সম্রাট যুবলীগ জামিন আওয়ামী লীগ ইসমাইল চৌধুরী সম্রাট বিএসএমএমইউ
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে অন্যান্য জিনিসেও । গত শুক্রবার ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম সর্বনিম্ন ৩৪ টাকা থেকে সর্বোচ্চ ৪৬ টাকা পর্যন্ত বাড়িয়েছে। আর তাতেই গত ৩ দিনে সিমেন্টের দাম বেড়েছে প্রতি বস্তায় ৪০ থেকে ৫০ টাকা। গত তিন দিনে সিমেন্ট খাতের বেশির ভাগ কোম্পানিই দাম বাড়িয়েছে। আর কেউ কেউ তেলের দাম বাড়ার আগে গত সপ্তাহেই দাম বাড়িয়েছিল।
কোম্পানিসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ডলারের দাম বেড়ে যাওয়ায় কাঁচামাল আমদানিতে খরচ ২০ থেকে ২৫ শতাংশ বেড়েছে। তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বাড়তি জ্বালানি খরচ। এ কারণে কোম্পানিগুলো ধীরে ধীরে দাম সমন্বয় করতে শুরু করেছে।
ভবিষ্যতে আরও দাম সমন্বয় করতে হবে বলে জানান কোম্পানিসংশ্লিষ্ট ব্যক্তিরা। একসঙ্গে বেশি দাম বাড়ালে হঠাৎ করে বিক্রি অনেক কমে যেতে পারে, এ শঙ্কায় ধীরে ধীরে দাম সমন্বয়ের পথে হাঁটছে কোম্পানিগুলো।
মন্তব্য করুন
টাঙ্গাইলে গভীর
রাতে চলন্ত বাস জিম্মি করে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১০ জন আসামিকে জেলা গোয়েন্দা
(ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব । সোমবার (৮ আগস্ট) রাতে চাঞ্চল্যকর এ
ঘটনার মূল পরিকল্পনাকারী রতন হোসেনসহ ১০ আসামিকে ডিবির কাছে বুঝিয়ে দেওয়া হয়। মঙ্গলবার
(৯ আগস্ট) দুপুরে রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হবে।
র্যাব জানায়, বাসের হেলপারের ছদ্মবেশে ২০১৮ সাল থেকে যাত্রীবাহী
বাসসহ বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল রতন হোসেন (২১)। তিনি এ চক্রের দলনেতা। তার
অধীনে ১৩ থেকে ১৫ জন সদস্য রয়েছে। ডাকাতির ঘটনায় দুই দফা কারাভোগও করেছেন তিনি। দ্বিতীয়
দফায় ৯ মাস কারাভোগের পর জামিনে বের হয়ে আসেন এবং পুনরায় যাত্রীবাহী বাসে ডাকাতি করে
দলনেতা হন রতন হোসেন।
টাঙ্গাইল র্যাব-১২
এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, সোমবার (৮ আগস্ট)
রাত ৮টার দিকে রতনসহ গ্রেপ্তার ১০ জনকে ঢাকা থেকে টাঙ্গাইলে আনা হয়। এরপর রাত সাড়ে
৮টার দিকে তাদের ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে রোববার (৭ আগস্ট) তাদের
ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার র্যাব-১২ ও ১৪।
এদিকে ঈগল এক্সপ্রেস
বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনার মূল পরিকল্পনাকারী রতনের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার
কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর গ্রামে। ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের রক্তিপাড়ায়
দুর্ঘটনার পর বাস থেকে নেমে ডাকাতরা ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে রতনের
নানা বেলো মিয়ার বাড়িতে যায় বলে জানা গেছে। এরপর সকালেই সেখান থেকে বেরিয়ে পড়ে।
পরবর্তীতে ঘর পরিষ্কার করতে গিয়ে বাড়ির গৃহবধূ জেরিন তিনটি মোবাইলের কভার এবং একটি
ছুরি দেখতে পান।
টাঙ্গাইল জেলা
