ইনসাইড গ্রাউন্ড

ফিফা বর্ষসেরা একাদশ: আর্জেন্টিনার শুধু মেসি, ব্রাজিলের নেই কেউই

প্রকাশ: ০২:৩২ এএম, ১৮ জানুয়ারী, ২০২২


Thumbnail ফিফা বর্ষসেরা একাদশ: আর্জেন্টিনার শুধু মেসি, ব্রাজিলের নেই কেউই

কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা। বেশ কয়েকজন ফুটবলার ক্লাবেও ছিলেন দুর্দান্ত ফর্মে। আশা ছিল, হয়তো আর্জেন্টিনার একাধিক ফুটবলার জায়গা পাবেন ফিফার বর্ষসেরা একাদশে। কিন্তু হয়নি সেটি।

একমাত্র লিওনেল মেসি ছাড়া আর কোনো ফুটবলারই ফিফার বর্ষসেরা একাদশে জায়গা পাননি। কোপা আমেরিকায় রানার্স আপ হওয়া ব্রাজিলের কেউও নেই ফিফার বর্ষসেরা একাদশে। সোমবার দিবাগত রাতে সুইজারল্যান্ডের জুরিখে ঘোষণা করা হয় এই একাদশ।

কোপার ফাইনালিস্টদের মধ্যে কেবল একজন জায়গা পেলেও একাদশটিতে ইউরোজয়ী ফুটবলার আছেন তিনজন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়া চ্যাম্পিয়ন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা, আছেন তার সতীর্থ বনুচ্চিও।

তার সঙ্গে দুই ডিফেন্ডার ডেভিড আলাভা ও রুবেন দিয়াজ। মিডফিল্ডের তিনজনের জায়গায় আছেন ইতালি ও চেলসির জর্জিনিও, ক্লাবে তার আরেক সতীর্থ কন্তে ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা। স্ট্রাইকার হিসেবে জায়গা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, বরুশিয়া ডর্টমুন্ডের আর্লিং হালান্ড, বায়ার্ন মিউনিখের রবার্ট লেভান্ডভস্কি ও লিওনেল মেসি।

ফিফার বর্ষসেরা একাদশ:

গোলকিপার - জিয়ানলুইজি দোন্নারুম্মা

রক্ষণভাগ - ডেভিড আলাবা, রুবেন দিয়াস, লিওনার্দো বোনুচ্চি

মাঝমাঠ - জর্জিনিও, এনগোলো কান্তে, কেভিন ডি ব্রুইনা

আক্রমণভাগ - লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, আর্লিং হরলান্ড, রবার্ট লেভান্ডভস্কি

ফিফা   বর্ষসেরা একাদশ   আর্জেন্টিনা   মেসি  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

টাইব্রেকারে রোমাকে হারিয়ে ইউরোপা চ্যাম্পিয়ন ‘কিং’ সেভিয়া

প্রকাশ: ১২:২২ পিএম, ০১ জুন, ২০২৩


Thumbnail

ইউরোপিয়ান ফাইনালে হোসে মরিনহো কখনো হারেননি। আবার সেভিয়া কখনো ইউরোপা লিগের ফাইনালে উঠে হারেনি। ষষ্ঠবারের মতো ইউরোপিয়ান ফাইনালে ওঠে মরিনহোর পরিচালনাধীন দল। আর সপ্তমবারের মতো ইউরোপা লিগের ফাইনাল খেলতে নামে সেভিয়া। এ ক্ষেত্রে বুধবার রাতে তো একটি পক্ষকে হারতেই হবে। ফুটবল ভক্তরা অপেক্ষায় ছিলেন, কে হবে সেই পক্ষ?

আক্ষরিক অর্থে, বুধবার রাতে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় কেউ হারেনি। দুই পক্ষের মধ্যে ফাইনাল ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। কিন্তু ফাইনাল যেহেতু, সেখানে তো জয়-পরাজয় নির্ধারণ করতে হবে!

