পরে ১৯ এপ্রিল তারিখই চূড়ান্ত রাখা হয়। ২১ সদস্য বিশিষ্ট কমিটির এ নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে প্রতিদ্বন্দিদ্বতা করেন ৪৮ প্রার্থী। প্যানেল দুটি হচ্ছে―মাহমুদ কলি ও নিপুণ আক্তার এবং অন্যটি মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু। তার সঙ্গে সদস্য হিসেবে আছেন এ জে রানা ও বিএইচ নিশান।


ডিপজল   অভিযোগ   চলচ্চিত্র শিল্পী সমিতি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মারা গেছেন অভিনেতা অলিউল হক রুমি

প্রকাশ: ১০:২১ এএম, ২২ এপ্রিল, ২০২৪


Thumbnail

টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমি আর নেই। সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অভিনেতা জিয়াউল অপূর্ব নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অলিউল হক রুমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কিছুদিন আগে হঠাৎ করেই ক্যানসার ধরা পড়ে রুমির শরীরে। এরপর চিকিৎসা নিতে ভারতে যান। সেখানে থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

কর্তব্যরত চিকিৎসক বলছেন, অভিনেতা রুমির শারীরিক অবস্থা প্রথমে স্থিতিশীল ছিল। চিকিৎসাধীন হয়ে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। তবে হঠাৎ করেই অবস্থার অবনতি হতে শুরু করে তার। শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না এ অভিনেতাকে।

মৃত্যুর আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে এ অভিনেতা সবার কাছে দোয়া চেয়েছিলেন। ক্যানসার জয় করে আগের মতো আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে চেয়েছিলেন তিনি। তবে ক্যানসারের কাছে হেরে গেলেন অভিনেতা।

তিনি দীর্ঘদিন মঞ্চেও অভিনয় করেছেন। থিয়েটার বেইলি রোডের আলোচিত ‘এখনও ক্রীতদাস’ নাটকে অনবদ্য অভিনয় করেছেন তিনি।

শোবিজে তার অভিষেক হয় আলোচিত ধারাবাহিক ‘কোন কাননের ফুল’ নাটক দিয়ে। চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।


অলিউল হক রুমি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন