ইনসাইড বাংলাদেশ

প্রধানমন্ত্রী কি নিরাপত্তা ঝুঁকিতে!  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৩০ পিএম, ২২ মে, ২০২০


Thumbnail

গত বছর অক্টোবর মাসে দ্রুত সম্পদ বাড়ছে এমন এশিয়ার ৬টি শীর্ষ দেশের তালিকায় ছিল বাংলাদেশ, তাঁর পরে ভিয়েতনাম পরে চীন। এর মাঝেই এলো করোনাভাইরাসের ভয়াল থাবা যা দেশের পুরো অর্থনীতিকে এলোমেলো করে দিয়েছে। এটার মাঝেই আম্ফান এসে উপকূল সহ কিছু নদী তীরবর্তী এলাকায় এমন প্রাকৃতিক তাণ্ডব চালিয়েছে যে, আমাদের দেশের অর্থনীতি মারাত্মক ঝুঁকির মাঝে পড়ে গেছে। এটাকে ভালো মানুষ দুর্যোগ মনে করলেও অনেকেই এটাকে তাদের জন্য একটা সুযোগ হিসেবে দেখছে।  

১৯৭৪ সালে সারা দুনিয়ায় যখন খাদ্য উৎপাদন খুব কম তখন বাংলাদেশে বৈদেশিক মুদ্রার মজুত প্রায় শূন্যের কোঠায়। এমতাবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিরুপায় হয়ে বাংলাদেশ জুট কর্পোরেশন মাধ্যমে ৫০ লাখ মার্কিন ডলারে ৪০ লাখ চটের ব্যাগ কিউবায় বিক্রি করেন। এর পর ঢাকার মার্কিন দূতাবাস থেকে ২৭ মে ১৯৭৪ সালে কিসিঞ্জারের সই করা তারবার্তায় জানায়, বাংলাদেশ কিউবায় পাট ও পাটের ব্যাগ রপ্তানির কারণে মার্কিন খাদ্য-সহায়তা-সংক্রান্ত পিএল-৪৮০ আইন বাংলাদেশ মার্কিন খাদ্য-সহায়তা পাবে না।  

বাংলাদেশে চরম খাদ্য সংকট দেখা দেয়। ১৯৭৪ সালে শাড়ির চেয়েও জালের দাম বেশী ছিল৷ ছিল বন্যা, এই বন্যা-কালে ইত্তেফাকের ক৷রসাজিতে মিথ্যাচারের মাধ্যমে বাসন্তী নামের একজন মহিলাকে মাছ ধরার জাল পরিয়ে পত্রিকায় ছবি চাপা হলে দেশ সহ সারা দুনিয়ায় এটা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। সরকারের ইমেজ নষ্ট হয়। ইতোমধ্যে আউশ ধান কাটা শুরু হয়। কারণ চৈত্র-বৈশাখে মাসে আউশের বীজ সরাসরি মাঠে বুনে দেওয়া হয় আর ধান কাটা শুরু হয় আষাঢ়-শ্রাবণে (জুলাই –আগস্ট) কাটা শুরু হয়। খাদ্য সংকট চলে যাওয়া শুরু হলে তড়িঘড়ি খুনিরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে, সংকটের সুযোগ নিয়ে।  
 
এবার দেখে নিই সাম্প্রতিক কিছু খবর। কয়েকদিন আগে ছাত্রলীগের একজন সহ-সভাপতিকে ছিনতাই করার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়। এর বাইরে কোন শাস্তি হয়েছে কি না, তা জানা যায় নি। আরেকজন সহ-সভাপতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফাইল জালিয়াতি করে জেলে আছেন। তাঁর কত ক্ষমতা যে তিনি প্রধানমন্ত্রীর অফিসের ফাইল বাইরে নিয়ে গিয়ে টেম্পারিং করে গণভবনের মাঝে থাকা একজন বা একাধিক জনের সাহায্যে এটা করেছেন।
   
এ সপ্তাহের গোঁড়ার দিকে সিলেট নগরীর মিরবক্সটুলা এলাকায় একজন নারীর ২০ হাজার টাকা ও চেকবই ছিনতাইয়ের অভিযোগে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন ডায়মন্ড ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন চৌধুরী। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