সুতরাং, ফাইনাল গড়ালো ভাগ্যের খেলায়। অর্থাৎ টাইব্রেকারে। সেখানে সেভিয়ার দাপটের সামনে টিকতে পারলো না হোসে মরিনহোর এএস রোমা। ৪-১ ব্যবধানে ইতালিয়ান ক্লাব রোমাকে হারিয়ে সপ্তমবারের মতো ইউরোপা লিগের শিরোপা ঘরে তুলে নিলো স্প্যানিশ ক্লাব সেভিয়া।

এএস রোমার দুর্ভাগ্য। ম্যাচের নির্ধারিত সময় ৯০ মিনিট এবং এরপর আরও অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় যে দুটি গোল হয়েছে, সে দুটি গোলই এসেছে তাদের ফুটবলারদের পা থেকে। কিন্তু এর একটি যে নিজেদের জালেই জড়িয়েছেন রোমার ডিফেন্ডার জিয়ানলুকা মানচিনি।

পুস্কাস অ্যারেনায় হোসে মরিনহোর ট্যাকটিসের কাছেই হেরে যেতে পারে সেভিয়া। কিন্তু স্প্যানিশ ক্লাবটিও সে পরিকল্পনা করে মাঠে নামে, যেন মরিনহোর যে কোনো কৌশলকে পরাভূত করে তারা এগিয়ে যেতে পারে।

তবে, সে আশায় গুড়েবালি। উল্টো এএস রোমা সেভিয়ার সামনে দাপট দেখিয়ে খেলতে শুরু করে। যার ফলশ্রুতিতে ৩৪ মিনিটেই গোল আদায় করে নেয় তারা। রোমার আর্জেন্টাইন সুপারস্টার পাওলো দিবালা দুর্দান্ত এক গোল করে রোমাকে এগিয়ে দেন।

কিন্তু ম্যাচের ৫৫তম মিনিটে জিয়ানলুকা মানচিনি বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন। এরপর নির্ধারিত সময়ের ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়ের ৩০ মিনিট শেষ হওয়ার পরও কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।

এখানেই বাজিমাত করে সেভিয়া। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গঞ্জালো মন্টিয়েলের ফিনিশিং গোলেই বিশ্বজয়ের আনন্দে মেতে ওঠে লিওনেল মেসিরা। সেই গঞ্জালো মন্টিয়েল এবারও টাইব্রেকারে ফিনিশিং গোলটি দিয়ে সেভিয়ার শিরোপা নিশ্চিত করেন।

এএস রোমার হয়ে টাইব্রেকারে একমাত্র গোলটি করেন ব্রায়ান ক্রিসতান্তে। আত্মঘাতি গোল দেয়া জিয়ানলুকা মানচিনি এবং ইবানেজ গোল মিস করেন।

সেভিয়ার জয়ে শেষ মুহূর্তের নায়কে পরিণত হন মরক্কোর সেই গোলরক্ষক ইয়াসিন বোনো। যার বীরত্বে কাতার বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল আরব-আফ্রিকান দেশটি। এবারও ইউরোপা লিগের ফাইনালে জিয়ানলুকা মানচিনি এবং ইবানেজের স্পট কিক ফিরিয়ে দিয়ে দলের শিরোপা জয়ে মূল ভূমিকা পালন করেন।

সেভিয়ার হয়ে গোল চারটি করেন লুকাস ওকাম্পোজ, এরিক লামেলা, ইভান রাকিটিক এবং গঞ্জালো মন্টিয়েল।



মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের কাজ সহজ হবে না!

