মন্তব্য করুন
মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনা জ্যাক সুলিভান মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বাংলাদেশের নির্বাচন ভারত
মন্তব্য করুন
নির্বাচন সিইসি কাজী হাবিবুল আউয়াল নির্বাচন ভবন
মন্তব্য করুন
উজান থেকে তিস্তা নদী হয়ে বাংলাদেশে ধেয়ে আসছে আকস্মিক বন্যা। এদিকে ভয়াবহ ঢলের আগাম পূর্বাভাসে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার তিস্তা নদী অববাহিকার চর ও গ্রামের বসতীদের নিরাপদে সরিয়ে নিতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন মাঠে নেমেছে। বুধবার (৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে নীলফামারী পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং হ্রদে পানির পরিমাণ বেশি হওয়ায় সেখানকার বাঁধটি খুলে দেওয়া হয়েছে। ফলে ক্রমেই বাড়ছে তিস্তা নদীর পানি।
ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়,
'বুধবার (৪ অক্টোবর) বিকেল ৩টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের
ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহের উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ মিটার ০৮ সেন্টিমিটার।
অর্থাৎ বিপৎসীমার ৭ সেন্টিমিটার (বিপৎসীমা ৫২ মিটার ১৫ সেন্টিমিটার) নিচ দিয়ে পানি
প্রবাহিত হচ্ছে। এর আগে দুপুর ২টায় একই পয়েন্টে তিস্তার পানিপ্রবাহের উচ্চতা
রেকর্ড করা হয়েছে ৫১ মিটার ৯০ সেন্টিমিটার। যা বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে
পানি প্রবাহিত হয়।'
ভারতের কেন্দ্রীয় পানি কমিশনের বরাত দিয়ে সতর্কীকরণ কেন্দ্র জানায়,
'ভারতের গজলডোবা পয়েন্টে তিস্তার পানির সমতল গত মধ্যরাতে প্রায় ২৮৫ সেন্টিমিটার
বেড়েছে। দোমুহুনী পয়েন্টে বুধবার সকালে প্রায় ৮২ সেন্টিমিটার বেড়েছে এবং তা
অব্যাহত আছে।তিস্তার পানি ডালিয়া পয়েন্টে সকাল থেকে দ্রুত বাড়ছে। এই পয়েন্টে
তিস্তার পানি বুধবার সন্ধ্যা নাগাদ বিপৎসীমা অতিক্রম করে মধ্যরাতে বিপৎসীমার ৫০
সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে, যা বৃহস্পতিবার ভোর নাগাদ রংপুরের
কাউনিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।'
এদিকে বাংলাদেশের তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখে নজরদারী
করা হচ্ছে। নদীপাড়ের মানুষজনকে নিরাপদে সরে যেতে মাইকযোগে প্রচারণা চালানো হচ্ছে।
তিস্তা ব্যারাজের ফ্লাড বাইপাস এলাকা দিয়ে মানুষজনকে চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে
পানি উন্নয়ন বোর্ড।
নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, তিস্তা নদীতে উজান থেকে
হড়পা বান ধেয়ে আসছে এমন আগাম খবরে সতর্কবার্তা গ্রহণ করা হয়েছে। নীলফামারীর
কালিগঞ্জ জিরো পয়েন্ট দিয়ে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। তাই প্রথম ধাক্কা এ
জেলার উপর দিয়ে আসতে পারে। এ জন্য এলাকায় মাইকিংসহ মানুষজনকে সর্তক করে তিস্তা চর
ও গ্রাম এলাকা ও বাঁধে বসবাস কারীদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়ার জন্য
বলা হয়েছে।
নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী
আসফাউদদৌলা জানান, ভারতের উত্তর সিকিমে লোনক হ্রদে ভারী বৃষ্টির জেরে তিস্তা নদীর
পানি প্রবল বেগে ভয়ঙ্করভাবে ঢল নেমে আসছে। এর ফলে সিকিমের সঙ্গে ভারতের যোগাযোগ
সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হড়পা বান (আকস্মিক বন্যা) বলা হচ্ছে এটিকে।
তিনি বলেন, 'ভারত উজানের জলপাইগুড়ি ও তিস্তা নদীতে সর্তকতা জারী করেছে। সেই পানি তিস্তা দিয়ে বাংলাদেশে ধেয়ে আসছে বলে ভারতের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে। আজ দুপুরের পর সেই পানি প্রবেশ বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে। এ জন্য আমরা সকল প্রকার সতর্কাবস্থান নিয়েছি। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। তিস্তা ব্যারাজের ফ্লাড বাইপাস দিয়ে মানুষজনের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মন্তব্য করুন
সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে প্রত্যাশা সামাজিক সংগঠনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ অক্টোবর') সকালে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের
নিশিবয়ড়া গ্রামে অবস্থিত প্রত্যাশা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি
লিমিটেডের বার্ষিক সাধারণ সভাটি নিশিবয়ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে
অনুষ্ঠিত হয়।
সভায় প্রত্যাশা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি
আলহাজ্ব মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য আবুজার আলী সরকারের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফিয়া