১৫ মে তারিখের খবরে বলা হয়েছে যে, সিলেটের জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কাজী আশরাফুল ইসলামের ওপর হামলার মামলায় সৌরভ দাস নামে আরও এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, গত সোমবার সরকারি ছাগল উন্নয়ন খামারের একটি পাঠা ফ্রিতে আনতে যান ছাত্রলীগ নেতা কনক পাল অরূপ। পাঠা না দেওয়ায় ছাত্রলীগ নেতাকর্মীরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার ওপর হামলা চালান। এ ঘটনায় মামলার অন্যান্য আসামিরা হলেন, ছাত্রলীগ নেতা কনক পাল অরূপ, রাহুল চৌধুরী, অপু তালুকদার, মিঠু তালুকদার, আকাশ, সাহেদ, সৌরভ দাস, রুহেল ও শামীম আলী। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

আ.লীগে অনুপ্রবেশকারী আকাশ কুমার ভৌমিক আকাশ কাউন্সিলর মুদি দোকানদার থেকে শতকোটি টাকার মালিক বনে গেছেন। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে আকাশ ভোল পালটিয়ে রাতারাতি আওয়ামী লীগার বনে যান এবং চাঁদপুরের একজন আওয়ামী লীগ নেতা ত্রাণমন্ত্রী নির্বাচিত হলে আকাশকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দিনে দিনে সেই শীর্ষনেতা এবং মন্ত্রীর  ঘনিষ্ঠ হয়ে উঠলে আকাশ হয়ে যান ত্রাণ মন্ত্রণালয়ের একচ্ছত্র অধিপতি। নিয়ন্ত্রণ নিয়ে নেন ত্রাণ মন্ত্রণালয়ের সকল টেন্ডারের। আকাশের ইশারা ছাড়া ত্রাণে কোনো টেন্ডার হয় না। হয়ে যান ত্রাণের রাঘব বোয়াল এবং অঢেল সম্পদের মালিক।

এদিকে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ মাথায় নিয়ে একুশে টিভি থেকে চাকুরি হারানো মাইনুল এখন প্রধানমন্ত্রীর বিটের একজন বড় রিপোর্টার! মাত্র ২৫ হাজার টাকা বেতনে জিটিভিতে চাকুরি করা মাইনুলের ঢাকায় বর্তমানে ২টি ফ্ল্যাট, বসিলায় প্লট, হেমায়েতপুরে জমি, ব্যাংকে নগদ টাকা! ভালো ব্যবসাও আছে! বছরে ৪-৫ বার ইউরোপ আমেরিকা ট্যুর করেন! প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের হাই প্রোফাইল নেতাদের সাথে ওঠা বসা। অথচ এই মাইনুলের সাংবাদিকতা জীবন খুব বেশিদিনে নয়। ২০১৫ থেকে ২০২০ মাত্র ৫ বছরে এত সম্পদ! প্রধানমন্ত্রীর বিটের সাংবাদিক পরিচয়ে প্রভাব বিস্তার এবং শিবির সংশ্লিষ্টতার কারণে, মাইনুলের এসবি পাশ বাতিল করে দিতে চায় পিএম অফিস। কিন্তু তাঁর পাশ বাতিল হয়নি। মাইনুলের মত একজন প্রমাণিত স্বাধীনতা বিরোধী অপশক্তিকে কারা গণভবনে ঢোকার সুযোগ করে দিলো?

তথ্য প্রযুক্তি আইনের আওতায় কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে একজন শিবির ক্যাডারকে গ্রেপ্তার করতে গিয়ে সারা রাত ধরে পুলিশকে নাকানি-চুবানি খেতে হয়েছে। পুলিশ যখন তাকে ধরার জন্য ঘর ঘিরে ফেলে তখন দরজা-জানালা সব বন্ধ করে দিয়ে জঙ্গি স্টাইলে ওই শিবির ক্যাডার পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ারও চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। উক্ত শিবির ক্যাডার পুলিশকে হুমকি দিয়ে বলে-তাকে গ্রেপ্তার করা হলে গোটা দেশে আগুন জ্বলবে। এমনকি তার গায়ে আঁচড় দেওয়া হলে উচ্চ আদালতে শত শত রীট করা হবে। ঘরের ভেতর থেকে মোবাইলে ফেসবুক লাইভ দিয়ে জাহেদুল ইসলাম হৃদয় নামের ওই শিবির ক্যাডার দ্বীপবাসীকে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ার আহবান জানাতে থাকেন। এমনকি ঘরের ভেতর থেকেই তিনি ফেসবুক লাইভে জামায়াত-শিবিরের সকল সৈনিকদের একত্রিত করে পুলিশের প্যান্ট খুলে নেওয়ার হুমকিও প্রদান করেন। শেষ পর্যন্ত ভোরে তাকে আটক করা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, আটক হওয়া শিবির ক্যাডার কুতুবদিয়া উপজেলা প্রশাসনের গঠিত ত্রাণ বিতরণের স্বেচ্ছাসেবক কমিটির একটি ইউনিয়ন শাখার প্রধান। জাহেদুলের পিছনে প্রশাসনের একাংশের সহযোগিতার প্রমাণ পাওয়া যায়।  

