তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচারমন্ত্রী আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রীতি শেখ হাসিনা
মন্তব্য করুন
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৪ কে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৮ মে) সকাল ৬টা থেকে রোববার (২৯ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, আসামিদের কাছ থেকে ৯ হাজার ৬০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৮৪ গ্রাম ৬০ পুরিয়া হেরোইন, ৪৭ কেজি ৭৫ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ৪৭ বোতল ফেনসিডিল, ৩ বোতল দেশিমদ ও ১ গ্রাম নেশাজাতীয় আইস জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯ টি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
নোয়াখালীর চাটখিলে ভীমপুর উচ্চ বিদ্যালয়, কারিগরি কলেজ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। এছাড়াও ১৫০০ শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও ১৫০০ টিফিন বক্স বিতরণ করেছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। আনুষ্ঠানিকভাবে এসব বই বিতরণ করা হয়।
এসময় স্কুল কমিটির সভাপতি ও যুবলীগ নেতা বেলায়েত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, পৌর মেয়র নিজাম উদ্দিন, শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভুঁইয়া ও চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু প্রমূখ। পরে অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে দুইটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ায় দুই বিজয়ী শিক্ষার্থীকে দশ হাজার টাকা পুরস্কৃত করা হয়।
নোয়াখালী অসমাপ্ত আত্মজীবনী বিতরণ
মন্তব্য করুন
হবিগঞ্জের শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ মে) সকাল ৯টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ব্রিগেডের তিনটি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মো. রফি।
তিনি জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসের হবিগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ স্টেশন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন
বন্ধন এক্সপ্রেস কলকাতা-খুলনা ট্রেন চলাচল শুরু
মন্তব্য করুন
বাংলাদেশ-ভারত মৈত্রী এক্সপ্রেস চলাচল শুরু
মন্তব্য করুন
দীর্ঘ ২৬ মাস পর বাংলাদেশ-ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন বন্ধন এক্সপ্রেস চলাচল শুরু হয়েছে। রোববার (২৯ মে) বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুকে বন্ধন ট্রেন চলাচল শুরুর বার্তা দিয়ে কয়েকটি ছবি প্রকাশ করা হয়...
মহামারি করোনাভাইরাসের কারণে দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর শুরু হলো বাংলাদেশ-ভারতের মধ্যে ট্রেন চলাচল। রোববার (২৯ মে) সকাল ৮টা ১৫ মিনিটে ১৬৫ জন যাত্রী নিয়ে ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে গেছে মৈত্রী এক্সপ্রেস। ট্রেনটিতে টিকিট বিক্রি হয়েছে ১৭০টি। এর মধ্যে বিদেশি (ভারত) যাত্রী ১৬ জন। ইন্দোনেশিয়ান ১ জন...