ইনসাইড বাংলাদেশ

তৃতীয় মেয়াদে তিন বছর: ৫ ব্যর্থতা

প্রকাশ: ০৬:০০ পিএম, ০৭ জানুয়ারী, ২০২২


Thumbnail তৃতীয় মেয়াদে তিন বছর: ৫ ব্যর্থতা

আওয়ামী লীগ সরকার টানা ১৩ বছর পূর্ণ করলো আজ। তৃতীয় মেয়াদে বর্তমান সরকারের তিন বছর পূর্তি হলো। একটি সরকারের সাফল্য-ব্যর্থতা দুটোই থাকে। সাফল্য ও ব্যর্থতা মিলেই একটি সরকার এগিয়ে যায়। বর্তমান সরকারের যেমন অনেক সাফল্য আছে তেমনি বেশকিছু ব্যর্থতাও রয়েছে। তৃতীয় মেয়াদে এসে প্রথম তিন বছরে সরকারের সবচেয়ে বড় যে ব্যর্থতাগুলো জনগণের চোখে পড়েছে এবং যে ব্যর্থতাগুলোর দিকে দ্রুত দৃষ্টি দেয়া প্রয়োজন বলে সাধারণ মানুষ মনে করেন তার মধ্যে রয়েছে:

১. দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি: গত ৩ বছরে বর্তমান সরকারের প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল দ্রব্যমূল্য। দ্রব্যমূল্য যেন বেপোরোয়াভাবে বেড়ে গেছে। কখনো চালের দাম, কখনো পেঁয়াজের দাম, কখনো কাঁচা মরিচের দাম -এমনভাবে বেড়েছে যে মধ্যবিত্ত এবং নিম্নআয়ের মানুষের জীবন হাঁসফাঁস করে উঠেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কোনো পদক্ষেপই তেমন কোনো কাজে লাগেনি। আর এটি সাধারণ মানুষের কাছে সবচেয়ে বড় অস্বস্তির কারণ হিসেবে উপস্থাপিত হয়েছে।

২. গণপরিবহনে নৈরাজ্য: তৃতীয় মেয়াদে তিন বছর গণপরিবহনের নৈরাজ্য ছিল সবচেয়ে আলোচিত বিষয় গুলোর অন্যতম। বিশেষ করে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন গড়ে তোলে শিক্ষার্থী-তরুণরা। আর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের প্রেক্ষিতে সরকার নতুন সড়ক আইন করলেও সেই আইনের বাস্তবায়ন করতে পারেনি। গণপরিবহন যেন একটা সিন্ডিকেটের কাছে জিম্মি রয়েছে। একদিকে যেমন বেপরোয়া গাড়িচালকদের কারণে প্রাণহানির ঘটনা ঘটছে, তেমনি গনপরিবহনের ভাড়া বৃদ্ধি এবং নানারকম অব্যবস্থাপনা মানুষকে অস্বস্তির মধ্যে ফেলেছে। এই অবস্থা, পরিস্থিতির উত্তরণ সাম্প্রতিক সময়ে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে অনেকে মনে করছেন।

৩. আক্রান্ত সংখ্যালঘু, সাম্প্রদায়িকতার বিষবাষ্প: তৃতীয় মেয়াদে তিন বছরে আওয়ামী লীগের অসাম্প্রদায়িক নীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিলো অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ। আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমান সরকার সেই অসাম্প্রদায়িক বাংলাদেশের পথে হাঁটলেও সাম্প্রদায়িকতার বিষবাষ্প মানুষকে উৎকণ্ঠিত করেছে, করেছে উদ্বিগ্ন। বিশেষ করে মুজিববর্ষের শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর সময় যেভাবে হেফাজত সারাদেশে তাণ্ডব করেছে তা বিস্ময়কর। হেফাজতের এই উত্থান বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার জন্য একটা বড় হুমকি বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এছাড়াও বিগত বছরের শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হয়েছে এবং সেই চেষ্টা প্রতিরোধে প্রশাসনের যথাযথ ভূমিকা পালন করতে পারেনি বলেই অনেকে মনে করেন। কাজেই সাম্প্রদায়িকতার উত্থান বর্তমান সরকারের একটি বড় ব্যর্থতা এবং এটিকে প্রতিহত করা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুলোর একটি বলেই অনেকে মনে করেন।

