অবশেষে পদত্যাগ করলেন জুভেন্টাস সভাপতি আন্দ্রেয়া আগনেল্লি। নানা নাটকিয়তার শেষে তাঁর সঙ্গে পদ ছেড়েছেন বোর্ডের সব পরিচালকও। সহ সভাপতি পাভেল নেদভেদও পদত্যাগ করেছেন। গতকাল পদত্যাগের খবরটি নিশ্চিত করা হয় জুভেন্টাসের পক্ষ থেকে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,
আগনেল্লি প্রতিষ্ঠানের স্বার্থেই পদত্যাগ করেছেন। ক্লাব বরাবরই অনিয়মের অভিযোগ অস্বীকার করে এসেছে। সোমবার এ নিয়ে বৈঠকে বসেছিলেন জুভেন্টাসের বোর্ড পরিচালকেরা। বৈঠক শেষে সিদ্ধান্ত হয় ঝুলে থাকা আইনি প্রক্রিয়া শেষ করতে নতুন বোর্ড প্রয়োজন। তাই এই গণপদত্যাগ। তবে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মরিসি আরিভাবেনে থাকবেন এবং জেনারেল ম্যানেজার হিসেবে মরসিও স্ক্যানাভেনোকে নিয়োগ দেওয়া হয়েছে।
খেলোয়াড় কেনা-বেচা ও ধার দেওয়া-নেওয়া নিয়ে অনিয়ম এবং ভুয়া হিসাবপত্রের অভিযোগে তুরিনের আইনজীবীরা তদন্ত শুরু করেছেন জুভেন্টাসের বিরুদ্ধে। এই তদন্ত প্রক্রিয়ায় ক্লাব যেন স্বাধীন আইনি পরামর্শ পায়,
তা নিশ্চিত করতেই বোর্ড পরিচালকদের নিয়ে সরে দাঁড়ালেন আগনেল্লি।
জুভেন্টাসের শেয়ার মালিকদের আগামী ১৮ জানুয়ারি ডাকা হয়েছে নতুন বোর্ড গঠন করতে। তবে রয়টার্স
সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানিয়েছে আগনেল্লি নতুন করে আর জুভেন্টাসের সভাপতি হতে চান না। তাঁর পাঠানো চিঠি দেখেছে রয়টার্স। জুভেন্টাস স্টাফদের পাঠানো চিঠিতে আগনেল্লি লিখেছেন,
‘প্রতিষ্ঠান ক্রান্তিকালীন সময় পার করছে। নতুন বোর্ডকে দায়িত্ব দিতে এখন সবাই মিলে দায়িত্ব ছেড়ে দেওয়াই ভালো।
এই গণপদত্যাগের মধ্য দিয়ে ইতালিয়ান ক্লাবটিতে আগনেল্লি অধ্যায়ের সমাপ্তি ঘটল। আগনেল্লি সভাপতি থাকতে টানা ৯বার সিরি আ জয়ের পাশাপাশি ২০১৫ ও ২০১৭ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছে জুভেন্টাস।
মন্তব্য করুন
বিপিএল ক্রিকেটে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও ঢাকা ডমিনেটর্স। ঢাকাকে হারাতে পারলে প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে বরিশালের- এমন সমীকরণ সামনে রেখে টস করতে নামেন দুই অধিনায়ক। টুর্নামেন্টে বরিশাল এগিয়েছে দুরন্ত গতিতে, বিপরীতে স্লথ ও মন্থর যাত্রা ঢাকার। কাগজে-কলমে কিংবা শক্তিতে তাই ঢাকার থেকে অনেকাংশে এগিয়ে থেকেই মাঠে নামে বরিশাল। তবে মাঠের লড়াইয়ে অন্য এক ঢাকাকে দেখা গেলো টুর্নামেন্টের শিরোপার অন্যতম দাবিদার বরিশালের বিপক্ষে। ব্যাট-বলে দাপট দেখিয়ে ফরচুন বরিশালকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা ডমিনেটর্স। যা টুর্নামেন্টে তাদের তৃতীয় জয়। আর এই হারে প্লে-অফ নিশ্চিতের জন্য অপেক্ষা বাড়লো ফরচুন বরিশালের।