২০১৩ সালের নাশকতা সৃষ্টিকারীর অন্যতম হোতা, দুর্ধর্ষ শিবির ক্যাডার নুর মোহাম্মদ সিরাজি, যার ডাক নাম লিটন, বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চেড়াঘাট গ্রামে। এই শিবির ক্যাডার জামাত শিবিরের এজেন্ট, দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির জন্য সাঈদীর ছেলের সাথে ষড়যন্ত্রের নায়ক রকি বড়ুয়ার বিশ্বস্ত ও ঘনিষ্ঠ লোক। প্রধানমন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তি দের সাথে সেলফি বাজি করে। এই নুর মোহাম্মদ সিরাজি কিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে যাওয়ার সাহস পায়, কারা তাঁকে সেখানে যাবার সুযোগ করে দেয়, এটা এখন মিলিয়ন ডলার প্রশ্ন।  

এখন দেশে নানামুখী সংকট চলছে। কুচক্রীরাও তৎপর। খুনি আর তাদের দোসররা গণভবন পর্যন্ত চলে যাবার সুযোগ করে নিয়েছে। পদ বাণিজ্য, কমিটি বাণিজ্যের মাধ্যমে স্বাধীনতা বিরোধী এমনকি বঙ্গবন্ধুর খুনিদের পরিবারের সদস্যদেরও দলে ঢুকিয়েছেন কিছু নেতা। ভরসা শুধু আমাদের প্রধানমন্ত্রী কারণ তিনি বঙ্গবন্ধুর মত তেমন উদার নন, শত্রুদের মাফ করলেও ভুলে যান না কৌশলগত কারণে। তিনি বিশ্বাস করেন যে,  অযোগ্য কে যোগ্য বানানো গেলেও, বিশ্বাস ঘাতককে কখনও বিশ্বস্ত বানানো যায়না। তবুও আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ে শুদ্ধি অভিযান চায়, বঙ্গবন্ধু কন্যার নিরাপত্তার ঝুঁকি মোকাবিলার জন্য।



মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

বাড়লো জ্বালানি তেলের দাম

প্রকাশ: ০৯:১৯ পিএম, ৩০ এপ্রিল, ২০২৪


Thumbnail

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়লো জ্বালানি তেলের দাম। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে বেড়েছে এক টাকা। পেট্রল ও অকটেনের দাম বেড়েছে লিটারে দুই টাকা ৫০ পয়সা। 

জ্বালানি তেলের নতুন দাম মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হচ্ছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য লিটার প্রতি ১০৬ টাকা থেকে এক টাকা বৃদ্ধি করে ১০৭ টাকা, পেট্রোলের বিদ্যমান মূল্য লিটার প্রতি ১২২ টাকা থেকে ২.৫০ টাকা বেড়ে ১২৪.৫০ টাকা এবং অকটেনের বিদ্যমান মূল্য ১২৬.০০ টাকা থেকে ২.৫০ টাকা বৃদ্ধি করে ১২৮.৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। পুন:নির্ধারিত এ মূল্য আজ রাত ১২টার পর থেকে কার্যকর হযেছে।

পুন:নির্ধারিত এ মূল্য বুধবার (১ মে) থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

জ্বালানি তেল   বিশ্ববাজার  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

অতি বাম-অতি ডানরা মিলে সরকার উৎখাতে কাজ করছে: শেখ হাসিনা

প্রকাশ: ০৮:২০ পিএম, ৩০ এপ্রিল, ২০২৪


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে যারা রাজনৈতিকভাবে দেউলিয়া তারা, আর কিছু বুদ্ধিজীবী অনবরত গিবত গাইছে। অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে। তাদের মূল লক্ষ্য সরকার উৎখাত।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার শুরুতে তিনি এ কথা বলেন।

সরকার প্রধান বলেন, আওয়ামী লীগকে সবসময় ষড়যন্ত্র মোকাবিলা করেই পথ চলতে হয়েছে। আওয়ামী লীগ দেশ ও মানুষের ওপর আস্থা রেখেই দেশ চালায়৷ কিছু রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী অনবরত দেশবিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে৷ তাদের চোখে কিছুই ভালো লাগে না৷ বাংলাদেশ তো পেছাচ্ছে না৷ এগিয়ে যাচ্ছে৷ তাহলে সমস্যাটা কোথায়?

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় বসে লুটপাট করতে পারছে না বলেই সরকারের বিরুদ্ধে সমালোচনায় নেমেছে বিএনপি৷ বিএনপি এমন একটি দল, যাদের কোনো মাথামুণ্ডু নেই৷ তারা শুধু পারে অনলাইনে নির্দেশনা দিতে৷ ২৮ অক্টোবর বিএনপি যে অপকর্ম করেছে, তা মানুষের ভুলে যাওয়া উচিত না৷ 
 
মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, যুক্তরাষ্ট্র নিজের চেহারা আয়নায় না দেখে, মানবাধিকার নিয়ে বাংলাদেশকে সবক দেয়৷ মার্কিন কোনো পুলিশের গায়ে কোনো রাজনৈতিক দল হাত তুললে, কী করতো সেখানকার পুলিশ? কদিন আগে যুদ্ধের বিরোধীতা করায় সাধারণ মানুষের আন্দোলনে কি জুলুমটাই না করলো আমেরিকার পুলিশ। এটা তো মানবাধিকার লঙ্ঘন৷ এর জবাব কী? 
 
প্রচণ্ড গরমে দেশবাসীকে সাবধানে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুরো দক্ষিণ এশিয়ায় গরম ছড়িয়ে পড়ছে৷ শিগগিরই বৃষ্টি হবে বলে আশা করছি৷ পহেলা আষাড় থেকে পরিবেশ-প্রতিবেশ রক্ষায় বৃক্ষরোপণ চালিয়ে যেতে হবে বলেও জানান শেখ হাসিনা৷ 

শেখ হাসিনা   কার্যনির্বাহী সংসদ   গণভবন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

দুদকে প্রথম নারী ডিজি শিরীন

প্রকাশ: ০৭:৫১ পিএম, ৩০ এপ্রিল, ২০২৪


Thumbnail

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পেয়েছেন শিরীন পারভীন। তিনি সংস্থাটির প্রধান কার্যালয়ের পরিচালক ছিলেন। নিজস্ব জনবল কিংবা প্রেষণ- যেকোনো পর্যায় থেকে দুদকের ইতিহাসে তিনিই প্রথম নারী ডিজি।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুদক সচিব খোরশেদা ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর তৃতীয় গ্রেডে শিরীন পারভীনকে মহাপরিচালক পদে পদোন্নতি দিয়ে এ আদেশ জারি করা হলো।

দুদক   দুদক মহাপরিচালক   শিরীন পারভীন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ

প্রকাশ: ০৭:১৯ পিএম, ৩০ এপ্রিল, ২০২৪


Thumbnail

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের।

তিনি গণমাধ্যমকে বলেন, শিক্ষামন্ত্রী চিঠিতে সরকারি চাকরিতে আবেদনের সময়সীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছেন। তবে এটা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নয়। শিক্ষার্থীদের পক্ষে একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি এই সুপারিশ করেছেন। সিদ্ধান্ত নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওই চিঠিতে বলা হয়েছে, বর্তমানে সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সব ধরনের চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩০ বছর মানদণ্ড হিসেবে অনুসরণ করা হয়। এ অবস্থায় চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৫ বছর করার দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছেন।

সরকার বিষয়টি উপলব্ধি করে ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে পাতা নম্বর ৩৩-এর শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি অনুচ্ছেদে ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতার নিরিখে যুক্তিসংগত ব্যবস্থা গ্রহণ করা হবে’ বলে উল্লেখ করা হয়েছিল।

দীর্ঘদিন ধরে চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের একটি অংশ চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করে আসছেন। তারা বলে আসছেন বিশ্বের বিভিন্ন দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ থেকে ৫৯ বছর পর্যন্ত। অর্থাৎ বয়স নয়, যোগ্যতাই একজন প্রার্থীর একমাত্র মাপকাঠি। ওই দেশের আলোকে বাংলাদেশেও চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করা দাবি করে আসছেন। দাবি আদায়ের লক্ষ্যে ওই সব শিক্ষার্থী দফায় দফায় কর্মসূচি পালন করে এলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এখন শিক্ষামন্ত্রীও একই ধরনের সুপারিশ করলেন।

সরকারি চাকরি   শিক্ষামন্ত্রী   মহিবুল হাসান চৌধুরী  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে শিক্ষামন্ত্রী কী তালগোল পাকাচ্ছেন?