৪. দুর্নীতি: তৃতীয় মেয়াদে দুর্নীতি একটি আলোচিত বিষয় হিসেবে উপস্থাপিত হয়েছে। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পরপরই ঘোষণা করেছেন দুর্নীতির ব্যাপারে শূন্য সহিষ্ণুতা। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সফরে যান এবং সরকারি কর্মকর্তাদের দুর্নীতির ঊর্ধ্বে থাকার আহ্বান জানান। কিন্তু তারপরও তিন বছরই দুর্নীতি বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। বিশেষ করে বালিশ কেলেঙ্কারি, করোনার সময় স্বাস্থ্যখাতে কেনাকাটায় ভয়াবহ দুর্নীতির ঘটনা কিংবা বিদেশে সরকারি কর্মকর্তাদের লুণ্ঠিত সম্পদ পাচারের ঘটনা বারবার আলোচনায় এসেছে। দুর্নীতি দমন কমিশন নিজেরাও স্বীকার করেছে যে, দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে আরও কার্যকর হতে হবে তাদেরকে। প্রধানমন্ত্রী দলের ভেতর শুদ্ধি অভিযান পরিচালনা করেছেন, বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু তারপরও দুর্নীতির এই লাগামহীন ঘোড়াকে প্রতিহত করাই সরকারের একটি চ্যালেঞ্জ এবং এক্ষেত্রে সরকার এখনও তেমন সফল হতে পারেনি।

৫. আমলাতন্ত্রের উত্থান: সরকারের তৃতীয় মেয়াদে বড় ব্যর্থতার দিক হলো আমলা নিয়ন্ত্রিত সরকার। বিশেষ করে করোনার প্রকোপ শুরু হওয়ার পর আমলারা যেন চালকের আসনে বসেছেন, রাজনীতিবিদরা ব্যাকফুটে চলে গেছেন। আর এটি একটি রাজনৈতিক সরকারের জন্য অশনিসংকেত বলেই অনেকে মনে করছেন। বিভিন্ন সময় আমলাদের সঙ্গে জনপ্রতিনিধিদের বিরোধ তিন বছরই থেমে থেমে হয়েছে। আরে এই সমস্ত ঘটনাগুলো সরকারের জন্য ছিলো বিব্রতকর।

সরকার   আওয়ামী লীগ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ঢাকায় নিজ নামের সড়ক ও পার্ক উদ্বোধন করবেন কাতারের আমির

প্রকাশ: ০৫:২৮ পিএম, ১৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

রাজধানী ঢাকায় একটি সড়ক ও পার্কের নামকরণ করা হচ্ছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মিরপুরের কালশী এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্ত্বর থেকে কালসী উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করা হবে।  

আগামী মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ৩টায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির এই দু’টি স্থাপনা উদ্বোধনের কথা রয়েছে।

এ বিষয়ে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, কাতার বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দুদেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের মধ্যে বন্ধুত্বের এ সম্পর্ক এবং আমিরের এ সফরকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে তার নামে এই পার্ক ও রাস্তার নামকরণ করা হচ্ছে।

এ সময় তিনি তুরস্কের জাতির পিতা কামাল আতাতুর্ক’র কথা উল্লেখ করে বলেন, দুই দেশের বন্ধুত্বের নিদর্শন স্বরূপ কামাল আতাতুর্কের নামে রাজধানীর বনানীতে একটি সড়ক রয়েছে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেও তুরস্কে একটি সড়কের নামকরণ করা হয়েছে।

মেয়র আতিকুল ইসলাম বলেন, গত বছরের ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক জনসভায় কালশী এলাকার বালুর মাঠে বিনোদন পার্ক ও খেলার মাঠ করার ঘোষণা দেন। তিনি ওই এলাকার মানুষের জন্য উপহার হিসেবে ১৬ বিঘা জমি খেলার মাঠ ও পার্কের জন্য বরাদ্দ দেন।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম বলেন, মাঠ ও বিনোদন পার্কটিতে যুবকদের জন্য ক্রিকেট ও ফুটবল খেলার ব্যবস্থা এবং প্রশিক্ষণের জন্য ব্যবস্থা থাকবে। প্রবীণদের জন্য হাঁটার ব্যবস্থা এবং শিশুদের খেলাধুলার জায়গা থাকবে।

আগামী মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়ক ও পার্কের নামফলক উন্মোচন করবেন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আগামী সোমবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন।

কাতারের আমির   আমির শেখ তামিম বিন হামাদ আল থানি  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

প্রকাশ: ০৪:৫৫ পিএম, ১৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে চুয়াডাঙ্গায়। টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। 

শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল ৩টায় চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

টানা তাপদাহে অতিষ্ঠ এখানকার জনপদ। অসহ্য গরমে প্রাণীকূলের প্রাণ যেন ওষ্ঠাগত। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। তীব্র তাপে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। প্রয়োজনের তাগিদে ঘর থেকে বেরিয়েও কাজ করতে পারছেন না তারা।

