২৫ মার্চ গণহত্যা
দিবসকে সারা বিশ্বের কাছে পরিচিতি লাভের জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (২৬
মার্চ) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে
সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন,
মার্চের প্রতিটি দিনই আমরা গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করি। স্বাধীনতা দিবস ও তার
আগে ২৫ মার্চ। ২৫ মার্চ কালো রাতকে গণহত্যা দিবস হিসেবে আমরা পালন করে আসছি। বাংলাদেশের
এই গণহত্যার ছয় ঘণ্টার মধ্যে কয়েক হাজার বাঙালিকে হত্যা করা হয়েছিল।
সেদিন রাতেই
১২টা এক মিনিটে বঙ্গবন্ধুর সেই ঘোষণাটি আসলো আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তারপর থেকে
২৬ মার্চকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করি।
মন্ত্রী বলেন,
সারা বিশ্বের কাছে গণহত্যা দিবস পরিচিতি লাভের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
একইসঙ্গে বঙ্গবন্ধুকে যারা খুন করেছিলেন, হত্যা করেছিলেন তাদের আমরা বিচারের মধ্যে
এনে শাস্তির ব্যবস্থা করেছি।
বঙ্গবন্ধুর
খুনিদের কয়েকজন এখনো পালিয়ে বেড়াচ্ছে। তাদেরকেও ফিরিয়ে আনার জন্য আমরা পৃথিবীর বিভিন্ন
দেশের সঙ্গে যোগাযোগ করছি। আমরা চেষ্টা করছি অচিরেই তাদেরকে নিয়ে আসার জন্য এবং তাদের
ফাঁসির রায় কার্যকর করার জন্য।
মন্তব্য করুন
অর্থ আত্মসাৎ ড. মুহাম্মদ ইউনূস
মন্তব্য করুন
মন্তব্য করুন
আগামী ১৪
জুন থেকে পবিত্র ঈদুল আজহায় ট্রেনের
অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। প্রথম
দিনে ২৪ জুনের টিকিট
দেওয়া হবে। আর সর্বশেষ
১৮ জুনে দেওয়া হবে
২৮ জুনের অগ্রিম টিকিট।
মঙ্গলবার
(৩০ মে) দুপুর সাড়ে
১২টায় রেলভবনে এক সংবাদ সম্মেলনে
এ তথ্য জানান রেলমন্ত্রী
নুরুল ইসলাম সুজন।
তিনি
বলেন, পবিত্র ঈদুল আজহায় ঈদের
বিশেষ ট্রেন চলবে ৮টি। এসব
ট্রেনের টিকিট শুধুমাত্র অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। ঢাকা
থেকে বর্হিগামী আন্তঃনগর ট্রেনের মোট ২৯ হাজার
আসন হবে।
তিনি
বলেন, ঈদের ফিরতি টিকিট
দেওয়া হবে ২২ জুন
থেকে। সেদিন কাটা যাবে ২
জুলাইয়ের টিকিট। ২৬ জুন পর্যন্ত
কাটতে পারবে ফিরতি টিকিট। সেদিন দেওয়া হবে ৬ জুলাইয়ের
অগ্রিম টিকিট।
মন্তব্য করুন
সাতক্ষীরার তালার হরিশ্চন্দ্রকাটি পারিবারিক পূর্বশত্রুতার জের ধরে গরুকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। এ ঘটনায় তালা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছে গরুটির মালিক রজব আলী গাজী।
তালা
উপজেলার হরিশ্চন্দ্রকাটি গ্রামের কৃষক রজব আলী
গাজী জানান, তার একটি গাভী
মাঠে ঘাস খাওয়ার সময়
একই গ্রামের ইমান আলী মোড়ল
ও তার ছেলে রাজু
মোড়ল পূর্ব শত্রুতার কারণে ধারালো দা দিয়ে এলাপাতাড়ী
কুপিয়ে রক্তাক্ত জখম করে।
কৃষক
রজব আলী গাজী আরও
জানান, গরুটির পিঠে ও পায়ের
দাপনা কেটে হাড় বেরিয়ে
গেছে, পরে ডাক্তার নিয়ে
ক্ষত স্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে
গরুটির মাথা ও শরীরের
বিভিন্ন জায়গায় ফোলা জখম করায়
বর্তমানে গরুটির অবস্থা আশংকাজন বলে জানান তিনি।
এদিকে
গরু জখমের ঘটনা জানতে চাওয়ায়
রজব আলী গাজীর ভাইপো
আনারুল গাজী ও জিহাদী
গাজীকে মারপিট করে আহত করে
আসামীরা।
এ
বিষয়ে তালা থানা অফিসার
ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল
করিম জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া
হবে।
মন্তব্য করুন
মন্তব্য করুন