প্রকাশ: ০৯:১১ এএম, ৩১ মে, ২০২৩


Thumbnail

২ মাস ধরে আইপিএল-এ খেলার পর এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে ভারতীয় দল। আগামী সপ্তাহে লন্ডনের দ্য ওভালে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। আইপিএল-এর লিগ পর্যায়ের ম্যাচ শেষ হওয়ার পরেই লন্ডনে চলে যান বিরাট কোহলিরা। মুম্বই ইন্ডিয়ানস প্লে-অফ থেকে ছিটকে যাওয়ার পর দলে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও। ভালোভাবেই প্রস্তুতি চালাচ্ছে ভারতীয় দল। আইপিএল-এর ঠিক আগে দেশের মাটিতে ৪ টেস্ট ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। কিন্তু এবার খেলা সম্পূর্ণ ভিন্ন পরিবেশ-পরিস্থিতিতে। ওভালে ভারতীয় দলের কাজ সহজ হবে না বলেই মনে করেন কিংবদন্তি সুনীল গাভাসকর। তাঁর মতে, টি-২০ মানসিকতা থেকে বেরিয়ে টেস্টের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে না।

মঙ্গলবার একটি ক্রীড়া বিষয়ক টেলিভিশন চ্যানেলে গভাসকর বলেছেন, 'ভারতীয় দলের প্রায় সব ক্রিকেটারই টি-২০ ফর্ম্যাটে খেলার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলবে। এটাই ভারতীয় দলের সবচেয়ে কঠিন কাজ। টি-২০ খেলার পর টেস্ট ফর্ম্যাটে মানিয়ে নেওয়া সহজ হবে না। ফলে ভারতীয় দলের কাজটা কঠিন।'

ভারতীয় দলের অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা আইপিএল-এর কোনও দলে ছিলেন না। তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে মাসখানেক আগেই ইংল্যান্ডে পৌঁছে যান। কাউন্টি চ্যাম্পিয়নশিপে কয়েকটি ম্যাচও খেলেছেন এই ব্যাটার। তিনি ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের অন্যতম ভরসা পূজারা। তাঁর সম্পর্কে গাভাসকর বলেছেন, 'ভারতীয় দলের সদস্যদের মধ্যে একমাত্র চেতেশ্বর পূজারাই ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছিল। ফলে ও-ই ভারতের একমাত্র ক্রিকেটার যে ইংল্যান্ডের পরিবেশ-পরিস্থিতিতে ক্রিকেটের দীর্ঘ ফর্ম্যাটে খেলেছে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের কাজ কঠিন।'

চোট পেয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে পারছেন না কে এল রাহুল, শ্রেয়াস আইয়ার। ভারতীয় দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানেকে। এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন রাহানে। তাঁর অভিজ্ঞতা ভারতীয় দলকে সাহায্য করবে বলেই আশা গাভাসকরের। তিনি বলেছেন, ‘অজিঙ্কা রাহানের ইংল্যান্ডের মাটিতে খেলার অনেক অভিজ্ঞতা আছে। ও ইংল্যান্ডে রানও করেছে। ফলে ৫ নম্বরে ব্যাটিং করতে নেমে ওর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার মনে হয়, ওর নিজেকে প্রমাণ করার ব্যাপার আছে। আমি এখনও বিশ্বাস করি, ওর মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে। ওর কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খুব ভালো সুযোগ। আশা করি ও অভিজ্ঞতার সাহায্যে এই সুযোগ কাজে লাগাবে এবং ভারতীয় দলে নিজের জায়গা ফিরে পাবে।’



মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

আইপিএল জিতেই লঙ্কান দলে জায়গা পেলেন পাথিরানা, ফিরলেন করুণারত্নেও

প্রকাশ: ০৯:১০ এএম, ৩১ মে, ২০২৩


Thumbnail

বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে লঙ্কানরা। যার জন্য দলটি ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। তবে চমক হল, দুই বছর ওয়ানডে দলে জায়গা না পাওয়া দেশটির সাবেক অধিনায়ক দিমুথ করুণারত্নকে  দলে রাখা হয়েছে। এছাড়াও ফরম্যাটটিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই পেসার মাথিশা পাথিরানা।

