ইনসাইড বাংলাদেশ

ধান উৎপাদনে যান্ত্রিকীকরণের উপর গুরুত্ব দিতে হবে: কৃষি সচিব

প্রকাশ: ০৭:২৪ পিএম, ০৪ ফেব্রুয়ারী, ২০২৩


Thumbnail কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার বলেছেন, ‘ধান উৎপাদনে যান্ত্রিকীকরণের উপর গুরুত্ব দিতে হবে। ধান আমাদের প্রধান খাদ্য এবং খাদ্য নিরাপত্তা বলতে আমরা ধান বা চালের নিরাপত্তাকেই বুঝি। তাই ধান উৎপাদনে ব্রি কৃষিযন্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে যান্ত্রিকীকরণ প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।’ 

শনিবার (৪ ফেব্রুয়ারি ) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে চলমান “যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ (এসএফএমআরএ)”- শীর্ষক প্রকল্পের মধ্যবর্তী কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের সচিব এসব কথা বলেন। এ সময় তিনি আউশের আবাদ ও উৎপাদন বাড়ানোর উপরও গুরুত্বারোপ করেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএফএমআরএ প্রকল্পের প্রকল্প পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ কে এম সাইফুল ইসলাম। মূল প্রবন্ধে ড. এ কে এম সাইফুল ইসলাম বলেন, এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত চারটি কৃষিযন্ত্র যেমন- ব্রি বীজ বপন যন্ত্র, ব্রি হোল ফিড কম্বাইন হারভেস্টার, ব্রি সোলার লাইট ট্র্যাপ ও ব্রি দড়ি পাকানোর যন্ত্র উদ্ভাবন ও সম্প্রসারণ  করা হয়েছে। এছাড়া ব্রি ম্যানুয়াল রাইস ট্রান্সপ্লান্টার, পাওয়ার উইডারসহ আরো প্রায় ৮টি যন্ত্রপাতি তৈরির কাজ চলমান রয়েছে। প্রকল্পের আওতায় উদ্ভাবিত ও উন্নয়নকৃত যন্ত্রপাতির কার্যক্রম বিস্তারিত তুলে ধরেন। এসএফএমআরএ প্রকল্পের আওতায় রয়েছে দেশের সাতটি বিভাগের ১২টি জেলার ১২টি উপজেলায় এ প্রকল্প চলমান রয়েছে। এবং এই প্রকল্পের বাস্তবায়নের মেয়াদ ০১ জুলাই ২০১৯ হতে ৩০ জুন ২০২৪। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) রবীন্দ্রশ্রী বড়ুয়া বলেন, পৃথিবীর প্রেক্ষাপট মাথায় রেখে ব্যবহারিক দিককে গুরুত্ব দিয়ে কৃষি যন্ত্রপাতি প্রস্তুত করতে হবে। আমদানী নির্ভরশীলতা কমিয়ে নিজের যে বিশাল বাজার তা নিজেরাই ব্যবহার করতে হবে। তাহলে কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক, দেশীয় উদ্যোক্তা ও ব্যবহারকারী কৃষক সকলেই লাভবান হবেন।

সভাপতির বক্তব্যে ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর এসএফএমআরএ প্রকল্পের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, এই প্রকল্পের সুফল কৃষকের দৌড়গোড়ায় পৌছে দিতে পারলে আগামীতে কৃষি যান্ত্রিকীকরণে বিপ্লব ঘটবে। এসএফএমআরএ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো টেকসই ধান চাষাবাদের লক্ষ্যে লাগসই কৃষি যন্ত্রপাতি উন্নয়ন ও আধুনিকায়নের জন্য খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম জোরদারকরণ।

গাজীপুরে ব্রি সদর দপ্তরের প্রশিক্ষণ ভবনে এ কর্মশালাটির আয়োজন করে ব্রির খামার যন্ত্রপাতি ও ফলনোত্তর প্রযুক্তি বিভাগ। ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর কর্মশালায় সভাপতিত্ত্ব করেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) মো. মাহবুবুল হক পাটওয়ারী, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) রবীন্দ্রশ্রী বডুয়া, ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান, উচ্চ শিক্ষা ও গবেষণা সমন্বয়কারী ড. মুন্নুজান খানমসহ ব্রির সকল বিভাগীয় প্রধান ও জ্যেষ্ঠ বিজ্ঞানীগণ। 


কৃষি মন্ত্রণালয়   সচিব   ওয়াহিদা আক্তার   ব্রি   কর্মশালা  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