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ঢাকার বিপক্ষে ব্যাটিংয়ে নামে বরিশাল। দুই ওপেনারের ব্যাটে ভাল সূচনাও পায় টুর্নামেন্টের বর্তমান রানার্সআপরা। উদ্বোধনী জুটিতে আনামুল হক ও সাইফ হাসান তোলেন ৪২ রান। আমির হামজার বলে অ্যালেক্স ব্লেকের কাছে ক্যাচ দিয়ে ১৫ রান করে সাজঘরে ফেরেন সাইফ। তার বিদায়ে ক্রিজে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা সাকিব অবশ্য আজ রানের দেখা পাননি। দলীয় ৪৯ রানে মুক্তার আলীর বলে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে আরিফুল হকের হাতে ধরা গড়েন তিনি। ৫৪ রানে হামজার বল ডাউন দ্যা উইকেটে খেলতে এসে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন ইব্রাহিম জাদরান। কমে যায় রানের গতি। দলকে টানতে থাকেন আনামুল ও ইফতিখার।
প্রথম ১০ ওভার শেষে ৩ উইকেটে ৬৪ রান তোলে ফরচুন বরিশাল। তবে পরের ওভারেই ইফতিখার আহমেদের বিদায়ে কিছুটা চাপে পড়ে যায় বরিশাল। তবে মাহমুদুল্লাহ ও আনামুলের ব্যাটে ভর করে এগোতে থাকে দলটি। ব্যাট করতে এসে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে স্কোরবোর্ডে রান তুলতে থাকেন মাহমুদুল্লাহ। দলীয় ৯২ রানে সৌম্য সরকারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন আনামুল।
ষষ্ঠ উইকেট জুটিতে সালমান হোসেনকে নিয়ে ২৬ বলে ৪২ রানের জুটি গড়ে দলের স্কোরবোর্ড সমৃদ্ধ করেন। তাদের দৃঢ়তায় লড়াইয়ের পুঁজি পায় বরিশাল। শরিফুল ইসলামের বলে আউট হওয়ার আগে মাহমুদুল্লার ব্যাট থেকে আসে ৩৯ রান। ২৭ বলে ৪টি চার ও ২টি ছয়ে সাজান ইনিংস। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে সালমান হোসেন এবং শেষ বলে রানআউট হন ৫ বলে ১৭ রান করা করিম জানাত। নির্ধারিত ২০ ওভার শেষে ফরচুন বরিশালের সংগ্রহ দাড়ায় ৮ উইকেটে ১৫৬ রান।
টুর্নামেন্টজুড়ে রান খরায় ভুগেছে ঢাকা ডমিনেটর্সের টপঅর্ডার। বরিশালের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে এ ম্যাচে খোলস ছেড়ে বেরিয়ে আসে ঢাকার দুই ওপেনার। সাফল্যের আশায় এদিন ব্যাটিং অর্ডারেও বদল আনে দলটি। ওপেনিং জুটিতে ঢাকাকে উড়ন্ত সূচনা এনে দুই ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মাদ মিথুন। বরিশালের বোলারদের উপর তান্ডব চালিয়ে দ্রুত গতিতে রান তুলতে থাকেন দুই ব্যাটসম্যান। কোন উইকেট না হারিয়ে ওভারপ্রতি ৯ এর উপরে রান নিয়ে পাওয়ার প্লেতে ৫৫ রান যোগ করেন স্কোরবোর্ডে।
ইনিংসের অষ্টম ওভারে করিম জানাতের লেগ স্টাম্পের অনেক বাইরের একটি বল খেলতে গিয়ে পরাস্ত হন সৌম্য। বল তার ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় উইকেট রক্ষকের গ্লাভসে। ৭৪ রানে ভাঙে ঢাকার উদ্বোধনী জুটি। ২২ বলে ৪টি চার ও ২ ছয়ে ৩৭ রান করেন সৌম্য সরকার।
সৌম্য বিদায় নিলেও মিথুন ছিলেন দলের চালিকা শক্তি হয়ে। ঝড়ো ব্যাটিংয়ে ধীরে ধীরে ব্যবধান কমাতে থাকেন তিনি। তুলে নেন বিপিএলের চলতি আসরে নিজের প্রথম অর্ধশতক। ১০৩ রানের সানজামুল ইসলামের বলে লেগ বিফোর উইকেটে কাঁটা পড়েন মিথুন। ১৫০ এর উপরে স্ট্রাইক রেটে ৩৬ বলে ৫৪ রানের ইনিংস খেলেন মিথুন। ৬টি চার ও ৩টি ছয় আসে তার উইলো থেকে।
তরুণ আবদুল্লাহ আল মামুনও আগ্রাসী ব্যাটিংয়ে ঢাকাকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন। ১৪তম ওভারে সানজামুল ইসলামকে টানা দুটি ছয় মারার পর শেষ বলে আউট হন তিনি। ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স ব্লেককে নিয়ে জয়ের দিকে এগোতে থাকে ঢাকা ডমিনেটর্স। ব্লেক এবং আরিফুল হক ফিরে গেলেও ৭ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন ঢাকার অধিনায়ক নাসির হোসেন। ২০ রানে অপরাজিত থাকেন তিনি। বরিশালের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও সানজামুল ইসলাম। ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মাদ মিথুন।
৯ ম্যাচে ৬ জয় ও ৩ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল। তাদের থেকে ১ ম্যাচ কম খেলা কুমিল্লা ও রংপুর রয়েছে বরিশালের নিচে। আর ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে ঢাকা।
বিপিএল ফরচুন বরিশাল ঢাকা ডমিনেটর্স সিলেট
মন্তব্য করুন
কোপা দেল রের সেমিফাইলে আরও একটি এল ক্লাসিকো দেখবে ফুটবল বিশ্ব। গতকাল রয়্যাল
স্পানিশ ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে কোপা দেল রের সেমিফাইনাল ড্র অনুষ্ঠিত হয়। যেখানে দেখা যায় ফাইনালে উঠার লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওর মুখোমুখি হবে ওসাসুনা।
সর্বশেষ স্প্যানিশ সুপার কাপ জয়ী বার্সেলোনা কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। অন্যদিকে ৩-১ গোলে অ্যাথলেতিকো মাদ্রিদকে হারিয়ে শেষ চারে উঠে রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য কোপা দেল রের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ফিফা ক্লাব বিশ্বকাপে ফেব্রুয়ারির ৮ তারিখে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তাই একই তারিখে কোপা দেল রের প্রথম সেমিফাইনালে প্রথম ম্যাচটি খেলতে পারবে না করিম বেনজেমারা। যার
জন্য তারিখ পরিবর্তন করে সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারি ২৮ তারিখ থেকে
২ মার্চ করা হয়েছে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সান্তিয়াগো বার্নাব্যু ও ওসাসুনার মাঠ
এল সাদারে।
কোপা দেল রের সেমিফাইনাল দিয়ে চলতি মৌসুমে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে এল ক্লাসিকো। গত বছরের অক্টোবরে লা লিগার ম্যাচে বের্নাবেউয়ে ৩-১ গোলে জেতে রিয়াল মাদ্রিদ। আবার দ্বিতীয় দেখায় একই ব্যাবধানে রিয়াল কে হারিয়ে স্প্যানিশ শিরোপা জিতে বার্সেলোনা।
বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকো
মন্তব্য করুন
বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট দলের দায়িত্ব নিতে নিউ সাউথ ওয়েলসের চাকরি ছাড়লের চান্দিকা হাথুরুসিংহে। হাতুরু সিংহের দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউ সাউথ ওয়েলস।
নিউ সাউথ ওয়েলসের সঙ্গে দুই মেয়াদে কাজ করেছেন হাথুরুসিংহে। প্রথমে ২০১১-১৪ পর্যন্ত ছিলেন ক্লাবটির দায়িত্বে। এরপর অস্ট্রেলিয়ার সিডনি থান্ডারের হয়ে কাজ করেন তিনি। তারপরে বাংলাদেশ এবং পরবর্তীতে নিজ দেশ শ্রীলঙ্কার দায়িত্ব পালনের পরে আবারো ২০২০ সালে যোগ দেন সাউথ ওয়েলসে। হাথুরুর বিদায়ে ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের এলিট মেল ক্রিকেটের প্রধান মাইকেল ক্লিঞ্জার তাকে শুভকামনা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন।
যেখানে হাতুরুর উদ্দেশ্যে তিনি বলেন ‘ক্রিকেট নিউ সাউথ ওয়েলস ও সিডনি থান্ডারের সঙ্গে গত দুটি বছর চমৎকার অবদান রেখেছেন চন্ডি। তাকে চলে যেতে দেখে আমরা দুঃখিত। কিন্তু আমরা বুঝি তার আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ের প্রবল স্পৃহার কথা এবং তার কোচিং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য শুভ কামনা।’
গেলো বছরের ডিসেম্বরে রাসেল ডমিঙ্গোর বিদায়ে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদ ফাঁকা হয়ে পড়ে। সে থেকে গুঞ্জন শুরু হয় সাকিব-মুশফিকদের দায়িত্বে আবারো আসবেন হাথুরুসিংহ। গতকাল সিলেটে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন আসছে ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যেই বাংলাদেশ দলের প্রধান কোচ নিয়োগ করা হবে। আর আজকেই নিউ সাউথের দায়িত্ব ছেড়েছেন হাথুরে। তাই এখন প্রশ্ন জাগছে তাহলে কি বাংলাদেশ দলের কোচ হতেই নিউ সাউথের দায়িত্ব ছেড়েছেন এই শ্রীলঙ্কান?
হাথুরুসিংহ নিউ সাউথ কোচ বাংলাদেশ দল
মন্তব্য করুন
কাতার বিশ্বকাপ শেষের মতো শুরু করতে পারেনি আর্জেন্টিনা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হারতে হয় অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের কাছে। সে ম্যাচে লিওনেল মেসি-ডি মারিয়াদের পারফরম্যান্সে হতাসায় ডুবেছিলো আর্জেন্টাইন সমর্থকরা। শঙ্কা জেগেছিলো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ারও।
গ্রুপের
প্রথম ম্যাচ হারায় বাকি দুইটি ম্যাচ ছিলো বাঁচা মরার লড়াই। এমন সমীকরণ নিয়ে প্রতি ম্যাচে জয় তুলে নিয়েছিলো
লিওনেল মেসিরা। আর্জেন্টাইনদের অন্যতম তারকা লিওনেল মেসি ও গোলরক্ষক এমিলিয়ানো
মার্টিনেজের দৃঢ়তায় ৩৬ বছরের অপেক্ষার
অবসান ঘটিয়ে শিরোপা ঘরে নেয় দলটি। দুইজনে হন কাতার বিশ্বকাপের সেরাদের সেরা। লিওনেল মেসি পান গোল্ডেন বল আর মার্টিনেজ জিতেন গোল্ডেন হ্যান্ড।
কাতার বিশ্বকাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জয়ের সে সাফল্যের গাঁথা গল্প বললেন এবার লিওনেল মেসি। আর্জেন্টিনার রেডিও উরবাঁ প্লে’কে সোমবার দেওয়া সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী মেসি বলেন,
বিশ্বকাপে সব বাধা পেরিয়ে যাওয়ার বিশ্বাস তার ছিল।
আর্জেন্টাইনদের ৩৬ বছর পর শিরোপা এনে দেওয়া লিওনেল মেসি বলেন, ‘সৌদি আরবের বিপক্ষে হার সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল। মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি সবচেয়ে কঠিন ছিল,
কারণ আমরা ঝুঁকির মধ্যে ছিলাম। এটি এমন একটি ম্যাচ ছিল,
যেখানে আমরা সবচেয়ে খারাপ খেলেছি…তবে আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা উতরে যাব। আমাদের দলটা যেমন ছিল,