প্রকাশ: ০৭:০০ পিএম, ৩০ এপ্রিল, ২০২৪


Thumbnail

করোনাকালে প্রায় দুই বছর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। শিক্ষার ক্ষতি নিয়ে সে সময় অনেকে কথা বলেছেন, অনেকেই আহাজারি করছেন। কিন্তু তৎকালীন সময়ে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা উপমন্ত্রী সিদ্ধান্তে অনড় ছিলেন। তারা বলেছেন, জীবন সবচেয়ে মূল্যবান। জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। তাই তারা অনলাইন এ ক্লাস চালু রাখেন এবং যতক্ষণ পর্যন্ত দেশের স্বাস্থ্য পরিস্থিতি স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও সেই সময় বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পরও বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলতে গড়িমসি করা হয়েছিল। এবং নজিরবিহীন ধীর নীতি অনুসরণ করা হয়েছিল। এটি নিয়ে তৎকালীন সময়ে শিক্ষা মন্ত্রণালয় সমালোচিত হয়েছিল।

এবার আবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে মরিয়া দেখা যাচ্ছে। এখন আগের শিক্ষামন্ত্রী নেই। ডা. দীপু মনি এখন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। কিন্তু মহিবুল হাসান চৌধুরী, যিনি ডা. দীপু মনির সঙ্গে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি এখন শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য মরিয়া তৎপরতা চালাচ্ছেন।

কেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে হবে? কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কেন পড়াশোনা অব্যাহত রাখতে হবে এনিয়ে বিশিষ্টজনদের মধ্যে নানামুখী আলোচনা হচ্ছে। বিশেষ করে আবহাওয়া পরিস্থিতি যখন একের পর এক হিট অ্যালার্ট দিচ্ছে, তাপমাত্রার পারদ যখন দিনদিন চড়ছে। তখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত বিভিন্ন মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট মহল মনে করছে যে, শিক্ষা মন্ত্রণালয় একগুঁয়েমি করছে এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে বাড়াবাড়ি রকমের অবস্থান গ্রহণ করেছেন।

সকলেই দাবি করেন যে এখন বাংলাদেশ ডিজিটাল হয়েছে। সেখানে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করা সহজে যেতে পারে। এবং করোনার সময় শিক্ষার্থীরা এবং শিক্ষকরা অনলাইন শিক্ষা কার্যক্রমে অভ্যস্ত হয়ে উঠেছেন। তাছাড়া এবার যে গরম পড়েছে, যে কয়দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছিল তাতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক স্বাস্থ্যহানির ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে বহু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান একটি রুটিনের দ্বারা পরিচালিত হয়। যেমনটি শিক্ষা শিক্ষামন্ত্রী বলেছেন। সেই রুটিনে অনেকগুলো বন্ধ থাকে। বিভিন্ন কারণে বন্ধ রাখতে হয় শিক্ষা প্রতিষ্ঠান। যেমন গ্রীষ্মের ছুটি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে, যেটি জুনে হওয়ার কথা। এছাড়াও ঈদুল আজহা উপলক্ষেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বিভিন্ন বিশেষজ্ঞরা মনে করেন যে গ্রীষ্মের ছুটি এবং অন্যান্য ছুটিগুলো কমিয়ে এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাই যৌক্তিক। কারণ শিক্ষার্থীরা যদি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়ে এবং কোন দুর্ঘটনার মধ্যে পতিত হয়, তাহলে এটির দায় দায়িত্ব শুধু একা শিক্ষামন্ত্রীর ওপর বর্তাবে না, পুরো সরকারের ওপর বর্তাবে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ক্ষেত্রে একটি সংবেদনশীল, দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে বিশ্লেষকরা মনে করেন। তারা মনে করেন যে, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জোর করে এই তীব্র দাবদাহের মধ্যে নেয়ার ফলে একটি অবিশ্বাসের সম্পর্ক হচ্ছে।

শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে একটি সুসম্পর্কের মেলবন্ধনই একটি শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান চর্চার জন্য জরুরী। অথচ শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি কর্তৃপক্ষ জোর করে খোলা রাখে, তাহলে স্বাভাবিক পরিবেশটি নষ্ট হয়ে যায়।

সংশ্লিষ্ট সকলেই মনে করে যে, অস্থিরতা না করে, একগুঁয়িমে না করে শিক্ষামন্ত্রী একটি দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করেবেন এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার ব্যাপারে তার অবস্থান পুর্নবিবেচনা করবেন।


শিক্ষা প্রতিষ্ঠান   শিক্ষা মন্ত্রণালয়   তীব্র তাপদাহ   মহিবুল হাসান চৌধুরী নওফেল  


মন্তব্য করুন


বিজ্ঞাপন