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ডাকাতি ও ধর্ষণ মামলায়
গ্রেফতারকৃত ১০ জনকে সোমবার ঢাকায় সংবাদ সম্মেলন শেষে রাতে ডিবির কাছে হস্তান্তর
করেছে র্যাব। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। আসামিদের দুপুরের দিকে রিমান্ড চেয়ে আদালতে
তোলা হবে। এর আগে গ্রেপ্তারকৃত তিনজন কারাগারে রয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক
জবানবন্দি দিয়েছে।
মন্তব্য করুন
মৃত ব্যক্তির
নামেও ঋণ দিয়েছে কৃষি ব্যংক। তাদের রাজবাড়ী শাখায় ঋণ বিতরণে অনিয়মের ঘটনা ধরা পড়েছে। আবার একজনের কাগজপত্র ব্যবহার করে ঋণ নিয়েছেন
আরেকজন।
২০১৫/১৬ বছরে
ব্যাংকটির রাজবাড়ী শাখা থেকে ১ হাজার ৬০১ জনকে ঋণ দেওয়া হয়। গত ফেব্রুয়ারিতে ঋণ জালিয়াতির
ঘটনা ধরা পড়ে। তাঁদের মধ্যে ৪৫৮ জনের কাছ থেকে ঋণ আদায়ের জন্য বিশেষভাবে উদ্যোগ গ্রহণের
নির্দেশনা দেয় ব্যাংকের অডিট কমিটি। ওই ঘটনায় ব্যাংকের দুই কর্মকর্তাকে সাময়িকভাবে
বরখাস্ত করা হয়েছে।
ব্যাংকের শাখা
সূত্রে জানা যায়, ধান, পেঁপে, কলাসহ বিভিন্ন ফসল উৎপাদনের জন্য এসব ঋণ দেওয়া হয়। ঋণের
পরিমাণ সর্বনিম্ন ৭ হাজার থেকে শুরু করে ১ লাখ ৮৫ হাজার টাকা। তবে বেশির ভাগ ঋণ ৫০
হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে। ১ হাজার ৬০১ জনকে ঋণ দেওয়া হয় প্রায় ১০ কোটি টাকা। এক
বছরের মধ্যে পরিশোধ করার কথা ছিল। ইতিমধ্যে ৮৬৭ জন ঋণ পরিশোধ করেছেন। বকেয়া টাকার পরিমাণ
তিন কোটি টাকার কিছু বেশি। আর ব্যাংকের ওই শাখায় মোট খেলাপি ঋণের পরিমাণ ১৪ কোটি ২৬
লাখ টাকা।
রাজবাড়ী সদর
উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা ছিলেন রহিম ধাবক। তিনি বার্ধক্যের
কারণে ২০০৫ সালে মারা যান। অথচ তাঁর নামে ২০১৫ সালের ২ আগস্ট ৬০ হাজার টাকা কৃষিঋণ
নেওয়া হয়। পরিবারের সদস্যরা এই ঋণের বিষয়ে জানতেন না। গত বছর বাড়িতে নোটিশ আসার পর
তাঁরা বিষয়টি জানতে পারেন।
ব্যাংকঋণের
জন্য আবেদনকারীকে সশরীর ব্যাংকে উপস্থিত হতে হয়। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের
ফটোকপি, পাসপোর্ট আকারের ছবি, বাড়ির জমির খাজনা প্রদানের রশিদ, জমিজমার পরচা বা দলিল
দিতে হয়। এরপর ব্যাংক কর্মকর্তা বা মাঠকর্মীরা তা সরেজমিনে যাচাই–বাছাই
করেন। তথ্যের সত্যতা পাওয়ার পর ব্যাংক ব্যবস্থাপকের কাছে প্রতিবেদন আকারে জমা দেন।
এরপর ঋণ দেওয়া হয়। কিন্তু এ ক্ষেত্রে কোন ধরণের নিয়ম না মেনেই যাকে খুশি তাকে ঋণ দেয়া
হয়েছে।
মন্তব্য করুন
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস চলে যাচ্ছেন। আগামী অক্টোবরের তৃতীয় সপ্তাহে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে তার যোগদানের কথা। এটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের তিন বছরের মেয়াদ ১৮ অক্টোবরের শেষ হচ্ছে। তার জায়গায় সরকার ড. আহমদ কায়কাউসকে বিশ্বব্যাংকের ওই পদের জন্য মনোনীত করেছে বলে সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে। ড. আহমদ কায়কাউস চলে গেলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কে হবেন? প্রধানমন্ত্রীর মুখ্যসচিব নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ।