ইনসাইড ক্যারিয়ার

বসুন্ধরা গ্রুপে চাকরির সুযোগ

প্রকাশ: ০৯:৪৬ এএম, ০৮ জানুয়ারী, ২০২৩


Thumbnail

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপ

বিভাগের নাম: অ্যাকাউন্টস, সেক্টর-বি

পদের নাম: এক্সিকিউটিভ

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিকম/এমকম (অ্যাকাউন্টিং)

অভিজ্ঞতা: ০৩-০৬ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

প্রার্থীর ধরন: পুরুষ

বয়স: সর্বনিম্ন ২৮ বছর

কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা jobs.bdjobs.com -এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় ২৩ জানুয়ারি ২০২৩


এক্সিকিউটিভ   বসুন্ধরা গ্রুপ   চাকরি নিয়োগ  


মন্তব্য করুন


ইনসাইড ক্যারিয়ার

৪৫ হাজার মৌসুমি কৃষি শ্রমিক ভিসা দেবে যুক্তরাজ্য

প্রকাশ: ০৬:২৮ পিএম, ২১ মে, ২০২৩


Thumbnail ৪৫ হাজার মৌসুমি কৃষি শ্রমিক ভিসা দেবে যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি অভিবাসনের লাগাম টেনে ধরার কথা বললেও, আগামী বছর মৌসুমী শ্রমিকদের জন্য ৪৫ হাজার কৃষিকর্মী ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সরকার।

ব্রিটিশ সরকারের দেওয়া এক ঘোষণায় বলা হয়, করোনাভাইরাস মহামারির সময়ে অনিয়মিত অভিবাসন কমে এলেও, সম্প্রতি তা আবার বেড়েছে। কৃষিখাতকে আরও শক্তিশালী করতে নেওয়া প্যাকেজের অংশ হিসেবে ৪৫ হাজার ভিসা ইস্যু করার সিদ্ধান্তটি এসেছে।

সোমবার (২১ মে) লন্ডনে এক সম্মেলনে কট্টরপন্থি ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান বলেছেন, “অভিবাসন কমানোর জন্য ব্রিটেন তার নিজস্ব লরিচালক এবং জমি থেকে ফল সংগ্রহকারীদের প্রশিক্ষণ দিতে পারবে না, ‘এটা ভালো কোনো যুক্তি’ নয়। তবে ডাউনিং স্ট্রিটের অবস্থান ভিসা দেওয়ার পক্ষে।”

ঐতিহাসিকভাবেই ব্রিটেনে বেকারত্বের হার কম- জানিয়ে মঙ্গলবার দেশটির সরকারের একজন মুখপাত্র বলেন, ‘বর্তমান নিয়মগুলো যুক্তরাজ্যের প্রয়োজনের ওপর নির্ভর করে আমাদের ব্যবস্থাপনাকে শিথিল করার সুযোগ দেয়।’

করোনাভাইরাস মহামারির পর, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে সরবরাহ ভেঙে পড়ায় দাম বেড়েছে সার, খাদ্য, জ্বালানির। আর তাতে চাপের মুখে রয়েছেন ব্রিটিশ কৃষকেরা।

ব্রেক্সিটের পর নেওয়া কঠোর অভিবাসন নীতির কারণে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অবাধ যাতায়াত বন্ধ হওয়ার কারণে, জোটভুক্ত দেশগুলোতে থেকে কর্মী নিয়োগ করাও কঠিন হয়েছে যুক্তরাজ্যের জন্য। কিন্তু ঐতিহ্যগতভাবে ইউরোপীয় ইউনিয়নের কর্মীদের ওপর নির্ভর করত ব্রিটেনের কৃষিখাত। এমনকি, আমদানি পণ্যের প্রতিযোগিতার মুখেও পড়েছে দেশটির কৃষি শিল্প।

কৃষিকে উৎসাহিত করতে ইউকে ফার্ম টু ফর্ক সামিট আয়োজন করতে যাচ্ছে ডাউনিং স্ট্রিট। তার আগে মঙ্গলবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ সিদ্ধান্ত ভবিষ্যতের বাণিজ্য চুক্তিতে কৃষকদের আরও বেশি সুরক্ষা দেবে এবং নতুন রপ্তানি সুযোগকে অগ্রাধিকার দেবে।

ব্রিটিশ কৃষকদের উদ্দেশে একটি খোলা চিঠিতে দেশটির প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ‘ব্রিটিশ কৃষি এবং ব্রিটিশ পণ্য শুধু একটি চিন্তাভাবনার মধ্যে সীমাবদ্ধ নয়। আমি জানি, আপনাদের মধ্যে অনেকে এমন কথা আগেও ভেবেছেন।’

গেলো ফেব্রুয়ারিতে ‘নতুন প্রযুক্তির বিকাশ এবং উদ্ভাবনী কৃষিকে এগিয়ে নিতে’ চলতি বছর কৃষকদের জন্য ১৬৮ মিলিয়ন পাউন্ডের বেশি অনুদান ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। তবে কোন দেশ থেকে কতজন লোক নেওয়া হবে সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেনি ব্রিটিশ সরকার।


মৌসুমি   কৃষি শ্রমিক   ভিসা   যুক্তরাজ্য  


মন্তব্য করুন


ইনসাইড ক্যারিয়ার

বছরে সোয়া ১৮ লাখের বেশি বেতনে আন্তর্জাতিক সংস্থায় চাকরি

প্রকাশ: ০২:০১ পিএম, ২০ মে, ২০২৩


Thumbnail

জেনেভাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশন (গেইন) বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রাইভেট সেক্টর কো–অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রাইভেট সেক্টর কো-অর্ডিনেটর

পদসংখ্যা:

যোগ্যতা ও অভিজ্ঞতা: দেশি বা বিদেশি প্রতিষ্ঠান থেকে বিজনেস ম্যানেজমেন্ট/ইন্টারন্যাশনাল রিলেশনস/সাসটেইনেবল ডেভেলপমেন্ট/অর্থনীতি/ডেভেলপমেন্ট স্টাডিজ/পাবলিক হেলথ নিউট্রিশন বা এ ধরনের যেকোনো বিষয়ে ডিগ্রি থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। বিজনেস অ্যান্ড প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, ফিন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট, বেনিফিটস ম্যানেজমেন্ট, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ও কোয়ালিটি অ্যাসুরেন্সে পারদর্শী হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক

কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ

বেতন: বছরে ১৬ লাখ ১ হাজার ৬৭৬ থেকে ১৮ লাখ ৩০ হাজার ২৭৬ টাকা।

সুযোগ-সুবিধা: বছরে ৩৭ দিন ছুটি (বার্ষিক ছুটি, সরকারি ছুটি ও অফিস ছুটি), গ্র্যাচুইটি, পেনশন স্কিম এবং স্বাস্থ্য, ভ্রমণ ও জীবনবিমা, ছুটি ভাতা, পাঁচ মাস মাতৃত্বকালীন ও ২০ দিন পিতৃত্বকালীন ছুটি, বছরে একটি উৎসব বোনাস, যোগাযোগ ভাতা মাসে ২৫০০ টাকা, কর্মীর পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসুবিধা ও প্রশিক্ষণের সুবিধা দেওয়া হবে।

যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীরা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশনের ওয়েবসাইটের এ লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত জেনে APPLY NOW বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২৮ মে ২০২৩।



মন্তব্য করুন


ইনসাইড ক্যারিয়ার

‘এক বছর এক বিসিএস’ পরিকল্পনায় স্বস্তিতে পরীক্ষার্থীরা

প্রকাশ: ০৫:০৬ পিএম, ১৯ মে, ২০২৩


Thumbnail

বিসিএস পরীক্ষা পদ্ধতি ও নিয়োগের ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন পরিকল্পনা অনুযায়ী এক বছরের মধ্যে বিসিএস পরীক্ষা গ্রহণ ও নিয়োগ সম্পন্ন করতে চায় সংস্থাটি। এছাড়া নন-ক্যাডার নিয়োগবিষয়ক নীতিমালাটি এখন রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।

পিএসসির চেয়ারম্যান হিসেবে ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর যোগ দেবার পর মো. সোহরাব হোসাইন বর্ষপঞ্জি মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের ঘোষণা দেন। প্রতিবছরের শুরুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ওই বছরের মধ্যে নিয়োগ সম্পন্ন করার বিষয়ে পরিকল্পনাও নেন তিনি। তবে করোনা মহামারিসহ নানা প্রতিবন্ধকতায় এর বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি।
 
এর আগে প্রতিবছর নভেম্বরে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতো। নতুন নিয়মে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে যে দুই মাস দেরি হবে, এতে অনেক প্রার্থীর বয়সের সময়সীমা পার হতে পারে। এ জন্য প্রার্থীদের বয়সের বিষয় বিবেচনায় নিয়ে কিছুটা ছাড় দেয়ার সিদ্ধান্তও নিয়েছে পিএসসি। এ লক্ষ্যে বিগত বিসিএস পরীক্ষার নিয়োগ দ্রুত শেষ করার পরিকল্পনা নিয়েছে পিএসসি।

সরেজমিনে কয়েকজন সাধারণ পরীক্ষার্থীর সাথে কথা বললে তারা এই উদ্যোগকে ইতিবাচক সিদ্ধান্ত বলে স্বীকার করেন।

পরীক্ষায় অংশ নিতে আসা একজন  বাংলা ইনসাইডারকে জানান, ‘৩০ বছর বয়সে পরীক্ষা দিয়ে ৩৫ এ যোগদান করাটা একটা ভয়ানক ব্যাপার। এক বছরের মধ্যে বিজ্ঞপ্তি ও নিয়োগ সম্পন্ন হয়ে গেলে সেটি কর্মোদ্যম যুব সমাজকে আরও গতিশীল করবে।’

বাংলা ইনসাইডারের সাথে বিসিএস প্রসঙ্গে একজন অভিভাবক বলেন, ‘নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ হলে পরীক্ষার্থীরা পড়াশোনার গতি হারিয়ে ফেলে। ফলে তাদের প্রস্তুতিতেও ঘাটতি থেকে যায়।’

পিএসসি সূত্রে জানা যায়, ২০১৯ সালে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২০ সালে ৪৩তম, ২০২১ সালে ৪৪তম ও ২০২২ সালে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই চারটি বিসিএসের পরীক্ষা ও নিয়োগ সুপারিশ কার্যক্রম এখনো চলছে। চারটি বিসিএস ক্যাডারে শূন্য পদ সাত হাজার ৯৯৯টি। দীর্ঘদিন খালি থাকলেও বিসিএস জটের কারণে এখনো এসব পদে নিয়োগ সুপারিশ করা সম্ভব হয়নি। এর মধ্যে ৪১তম বিসিএসে দুই হাজার ১৬৬টি, ৪৩তম বিসিএসে এক হাজার ৮১৪টি, ৪৪তম বিসিএসে এক হাজার ৭১০টি এবং ৪৫তম বিসিএসে দুই হাজার ৩০৯টি ক্যাডার পদে নিয়োগের সুপারিশ দেওয়া হবে।

বিসিএস   পিএসসি  


মন্তব্য করুন


ইনসাইড ক্যারিয়ার

বেসরকারি ব্যাংক নেবে ১০৫ জন

প্রকাশ: ০৯:৩০ এএম, ০২ মে, ২০২৩


Thumbnail

বেসরকারি খাতের ব্যাংক পদ্মা ব্যাংক লিমিটেড লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ্মা ব্যাংক লিমিটেড চুক্তি ভিত্তিতে অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার পদে লোক নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার

পদসংখ্যা: ১০৫। এর মধ্যে ঢাকা মেট্রোতে ৪০ জন, খুলনা মেট্রোতে ১০ জন, চট্টগ্রাম মেট্রোতে ২০ জন, চট্টগ্রামের লোহাগাড়া ও কেরানিহাটে ১০ জন, বৃহত্তর ময়মনসিংহে ১০ জন, বৃহত্তর কুমিল্লা/চাঁদপুরে ১৫ জন।

যোগ্যতা

সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩৭ বছর।

বেতন: ব্যাংকের পলিসি অনুসারে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

যেভাবে আবেদন

সদ্য তোলা ছবিসহ প্রার্থীদের এই ই-মেইলে career@padmabankbd.com সিভি পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ১০ মে ২০২৩।



মন্তব্য করুন


ইনসাইড ক্যারিয়ার

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি ১৯ মে

প্রকাশ: ০৬:১৩ পিএম, ১৯ মার্চ, ২০২৩


Thumbnail

আগামী ১৯ মে ৪৫তম বিসিএসের দিন ধার্য করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (১৯ মার্চ) সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে। তবে চলতি সপ্তাহে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

পিএসসি বলছে, ৪৫তম বিসিএসের সর্বশেষ তথ্য অনুসারে, এতে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। গত বছরের ৩০ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১০ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।

প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে।

বিসিএস   পিএসসি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন