ইনসাইড বাংলাদেশ

রাজনৈতিক সহিংসতার শঙ্কা বিদেশী দূতাবাসগুলোর

প্রকাশ: ০৮:০০ পিএম, ০১ ডিসেম্বর, ২০২২


Thumbnail

আগামী ১০ ডিসেম্বরে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা হতে পারে বলে কয়েকটি পশ্চিমা দেশের কূটনীতিকরা মনে করছেন। বাংলাদেশে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের কূটনীতিকরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং তারা আশঙ্কা প্রকাশ করছেন যে, বাংলাদেশের রাজনীতিতে সহাবস্থান, সমঝোতা এবং সহনশীলতারনীতি অনুসরণ না করা হয় তাহলে রাজনৈতিক পরিস্থিতি সহিংস হয়ে ওঠতে পারে যেটি বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রা ব্যাহত করতে পারে। বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক সময়ে বিদেশি কূটনীতিকদের ব্যাপক তৎপরতা রয়েছে। তারা আগামী ১০ ডিসেম্বরের ব্যাপারে পর্যবেক্ষণ করছেন এবং এই পর্যবেক্ষণের প্রেক্ষিতেই বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা এরকম অভিমত ব্যক্ত করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে কোনো দূতাবাসই এখন পর্যন্ত ১০ ডিসেম্বর নিয়ে কোনো বিবৃতি বা মন্তব্য করেনি।

তবে মার্কিন যুক্তরাষ্ট্র এ ব্যাপারে একটি বিবৃতি চূড়ান্ত করেছে বলে জানা গেছে। তারা এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরিস্থিতির যদি অবনতি ঘটে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যেক রাজনৈতিক দলকে দায়িত্বশীলতা এবং সহনশীলতার নীতি অনুসরণ করার জন্য আহ্বান জানাবেন এবং সন্ত্রাস-সহিংসতা পরিহার করার অনুরোধ করবে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেভাবে পর্যবেক্ষণ করছে তাতে তারা শঙ্কা প্রকাশ করছেন যে, ১০ ডিসেম্বরকে ঘিরে রাজনৈতিক সহিংসতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে শেষ পর্যন্ত যদি জনসভার স্থান নিয়ে প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে ঐক্য না হয় তাহলে সহিংসতার শঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্র উড়িয়ে দিচ্ছে না।

শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ইউরোপিয়ান ইউনিয়নও একইরকম অভিমত মনে করছে। তারা মনে করছেন, দ্রুত বাংলাদেশের রাজনীতিতে উত্তাপ-উত্তেজনা ছড়িয়ে পড়ছে। তবে সকল পক্ষকে ধৈর্যধারণ করা উচিত এবং তাদেরকে রাজনৈতিক রীতি-নীতি অনুসরণ করেই যেকোনো কর্মসূচি পালন করতে হবে। জাপানও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর পর্যবেক্ষণ করছে। তারা মনে করছেন যে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেন এমন না হয় যেখানে জনগণের জীবন হুমকির মুখে পড়ে। জাপান দূতাবাসও মনে করছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠতে পারে। এতে জনজীবনের দুর্ভোগ বাড়বে, এটি কারোই কাম্য নয়। আর এইজন্যই রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও দূতাবাস সূত্রগুলো বলছে।

অন্যদিকে, যুক্তরাজ্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে না নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতি অনানুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে যুক্তরাজ্যের পক্ষ থেকে বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে, বিরোধী দলের কর্মসূচির ক্ষেত্রে যেন রাজনৈতিক সহনশীলতার সীমা অতিক্রম না করে এবং যেকোনো পরিস্থিতিতে যেন ধৈর্য এবং সংযমের পরিচয় দেয়। সন্ত্রাস-সহিংসতা কোনো রাজনৈতিক সমাধান আনতে পারে না, এমন বার্তাও বিএনপিকে দেওয়া হয়েছে। অন্যদিকে, ক্ষমতাসীন দলের কাছেও যুক্তরাজ্য অনুরোধ জানিয়েছে যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে যেন সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালনের অধিকার দেওয়া হয়। এই দূতাবাসগুলোর এই শঙ্কা এবং অভিমত শেষ পর্যন্ত আমাদের রাজনীতির ওপর প্রভাব ফেলবে কিনা সেটিই এখন দেখার বিষয়।


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

অপরাধী আত্মীয় হলেও ছাড় নয়: প্রতিমন্ত্রী পলক

প্রকাশ: ০৪:১০ পিএম, ১৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

নাটোরের সিংড়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারপিটের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় তিনি বলেন, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

শুক্রবার ( ১৯ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নাটোরে অপহরণ ও মারধরের শিকার উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি দেলোয়ার হোসেন পাশার সুস্থ্যতা কামনা করেন এবং চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, দেশের বাইরে থেকে আসার সঙ্গে সাথেই আমার দলের কর্মী দেলোয়ার হোসেন পাশাকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। এটিকে নিজের নৈতিক দায়িত্ব বলে মনে করেছি। এ সময় আমার নেতাকর্মীদের পাশে আমার থাকা উচিত বলে আমি মনে করি। 