সুলতানা কেয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সমবায় মানে সকলের মনের সাথে সমম্বয়,
একটি সমাজ পরিবর্তন করতে হলে সমবায়ের ভুমিকা অপরিসীম। সমবায়ের মাধ্যমে যেমন
অর্থনৈতিক ভাবে এগিয়ে যাওয়া যায় ঠিক তেমনি ভাবে সমাজকেও এগিয়ে নেওয়া যায়। যে কাজটি
প্রত্যাশা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি করে যাচ্ছে। আপনাদের সুন্দর এমন উদ্যোগের
জন্য শুভ কামনা রইলো।
সভায় সভাপতির বক্তব্যে শহীদুল ইসলাম বলেন, আমরা ক্ষুদ্র পরিসরে কাজ
শুরু করেছিলাম। আমাদের সকল পরিচালক ও সদস্যদের মনমানসিকতার কারনেই আমরা এগিয়ে যেতে
পারছি। আমরা আমাদের গ্রামের সকল উন্নয়ন মূল ক, সামাজিক মূলক কাজ করে যাচ্ছি। আমরা
শুধু অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কাজ করছি না। সামাজিক উন্নয়ন নিয়েও কাজ করছি যেমন
বাল্য বিবাহ, মাদক বিরোধী, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মেধাবী শিক্ষার্থীদের
শিক্ষা বৃত্তি প্রদান, নিরক্ষন দূর করেন বয়স্ক শিক্ষার ব্যবস্থা, এলাকার
রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসার উন্নয়নসহ নানা ধরনের কাজ করে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রত্না
বেগম, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২ তামাই সাব জোনাল অফিসের এজিএম কাজী মো:
জসিম উদ্দিন, প্রত্যাশা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সহ-সভাপতি তরিকুল ইসলাম তড়িৎ,
সাধারণ সম্পাদক মো: আব্দুস সবুর তালুকদার, পরিচালক শিউলি আক্তার, সদস্য আব্দুর
রশিদ মিয়া, ফজলার রহমান খাঁন, সোহেল তালুকদার প্রমূখ'।
এ সময় বিভিন্ন অর্থনৈতিক ও প্রশাসনিক বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। উপস্থিত সদস্যবৃন্দও তাদের মূল্যবান মতামত তুলে ধরেন এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
মন্তব্য করুন
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইনের বিষয়ে দীর্ঘসুত্রিতা কখনো কাম্য নয় বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জনাব ড. কামাল উদ্দিন আহমেদ।
তিনি বলেন,
একটি আইন প্রণয়নে দীর্ঘ সময় প্রয়োজন হয়না।
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ
আইনের বিষয়ে দীর্ঘসুত্রিতা কখনো কাম্য নয়।
আজ বুধবার
(৪ সেপ্টেম্বর) সকালে
বাংলাদেশ মহিলা পরিষদ কার্যালয়ে আয়োজিত যৌন হয়রানি ও
নিপীড়ন আইনের খসড়া প্রস্তাবনার সর্বশেষ
অবস্থা ও করণীয় বিষয়ে
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. কামাল উদ্দিন আহমেদ তার বক্তব্যে নারী
অধিকার বিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট,
প্রাসঙ্গিক দলিলসমূহ এবং বিস্তৃত পরিসরে
বাংলাদেশের সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি উল্লেখ করে নারী অধিকার,
বৈষম্য বিলোপ, যৌন হয়রানি ও
নিপীড়ন নিরোধ ইত্যাদি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রায়োগিক দিক আলোচনা করেন।
নারী অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের সাফল্য ও দক্ষিণ এশিয়ায়
বাংলাদেশের শক্তিশালী অবস্থানও তুলে ধরেন তিনি।
মানব
পাচার প্রতিরোধ আইন প্রণয়নের উদাহরণ
দিয়ে তিনি বলেন, মানব
পাচার প্রতিরোধ আইন প্রণয়নে ০৩
বছর সময় লেগেছিল যদিও
তা ০২ বছরের মধ্যেই
প্রণয়ন করা সম্ভব ছিল।
এছাড়াও, উক্ত আইন প্রণয়নের
বিষয়টি আসন্ন নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে
উল্লেখ করা এবং উক্ত
আইন প্রণয়নের বিষয়ে তাদের অঙ্গীকার থাকাটা জরুরি।”
তিনি
তাঁর বক্তব্যে নারীর মানোন্নয়ন, বৈষম্য রোধসহ সকল ধরনের অধিকায়
প্রতিষ্ঠায় শিক্ষার প্রসার, জ্ঞানগত চর্চা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির প্রক্রিয়াকে উদ্বুদ্ধ করেন এবং নারী অধিকার প্রতিষ্ঠার
সকল ধরনের প্রচেষ্টার ধারাবাহিকতা বজায় রাখা, সঠিক
সমন্বয় ও লক্ষ্যনির্ভর হওয়াকে
গুরুত্ব প্রদান করেন।
সকলের
সমন্বিত প্রচেষ্টায় শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত আইনের
প্রণয়ন ও প্রয়োগ সম্ভব
হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মন্তব্য করুন
গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তলে তলে আপস হয়ে গেছে। দিল্লি আছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কথার বাইরে যাবে না তার এরকম বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তার এই বক্তব্য আরও পূর্ণতা পায় আজ হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে প্রথমবারের মতো স্বীকার করা হয় যে, গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এর সৌজন্য বৈঠক হয়েছে। হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ বিষয়ক সমন্বয় জন কিরবি জ্যাক সুুলিভানের সাথে বৈঠকের তথ্যটি প্রথমবারের মতো প্রকাশ করেন। এর ফলে রাজনীতিতে নানামুখী গুঞ্জন তৈরি হয়েছে।