দিন
যাচ্ছে মানুষের কর্ম ব্যস্ততা বাড়ছে।
সেই সাথে সকল অনিয়ম
এখন নিয়মে পরিনত হচ্ছে। পটুয়াখালী পৌর এলাকার ৪নং
ওয়ার্ডের সবুজবাগ
৬নং লেন রাস্তায়
ভবনের নির্মাণ সামগ্রী রেখে কাজ করায়
দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। যানজট-দুর্ঘটনাসহ
নানা সমস্যায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত।
কোনো নিয়ম নীতির তোয়াক্কা
না করেই যত্রতত্র ইট-পাথর-বালু ফেলে
রাখছেন ভবন মালিকরা। আইন
অনুযায়ী রাস্তায় ইট, বালু ও
পাথরসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখা বেআইনি। কিন্তু
তারপরও এ বিধান কেউ
মানছেন না। দীর্ঘদিন ধরে
এমন অবস্থা চলে আসলেও পটুয়াখালী পৌরসভা
ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো
জোর পদক্ষেপ নেয়া হচ্ছে না
বলে স্থানীয়দের অভিযোগ।
সরেজমিনে
দেখা যায়, পটুয়াখালীর পৌরশহরের
৪নং ওয়ার্ডের সবুজবাগ ৬নং লেন সংলগ্ন
বহুতল ভবন নির্মান কাজ
চলছে এই বহুতল ভবনের
নির্মাণ সামগ্রী রাখা হয়েছে সড়কের
মধ্যে এবং যত্রতত্র ভীড়
হচ্ছে, সড়কে লেগেই রয়েছে
যানজট এই নির্মাণ সামগ্রী
রাখা হয়েছে প্রায় মাসব্যাপী।
পথচারী
রিয়াজ বলেন, অনেকদিন ধরেই রাস্তার উপর
পাথর, বালু ও ইট
রেখে ভবন নির্মাণ কাজ
করছে। এতে সাধারণ পথচারীদের
চলাচলে দুর্ভোগ বেড়েছে। রাস্তার উপর নির্মাণ সামগ্রী
রাখার পাশাপাশি ফুটপাত বন্ধ করে ভবন
নির্মাণ করছে এ নিয়ে
কারো কোন মাথা ব্যাথা
নেই।
এই বিষয়ে ভবনের মালিক মো: মঈন জানান,
আসলে ভবন নির্মানের জায়গা
কম থাকায় আমি নির্মাণ সামগ্রী
রাখবো কোথায় তাই সড়কে রেখে
আস্তে আস্তে কাজ করতেছি কিছুদিনের
মধ্যেই এই মালামাল সরিয়ে
নিবো।
এই বিষয়ে ৪নং ওয়ার্ড কাউন্সিলর
কাজল বরন দাস জানান,
রাস্তা আটকিয়ে নির্মাণ সামগ্রী রাখা এটা কোনোভাবেই
মেনে নেওয়া যাবে না, এটা
পৌরসভার নির্মাণ বিধির মধ্যে পরে না, তারা
যে অন্যায়ভাবে নির্মাণ সামগ্রী রেখেছে সেটা অবশ্যই পৌরসভার
নিয়ম অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে, ইতিমধ্যেই মেয়ের
সাহেবকে অবহিত করা হয়েছে।
মন্তব্য করুন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সাংবাদিকরা সমাজের অনুন্মোচিত বিষয় তুলে আনে, সমাজের তৃতীয় নয়ন খুলে দেয়। সাংবাদিকতা একটি মহৎ পেশা। অপরাধ ও অপপ্রচারের সাথে সাংবাদিকতাকে মেলাবেন না।’
শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ইফতার সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল আহসান সোহেল সভায় শুভেচছা বক্তব্য রাখেন। সংগঠনের সহ সভাপতি দীপু সারোয়ারসহ বর্তমান ও অতীত নির্বাহী পরিষদ ও সাধারণ সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
দৈনিক প্রথম আলোর সাংবাদিক গ্রেফতার হওয়া প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা দিবসের দিন জাতীয় স্মৃতিসৌধের সামনে একটি ১০ বছরের ছেলেকে ১০ টাকা দিয়ে ফুসলিয়ে তাকে দিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলানোর চেষ্টা এবং সে না বললেও তার বক্তব্য হিসেবে সেটি প্রচার করা শুধু বাংলাদেশের সাংবাদিকতার নীতি-নৈতিকতার পরিপন্থী নয়, সারাবিশ্বে যে সাংবাদিকতার নিয়ম-নীতি রয়েছে, সেগুলোরও পরিপন্থী।’
তিনি বলেন, ‘এখানে স্পষ্টত: জাতিসংঘের শিশু অধিকার সনদ লংঘিত হয়েছে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি কটাক্ষ করা হয়েছে। এ সব অপরাধ সংঘটিত হয়েছে বলেই মামলা হয়েছে, এর সাথে সাংবাদিকতাকে না মেলানোর অনুরোধ জানাই। তবে কারো কোনো হয়রানি যেন না হয়, সেদিকে আমরা নজর রাখছি।’