তা না থাকলে আমার মনে হয় এই পরিস্থিতি অতিক্রম করা খুব কঠিন হতো।‘
লিওনেল মেসির এমন বিশ্বাস দলকে একাতবদ্ধ করেছে। মাঠের পারফরম্যান্সে ডি পল, মার্টিনেজ ও ফার্নান্দেজরা নিজেদের উজার করে দিয়েছে। আর মাঠের বাহিরে স্কালোনির মাস্টার মাইন্ড সবকিছুর সাফল্য গেলো বছরের ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের শিরোপা।
লিওনেল মেসি আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ
মন্তব্য করুন
ইতিমধ্যে সিলেটের মাটিতে অনুষ্ঠিত হয়ে গেলো বিপিএল চতুর্থ পর্বের ৭টি ম্যাচ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাকি আর একটি ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সিলেট পর্বের শেষ
ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ। সিলেট পর্বের শেষ ম্যাচটিতে মুখোমুখি হবে কুমিল্লা
ভিক্টোরিয়ান্স ও খুলনা
টাইগার্স। ম্যাচটি শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সন্ধ্যা
৬:৩০ মিনিটে।
বিপিএলের ৩১ টি ম্যাচ ইতিপূর্বে শেষ হয়েছে। প্লে-অফের দলগুলো অনেকটা নিশ্চিত। কোন অঘটন না ঘটলে বর্তমান পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চার দল লড়াই করবে শেষ চারের। সেক্ষেত্রে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। ২ হার আট জয়ে ষোলো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিলেট। মুখোমুখি হওয়া দুই দল কুমিল্লা এবং খুলনার অবস্থান ৩য় ও ৫ম স্থানে। আট ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৩য় স্থানে কুমিল্লা। অন্যদিকে কুমিল্লার সমান ম্যাচ খেলে মাত্র ২ ম্যাচে জয় পাওয়া খুলনার পয়েন্ট চার, তাদের অবস্থান টেবিলের ৫ম স্থানে।
চলতি আসরে হার দিয়ে শুরু করা কুমিল্লা রয়েছে টানা জয়ের মধ্যে। প্লে-অফের রেসেও এগিয়ে রয়েছে ভিক্টোরিয়ান্সরা। আজ খুলনাকে হারাতে পারলেই প্লে-অফে এক পা দিয়ে রাখবে ইমরুল কায়েসের দলটি। অন্যদিকে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে থাকা খুলনার ক্ষীণ সম্ভাবনা রয়েছে প্লে-অফের। তবে সেক্ষেত্রে বাকি ম্যাচগুলো জিততে হবে ইয়াসির রাব্বির খুলনাকে এবং উপরে থাকা রংপুর এবং কুমিল্লার মধ্যে যে কোন দলকে হারতে হবে প্রতি ম্যাচ। এমন সমীকরণ নিয়েই আজ কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে খুলনা। তাই চাপে থাকবে দলটি।
তবে দুই দলের শেষ দেখায় তুমুল লড়াই হয় মাঠের ক্রিকেটে। টান টান উত্তেজনায় ভরপুর সে ম্যাচে ৪ রানে হারতে হয় খুলনা টাইগার্সকে। প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লার দুই ওপেনার লিটন কুমার দাস ও মোহাম্মদ রিজওয়ানের অধর্শতকে ১৬৫ রানের টার্গেট ছুড়ে দেয় খুলনাকে। জবাবে ব্যাট করতে নেমে সব ওভার শেষে ১৬১ রান পর্যন্ত যেতে পারে খুলনা। অধিনায়ক ইয়াসির রাব্বির শেষের ১৯ বলে ৩০ রানের ঝড় ইনিংসও জয় ছিনিয়ে আনতে পারেনি দলটি। টুর্নামেন্টের সেরা উইকেট শিকারি বোলার ওহাব রিয়াজ না থাকা খুলনার জন্য বড় দুশ্চিন্তার কারণ। তবে নাহিদ রানা সাইফুদ্দিনরাও দলটির বড় শক্তির জায়গা। অন্যদিকে কুমিল্লার দুই ওপেনারের পারফরম্যান্স বড় শক্তির জায়গায় দলটিতে। পেসার মুস্তাফিজুর রহমানের ইনজুরি কাটিয়ে ফিরে আসাও শক্তি যোগাবে বোলিং লাইন আপে।
