কুড়িগ্রামে নদনদীর পানি বিপদসীমা অতিক্রম করার কারণে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। এতে প্রায় ২ লক্ষাধিক মানুষ এখন বন্যায় পানিবন্দী হয়েেআছে। এছাড়া গত ২৪ ঘন্টায় বন্যার পানিতে উলিপুর উপজেলার দুর্গাপুরের যমুনা সরকার পাড়ায় মাকসুদা জান্নাত (১১) নামে এক কন্যা শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার (১৯ জুন) বিকেল ৩টায় ব্রহ্মপূত্র নদের পানি চিলমারী পয়েন্টে ৩৮ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ১৬ সেন্টিমিটার এবং ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৩১ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তা নদীর পানি ব্রীজ পয়েন্টে এখনো ২৬ সেন্টিমিটার নীচ দিয়ে বইছে। পানি বৃদ্ধির ফলে মৎস বিভাগের ৫৩ কোটি ৭৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। বিভিন্ন ফসল তলিয়ে গেছে ১০ হাজার ৭৯৪ হেক্টর জমির এবং প্রাণিসম্পদের ক্ষতি হয়েছে সাড়ে ১১ লক্ষ টাকার।
কুড়িগ্রামে স্বাস্থ্য বিভাগের ৮৫টি মেডিকেল টিম, ৯ উপজেলার বানভাসীদের জন্য চিকিৎসা দিচ্ছে বলে জানা যায়।এছাড়াও প্রাণিসম্পদ বিভাগ থেকে ১৮টি ভেটেনারী মেডিকেল টিম গঠন করা হয়েছে।
রোববার (১৯ জুন) জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস ৯ উপজেলার ৪৯টি ইউনিয়নের ৮৭ হাজার ২৩২ জন মানুষ পানিবন্দী হওয়ার তথ্য দিলেও প্রকৃতপক্ষে ৯ উপজেলায় পানিবন্দী মানুষের সংখ্যা দুই লক্ষাধিক বলে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে জানা যায়। জেলা মৎস কর্মকর্তা কালিপদ রায় জানান, চলতি বন্যায় এখন পর্যন্ত ৫৩ কোটি ৭৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ৭৪২টি পুকুরের ৭০৫ জন মৎস চাষীর ১১৫ মেটিক টন মাছ ভেসে গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রশীদ জানান, এখন পর্যন্ত বন্যায় ১০ হাজার ৭৯৪ হেক্টর জরিম ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, নাগেশ্বরীতে বেরী বাঁধের ৫০ মিটার ওয়াস আউট হয়ে গেছে। এছাড়া দুধকুমর নদীর কালিগঞ্জ, বামনডাঙ্গা ও ধাউরারকুটি এলাকায় বাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, বন্যার প্রস্তুতি হিসেবে জেলা প্রশাসক দপ্তরে একটি সেন্ট্রাল কন্ট্রোল রুম খোলা হয়েছে। রোববার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সকল দপ্তরের কর্মকর্তাদের প্রতিদিনের ক্ষয়ক্ষতির তথ্য প্রদান করতে নির্দেশ দেয়া হয়েছে। এখন পর্যন্ত ২০ লক্ষ টাকা এবং ৪০৭ মেট্রিকটন চাল মজুদ রয়েছে। এছাড়াও আরো ৫০০ মেট্রিকটন চাল ও ২০ লক্ষ টাকার চাহিদা দেয়া হয়েছে।
মন্তব্য করুন
প্রধানমন্ত্রী
শেখ হাসিনা আজ জাতিসংঘ সাধারণ
পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনে বাংলায়
ভাষণ দিয়েছেন।
জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর ভাষণের
পদাঙ্ক অনুসরণ করে সপ্তদশ বারের
মতো ইউএনজিএ অধিবেশনে বাংলায় ভাষণ দেন শেখ হাসিনা।
জাতিসংঘ
সদর দফতরের জেনারেল অ্যাসেম্বলি হলে সাধারণ আলোচনায়
প্রধানমন্ত্রী তার ভাষণে রোহিঙ্গা
সংকট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক
ও আঞ্চলিক বিষয় তুলে ধরেছেন।
এ
বছরের ইউএনজিএর মূল প্রতিপাদ্য, 'আস্থা
পুনর্গঠন ও বিশ্বব্যাপী সংহতি
পুনঃপ্রতিষ্ঠা: সবার জন্য শান্তি,
সমৃদ্ধি, অগ্রগতি ও স্থায়িত্বের লক্ষ্যে
২০৩০ এজেন্ডা এবং এর টেকসই
উন্নয়ন লক্ষ্যে ত্বরান্বিতকরণ পদক্ষেপ।'
প্রধানমন্ত্রী
শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন ও
অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে
যোগ দিতে ১৭ সেপ্টেম্বর
নিউইয়র্কে পৌঁছেন।
তিনি
২৩ সেপ্টেম্বর ওয়াশিংটনের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন এবং সেখানে ২৯
সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফর শেষ করে
তিনি ২৯ সেপ্টেম্বর লন্ডনের
উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে
৩ অক্টোবর পর্যন্ত অবস্থান করবেন এবং অবশেষে ৪
অক্টোবর দেশে ফিরবেন।
প্রধানমন্ত্রী জাতিসংঘ বাংলায় ভাষণ
মন্তব্য করুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম
মন্তব্য করুন
ভিসা নীতি মার্কিন যুক্তরাষ্ট্র
মন্তব্য করুন
বাংলাদেশের নির্বাচন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র
মন্তব্য করুন
মন্তব্য করুন
মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ঘোষিত ভিসা নীতিতে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশের বেশ কয়েকজনের ওপর। আজ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তবে কাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের নাম ম্যাথিউ মিলার প্রকাশ্যে বলেননি। যাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদেরকে এ ব্যাপারে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশের নির্বাচন নিয়ে ক্রমশ অনিশ্চয়তার কালো মেঘ দানা বেঁধে উঠছে। মার্কিন যুক্তরাষ্ট্র একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে আগামী ৭ অক্টোবর। এই পর্যবেক্ষক দলের ওপর নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাবের অনেক কিছু। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে, আগামী জাতীয় সংসদ নির্বাচন তারা পর্যবেক্ষণ করবে না। যদিও তারা বাজেটের কথা বলেছে কিন্তু ধারণা করা হচ্ছে যে, গত জুলাই মাসে তাদের যে প্রাক পর্যবেক্ষক দল এসেছিল তাদের প্রতিবেদনের ভিত্তিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া ক্ষুণ্ন করার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।