২ ভোটে হেরে গিয়ে মামলা, আড়াই বছর পর পুনর্গণনায় ৪ ভোটে জয়

প্রকাশ: ০৬:০৬ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রায় আড়াই বছর আগে ২ ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন ফারুক আহমদ। পরে একটি নির্বাচনী মামলার রায়ে ৪ ভোটে জয়ী হয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সিলেট যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালত এবং নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. আরিফুজ্জামান ফারুক আহমদকে বিজীয় ঘোষণা করেন। 

বাদীপক্ষের আইনজীবী ও দুর্নীতি দমন ট্রাইব্যুনাল সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) আলী মর্তুজা কিবরিয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩০ জানুয়ারি নির্বাচনে ২ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদকে পরাজিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। স্বতন্ত্র মেয়র প্রার্থী আবদুল আহাদের বৈধ ভোট ঘোষণা করা হয় ২ হাজার ৮৩টি এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ফারুক আহমদের বৈধ ভোট ঘোষণা করা হয় ২ হাজার ৮১টি। পরে দুই ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়েছিল নারকেলগাছ প্রতীকের প্রার্থী আবদুল আহাদকে।

নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ওই বছরই সিলেট যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন পরাজিত প্রার্থী ফারুক আহমদ। মামলায় পাঁচটি ভোটকেন্দ্রের ফলাফল পুনর্গণনার আবেদন করেন তিনি।

আদালত সূত্রে জানা গেছে, উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে কয়েক দফায় আদালতে ভোট পুনরায় গণনা করা হয়। বাদী ও বিবাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ করা হয়। পুনরায় ভোট গণনায় ফারুক আহমদ ৪ ভোট বেশি পান। এরপর বৃহস্পতিবার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গতকাল সন্ধ্যায় রায় ঘোষণা করেন বিচারক। এতে স্বতন্ত্র মেয়র প্রার্থী ফারুক আহমদ জগ প্রতীকে বৈধ ভোট ২ হাজার ৭১টি এবং আবদুল আহাদের বৈধ ভোট ২ হাজার ৬৭টি বলে প্রকাশ করা হয়।

ফারুক আহমদ তার প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে জানান, ‘আদালত যে মানুষের শেষ ভরসা, সেটিই প্রমাণ হয়েছে। ভোট পুনর্গণনার রায়ে জনগণের বিজয় হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমি আইনি লড়াই করেছিলাম।’



মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

পর্যবেক্ষক আসুক বা না আসুক, নির্বাচন সুষ্ঠু হবে: তথ্যমন্ত্রী

প্রকাশ: ০৫:০৭ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশি পর্যবেক্ষক আসুক আর না আসুক, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ভারতে যখন নির্বাচন হয় তখন বিদেশি পর্যবেক্ষকরা সেখানে এটি নিয়ে এত কথাবার্তা হয়? কিংবা ইউরোপের বিভিন্ন দেশে যখন নির্বাচন হয় সেখানে কি আমাদের দেশ থেকে কিংবা অন্য কোনো দেশ থেকে পর্যবেক্ষক যায়? যায় না।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর লেনস্থ ওয়াইএনটি সেন্টারে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচন পর্যবেক্ষণে ইইউর প্রতিনিধি দল পাঠানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।এসময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনটা হচ্ছে আমাদের। এরইমধ্যে স্থানীয় সরকারসহ যে সমস্ত নির্বাচন হয়েছে সেগুলো অত্যন্ত সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হয়েছে। আমাদের নির্বাচন কেউ পর্যবেক্ষণ করল, কী করল না এতে কিছুই আসে যায় না। এটি নিয়ে বিএনপিকেও আর দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হবে না।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছোট আকারের পর্যবেক্ষক দল পাঠাবেন বলেছে। তাদের বাজেট স্বল্পতার কথাও তারা চিঠিতে উল্লেখ করেছে। ইইউর পর্যবেক্ষক যে আকারেই আসুক বা না আসুক আমাদের দেশে ইলেকশন মনিটরিং ফোরাম আছে, সার্কভুক্ত বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে। সুতরাং আমাদের নির্বাচন আমরাই করব, আমাদের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে।

বিএনপি লংমার্চ কর্মসূচিতে হরতাল অবরোধের মতো কঠিন কর্মসূচির জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে আওয়ামী লীগ এবং সরকারের প্রস্তুতি সম্পর্কে ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া অবরোধের ডাক দিয়ে দেশের মানুষকে একশ দিন অবরুদ্ধ করে রেখেছিল। পেট্রলবোমা নিক্ষেপ করে শতশত মানুষ পুড়িয়েছিল, হাজার হাজার মানুষকে ঝলসে দিয়েছিল আগুনে।

