কাতার বিশ্বকাপে 'এইচ' গ্রুপের ম্যাচে মাঠে মুখোমুখি হয়েছিলো উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া। আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র করেছে দুই দল।
ম্যাচের কিক অফের পরই আক্রমণে যায় কোরিয়া। দ্বিতীয় মিনিটেই আদায় করে নেয় কর্ণার। আক্রমণাত্নক খেলতে গিয়ে শুরু থেকে শরীরী ফুটবলের প্রদর্শনী দেখায় দুই দল। তাদের শারিরিক ফুটবলের কারণে বেশ কয়েকবার ফাউলের বাঁশি বাজাতে হয় রেফারিকে। ম্যাচের ১৯ মিনিটে প্রথম সুযোগ তৈরি করে উরুগুয়ে। তবে ফেদেরিকো ভালভের্দে সেখান থেকে দলকে এগিয়ে দিতে পারেন নি। তিন মিনিট বাদে আক্রমণে যায় লুইস সুয়ারেজ। তিনিও ব্যর্থ হন গোল করতে। ফিরতি বল পেয়ে গোলের ভাল সম্ভাবনা ছিলো দারউইন নুনিয়েজের সামনেও। অগ্রজের দেখানো পথে হাঁটেন তিনিও।
উরুগুয়ের রক্ষণে নিয়মিতভাবে হানা দিতে থাকে দক্ষিন কোরিয়া। তবে জমাট রক্ষণের কারণে সুবিধা করে উঠতে পারছিলেন না সন হিউন মিনরা। তবে ম্যাচের ৩৪ মিনিটে লিড নেয়ার দারুণ সুযোগ এসেছিল দলটির সামনে। কর্ণার থেকে ফাঁকা জায়গায় বল পেয়েছিলেন হাং উই–জো। তবে এলেমোলো শটে পোস্টের অনেক উপর দিয়ে বল মাঠের বাইরে পাঠান তিনি। ৩৯ মিনিটে আরো একটি সুযোগ তৈরি করেন হং ইন–বিওম। তবে সেটিও জাল খুঁজে পায়নি উরুগুয়ের ডিফেন্ডারদের দৃঢ়তায়।
৪৩ মিনিটে প্রতিপক্ষের ফুটবলারদের পাশ কাটিয়ে পেনাল্টি বক্সে ঢুকে পড়েন লুইস সুয়ারেজ। তার দিকে এগিয়ে আসা বলটি নিয়ন্ত্রণে নিতে পারলে, নিশ্চিতভাবেই তা জাল খুঁজে পেত। তবে তিনি পা ছোয়ানোর আগেই কর্ণারের বিনিময়ে তা ক্লিয়ার করে দক্ষিণ কোরিয়া। সেই কর্ণার থেকে হেড করেন উরুগুয়ের অধিনায়ক দিয়েগো গডিন। ভাগ্যের নির্মম পরিহাস। গডিনের হেড সেকেন্ড পোষ্টে লেগে ফিরে আসে। এতে আরো একবার এগিয়ে যাওয়ার সুযোগ হারায় লাতিন আমেরিকার দলটি। নির্ধারিত সময় শেষে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পরও বদলায়নি ম্যাচের চিত্র। আক্রমণ-প্রতিআক্রমণে খেলা চলতে থাকলেও জালের দেখা পাচ্ছিলো না কোন দল। ৫৫ মিনিটে রদ্রিগো বেনতাঙ্কুর একটি সুযোগ নষ্ট করেন। ৬৩ মিনিট নুনিয়েজ লেফট উইং দিয়ে গোলের সম্ভাবনা তৈরি করে। ডি-বক্সে মাত্র দুজন ডিফেন্ডার থাকার পরও সময় মতো বল ছাড়তে না পারায় এগিয়ে যেতে পারে নি উরুগুয়ে।
৭১ মিনিটে দক্ষিণ কোরিয়ার একটি জোরালো সম্ভাবনা নষ্ট করে দেন উরুগুয়ের গোলকিপার। ৮১ আবার দলকে এগিয়ে দেয়ার সুযোগ আসে নুনিয়েজের সামনে। কাভানির কাছ থেকে বল পেয়ে সেবারও গোল এনে দিতে ব্যর্থ তিনি। তবে ৮৯ মিনিটে ভালভার্দের বুলেট গতির শট পোষ্টে লেগে ফিরলে হতাশা বাড়াে উরুগুয়ের। পাল্টা আক্রমণে যায় এশিয়ার দলটি। ৯০ মিনিটে সন হিউং–মিনের শট পোষ্টের পাশ দিয়ে চলে যায়। শেষদিকে উরুগুয়ের রক্ষণভাগে চাপ সৃষ্টি করেও গোলের দেখা পায়নি দক্ষিণ কোরিয়া।
ফলে গোলশূন্য ড্র থেকে শেষ হয় এই গ্রুপের প্রথম ম্যাচটি। পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
কাতার বিশ্বকাপ উরুগুয়ে দক্ষিণ কোরিয়া এডুকেশন সিটি স্টেডিয়াম
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
বিশ্বকাপ খেলতে যাওয়া
বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের প্রতি শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলোয়াড়রা নিজেদের নিংড়ে দেশের
সম্মান বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী
ভয়েস অফ আমেরিকার সঙ্গে
সাক্ষাতকারে প্রধানমন্ত্রী
বলেন, 'আমি তাদের বলব যে বাংলাদেশের
সম্মানটা যেন বজায় থাকে।
তারা সেভাবে সবটুকু ঢেলে দেবে এবং
আন্তরিকতার সঙ্গে খেলবে- সেটাই আমি চাই।'
সপ্তম-বারের মতো ওয়ানডে বিশ্বকাপে
অংশ নিতে এরমধ্যে ভারতে
গেছেন সাকিব আল হাসানরা।
বাংলাদেশের
খেলা থাকলে সব সময় যোগাযোগ
রাখেন প্রধানমন্ত্রী। খেলোয়াড়দের সঙ্গে কথা বলেও দেন
অনুপ্রেরণা।
তিনি বলেন,
'আমার সঙ্গে সব সময় তাদের
