নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে আকবর পাগলা (৬২) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটায় শহরের গাছবাড়ী রেলক্রসিংয়ের পাশে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। মৃত আকবর পাগলা শহরের বাড়াইপাড়া এলাকার মৃত আব্বাস আলীর ছেলে।
রেলওয়ে পুলিশ ও মৃতের পরিবারের সদস্যরা জানান,'ভোরে বাড়ি থেকে
বের হয়ে যায় আকবর পাগলা। সকালে উঠে তাকে বাড়ীতে দেখতে না পেয়ে পরিবারের
সদস্যরা খুঁজতে শুরু করে। পরে খবর পায় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।'
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আজম বলেন,'মৃত আকবর পাগলা এর আগেও কয়েক বার ট্রেনে আত্মহত্যা করার চেষ্টা করছে বলে জানা যায়। মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'
মন্তব্য করুন
বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে ৫৫ প্রার্থীর মধ্যে নানা কারণে আলোচনার শীর্ষে রয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সদ্য সাবেক সিটি মেয়র ও সদর আসনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী সাদিক আবদুল্লাহ।
জেলার দুটি আসনে মনোনয়ন জমা দিয়েছেন রাশেদ খান মেনন। শেষ পর্যন্ত তিনি কোনটি ছেড়ে কোনটিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন, নাকি দুটি আসনেই লড়বেন তা নিয়ে জোর আলোচনা চলছে রাজনীতিসচেতন মানুষের মাঝে।
অপরদিকে মনোনয়ন জমা দিয়েই আটঘাট বেঁধে মাঠে নেমেছেন বিদ্রোহী সাদিক আবদুল্লাহসহ তাঁর অনুসারীরা।
রাশেদ খান মেনন সাদিক আবদুল্লাহ নির্বাচন
মন্তব্য করুন
নেত্রকোনা-৪ (মদন মোহনগঞ্জ-খালিয়াজুরী)। হাওরাঞ্চলের অন্যতম এ আসনে এবার স্বতন্ত্র প্রার্থী হলেন মনোনয়নবঞ্চিত শফি আহমেদ। তিন উপজেলা নিয়ে গঠিত আসনে মদন ও খালিয়াজুরী দুটো উপজেলাই হাওরবেষ্টিত। আসনটিতে শফি আহমেদ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাঁর কাছে হাওরবাসীর প্রত্যাশা অনেক।
তিনি নব্বইয়ের ছাত্র আন্দোলনের নেতা শফী আহমেদ। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি সাজ্জাদুল হাসান।
জানা যায়, ২০০৭ সালের বাতিল হওয়া নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন শফি। কিন্তু সেবার নির্বাচন না হওয়ায় তার আর ভোট করা হয়নি।
স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ হাওর
মন্তব্য করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা অপরাধ নয়। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
শনিবার (২ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কোনো দলকে ভাগ করা আওয়ামী লীগের নীতি নয়। দলের ভুল নীতির জন্য, নেতৃত্বে হতাশ হয়ে, বিএনপি নেতারা নির্বাচনে আসছেন। বিএনপির এক দফা গভীর গর্তে পড়ে গেছে। ভুলের চোরাবালি আটকে গেছ বিএনপির আন্দোলন।
এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী,আনোয়ার হোসেন, নির্মল চ্যাটাজী প্রমুখ।
আওয়ামী লীগ ওবায়দুল কাদের বিএনপি
মন্তব্য করুন
রংপুর-৩ (সদর) আসন থেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের দলীয় মনোনয়ন জমা দিয়েছেন দলের নেতা-কর্মীরা। এ আসনে এমপি ছিলেন জাপার প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ছেলে সাদ এরশাদ।
দেবর জি এম কাদের-ভাবি রওশন এরশাদের মতের মিল না হওয়ায় জাপা থেকে মনোনয়নবঞ্চিত হয়েছেন সাদ এরশাদ।
জানা যায়, ১৯৯১ সালের পর থেকে ওই আসনটি জাতীয় পার্টির দখলে।
মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ
শেষ হওয়ার আগে সাদ এরশাদ
গণমাধ্যমকে বলেছিলেন, ‘জাপা চেয়ারম্যান জি
এম কাদের আমার আসন ছিনতাই
