ইনসাইড গ্রাউন্ড

কমনওয়েলথ গেমস: জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে বদলে দিচ্ছে জীবন

প্রকাশ: ০৯:০০ এএম, ০৯ অগাস্ট, ২০২২


Thumbnail কমনওয়েলথ গেমস: জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে বদলে দিচ্ছে জীবন

২০২০ সালের ফেব্রুয়ারিতে আলেকজান্ডার স্টেডিয়ামের পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছিল, যখন কিনা সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এই অঞ্চলে। কমনওয়েলথ গেমসের কেন্দ্রবিন্দুতে থাকা এই স্টেডিয়ামের চূড়ান্ত কাজ শেষ হয় চলতি বছরের জুলাইয়ে, ঠিক এমন এক সময় যখন যুক্তরাজ্যের তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিলো অতীতের সব রেকর্ড।

জলবায়ু পরিবর্তন বিদ্যমান। শুধু এখানে না, অন্য সব দেশেই। আর এই পরিবর্তন বেশ ভালো ভাবেই অনুভব করেছেন বার্মিংহামে আয়োজিত এই আসরের কয়েকজন প্রতিদ্বন্দ্বিতাকারী ।

আগামীতে খেলাধুলা, মানবতা এবং পৃথিবীর ভবিষ্যত নিয়ে তাদের ভয় এবং আশার কথা ব্যক্ত জানিয়েছেন তিনজন কমনওয়েলথ ক্রীড়াবিদ।

এলিউড কিপচোগে (কেনিয়া, অ্যাথলেটিক্স)

"আমি কেনিয়ার যে গ্রামাঞ্চলে থাকি এবং প্রশিক্ষণ করি, সেইখানআকার  জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ কৃষক।

"মানুষ জানে যে আজ থেকে ৫ বছর আগেই যে পরিমাণ বৃষ্টিপাত হতো, জলবায়ু পরিবর্তনের কারণে এখন আর সেই মাত্রায় হয়না। এটি বাস্তব একটি কথা। এটি ক্রীড়াবিদদের উপরও প্রভাব ফেলে। জলবায়ু পরিবর্তন কিছু দেশে কঠিন সমস্যার সৃষ্টি  করেছে। একটানা দুই, তিন ঘন্টা দৌড়ানো সম্ভব হয় না।"

"এটি ম্যারাথন দৌড়বিদ হিসাবে সত্যিই দুঃখজনক। গরম পরিবেশে দৌড়ানো খুবই কঠিন। এটা ভীতিকর যে, একটি সেশন বা রেস শেষে, আপনি কীভাবে অনুভব করেন যে আপনার সমস্ত শক্তি চলে গেছে।‘’

"আমরা দেখেছি কিভাবে ২০১৯ সালে দোহায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে ম্যারাথন মধ্যরাতে শুরু করতে হয়েছিল যার একামত্র কারণ অত্যধিক গরম।

"আপনি যদি পারফর্ম করতে চান, আপনি যদি সত্যিই দৌড় উপভোগ করতে চান, আপনার অবশ্যই পরিষ্কার অক্সিজেন সহ একটি পরিচ্ছন্ন পরিবেশ থাকতে হবে।সুতরাং, পরিবেশের বিপর্যয় নিয়ে অবস্থান নেয়া এবং যার যার জায়গা থেকে জলবায়ু বাঁচানোর জন্য কথা বলা আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ।"

"সোশ্যাল মিডিয়া কল্যাণে মানুষ  এখন দ্রুতই সকল খবর পেতে পারে। আপনি একজন বন্ধুকে বলতে পারেন যে এটি আমাদের দেশ, আমাদের মহাদেশ, আমাদের আবাসস্থল, আমাদের বাড়ি। আমাদের অন্য কেউ নেই।"

ইরোনি সাউ (ফিজি, রাগবি সেভেন)

"আমি যে দ্বীপগুলিতে বড় হয়েছি সেখানে বড় ধরণ এর একটি জতিলতা রয়েছে। সেখানে প্রতিদিন জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পরিবর্তনগুলি খালি চোখে দেখা যায়। যা আমাদের চোখের সামনে ঘটছে।‘’

"আমার মায়ের গ্রামে একটি রান্নাঘর এবং এক বাথরুমযুক্ত একটি বিল্ডিং ব্লক ছিল। আমি যখন ছোট ছিলাম তখন এটি সৈকত থেকে ১০ মিটার দূরে ছিল। কিন্তু এটি আর সেখানে নেই। আপনি চাইলে সমুদ্রতলে এর ভিত্তি স্থাপনা গুলো দেখতে পারবেন।"

" চার বছর বাইরে থাকার পরে সম্প্রতি বাড়িতে ফিরে গিয়েছিলাম। সেখানে একটি কবরস্থান রয়েছে যেখানে আমরা আমাদের দাদা-দাদি এবং পূর্বপুরুষদের কবর দিয়েছিলাম, কিন্তু এখন সমুদ্রের উচ্চতা বৃদ্ধির কারণে লোকেরা মৃতদেহগুলিকে আরও অভ্যন্তরীণ বা পাহাড়ের কাছে সরানোর কথা বলছে।

"এটি সত্যিই আমাদের জীবনকে, এমনকি খেলাধুলাকেও প্রভাবিত করছে।

"ছোটবেলায় আমরা সৈকতে রাগবি খেলতে পছন্দ করতাম৷ আমরা সবসময় সৈকতের শীর্ষে বালির স্ট্রিপে খেলতাম, একদিকে সমুদ্র এবং অন্যদিকে নারকেল গাছ৷

"এখন যদিও জোয়ারের সময় সেই বালির স্ট্রিপ নেই, জল নারকেল গাছের পাশ দিয়ে উঠে আসে। আমাদের খেলার জন্য কোন সমুদ্র সৈকত, জায়গা নেই।

"যদিও এটি সত্যিই পুরো বিশ্বকে প্রভাবিত করছে। ফ্রান্সে, যেখানে আমি এখন রাগবি খেলি সেকাহ্নে আমার বাড়ি থেকে বেশী গরম অনুভূত হয়। আমি মার্সেইতে বিমান থেকে নামার সাথে সাথে অত্যধিক গরমের কারণে আমার মাথা ঘোরা শুরু করে। গ্রীষ্মে ফ্রান্সের দক্ষিনাঞ্চলে থাকা সাত্যি বেশ কঠিন"

মুবাল আজম (মালদ্বীপ, সাঁতারু)

"মালদ্বীপের অনেক দ্বীপে ঘরবাড়ি প্লাবিত হয়েছে, ভাঙ্গনের কারণে বিলীন হয়ে গেছে অনেকের সহায়-সম্বল।

"রাজধানী মালে, যেখানে আমি আমার জীবনের বেশিরভাগ সময় বসবাস করেছি, সেখানে জনগণের জন্য কৃত্রিম বিচ রয়েছে। তবে বালু ক্ষয়ের কারণে এখানকার সমগ্র ভৌগলিক অবস্থার পরিবর্তন হয়েছে বলএ মনে হচ্ছে।‘’

"আমাদের প্রজন্মের ক্রীড়াবিদদের মধ্যে আমি ক্রমবর্ধমান পরিবেশ সচেতনতা দেখতে পাচ্ছি, যে্টা আমরা সরাসরি নিজেরা পেয়েছি।‘’

"আমি আমার দলের সাথে সাগরে প্রশিক্ষণ নিতাম। কিন্তু জল এত দূষিত ছিলো যে প্রায়ই অনুশীলন করা সম্ভব হতোনা।

"আমরা জানতাম যে আমাদের এটিতে অভ্যস্ত হতে হবে কারণ আমরা প্রয়োজনের সময়ে সচেতন হতে পারিনি৷ কিন্তু এটি আমাকে ভাবতে সাহায্য করেছে কীভাবে আমি আমাদের দেশসহ আরও টেকসই উন্নয়নের উদ্দেশশে সাহায্য করতে পারবো।‘’

তিনি মনে করেন ক্রীড়া সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা অনেক জরুরি। ক্যাননা তাদের মধ্যে সকলকে একিত্রিত করার শক্তি রয়েছে।

"আমি সমমনা অনেক লোকের সাথে দেখা করেছি। আমি মনে করি খেলাধুলা এই বিষোয়ে বিশেষ প্রভাব বিস্তার করতে হবে। কারণ নিজেরা বাচতে চাইলে আমাদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তুলতেই হবে।


কমনওয়েলথ   বিশ্ব   গেমস  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

প্রকাশ: ০৫:১৮ পিএম, ২৮ মার্চ, ২০২৪


Thumbnail

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে জায়গা পেলেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। আইসিসির বার্ষিক মূল্যায়ন এবং নির্বাচন প্রক্রিয়ায় সৈকতকে এই সম্মাননা দেওয়া হয়। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি। 

আইসিসির মহাব্যবস্থাপক (ক্রিকেট) ওয়াসিম খান, সাবেক খেলোয়াড় এবং ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার, নিউজিল্যান্ডের অবসরপ্রাপ্ত আম্পায়ার টনি হিল এবং পরামর্শদাতা মাইক রিলির সমন্বয়ে গঠিত একটি নির্বাচন প্যানেল এ সিদ্ধান্ত নিয়েছে।

গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি আম্পায়ার হিসেবে প্রতিনিধিত্ব করেন সৈকত। যেখানে তিনি সিদ্ধান্ত গ্রহণে দক্ষতার প্রমাণ দিয়েছিলেন। এরপর তিনি নিরপেক্ষ একটি সিরিজেও প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেছেন। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দায়িত্ব পালন করেন আম্পায়ার সৈকত।

আইসিসি এলিট প্যানেল আম্পায়ার : কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), ক্রিস্টোফার গ্যাফফানি (নিউজিল্যান্ড), মাইকেল গফ (ইংল্যান্ড), অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটেলবরো (ইংল্যান্ড), নীতিন মেনন (ভারত), এহসান রাজা (পাকিস্তান), পল রাইফেল (অস্ট্রেলিয়া), শরফুদ্দৌলা ইবনে সৈকত (বাংলাদেশ), রড টাকার (অস্ট্রেলিয়া), জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)।

বাংলাদেশি আম্পায়ার   আইসিসি   শরফুদ্দৌলা ইবনে সৈকত  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

ভারত-পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া

প্রকাশ: ০৩:০২ পিএম, ২৮ মার্চ, ২০২৪


Thumbnail

ভারত ও পাকিস্তানের বিপক্ষে ভিন্ন সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এরপরেই ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অজিরা। দীর্ঘ ৩৩ বছর পর পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া।

সবশেষ ১৯৯৯ সালে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। এরপর হোম-অ্যাওয়েতে ১১টি চার ম্যাচের, তিনটি তিন ম্যাচের এবং একটি করে এক ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ভারত-অস্ট্রেলিয়া।

পার্থের নতুন ভেন্যুতে আগামী ২২ নভেম্বর থেকে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ শুরু করবে ভারত ও অস্ট্রেলিয়া। আগামী ৬ ডিসেম্বর গোলাপি বলে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।

এরপর ব্রিজবেনে ১৪ ডিসেম্বর থেকে তৃতীয় খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। ২৬ ডিসেম্বর বক্সিং ডে’তে সিরিজে চতুর্থ টেস্ট খেলবে দু’দল। ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্ট অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। আগামী বছরের শুরুতে ৩ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে লড়বে দু’দল।


অস্ট্রেলিয়া   ভারত   পাকিস্তান   ক্রিকেট  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

ব্যক্তিগত লক্ষ্য বা অর্জন নিয়ে কখনও ভাবিনি: সাকিব

প্রকাশ: ০১:৪২ পিএম, ২৮ মার্চ, ২০২৪


Thumbnail

ক্রিকেটে কখনও ব্যক্তিগত লক্ষ্য বা অর্জন নিয়ে কখনও ভাবিনি বলে মন্তব্য করেছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার (২৮ মার্চ) রূপায়ণ সিটি উত্তরার সঙ্গে ঢাকায় একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘যতদিন ক্রিকেট খেলেছি, ব্যক্তিগত লক্ষ্য বা অর্জন নিয়ে কখনও ভাবিনি। সবসময় চেষ্টা করেছি দলে কীভাবে অবদান রাখা যায়। টেস্ট দলে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই আমি আনন্দিত। ম্যাচ জেতার আশা তো সবসময়ই করি। শ্রীলংকার সঙ্গে ম্যাচটি জেতা উচিত।’

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব বেশ কিছুদিন ছিলেন জাতীয় দলের বাইরে। শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে ফিরছেন জাতীয় দলে। ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ ধরা হয় সাদা পোশাকের ম্যাচকে। সেই টেস্টে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে। শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে চার দিনে। করতে পারেনি ন্যূনতম লড়াই।

সিলেট টেস্ট শেষে চট্টগ্রামে ফিরেছে দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৩০ মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সেই ম্যাচের দলে যুক্ত করা হয়েছে সাকিবকে।


শ্রীলংকা   বাংলাদেশ   সাকিব আল হাসান  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

চট্টগ্রাম টেস্ট শুরুর পূর্বে লংকান শিবিরে দুঃসংবাদ

প্রকাশ: ১২:৩৮ পিএম, ২৮ মার্চ, ২০২৪


Thumbnail

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে নাস্তানাবুদ করে জয় তুলে নিয়েছে শ্রীলংকা। তবে দ্বিতীয় টেস্ট শুরুর পূর্বে বড় দুঃসংবাদ পেয়েছে সফরকারীরা। সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ উইকেটশিকারি লঙ্কান বোলার কাসুন রাজিথা চট্টগ্রাম টেস্ট থেকে ছ্টিকে গেছেন। ইনজুরির কারণে আগামী ৩০ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই টেস্টে খেলতে পারবেন না এই লঙ্কান পেসার।

