বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স শেখ রাসেল ক্রীড়াচক্র ফুটবল
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্টের দ্বিতীয় সেশনে সেঞ্চুরি তুলে নেওয়া লিটন এবং মুশফিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, বাংলাদেশে সফররত আইসিসি চেয়ারম্যান বার্কলেকে নিয়ে আমি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দেখতে যাচ্ছিলাম। তখনই পাপনকে মেসেজ পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু গত ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন লিটন। ওই ভয়ে নাকি স্কোর দেখেননি বিসিবি সভাপতি।
আইসিসি চেয়ারম্যানকে নিয়ে হওয়া সংবাদ সম্মেলনে সোমবার তিনি বলেছেন, 'আমি নিশ্চিত গ্রেগ চমকে গেছে এটা দেখে একটা দেশের প্রধানমন্ত্রী ক্রিকেট এতটা ভালোবাসে। এমনকি যখন আমরা হেলিকাপ্টারে ছিলাম। লিটন যেই মুহূর্তে সেঞ্চুরি করল, প্রধানমন্ত্রী আমাকে মেসেজ পাঠালেন লিটনকে অভিনন্দন জানিয়ে। '
'আমি তো দেখতে ভয় পাচ্ছিলাম। কারণ আগেরবার লিটন অল্পের জন্য মিস করেছে। তাই দেখতে ভয় পাচ্ছিলাম। এরপর আপার দ্বিতীয় মেসেজ দেখলাম, মুশফিককে অভিনন্দন। এরপর অনেক মেসেজ পাঠিয়েছেন। '
দেশের প্রধানমন্ত্রীর ক্রিকেট নিয়ে এত আগ্রহ আইসিসি চেয়ারম্যানের জন্যও দারুণ অভিজ্ঞতা বলে মনে করেন বিসিবি সভাপতি, 'দেখেন, এটা গ্রেগের জন্যও একটা অভিজ্ঞতা যে একটা দেশের প্রধানমন্ত্রী ক্রিকেট এতটা ভালোবাসেন। আমরা ক্রিকেট ভালোবাসি ও আরও ভালো ক্রিকেট খেলতে চাই। '
লিটন ও মুশফিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
মন্তব্য করুন
দিনের শুরুর অংশে পুরোটা জুড়েই ছিলেন মুশফিকুর রহিম। দিনের দ্বিতীয় সেশনের শুরুতে ইবাদতের রানআউটের মধ্যদিয়ে বাংলাদেশ ব্যাটিং শেষ করে ৩৬৫ রানে। তবে শ্রীলঙ্কার ইনিংস শুরু হতেই ধীরে ধীরে বদলে গেছে সবকিছু। দ্বিতীয় সেশনে ব্যাটিং এ নেমে দুই অপেনার ওশাদা ফার্নান্দো এবং দিমুথ করুণারত্নে ৯৫ রানের জুটি গড়েন। ওশাদা তুলে নিয়েছেন ক্যারিয়ারে পঞ্চম...