আগামী শুক্রবার (২ জুন) থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে রয়েছে আরোও বেশ কয়েকটি চমক । অ্যাঙ্কেলের সফল অস্ত্রোপচারের পর দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার দুশমান্ত চামিরা এবং সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করা সাদিরা সামারাবিক্রমা। তবে হ্যামস্ট্রিং চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার কুশল পেরেরা। জায়গা হয়নি বাঁ-হাতি স্পিন-অলরাউন্ডার দুনিথ ওয়েল্লালাগেরও। তার পরিবর্তে প্রথমবারের মতো লঙ্কান জাতীয় দলে ডাক পেয়েছেন দুশান হেমন্তকে। এই স্পিনার ৫৮ লিস্ট ‘এ’ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে রান করেছেন ১ হাজার ১১৪। এই সংস্করণে তার নামের পাশে উইকেট রয়েছে ৬৪টি।

আইপিএলে সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এবার চেন্নাই সুপার কিংসের হয়ে শিরোপা জিতেছেন মাথিশা পাথিরানা। বোলিং অ্যাকশনের কারণে লঙ্কান এই পেসার ইতোমধ্যেজুনিয়র মালিঙ্গাহিসেবে পরিচিতি পেয়েছেন। শিরোপাজয়ী চেন্নাইয়ে তারও বেশ অবদান ছিল। আসরে ১২ টি ম্যাচ খেলে তিনি শিকার করেছেন ১৯ টি উইকেট।

 


শ্রীলঙ্কা ক্রিকেট   মাথিশা পাথিরানা   করুণারত্নে  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

১৪ বছর পর আবাহনীকে হারিয়ে শিরোপা নিলো মোহামেডান

প্রকাশ: ০৭:০০ পিএম, ৩০ মে, ২০২৩


Thumbnail ১৪ বছর পর আবাহনী হারিয়ে শিরোপা নিলো মোহামেডান।

ফেডারেশন কাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে আবাহনী লিমিটেডকে হারিয়ে ১৪ বছর পর শিরোপা ঘরে তুললো মোহামেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার (৩০ মে) কুমিল্লার শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফাইনালে টাইব্রেকারে আবাহনীকে ৪-২ গোলে হারিয়েছে মোহামেডান। এর আগে ৪-৪ গোলে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়।

দুই দল সবশেষ শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছিল সেই ২০১১ সালে; ‘কোটি টাকার’ সুপার কাপে। সেবার মোহমেডানকে হারিয়ে শিরোপা জিতেছিল আবাহনী। এবার মধুর প্রতিশোধ নিল সাদা-কালো জার্সিধারীররা।

ম্যাচের শুরুতে অবশ্য আাধিপত্য বিস্তার করে আবাহনী। প্রথমার্ধে তারা ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। কিন্তু মাত্র ৫ মিনিটের ব্যবধানে মোহামেডানের অধিনায়ক সোলেমান দিয়াবাতের জোড়া গোলে দারুণভাবে খেলায় সমতায় ফেরে।

ম্যাচের ১৫ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের গোলে এগিয়ে যায় আবাহনী। খেলার ৪৩তম মিনিটে কোস্টারিকার ড্যানিয়েল কলিন্দ্রেসের গোলে ব্যবধান দ্বিগুণ করে ধানমণ্ডির ক্লাবটি। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। চার মিনিটের ব্যবধানে অধিনায়ক সুলেমান দিয়াবাতের জোড়া গোলে সমতায় ফেরে মোহামেডান।

মোহামেডান সমতা আনার মিনিট পাঁচেক তথা খেলার ৬৫ মিনিটে নাইজেরিয়ান এমেকার গোলে আবাহনী ফের (৩-২) ব্যবধানে এগিয়ে যায়। ৮৩ মিনিটে ফেডারেশন কাপের ফাইনালে হ্যাটট্রিক পূর্ণ করেন মোহামেডানের অধিনায়ক সোলেমান দিয়াবাতে। তার কল্যাণে মোহামেডান আবারও (৩-৩) সমতায় ফেরে।  