নিজের শ্যালকর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এই ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এমন ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক আমার আত্মীয় হোক আর দলীয় নেতা কর্মী হোক কাউকেই ছাড় দেয়া হবে না।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বিকেলে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণের ভিডিও ফুটেজ এরই মধ্যে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখে স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীরা অন্তত ১১ জনের পরিচয় শনাক্ত করেছেন।

এদিকে ঘটনায় ওই দিন সন্ধ্যায় নাটোর সদর থানায় মামলা হলে অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। আর অভিযুক্ত অপর প্রার্থী শেরকুল ইউনিয়নের চেয়ারম্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিবের দাবি, তিনি নির্দোষ। হয়েছেন ষড়যন্ত্রের শিকার।

নাটোর   সিংড়া উপজেলা পরিষদ   ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি   জুনায়েদ আহমেদ পলক  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

দেশজুড়ে তিন দিনের হিট অ্যালার্ট জারি

প্রকাশ: ০৩:৫২ পিএম, ১৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা আরো বাড়ার শঙ্কায় তিন দিনের জন্য হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অফিস।
 
শুক্রবার (১৯ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ সতর্কবার্তা জানিয়েছেন। শুক্রবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

তিনি জানান, দেশের ওপর দিয়ে চলমান তাপ প্রবাহ আজ (১৯ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামীকাল শনিবার সকাল পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

হিট অ্যালার্ট   আবহাওয়া অফিস  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

কমলাপুর রেল স্টেশনে যাত্রীর কাছে থেকে ঘুস নেওয়ার অভিযোগ

প্রকাশ: ০৩:৩৩ পিএম, ১৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এক রেলের নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ এপ্রিল) এমন অভিযোগ করেছেন পঞ্চগড় থেকে এক যাত্রী।

জানা যায়, পঞ্চগড় থেকে আসা ওই যাত্রী ঢাকা থেকে নিজেদের আইডি কার্ড গ্রামে না নিয়ে যাওয়ায় তার আত্মীয়ের আইডি কার্ড দিয়ে টিকিট সংগ্রহ করেন। বিষয়টি নিয়ে তাদের কিছুক্ষণ স্টেশনে অপেক্ষায় রাখেন এক আর.এন.বি সদস্য৷ পরে ২০০ টাকা ঘুসের বিনিময়ে স্টেশন ত্যাগের অনুমতি পান তারা।

ঐ যাত্রী আরও জানান, আমরা তিনজন পঞ্চগড় থেকে এসেছি। আসার সময় ৫৫০ টাকার টিকিট ১৩০০ টাকা দিয়ে কাটা লাগছে। আইডি কার্ড নিয়ে যাই নাই। এজন্য খালুর আইডি কার্ড দিয়ে টিকিট কাটছি। আসার সময় বেশি টাকা দিয়ে টিকিট কাটলাম। এসে আবার ঘুস দিতে হলো৷ কি আর করবো! সিস্টেমই এরকম।

পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ঐ সদস্যের কাছে ঘুস নেওয়ার বিষয়ে জানতে চাইলে এমন কাজ করবেন না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তবে নিরাপত্তা বাহিনীর এই সদস্যের পোশাকে নেমপ্লেট ছিল না। বেশ কয়েকবার তার নাম জানতে চাইলেও তিনি বলেননি।

কমলাপুর রেল স্টেশন   যাত্রী  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

রাজধানীর শিশু হাসপাতালে আগুন

প্রকাশ: ০৩:০৮ পিএম, ১৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের ৫ম তলায় কার্ডিয়াক আইসিইউ-তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

শুক্রবার (১৯ এপ্রিল) আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার ১টা ৪৭ মিনিটে শিশু হাসপাতালে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত প্রথমে দুই ইউনিট ও পরে আরও তিন ইউনিট হাসপাতালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে। এখন পর্যন্ত ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

রাজধানী   শিশু হাসপাতাল  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ফরিদপুরে গণপিটুনিতে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশ: ০২:১৩ পিএম, ১৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

ফরিদপুর জেলার মধুখালীতে গণপিটুনিতে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে এ ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

এ বিষয়ে ডুমাইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান তপন বলেন, একটি বিদ্যালয়ের নির্বাচন কাজে শ্রমিকদের মন্দিরে আগুন দেয়ার অভিযোগে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদেরকে গণপিটুনি দেয়। এতে দুই সহদর নিহত হয়েছেন। পুলিশসহ আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

নিহত দুই সহদরের বাড়ি নওপাড়া ইউনিয়নে ঘোপঘাট গ্রামে। তবে আহতদের সবার পরিচয় জানা যায়নি।  


ফরিদপুর   গণপিটুনি   নির্মাণ শ্রমিক   মৃত্যু  


মন্তব্য করুন


বিজ্ঞাপন