দেখে নেওয়া যাক আজ দুই
দলের সম্ভাব্য একাদশঃ
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান,
ইমরুল কায়েস (অধিনায়ক), জনসন চার্লস,
মোসাদ্দেক হোসেন,
খুশদিল শাহ,
জাকের আলী,
তানভীর ইসলাম,
মুকিদুল ইসলাম,
নাসিম শাহ,
মুস্তাফিজুর রহমান।
খুলনা টাইগার : তামিম ইকবাল, অ্যান্ড্রু বালবির্নি, শাই হোপ, মার্ক ডেয়াল, মাহমুদুল হাসান জয়, আজম খান (উইকেটরক্ষক), ইয়াসির আলী (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, নাহিদ রানা।
বিপিএল কুমিল্লা ভিক্টোরিয়ান্স খুলনা টাইগার্স
মন্তব্য করুন
বিপিএল ক্রিকেটে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও ঢাকা ডমিনেটর্স। ঢাকাকে হারাতে পারলে প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে বরিশালের- এমন সমীকরণ সামনে রেখে টস করতে নামেন দুই অধিনায়ক। টুর্নামেন্টে বরিশাল এগিয়েছে দুরন্ত গতিতে, বিপরীতে স্লথ ও মন্থর যাত্রা ঢাকার। কাগজে-কলমে কিংবা শক্তিতে তাই ঢাকার থেকে অনেকাংশে এগিয়ে থেকেই মাঠে নামে বরিশাল। তবে মাঠের লড়াইয়ে অন্য এক ঢাকাকে দেখা গেলো টুর্নামেন্টের শিরোপার অন্যতম দাবিদার বরিশালের বিপক্ষে। ব্যাট-বলে দাপট দেখিয়ে ফরচুন বরিশালকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা ডমিনেটর্স। যা টুর্নামেন্টে তাদের তৃতীয় জয়। আর এই হারে প্লে-অফ নিশ্চিতের জন্য অপেক্ষা বাড়লো ফরচুন বরিশালের।
কোপা দেল রের সেমিফাইলে আরও একটি এল ক্লাসিকো দেখবে ফুটবল বিশ্ব। গতকাল রয়্যাল স্পানিশ ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে কোপা দেল রের সেমিফাইনাল ড্র অনুষ্ঠিত হয়। যেখানে দেখা যায় ফাইনালে উঠার লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওর মুখোমুখি হবে ওসাসুনা
নিউ সাউথ ওয়েলসের সঙ্গে দুই মেয়াদে কাজ করেছেন হাথুরুসিংহে। প্রথমে ২০১১-১৪ পর্যন্ত ছিলেন ক্লাবটির দায়িত্বে। এরপর অস্ট্রেলিয়ার সিডনি থান্ডারের হয়ে কাজ করেন তিনি। তারপরে বাংলাদেশ এবং পরবর্তীতে নিজ দেশ শ্রীলঙ্কার দায়িত্ব পালনের পরে আবারো ২০২০ সালে যোগ দেন সাউথ ওয়েলসে। হাথুরুর বিদায়ে ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের এলিট মেল ক্রিকেটের প্রধান মাইকেল ক্লিঞ্জার তাকে শুভকামনা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন
ইতিমধ্যে সিলেটের মাটিতে অনুষ্ঠিত হয়ে গেলো বিপিএল চতুর্থ পর্বের ৭টি ম্যাচ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাকি আর একটি ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সিলেট পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ। সিলেট পর্বের শেষ ম্যাচটিতে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স। ম্যাচটি শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সন্ধ্যা ৬:৩০ মিনিটে।