খেলার ১০৫ মিনিটে সোলেমান দিয়াবাতে গোলের জন্য এগিয়ে যান। আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম সোহেলকে একা পেয়ে নিজের চতুর্থ গোলের জন্য মরিয়া ছিলেন তিনি। গোল ঠেকাতে পা বাড়িয়ে দেন গোলরক্ষক সোহেল। রেফরি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি শটে মোহামেডানের অধিনায়ক সোলেমান দিয়াবাতে গোল করে দলকে ৪-৩ এ এগিয়ে নেন।

১১৯ মিনিটে রহমতের দুর্দান্ত গোলে ফের সমতায় ফিরে আবাহনী। অতিরিক্ত সময়ে খেলা ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে আবাহনীর দুই বিদেশি খেলোয়াড় রাফায়েল এবং দানিয়েল কলিঞ্জ গোল মিস করায় জয়ের উল্লাসে মেতে ওঠে মোহামেডান।


আবাহনী   শিরোপা   মোহামেডান  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

আফগানিস্তান সিরিজের ক্যাম্পেও জায়গা হলো না মাহমুদুল্লাহর

প্রকাশ: ০৯:৫৩ এএম, ৩০ মে, ২০২৩


Thumbnail

আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। এই ক্যাম্পের ২৬ সদস্যের দলে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদের। এতে আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে গেছে মাহমুদুল্লাহর। 

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশে আসতে না পারায় প্রথম দিনের প্রস্তুতি পর্ব পরিচালনা করেন সহকারী কোচ নিক পোথাস। পুরোদমে অনুশীলন শুরুর একদিন আগে ৩ জুন দেশে ফিরবেন হাথুরুসিংহে। দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় এবং শেষ অনানুষ্ঠানিক টেস্ট খেলতে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে থাকায় আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের জন্য ২৬ ক্রিকেটারের মধ্যে পাঁচজন ক্যাম্পে যোগ দিতে পারেননি।

এ বছর ওয়ানডে বিশ্বকাপ থাকায় মাহমুদুল্লাহর বাদ পড়াটা প্রশ্নের জন্ম দিয়েছে। অধিনায়ক তামিম ইকবাল ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর জায়গা হারানো সত্ত্বেও বিশ্বকাপের জন্য বিবেচনায় আছেন মাহমুদুল্লাহ। নাফিস জানিয়েছেন, দেশে থাকা সত্ত্বেও মাহমুদুল্লাহকে প্রস্তুতি ক্যাম্পে ডাকা হয়নি। এক প্রশ্নের জবাবে নাফিস বলেন, ‘না (ডাকা হয়নি তাকে)। যদি ডাকা হতো, তাহলে তাকে এখানে দেখতে পেতেন।’

স্ট্রাইক রোটেশনের ব্যর্থতা ফুটে উঠায় আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে পারছেন না মাহমুদুল্লাহ। বয়সের ছাপ প্রভাব ফেলায় ফিল্ডিংয়েও। নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ফিল্ডিংয়ে দারুণ চটপটে ও স্ট্রাইক রেট বজায় রেখে রান করায় পারদর্শিতা দেখিয়েছেন মাহমুদুল্লাহর স্থলাভিষিক্ত হওয়া তাওহিদ হৃদয়। এই পজিশনের জন্য ব্যাক আপ হিসেবে আরও আছেন ইয়াসির আলি রাব্বি এবং আফিফ হোসেন। এতে মাহমুদুল্লাহর দলে ফেরাটা কঠিন হয়ে পড়েছে। 

জানা গেছে, পবিত্র হজ পালনের জন্য ২২ জুন দেশ ছাড়বেন মাহমুদুল্লাহ এবং এ বিষয়ে বিসিবিকে চিঠিও দিয়েছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের দিন, অর্থাৎ ৫ জুলাই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে ১৪ জুন থেকে বাংলাদেশের একমাত্র টেস্ট শুরু হবে। অনুশীলন সেশন পুরোদমে শুরু হলে ৪ জুনের আগে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করবে বিসিবি। বর্তমানে শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই খেলছেন মাহমুদুল্লাহ। 



মন্তব্য করুন


বিজ্ঞাপন