মাদক মামলায় গ্রেফতার করা হল বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের শ্যালক আদিত্য আলভাকে। সোমবার রাতে ভারতের চেন্নাই থেকে গ্রেফতার করা হয় বলিউড অভিনেতার শ্যালককে।
বেশ কয়েকদিন ধরেই জনতা পার্টির নেতা জীবরাজ আলভার ছেলে আদিত্য আলভাকে পুলিস খুঁজতে শুরু করে। সান্ডালহুড মাদক মামলায় আদিত্যর নাম উঠে আসার পরই তার খোঁজে জোরদার তল্লাসি শুরু করে পুলিস। এমনকি তার খোঁজে অভিনেতা বিবেক ওবেরয়ের বাড়িতেও তল্লাসি চালানো হয়। সেখানেও তাঁর খোঁজ মেলেনি। যদিও বিবেক ওবেরয় ও তার স্ত্রী প্রিয়াঙ্কা আলভা স্পষ্ট জনিয়ে দেন, আদিত্যর কোনও খোঁজ তারা জানেন না।
বেঙ্গালুরুর পুলিস কমিশনার জানান, চার মাস ধরে আদিত্য আলভার কোনো খোঁজ মিলছিল না। ৪ মাস ধরে একটানা তল্লাসি চালানোর পর অবেশেষে পুলিসের জালে ধরা পড়েন আদিত্য।