করেছেন। এ আসন ছাড়া
অন্য কোনো আসনে নির্বাচন
করব না। আমি
স্বতন্ত্র প্রার্থী হচ্ছি। শেষ পর্যন্ত তিনি
স্বতন্ত্র প্রার্থীও হননি। লোকজনকে বলাবলি করতে শোনা গেছে,
হায়রে রাজনীতি। স্বার্থের জন্য আপন ভাতিজাকেও
কোনো ছাড় দেওয়া হলো
না।
মন্তব্য করুন
সভা-সমাবেশ ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আলোচিত-সমালোচিত প্রার্থীর নাম তৈমূর আলম খন্দকার। আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন তৈমূর। নতুন দল তৃণমূল বিএনপির মহাসচিবও তিনি।
জানা যায়, সংসদ নির্বাচনে এই প্রথমবার তিনি অংশগ্রহণ করছেন। এর আগে দুটি সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তৈমূর আলোচিত হন। দলের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে তৈমূরকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। দলের নেতৃত্বের পদ হারানোর পাশাপাশি সদস্যপদও হারান।
গত শুক্রবার (১ নভেম্বর) তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এবার সুষ্ঠু নির্বাচন হবে। অস্ত্রসহ মিছিল করার দায়ে সরকারি দলের প্রার্থী ও মন্ত্রীকে নির্বাচন কমিশন শোকজ করায় সুষ্ঠু নির্বাচনের সেই নমুনা দেখতে পাচ্ছি। সরকারি দলের প্রার্থী ও মন্ত্রী হওয়ার পরেও নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ গ্রহণ করায় তৈমুর আলম মনে করেন এই শোকজের কারণে অস্ত্রবাজি কিছুটা হলেও নিয়ন্ত্রণ হবে। তৈমুর আশা করছেন, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রশাসনও সে অনুযায়ী কাজ করবে।
তৈমুর আলম তৃণমূল বিএনপি নির্বাচন
মন্তব্য করুন
বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে ৫৫ প্রার্থীর মধ্যে নানা কারণে আলোচনার শীর্ষে রয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সদ্য সাবেক সিটি মেয়র ও সদর আসনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী সাদিক আবদুল্লাহ। জেলার দুটি আসনে মনোনয়ন জমা দিয়েছেন রাশেদ খান মেনন। শেষ পর্যন্ত তিনি কোনটি ছেড়ে কোনটিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন, নাকি দুটি আসনেই লড়বেন তা নিয়ে জোর আলোচনা চলছে রাজনীতিসচেতন মানুষের মাঝে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা অপরাধ নয়। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কোনো দলকে ভাগ করা আওয়ামী লীগের নীতি নয়। দলের ভুল নীতির জন্য, নেতৃত্বে হতাশ হয়ে, বিএনপি নেতারা নির্বাচনে আসছেন। বিএনপির এক দফা গভীর গর্তে পড়ে গেছে। ভুলের চোরাবালি আটকে গেছ বিএনপির আন্দোলন।
রংপুর-৩ (সদর) আসন থেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের দলীয় মনোনয়ন জমা দিয়েছেন দলের নেতা-কর্মীরা। এ আসনে এমপি ছিলেন জাপার প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ছেলে সাদ এরশাদ। দেবর জি এম কাদের-ভাবি রওশন এরশাদের মতের মিল না হওয়ায় জাপা থেকে মনোনয়নবঞ্চিত হয়েছেন সাদ এরশাদ। জানা যায়, ১৯৯১ সালের পর থেকে ওই আসনটি জাতীয় পার্টির দখলে।
সভা-সমাবেশ ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আলোচিত-সমালোচিত প্রার্থীর নাম তৈমূর আলম খন্দকার। আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন তৈমূর। নতুন দল তৃণমূল বিএনপির মহাসচিবও তিনি। জানা যায়, সংসদ নির্বাচনে এই প্রথমবার তিনি অংশগ্রহণ করছেন। এর আগে দুটি সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তৈমূর আলোচিত হন। দলের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে তৈমূরকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। দলের নেতৃত্বের পদ হারানোর পাশাপাশি সদস্যপদও হারান।