মোবাইল ফোন
কানের দিয়ে রেললাইনে হাঁটা এবং রেলগেট পড়ার পরও গাড়ি চলাচলের বিষয়ে সতর্ক থাকার
আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন,
রেল যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হয়েছে। এর ফলে অল্প খরচে মানুষ যাতায়াত করতে
পারে। আরামদায়ক ভ্রমণ করতে পারে।
রোববার (৪জুন)
সকালে গণভবন থেকে ভার্চুয়ালি চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে নতুন আন্তঃনগর ট্রেন উদ্বোধন
অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন,
রেল দুর্ঘটনা ঘটে, ভারতে কী ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। এরকম দুর্ঘটনা
সচরাচর চোখে দেখা যায় না। একসঙ্গে তিনটি রেল দুর্ঘটনা কবলিত হয়ে ২৮৮ জন মারা গেছেন।
আমি তাদের ও পরিবারের প্রতি শোক জানাচ্ছি। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে
চিঠি দিয়ে শোক বার্তা জানিয়েছি। এ ঘটনা খুবই দুঃখজনক। আমাদের দুজন বাংলাদেশিও আহত
আছেন। এমন ভয়াবহ দুর্ঘটনা সত্যি চিন্তার বিষয়।
মন্তব্য করুন
বাংলাদেশ থেকে নেওয়া ২০০ মিলিয়ন ডলার ঋণের পুরোটাই পরিশোধ করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা শুক্রবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি
বলেন, শ্রীলঙ্কা শেষ কিস্তির ৫০
মিলিয়ন ডলার ও ঋণের
সুদ বাবদ ৪.৫
মিলিয়ন ডলার বৃহস্পতিবার রাতে
পরিশোধ করেছে। আমরা শুক্রবার সকালে
বিষয়টি জেনেছি।
শ্রীলঙ্কা
এই ঋণ পরিশোধের ফলে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২১
সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার
রিজার্ভ ছিল ২১.৪৫
বিলিয়ন ডলার।
এর আগে, গত ২
সেপ্টেম্বর বাংলাদেশকে ১০০ মিলিয়ন মার্কিন
ডলার ফেরত দেয় শ্রীলঙ্কা।
তার আগে ১৭ আগস্ট
প্রথম কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার
পরিশোধ করেছিল দেশটি।
মুদ্রা
বিনিময় চুক্তির সময় শ্রীলঙ্কাকে তিন
মাসের মধ্যে লন্ডন ইন্টারব্যাংক অফার রেট + ২
শতাংশ সুদ হারসহ ঋণ
পরিশোধের কথা ছিল। কিন্তু
নানান সংকটের কারণে নির্ধারিত সময়ে তা পরিশোধ
করতে পারেনি দেশটি।
বাংলাদেশ
২০২১ সালে শ্রীলঙ্কাকে তিন
কিস্তিতে এই ঋণ দিয়েছিল।
ওই বছরের ১৯ আগস্ট প্রথম
কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার,
এর ১১ দিন পর
দ্বিতীয় কিস্তিতে ১০০ মিলিয়ন ডলার
এবং সেপ্টেম্বরে আরও ৫০ মিলিয়ন
ডলার দিয়েছিল। এটি ছিল কোনো
দেশকে দেওয়া বাংলাদেশের প্রথম ঋণ।
মন্তব্য করুন
যারা
স্যাংশন দিয়েছে তাদের নির্বাচন নিয়েও প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার
(২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ মিশনে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশগ্রহণ
পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা
বলেন।
প্রধানমন্ত্রী
বলেন, আওয়ামী লীগের আমলে যতগুলো নির্বাচন
হয়েছে ভালো হয়েছে। আজকের
স্যাংশন ঘোষণায় অপজিশনসহ বলা হয়েছে। আমি
বলবো এটা একটা ভালো
দিক। কারণ বিএনপি জামায়াত
২০১৩ সালের নির্বাচনে সন্ত্রাস করেছিল। পুলিশ মেরেছিল, ৫০০ ভোটকেন্দ্র পুড়িয়েছিল।
৩ হাজার ৮২৫টি যানবাহন পুড়িয়েছিল। আগুন দিয়ে ২৯টা
রেল ও লঞ্চ পুড়িয়েছিল।
নির্বাচন ঠেকানোর নামে তারা এসব
করেছিল।
যুক্তরাষ্ট্রের
স্যাংশন প্রসঙ্গে তিনি আরও বলেন,
যারা স্যাংশন দেবে তারাও দেখবে
বিএনপি পুলিশকে মেরেছিল। তারা যদি আওয়ামী
লীগকে টার্গেট করে থাকে তাহলে
কিছু বলার নেই। আমি
কারোর শক্তিতে বিশ্বাস করে ক্ষমতায় আসিনি।
ক্ষমতায় এসেছি জনগণের শক্তিতে, ক্ষমতায় এসে জনগণের কল্যাণে
কাজ করছি। এটাই হলো আমাদের
স্বার্থকতা কাজেই স্যাংশন কে দিলো কে
না দিলো, তাতে কিছু যায়
আসে না।
প্রধানমন্ত্রী
বলেন, ‘আওয়ামী লীগ মানুষের ভোটের
অধিকার নিশ্চিত করেছে। বাংলাদেশের জনগণ তাদের ভোটের
অধিকারের বিষয়ে যথেষ্ট সচেতন; আর সেই সচেতনতা
সৃষ্টি করেছি আমরা। আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বহু
নেতাকর্মীর রক্তের মধ্য দিয়ে আমরা
কিন্তু এই নির্বাচনী প্রক্রিয়াটাকে
সুষ্ঠুভাবে নিয়ে এসেছি।’
তিনি
বলেন, দেশে আত্মীয়-স্বজন
থাকলে যে কী করবে!