সম্প্রচারমন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ে, সরকারের সমালোচনা করে প্রায় প্রতিদিন দেশের পত্র-পত্রিকায় লেখা হয়, টেলিভিশনে রিপোর্ট প্রচার হয়- এ নিয়ে কোনো মামলা তো দূরের কথা, কোনোদিন কাউকে সরকারের পক্ষ থেকে প্রশ্নও করা হয়নি। অথচ এই ঘটনার পর সংশ্লিষ্ট পত্রিকা থেকে বিদেশি গণমাধ্যমে বলা হয়েছে যে, দ্রব্যমূল্য নিয়ে রিপোর্ট করার কারণে তাদের সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। এই বলে তাদেরকে উস্কানি দেওয়া হয়েছে। সম্পূর্ণরূপে বানোয়াট এই অসত্য অপপ্রচার আসলে দেশবিরোধিতা।’
হাছান মাহমুদ তার বক্তৃতায় রাজধানীর পল্লবীতে শুক্রবার বিএনপির ইফতারে সাংবাদিক নির্যাতনের নিন্দা জানান এবং মনে করিয়ে দিয়ে বলেন, ‘সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং সব সময় তা বজায় রাখতে চায়। কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা আর অপরাধ এক জিনিস নয়। দেশের সাংবাদিক ইউনিয়নগুলো, সম্পাদক, প্রকাশক, শিক্ষক, শিল্পী, সুশীল সমাজও স্বাধীনতাকে কটাক্ষের প্রতিবাদ জানিয়েছে, বিবৃতি দিয়েছে, কারণ এখানে অপরাধ সংঘটিত হয়েছে।’
ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে অভিযোগ খণ্ডন করে উদাহরণ দিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘এ ধরনের আইন পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে। যুক্তরাজ্যে সাইবার সিকিউরিটি ল’জ এন্ড রেগুলেশন ২০২২, যুক্তরাষ্ট্রে সাইবার ল’ এন্ড পানিশমেন্ট এবং এ ধরণের আইন বিশ্বের বহু দেশে রয়েছে। যুক্তরাষ্ট্রে এ ধরণের অপরাধের শাস্তি হচ্ছে ২০ বছর কারাদণ্ড। এবং ডিজিটাল মাধ্যমে গুজব ছড়ানোর কারণে যদি কারো মৃত্যু হয় তবে সেই অপরাধের শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। তারা আমাদের আইন নিয়ে বিবৃতি দেওয়ার চেষ্টা করে অথচ এ দেশের চেয়ে যুক্তরাষ্ট্র ও অন্য বহু দেশের ডিজিটাল নিরাপত্তা আইন অনেক বেশি কঠিন।’
অপরাধ অপপ্রচার সাংবাদিকতা ডিআরইউ তথ্যমন্ত্রী
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
ঢাকেশ্বরী মন্দির দুর্নীতি মানববন্ধন
মন্তব্য করুন
বাংলাদেশের স্বাধীনতার ৫২তম বার্ষিকী উপলক্ষে মার্কিন কংগ্রেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন এবং আর্থসামাজিক অগ্রগতির স্বীকৃতির প্রশংসা করে একটি প্রস্তাব উত্থাপিত হয়েছে। গত ২৯ মার্চ এ প্রস্তাবটি উত্থাপন করা হয়। কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের পক্ষ থেকে সাউথ ক্যারোলিনার রিপাবলিকান কংগ্রেসম্যান জো উইলসন কংগ্রেসে এই প্রস্তাবটি উপস্থাপন করেন।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে স্বাধীনতাকে কটাক্ষ করে একটি অসত্য প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর 'টক অব দ্য কান্ট্রি' এখন প্রথম আলো। প্রথম আলোর ওই প্রতিবেদনকে অনেকে উদ্দেশ্য প্রণোদিত বলে অ্যাখ্যায়িত করছেন। যদিও প্রথম আলো সেটি অস্বীকার করছে এবং একটি সংশোধনী দিয়েছে। কিন্তু এ ধরনের অপকর্ম প্রথম আলোর নতুন কিছু নয়। প্রতিষ্ঠার পর থেকেই পত্রিকাটি বিভিন্ন সময় মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত হয়ে এ ধরনের খবর প্রকাশ করে আসছে।