এদিকে তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে হিট এলার্ট জারি করেছে জেলা প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়িত সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, আরও কয়েক দিন এমন তাপদাহ অব্যাহত থাকতে পারে। তবে এখনই এই এলাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

চুয়াডাঙ্গা   সর্বোচ্চ তাপমাত্রা   হিট এলার্ট জারি  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

অপরাধী আত্মীয় হলেও ছাড় নয়: প্রতিমন্ত্রী পলক

প্রকাশ: ০৪:১০ পিএম, ১৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

নাটোরের সিংড়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারপিটের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় তিনি বলেন, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

শুক্রবার ( ১৯ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নাটোরে অপহরণ ও মারধরের শিকার উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি দেলোয়ার হোসেন পাশার সুস্থ্যতা কামনা করেন এবং চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, দেশের বাইরে থেকে আসার সঙ্গে সাথেই আমার দলের কর্মী দেলোয়ার হোসেন পাশাকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। এটিকে নিজের নৈতিক দায়িত্ব বলে মনে করেছি। এ সময় আমার নেতাকর্মীদের পাশে আমার থাকা উচিত বলে আমি মনে করি। 

নিজের শ্যালকর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এই ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এমন ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক আমার আত্মীয় হোক আর দলীয় নেতা কর্মী হোক কাউকেই ছাড় দেয়া হবে না।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বিকেলে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণের ভিডিও ফুটেজ এরই মধ্যে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখে স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীরা অন্তত ১১ জনের পরিচয় শনাক্ত করেছেন।

এদিকে ঘটনায় ওই দিন সন্ধ্যায় নাটোর সদর থানায় মামলা হলে অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। আর অভিযুক্ত অপর প্রার্থী শেরকুল ইউনিয়নের চেয়ারম্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিবের দাবি, তিনি নির্দোষ। হয়েছেন ষড়যন্ত্রের শিকার।

নাটোর   সিংড়া উপজেলা পরিষদ   ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি   জুনায়েদ আহমেদ পলক  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

দেশজুড়ে তিন দিনের হিট অ্যালার্ট জারি

প্রকাশ: ০৩:৫২ পিএম, ১৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা আরো বাড়ার শঙ্কায় তিন দিনের জন্য হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অফিস।
 
শুক্রবার (১৯ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ সতর্কবার্তা জানিয়েছেন। শুক্রবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

তিনি জানান, দেশের ওপর দিয়ে চলমান তাপ প্রবাহ আজ (১৯ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামীকাল শনিবার সকাল পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

হিট অ্যালার্ট   আবহাওয়া অফিস  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

কমলাপুর রেল স্টেশনে যাত্রীর কাছে থেকে ঘুস নেওয়ার অভিযোগ

প্রকাশ: ০৩:৩৩ পিএম, ১৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এক রেলের নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ এপ্রিল) এমন অভিযোগ করেছেন পঞ্চগড় থেকে এক যাত্রী।

জানা যায়, পঞ্চগড় থেকে আসা ওই যাত্রী ঢাকা থেকে নিজেদের আইডি কার্ড গ্রামে না নিয়ে যাওয়ায় তার আত্মীয়ের আইডি কার্ড দিয়ে টিকিট সংগ্রহ করেন। বিষয়টি নিয়ে তাদের কিছুক্ষণ স্টেশনে অপেক্ষায় রাখেন এক আর.এন.বি সদস্য৷ পরে ২০০ টাকা ঘুসের বিনিময়ে স্টেশন ত্যাগের অনুমতি পান তারা।

ঐ যাত্রী আরও জানান, আমরা তিনজন পঞ্চগড় থেকে এসেছি। আসার সময় ৫৫০ টাকার টিকিট ১৩০০ টাকা দিয়ে কাটা লাগছে। আইডি কার্ড নিয়ে যাই নাই। এজন্য খালুর আইডি কার্ড দিয়ে টিকিট কাটছি। আসার সময় বেশি টাকা দিয়ে টিকিট কাটলাম। এসে আবার ঘুস দিতে হলো৷ কি আর করবো! সিস্টেমই এরকম।

পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ঐ সদস্যের কাছে ঘুস নেওয়ার বিষয়ে জানতে চাইলে এমন কাজ করবেন না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তবে নিরাপত্তা বাহিনীর এই সদস্যের পোশাকে নেমপ্লেট ছিল না। বেশ কয়েকবার তার নাম জানতে চাইলেও তিনি বলেননি।

কমলাপুর রেল স্টেশন   যাত্রী  


মন্তব্য করুন


বিজ্ঞাপন