এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। শুধু বাংলাদেশে নয় পশ্চিম বাংলার বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন খ্যাতিমান সব অভিনেতাদের সাথে। তবে দীর্ঘ ১৪ বছর পর আবার ফিরছেন সিনেমায় নতুন চমক নিয়ে। প্রথমবারের মত চলচ্চিত্র নির্মাণ করছেন এবং নিজের পরিচালিত এ চলচ্চিত্রে অভিনয়ও করবেন তিনি।
তার পরিচালিত এবং কহিনী রচনা করা সিনেমা `ফিরে দেখা` এবছর সরকারি অনুদান পেয়েছে। সম্প্রতি এই সিনেমার একটি গান রেকর্ডিং হয়েছে । যাতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে দ্বৈত গেয়েছেন এই প্রজন্মের গায়ক মোমিন বিশ্বাস। গাজী মাজহারুল আনোয়ারের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জাবেদ আহমেদ কিসলু।
উল্লেখ্য ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হবে ‘ফিরে দেখা’। ১ মার্চ থেকে রোজিনার নানাবাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামে এর শুটিং শুরু হবে। এতে রোজিনার বিপরীতে অভিনয় করবেন ইলিয়াস কাঞ্চন। আরেক জুটি হিসেবে থাকবেন নিরব ও স্পর্শিয়া।