রাজিথার পরিবর্তে চট্টগ্রাম টেস্টে খেলবেন আসিথা ফার্নান্ডো। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে এসএলসি বলেছে, 'কাসুন রাজিথা দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য বিবেচিত হবেন না। কারণ তিনি পিঠের বাঁপাশের উপরের অংশে চোট পেয়েছেন। পুনর্বাসনের কাজ শুরু করতে কাসুন দেশে ফিরে আসবে।'

সিলেট টেস্টে খেলতে গিয়ে পিঠের ইনজুরিতে পড়েন রাজিথা। তার পরিবর্তে যেই আসিথাকে দলে নিয়েছে শ্রীলঙ্কা, তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে সিলেট টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন। তবে দ্রুত ফিরে এসে যোগ দিচ্ছেন দ্বিতীয় টেস্টে।

সিলেট টেস্টে দুই ইনিংস মিলিয়ে লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৮ উইকেট শিকার করেছেন রাজিথা। এর মধ্যে প্রথম ইনিংসে ৩ আর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট।


শ্রীলংকা   বাংলাদেশ   টেস্ট ক্রিকেট  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

কবে অবসরে যাচ্ছেন মেসি, জানালেন নিজেই

প্রকাশ: ১১:২৪ এএম, ২৮ মার্চ, ২০২৪


Thumbnail

ফুটবল জাদুকর লিওনেল মেসি। ক্যারিয়ারে এমন কিছু নেই যা তার অধরা। এমনকি ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে নিজের আজন্ম স্বপ্ন পূরণ করেছেন তিনি। প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ৩৫ বছর বয়সে এসে।

বর্তমানে বয়স ৩৬ হলেও খেলার মাঠে যেন বয়সের কোনো চাপ নেই তার। জাতীয় দল কিংবা ক্লাব দুই জায়গায় ২০ বছরের তরুণের চেয়েও মাঠে এখনও দুর্দান্ত মেসি। এমন তারকা ফুটবলার অবসরে চলে যাক, তা হয়তো কোনো ভক্তই চান না। না চাইলেও অনেক ভক্তের মনে প্রশ্ন, মেসি তো অবসর নেবেন একটা সময়; আর সেটা কখন?

যুক্তরাষ্ট্রের মেজর সকার (এমএলএস) লিগের ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২০২৫ সালের ডিসেম্বরে। এরপর মেসি অবসর নেবেন কিনা, সেই প্রশ্নই অনেকের মনে ঘুরপাক খাচ্ছে।

অবসর নিয়ে ভাবনা আছে মেসিরও। বিষয়টি নিয়ে খোলাখুলি কথাও বলেছেন আর্জেন্টাইন ব্শ্বিকাপজয়ী তারকা। তবে সেটা বয়স বিবেচনায় নয়। ৮ বারের ব্যালন ডি'অর জয়ী এই তারকার অবসরের সিদ্ধান্ত আসবে পারফরম্যান্স বিবেচনায়।

মেসি এমবিসির বিগ টাইম পডকাস্টকে বলেন, ‘যে মুহূর্তে বুঝতে পারবো যে, আমি পারফর্ম করছি না, নিজেকে (খেলায়) উপভোগ করছি না এবং আমি আমার সতীর্থদের সাহায্য করতে পারছি না (তখন অবসরের সিদ্ধান্ত আসবে)।’

আর্জেন্টাইন তারকা আরও বলেন, ‘আমি খুব আত্মসমালোচক। আমি জানি কখন ভালো খেলি, কখন খারাপ খেলি। যখন আমি অনুভব করবো, এই (অবসর) পদক্ষেপ নেওয়ার সময় এসেছে, তখন বয়স নিয়ে চিন্তা না করেই এটি গ্রহণ করব। যদি আমি ভাল বোধ করি, আমি সর্বদা প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার চেষ্টা করবো। কারণ এটি আমি পছন্দ করি এবং সেটি কিভাবে করতে হবে সেটাও জানি।’

কাতার বিশ্বকাপে যদি শিরোপা জিততে না পারতেন, তাহলে ওই আসরের পরই অবসর নিয়ে নিতেন, এমনটিই বলেছেন মেসি।

ফুটবলে বর্ণাঢ্য এক ক্যারিয়ার তৈরি করেছেন মেসি। এখন পর্যন্ত ৪৪টি শিরোপা জিতেছেন তিনি। এখনো যেভাবে খেলছেন, তাতে বেশ কিছু শিরোপা জেতার সম্ভাবনা তো আছেই।

বর্তমানে হ্যামস্ট্রিং চোটে ভুগছেন মেসি। যে কারণে এল-সালভেদর ও কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনা হয়ে দুটি ম্যাচে খেলতে পারেননি তিনি।


লিওনেল মেসি   আর্জেন্টিনা   ইন্টার মায়ামি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন