মিরপুরে
বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের
তিন জনসহ চার জন
নিহত হয়েছেন। প্রবল বৃষ্টিতে ওই এলাকায় জলাবদ্ধতার
সৃষ্টি হয়। তখন বজ্রপাত
হলে পানিতে পরে বিদ্যুৎস্পৃষ্টে পাঁচ
জন গুরুতর আহত হন।
বৃহস্পতিবার
(২১ সেপ্টেম্বর) রাতে মিরপুর মডেল
থানার সিরাজিয়া ইসলামিয়া মাদ্রাসা হাজী রোড ঝিলপাড়
বস্তির বিপরীত পাশে রাস্তার ওপর
এ ঘটনা ঘটে।
আহতদের
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে
পাঠালে চার জন মারা
যান।
নিহতরা
হলেন- মো. মিজান (৩০),
তার স্ত্রী মুক্তা বেগম (২৫), মেয়ে লিমা
(০৭) এবং তাদের উদ্ধার
করতে যাওয়া মোহাম্মদ অনিক (২০)। মিজানের
আরেক ছেলে আহত হোসাইনকে
(০৭ মাস) প্রথমে সোহরাওয়ার্দী
হাসপাতালে এরপর শিশু হাসপাতালে
ভর্তি করা হয়। মিরপুরের
ঢাকা কমার্স কলেজ এলাকার রাস্তার
পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে এ
ঘটনা ঘটে বলে জানা
গেছে।
ফায়ার
সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক ডিউটি অফিসার বলেন, আজ রাত প্রায়
সাড়ে ১০টার দিকে খবর আসে
ঢাকা কমার্স কলেজ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট
হয়ে চার জন নিহত
হয়েছেন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার
করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ডিউটি
অফিসার উপ-পরিদর্শক রুহুল
আমিন গণমাধ্যমকে জানান, সরকারি শহীদ সোহ্রাওয়ার্দী
মেডিকেল কলেজ থেকে আমাদের
ফোন করে জানানো হয়
এ চার জন মারা
গেছেন।
গতকাল সন্ধ্যা
থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হয়। এ বৃষ্টিপাত
কোনো কোনো এলাকায় রাত
১০টা থেকে ১১টা পর্যন্ত
হয়। ফলে হাজী রোড
এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তায় জমে
থাকা পানিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে।
আর এতে বিদ্যুতায়িত হয়ে
চার জন নিহত হন।
মন্তব্য করুন
শাহজাহান ওমর আওয়ামী লীগ বিএনপি রাজনীতির খবর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
মন্তব্য করুন
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন শ্রমনীতি
মন্তব্য করুন
থানার ওসি বদলি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
মন্তব্য করুন
মন্তব্য করুন
নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
মন্তব্য করুন
মার্কিন যুক্তরাষ্ট্রের নীরব কূটনীতি অত্যন্ত বিপজ্জনক। একথা বলেছিলেন বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের সরকারপ্রধানরা। এখন বাংলাদেশের ব্যাপারেও মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের নীরবতা অবলম্বন করছেন। কূটনৈতিক পরিভাষায় একে বলা হচ্ছে সাইলেন্ট ডিপ্লোমেসি। আর এই নীরব কূটনীতি যে কোনো দেশের জন্য আতঙ্কের কারণ হতে পারে বলে মনে করেন কূটনীতিক বিশ্লেষকরা।
জলবায়ু পরিবর্তন হল একটি বৈশ্বিক বিপর্যয় যা গরীবদের ওপর ধনীরা চাপিয়ে দেয় এবং ক্রমবর্ধমান হারে এটি তাদের নিজেদের ওপর চাপিয়ে দেওয়া হয়। দুবাইতে কোপ২৮ জলবায়ু সম্মেলনের জন্য আমন্ত্রিত বিশ্ব নেতাদের বুঝতে হবে যে তাদের টপ-ডাউন (উপর থেকে নিচে) পদ্ধতি কখনই কাজ করতে পারে না। বরং জলবায়ু পরিবর্তন মোকাবেলার লড়াইয়ের জন্য আমাদের ক্ষতিগ্রস্তদেরকে দায়িত্ব দিতে হবে এবং এই লড়াইয়ে তাদের অর্থায়ন করতে হবে।
এবারে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশনের জন্য একটি অগ্নিপরীক্ষা। নির্বাচন কমিশনও বারবার বলছিল যে, তারা স্বাধীন নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবে। কোনো ব্যাপারে কোনো ছাড় দেবে না। এমনকি নির্বাচন কমিশন এটিও বলেছিল যে, তারা ২০১৮ এর মতো নির্বাচন বাংলাদেশে হতে দেবে না। বর্তমান নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর বিভিন্ন সময়ে তাদের কঠোর অবস্থান প্রশংসিত হয়েছে। আর এ কারণেই বিএনপির আপত্তি সত্ত্বেও নির্বাচন কমিশনের ব্যাপারে আন্তর্জাতিক মহল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং সংস্থা আস্থা রাখতে চাচ্ছিল। তারা মনে করেছিল যে, নির্বাচন কমিশনকে সময় দিতে হবে। তাদের যে ক্ষমতা আছে তা প্রয়োগ তারা করতে পারেন কিনা তা দেখতে হবে।