মন্তব্য করুন
মন্তব্য করুন
জ্বালানি তেল মূল্যবৃদ্ধি বিক্ষোভ লাঠিচার্জ
মন্তব্য করুন
রংপুরের মিঠাপুকুরে এক কিশোরীকে শ্বাসরোধে হত্যার অপরাধে নাহিদ হাসান নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ওই কিশোরীর সঙ্গে সাজাপ্রাপ্ত যুবকের প্রেমের সম্পর্ক ছিল।
ওই কিশোরীর সঙ্গে উপজেলার ডলসিংপুর বাউড়া কোর্ট গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে নাহিদ হাসানের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে তারা শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়েন। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়। বিষয়টি জানাজানি হওয়ায় তরুণীর স্বজনরা নাহিদকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু প্রেমিক নাহিদ বিয়েতে অস্বীকৃতি জানান।
রোববার (৭ আগস্ট) বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক তারিখ হোসেন এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি নাহিদ হাসান আদালতে উপস্থিত ছিলেন।
এ ঘটনার কিছু দিন পর ২০২১ সালের ২২ এপ্রিল নাহিদ হাসান কৌশলে ওই কিশোরীকে মোবাইলে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে শ্বাসরোধ হত্যা করেন। দুদিন পর ভুট্টাক্ষেতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পরে কিশোরীর বাবা মতলুব হোসেন বাদী হয়ে মিঠাপুকুর থানায় অজ্ঞাত আসামি উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশি তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি নাহিদ হাসানকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার দায় স্বীকার করেন।
এরপর আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় ১৪ জনের সাক্ষ্য ও জেরা শেষে বিচারক আসামি নাহিদ হাসানকে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন।
রায়ের
ব্যাপারে আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক বলেন, রায়ের কপি হাতে পেলে আমরা
উচ্চ আদালতে আপিল করব। আমরা ন্যায় বিচার পাইনি।
কিশোরী হত্যা যুবকের মৃত্যুদন্ড রংপুর
মন্তব্য করুন
রোববার (৭ আগস্ট) সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট একটি কর্মশালার আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সেই অনুষ্ঠানে তিনি বলেন যে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে আমরা নিঃশেষ হয়ে যাব ।
শিল্পকলা একাডেমি হলরুমে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ভারত কিংবা চীন কিংবা যুক্তরাষ্ট্র এদের অর্থনীতি অনেক বড়। তাদের সহ্য করার ক্ষমতা আছে। আমাদের অর্থনীতি ছোট। মাত্র ৪০ বিলিয়ন ডলার। এই টাকা যদি শেষ হয়ে যায় আপনি ওষুধ কোথায় পাবেন? প্রয়োজনীয় যে কাঁচামাল, সেগুলো কোথায় পাবেন? কাজেই সেটাকে সেভিংসের জন্য, দেশটাকে একটা স্বস্তিতে রাখার জন্য এই পদক্ষেপ (জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি) নেওয়া হয়েছে।
সারের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা সারের দাম তেমন বৃদ্ধি করিনি। শুধু ইউরিয়ার কম ব্যবহারের জন্য ডিএপি ১৬ টাকা করেছি, ডিএপির মধ্যে ১৮ ভাগ ইউরিয়া আছে। সেটা হলেও আমনের ওপর তেমন প্রভাব পড়বে না। বৃষ্টি হলে আমন উৎপাদন সঠিক থাকবে, সবজিতেও প্রভাব পড়বে না। সবজি বহনে ট্রাকের ভাড়া বাড়বে। কিন্তু উৎপাদনে আমার মনে হয় না তেমন একটা প্রভাব পড়বে। আমরা চিন্তিত বোরো নিয়ে।
মন্তব্য করুন
মন্তব্য করুন
১৩ বছরের বেশি সময় ধরে টানা ক্ষমতায় আওয়ামী লীগ। এই দীর্ঘ ক্ষমতায় থাকাকালীন সময়ে কখনো এরকম সমস্যায় পড়েনি, কখনো জনগণ আওয়ামী লীগ সরকারকে নিয়ে এত অস্বস্তিকর এবং সমালোচনামূলক কথাবার্তাও বলেনি। গত ছয় মাসে সরকার নানারকম চাপ এবং অস্বস্তিতে রয়েছে। বিশেষ করে গত তিনমাসে এই চাপ যেন ক্রমশ প্রকট হয়ে উঠেছে। আওয়ামী লীগ শেখ হাসিনার...
সাম্প্রতিক সময়ে দেশে অর্থনৈতিক সংকট ক্রমশ দৃশ্যমান হচ্ছে। সরকার মুখে যাই বলুক না কেন, অর্থনৈতিক সংকট যে বাড়ছে এবং সরকার যে অর্থনৈতিক সংকট নিয়ে চিন্তিত তার প্রমাণ পাওয়া যায় জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে। আর এই অর্থনৈতিক সংকটের জন্য সরকার বৈশ্বিক পরিস্থিতিকে মূলত চিহ্নিত করছে। সরকার বলছে যে, করোনা এবং করানোর পরপরই রাশিয়া...