তিনি বলেন, দেশে এ ধরনের নৃশংস ঘটনা বিএনপি আর করতে পারবে না, দেশের মানুষ করতে দিবে না। সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি করার চেষ্টা করলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

নির্বাচন পর্যবেক্ষক   তথ্যমন্ত্রী   নির্বাচন   ড. হাছান মাহমুদ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

প্রাক পর্যবেক্ষণের পরেই মার্কিন নিষেধাজ্ঞা?

প্রকাশ: ০৫:০০ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

আগামী জাতীয় সংসদ নির্বাচন কতটুকু অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ হবে, নির্বাচনের পরিবেশ কতটুকু আছে তা পর্যবেক্ষণ করতে যুক্তরাষ্ট্র সরকার নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। একটি প্রতিনিধি দল আগামী অক্টোবরে বাংলাদেশে আসছে বলে জানা গেছে। দেশটির রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) এর যৌথভাবে স্বাধীন নিরপেক্ষ প্রাক নির্বাচনী সমীক্ষা (পিইএএম) পরিচালনা করবে। ছয় সদস্যের এই প্রতিনিধি দল আগামী ৭ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন বলে জানা গেছে। নানা কারণে এই প্রতিনিধি দলের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। বিশেষ করে যখন মার্কিন যুক্তরাষ্ট্র আগামী নির্বাচনের ব্যাপারে তাদের অনড় অবস্থান বারবার পুনরুক্ত করছে। 

আগামী নির্বাচনকে মার্কিন যুক্তরাষ্ট্র অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক দেখতে চায়। অংশগ্রহণমূলক নির্বাচন বলতে মার্কিন যুক্তরাষ্ট্র সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের নিশ্চয়তা চায়। আর এরকম নির্বাচন যদি না হয়, নির্বাচনকে যদি বাধাগ্রস্ত করা হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা সহ একাধিক নিষেধাজ্ঞা দিতে পারে এমন ঘোষণা আসছে। তবে নির্বাচনের আগেও এই ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল আসছে সেই প্রতিনিধি দলের রিপোর্ট এর ওপর অনেক কিছু নির্ভর করছে বলেই কূটনৈতিক মহল মনে করছেন। এই প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল যদি সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করে দেখেন যে আলাপ-আলোচনা এবং সমঝোতার মাধ্যমে বাংলাদেশে বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে একটা অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন সম্ভব তাহলে তারা প্রধান বিরোধী দল বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাবে। আর যদি তারা দেখে যে, বাংলাদেশের নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ সম্ভব নয় তাহলে তারা সরকারকে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাতে পারে। পাশাপাশি এই প্রতিনিধি দল যদি পর্যবেক্ষণ করে দেখে যে, নির্বাচনের পরিবেশ সংঘাতপূর্ণ এবং এখানে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনো পরিবেশ নেই তাহলে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত অবস্থান কি হবে তা নির্ভর করছে এই স্বাধীন নিরপেক্ষ প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের রিপোর্ট এর ওপর। এই রিপোর্টটি নানা কারণেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল এসে আওয়ামী লীগ, বিএনপি, নির্বাচন কমিশন সহ সুশীল সমাজের প্রতিনিধি এবং অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলবেন এবং একটা মতামতের চেষ্টা করবেন। তবে একাধিক সূত্র বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কতগুলো সরাসরি অবস্থান রয়েছে। তারা সরাসরি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে সরাসরি সমর্থন করতে পারে না। তারা সরাসরি কোনো রাজনৈতিক আলোচনার মধ্যস্থতাও করতে পারে না। তবে বাংলাদেশে যেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় এটি তাদের প্রত্যাশার জায়গা। 

বিভিন্ন সূত্রগুলো বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র দুটি কৌশল নিয়ে এগোচ্ছে। প্রথমত তারা মনে করছে, এমন একটি পরিবেশ পরিস্থিতি তৈরি করা যাতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে। ফলে বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে একটি অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা সম্ভব হয়। দ্বিতীয়ত, তারা মনে করছে, যদি এক তরফা নির্বাচনের ব্যাপারে সরকার উদ্যোগ গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্রগুলো প্রয়োগ করবে। এখন দেখার বিষয় পর্যবেক্ষণ দল ঢাকায় এসে কি মনোভাব নিয়ে যান।