আমার ছেলেও এখানে আছে। সেতো এখানে
পড়াশোনা করছে। ব্যবসা-বাণিজ্য করছে, বিয়ে করেছে তার
মেয়ে আছে, সম্পত্তি আছে,
বাড়ি-ঘর আছে। যদি
বাতিল করে, করবে। তাতে
কিছু আসে যায় না।
আমাদের বাংলাদেশতো আছেই। ভয় পাওয়ার বা
ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু
যারা এটা বলছে তাদের
দেশের নির্বাচন নিয়ে প্রশ্ন আছে।
সেই নির্বাচনও কেউ মেনে নেয়নি।
তাদের অপজিশনের সঙ্গে করা হচ্ছে, আমরা
তাও করছি না।
মন্তব্য করুন
প্রধানমন্ত্রী
শেখ হাসিনা আজ জাতিসংঘ সাধারণ
পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনে বাংলায়
ভাষণ দিয়েছেন।
জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর ভাষণের
পদাঙ্ক অনুসরণ করে সপ্তদশ বারের
মতো ইউএনজিএ অধিবেশনে বাংলায় ভাষণ দেন শেখ হাসিনা।
জাতিসংঘ
সদর দফতরের জেনারেল অ্যাসেম্বলি হলে সাধারণ আলোচনায়
প্রধানমন্ত্রী তার ভাষণে রোহিঙ্গা
সংকট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক
ও আঞ্চলিক বিষয় তুলে ধরেছেন।
এ
বছরের ইউএনজিএর মূল প্রতিপাদ্য, 'আস্থা
পুনর্গঠন ও বিশ্বব্যাপী সংহতি
পুনঃপ্রতিষ্ঠা: সবার জন্য শান্তি,
সমৃদ্ধি, অগ্রগতি ও স্থায়িত্বের লক্ষ্যে
২০৩০ এজেন্ডা এবং এর টেকসই
উন্নয়ন লক্ষ্যে ত্বরান্বিতকরণ পদক্ষেপ।'
প্রধানমন্ত্রী
শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন ও
অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে
যোগ দিতে ১৭ সেপ্টেম্বর
নিউইয়র্কে পৌঁছেন।
তিনি
২৩ সেপ্টেম্বর ওয়াশিংটনের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন এবং সেখানে ২৯
সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফর শেষ করে
তিনি ২৯ সেপ্টেম্বর লন্ডনের
উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে
৩ অক্টোবর পর্যন্ত অবস্থান করবেন এবং অবশেষে ৪
অক্টোবর দেশে ফিরবেন।
প্রধানমন্ত্রী জাতিসংঘ বাংলায় ভাষণ
মন্তব্য করুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম
মন্তব্য করুন
ভিসা নীতি মার্কিন যুক্তরাষ্ট্র
মন্তব্য করুন
বাংলাদেশ থেকে নেওয়া ২০০ মিলিয়ন ডলার ঋণের পুরোটাই পরিশোধ করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা শুক্রবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শ্রীলঙ্কা শেষ কিস্তির ৫০ মিলিয়ন ডলার ও ঋণের সুদ বাবদ ৪.৫ মিলিয়ন ডলার বৃহস্পতিবার রাতে পরিশোধ করেছে। আমরা শুক্রবার সকালে বিষয়টি জেনেছি।
মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ঘোষিত ভিসা নীতিতে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশের বেশ কয়েকজনের ওপর। আজ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তবে কাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের নাম ম্যাথিউ মিলার প্রকাশ্যে বলেননি। যাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদেরকে এ ব্যাপারে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।