যোগাযোগ থাকে। আসার আগেও আমি
কথা বললাম। খেলোয়াড়দের সঙ্গেও আমি কথা বলি।
যারা সংগঠক তাদের সঙ্গেও কথা বলি। আমি
সব সময় খেয়াল রাখি।
সব রকম সহযোগিতা করেন
থাকি। '
ফলাফল
কি হবে না ভেবে
নিজেদের সেরাটা দিতে পারবে বাংলাদেশ
দল। আশাবাদী দেশের প্রধানমন্ত্রী, 'বিশ্বকাপে আমরা যে সুযোগ
পেয়েছি, এটা সবচাইতে ভালো
দিক। ভালোভাবে খেলতে পারলে, ভালো রেজাল্ট করতেও
পারবে। আমি আশাবাদী সব
সময়।'
ধর্মশালায় ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।
মন্তব্য করুন
বিশ্বকাপ শুরুর আগে আবারও আরেকটি বড় ধাক্কা টাইগার শিবিরে। গুয়াহাটিতে শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে সাকিবের পরিবর্তে টস করতে আসলেন মেহেদি হাসান মিরাজ। হঠাৎ ইনজুরির কারণে প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এমনকি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও অনিশ্চিত সাকিব, এমনটাও শোনা গিয়েছিল।
গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়েই নাকি বাঁ পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। তার পা অনেকটাই ফুলে গেছে বলে খবর এসেছে। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেননি সাকিব।
এ ছাড়া ম্যাচ শুরুর পর ধারাভাষ্যকার দিনেশ কার্তিকও জানান, অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পাওয়াতেই এই ম্যাচে মাঠের বাইরে সাকিব। এতসবের মাঝে আজ শনিবার এসেছে নতুন খবর। ২য় প্রস্তুতি ম্যাচ থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন টাইগার অধিনায়ক।
দেশের এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
তিনি জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের ২য় প্রস্তুতি ম্যাচেও থাকছেন না অধিনায়ক সাকিব আল হাসান। হালকা চোটের কারণে সতর্কতা হিসেবেই নিজেকে ২য় ম্যাচ থেকে সরিয়ে রাখছেন সাকিব।
তবে সাকিবের চোট তেমন গুরুতর নয়। প্রথম ম্যাচ থেকেই তিনি খেলতেন পারবেন বলে একটি বিশেষ সূত্রে জানা গেছে।
স্বাভাবিকভাবে চিন্তা করলেও দেখা যাচ্ছে বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ আগামী ৭ অক্টোবর। এখনও সময় রয়েছে প্রায় ৮ দিন। এর মধ্যেই পুরো ফিট হয়ে সাকিব মাঠে নামবে বলে
ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন
সৌদি
আরবে এখনও নিজের অভিষেক
গোলের দেখা পাননি নেইমার জুনিয়র। তবে নিজে গোল
না পেলেও সতীর্থদের দিয়ে গোল করিয়ে
দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা
রেখেছেন তিনি।
শুক্রবার
(২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় সৌদি
প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয় আল-হিলাল
ও আল-শাবাব। ম্যাচটিতে
২-০ গোলের জয়
পায় নেইমারের দল আল-হিলাল।
দলের হয়ে গোল করেন
কালিদু কুলিবালি ও আলেকজান্ডার মিত্রোভিচ।
ম্যাচের
প্রথমার্ধে দুই দলই জালের
দেখা পেতে ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে প্রথম
লক্ষ্যভেদ করেন সেনেগাল তারকা
কালিদু কুলিবালি। গোলটিতে অ্যাসিস্ট করেন নেইমার। কর্নার
কিক থেকে ব্রাজিল তারকা
গোলের সামনে বল দেন। আর
হেড থেকে দলকে লিড
গোল এনে দেন কুলিবালি।
এরপর
৭৫ মিনিটে আবারও গোলের দেখা পায় হিলাল।
এবারও গোলের পেছনের কারিগর নেইমার। তিনি সতীর্থ মিত্রোভিচকে
বল দিলে প্রথম শটে
সফল না হলেও ফিরতি
শটে লক্ষ্যভেদ করেন সার্বিয়ান স্ট্রাইকার।
শেষ পর্যন্ত ২-০ গোলের
জয় নিয়ে মাঠ ছাড়ে
নেইমার বাহিনী।
মন্তব্য করুন
আর মাত্র ৫ দিন পর মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। লিঙ্গ সমতা তুলে ধরতে ভারত বিশ্বকাপের জন্য দুটি মাসকট উন্মোচন করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সংস্থাটির উন্মোচিত লাল পোশাক পরা মাসকটটি ছিল নারী আর নীল পোশাক পরিহিতটি ছিল পুরুষ। তবে সেই সময় নাম প্রকাশ না করলেও আজ মাসকট দুটির নাম জানিয়েছে আইসিসি।