নোয়াখালীর চাটখিল উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে (৩২) অচেতন করে নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কড়িহাটি গ্রামের নুর হোসেন ড্রাইভারের ছেলে মোতাহের হোসেন স্বপন (৩৮) ও একই গ্রামের মৃত হোসেনের ছেলে মিজানুর রহমান টিপু (২৯)।
সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার (১৪ আগস্ট) রাতে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে দুইজনকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে চাটখিল থানায় এ মামলা দায়ের করেন।
মামলার এজাহার বলা হয়েছে, গত ৮ আগস্ট দুই আসামি সুকৌশলে গৃহবধূর রান্না
ঘরে থাকা দুধের সাথে ঘুমের চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয়। প্রতিদিনের ন্যায় গৃহবধূ তার
সন্তানদের নিয়ে রাতের খাবার খাওয়া শেষে রান্না ঘর থেকে দুধ পান করে তার শয়ন কক্ষে
ঘুমিয়ে পড়ে। রাত অনুমানিক ১টা ৩৫ মিনিটের দিকে ২ আসামি গৃহবধূর শয়ন কক্ষে ঢুকে তাকে
বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ করে। এসময় ওই গৃহবধূ টের পেলে স্বপন তাকে জোর করে ধর্ষণের
চেষ্টা করে। একপর্যায়ে গৃহবধূর চিৎকারে দুই আসামি পালিয়ে যায়।
এজাহার সূত্রে আরও জানা যায়, পরবর্তীতে গৃহবধূর বিবস্ত্র ছবি আসামি টিপু তার মুঠোফোনে প্রেরণ করে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে বিবস্ত্র ছবি ও ভিডিও গৃহবধূর প্রবাসী স্বামীর কাছে প্রেরণসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহবধূর সঙ্গে অনৈতিক কার্যকলাপ করার কুপ্রস্তাবসহ বিভিন্ন ধরনের হুমকি দেয় আসামিরা।
চাটখিল থানার পরিদর্শক হুমায়ন কবির জানান, লিখিত অভিযোগ পেয়ে রবিবার রাতেই
দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার সকালে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন
নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন আন্দোলন নির্বাচনকালীন সরকার
মন্তব্য করুন
মন্তব্য করুন
লন্ডন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মন্তব্য করুন
ভিসা নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্র
মন্তব্য করুন
মন্তব্য করুন
বাংলাদেশে গণমাধ্যমের ওপর মার্কিন ভিসানীতি প্রয়োগের বিষয়ে সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে একটি চিঠি দিয়েছিল সম্পাদক পরিষদ। সেই চিঠির জবাবে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সংবাদপত্রের স্বাধীনতা দৃঢ়ভাবে রক্ষা করার জন্য তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন যেকোনো ব্যক্তির উপর যে কোন সময় মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিতে পারে। গত ২৪ মে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে ভিসা নীতি ঘোষণা করা হয় তা ইতোমধ্যে কার্যকর শুরু হয়েছে। গত ২২ সেপ্টেম্বর কয়েকজনের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। ম্যাথিউ মিলার সুস্পষ্ট বার্তা দিয়েছেন যে, যেকোনো সময় যেকোনো ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা আবার প্রয়োগ করা হতে পারে।