মার্কিন যুক্তরাষ্ট্র   বাংলাদেশের নির্বাচন   ভিসা নীতি   প্রাক পর্যবেক্ষণ দল  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

অলৌকিকভাবে বেঁচে গেল সাত মাসের সেই শিশুটি

প্রকাশ: ০৩:১৮ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

মিরপুরের ঢাকা কমার্স কলেজ সংলগ্ন ঝিলপাড় বস্তির সামনের রাস্তায় জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেছে একই পরিবারের তিনজনসহ চারজনের। অলৌকিকভাবে বেঁচে গেছে পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য ৭ মাসের শিশু হোসাইন।

শনিবার(২২ সেপ্টেম্বর ) সকালে শিশু হোসাইনকে নিয়ে মিরপুর মডেল থানায় আসেন আমেনা বেগম নামে এক নারী। সেখানে তিনি শিশু হোসাইনের বেঁচে যাওয়া ঘটনার বর্ণনা করেন ।

তিনি বলেন, হোসাইনের মা যখন পানিতে পড়ে যায় তখন, হোসাইন মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায় পানিতে। এ সময় অনিক সঙ্গে সঙ্গে এসে হোসাইনকে পানি থেকে তুলে আমার কোলে দেয়। পরে আমি তাকে আমার বাসায় নিয়ে প্রথমে শরীরে গরম তেল দেই। এরপর তাকে নিয়ে যায় প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে ডাক্তার হোসাইনকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। রাতে তাকে সেখানে নিয়ে যায়, চিকিৎসার পর সকালে ডাক্তার বলে হোসাইন এখন সুস্থ, তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। পরে আমি জানতে পারি হোসাইনের দাদা ও নানা মিরপুর মডেল থানায় আছে, তখন আমি এখানে আসি।

আমেনা বেগম আরও বলেন, হোসাইনকে অনিকের মাধ্যমে আল্লাহ বাঁচিয়েছেন। না হলে একই ঘটনায় তার মা-বাবা ও বোন এবং অনিক মারা গেছে, তার তো বাঁচার কথা ছিল না। এখন হোসাইনকে কোলে নেওয়ার বা  দেখাশোনার লোক নেই। হোসাইনের নানা ও দাদা তার মা, বাবা ও বোনের মরদেহ নেওয়ার জন্য থানা ও হাসপাতালে দৌড়াদৌড়ি করছে। তাই আমি তাকে আপাতত দেখাশোনা করছি৷ তাদের কাজ শেষ হলে আমি হোসাইনকে তার নানা ও দাদার কাছে বুঝিয়ে দেব।

গতকাল রাতে ওই রাস্তায় জমে থাকা পানির মধ্যে দিয়ে যাচ্ছিলেন মিজান (৩০) ও তার স্ত্রী মুক্তা বেগম (২৫)। সঙ্গে ছিল মেয়ে লিমা (৭) ও ছেলে হোসাইন। হঠাৎ করে তারা পড়ে গেলে তাদের তুলতে এগিয়ে আসেন অনিক নামে একজন অটোরিকশাচালক। হোসাইনকে তিনি পানি থেকে তুলে দিতে পারলেও লিমাকে তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনিও চলে গেছেন না ফেরার দেশে।

 


ঢাকা কমার্স কলেজ   ঝিলপাড় বস্তি   শিশু  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকে আগুনের ফলস এলার্ম: ফায়ার সার্ভিস

প্রকাশ: ০৩:০১ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩২ মিনিটে খবর পেয়ে আগুন নেভাতে চার ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস। তবে ঘটনাস্থলে গিয়ে আগুনের কোনো আলাতম পায়নি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাদেশ বিন খালেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ২টা ৩২ মিনিটের দিকে খবর আসে বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে মতিঝিলে অবস্থানরত ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে আরও তিনটি ইউনিট যোগ দেয়। মোট চারটি ইউনিট গিয়ে দেখে আগুনের কোনো আলামত নেই।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফায়ার অ্যালার্ম বেজেছে ভুলক্রমে। এজন্য আগুন লেগেছে ভেবে আমাদের জানানো হয় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাদেশ বিন খালেদ।

এর আগে দুপুর ২টা ৩২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপরই দ্রুত ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

বাংলাদেশ ব্যাংক   ফায়ার সার্ভিস  


মন্তব্য করুন


বিজ্ঞাপন