নক আউটে যাওয়ার লক্ষে মাঠে নামে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি, প্রতিপক্ষ কোস্টা রিকার বিপক্ষে। লড়াই শুরুর ১০ মিনিটেই গোলের দেখা পান জার্মানিরা। নক আউটে যেতে হলে হারাতে হবে কোস্টা রিকাকে। এমন চাপ নিয়ে মাঠে নামে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে মুলাররা। তাই গোল পেতেও দেরি হলো না। ডেবিড রামের অসাধারণ ক্রসে কোস্টা রিকার জালে বল পাঠান ন্যাব্রি। জার্মান দলের নাম্বার টেন পেয়ে যান আজকের ম্যাচের প্রথম গোল। এখন পর্যন্ত ১-০ গোলে এগিয়ে জার্মানরা।
কাতার বিশ্বকাপ জার্মানি কোস্টা রিকা
মন্তব্য করুন
ক্রিকেট
ঢাকা
প্রিমিয়ার লিগ
আবাহনী-লেপার্ডস
সকাল ৯টা, বিসিবি/ইউটিউব
ব্রাদার্স-সিটি ক্লাব
সকাল ৯টা, বিসিবি/ইউটিউব
শাইনপুকুর-অগ্রণী ব্যাংক
সকাল ৯টা, বিসিবি/ইউটিউব
আইপিএল
হায়াদরাবাদ-রাজস্থান
বিকেল ৪টা, টি স্পোর্টস
ও গাজী টিভি
বেঙ্গালুরু-মুম্বাই
রাত ৮টা, টি স্পোর্টস
ও গাজী টিভি
ফুটবল
ইংলিশ
প্রিমিয়ার লিগ
ওয়েস্টহাম-সাউদাম্পটন
সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস
সিলেক্ট ২
নিউক্যাসল-ম্যান ইউনাইটেড
রাত ৯-৩০ মি.,
স্টার স্পোর্টস সিলেক্ট ২
বুন্দেসলিগা
কোলন-ম’গ্লাডবাখ
সন্ধ্যা ৭-৩০ মি.,
সনি স্পোর্টস ২
ব্রেমেন-হফেনহাইম
রাত ৯-৩০ মি.,
সনি স্পোর্টস ২
লা
লিগা
রিয়াল মাদ্রিদ-ভায়াদোলিদ
রাত ৮-১৫ মি., র্যাবিটহোল, স্পোর্টস ১৮-১
অ্যাথলেটিকো-বেতিস
রাত ১টা, র্যাবিটহোল,
স্পোর্টস ১৮-১
ফ্রেঞ্চ
লিগ আঁ
পিএসজি-লিওঁ
রাত ১২-৪৫ মি., র্যাবিটহোল, স্পোর্টস ১৮-১ এইচডি
সিরি-আ
নাপোলি-এসি মিলান
রাত ১২-৪৫ মি., র্যাবিটহোল
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
শুরুতে ব্যাট করতে নেমে প্রথম থেকেই আক্রমনাত্মক ছিল শিখর-সিমরনরা। প্রথম দুই ওভারে ২৩ রান তুলে নেয় সিমরন। তবে ২২ গজ বেশিক্ষণ নিজের অবস্থান ধরে রাখতে পারেনি ইন্ডিয়ার ডানহাতি এই ব্যাটসম্যান। ইনিংসের ২য় তম ওভারের শেষ বলে সিমরনের উইকেট তুলে নেয় নিউজিল্যান্ডের বোলার টিম সাউদি।
সিমরনের বিদায়ের পর ধাওয়ানকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখে রাজাপাকসে। পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে পাঞ্জাব ৫৬ রান সংগ্রহ করে পাঞ্জাব। ৫ চার, ২ ছয়ে ৩২ বলেই ফিফটি তুলে নেয় শ্রীলংকান এই বাহাতি ব্যাটার। কিন্তু ফিফটি করার পর উমেশ যাদবের শেষ বলে লং অনে শট খেলে বিদায় নেন রাজাপাকসে।
এরপর দলের হাল ধরে অধিনায়ক ধাওয়ান। ফিফটি থেকে মাত্র ১০ রান দূরে অধিনায়ক শিখর ধাওয়ান, ঠিক সেই সময়ে তার গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন বরুণ। ধাওয়ানের বিদায়ের পর রানে গতি কিছুটা কমে আসে পাঞ্জাবের। দলের হয়ে জতিশ ২১, সিকান্দার ১৬ করে আউট হয়। কারান ও শাহরুখ ২৬,১১ রান করে অপরাজিত থাকেন।
মন্তব্য করুন
টসে হেরে ব্যাট করতে নেমে দারুণভাবে সূচনা করেন প্রাভসিমরান সিং। প্রথম দুই ওভারে তার ব্যাট থকে আসে ২৩ রান।
কোলকাতার
প্রথম ওভার থেকে ৮
পায় প্রাভসিমরান। দ্বিতীয় ওভারে এসে বোল হাতে
তেমন সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ডের
বোলার টিম সাউদি। পরপর
তার প্রথম দুই বলে চারের
মার খেলে প্রাভসিমরান। তবে
দ্বিতীয় ওভারের শেষ বলে প্রাভসিমরান
সিং এর উইকেট তুলে
নেয় সাউদি। ১২ বলে ২৩
রান নিয়ে সাজঘরে ফিরে
যায় প্রাভসিমরান।
টিম
সাউদির দ্বিতীয় ওভার থেকে ১২
রান তুলে নেয় পাঞ্জাব।
৫তম ওভারে বোলিংয়ে আসে সুনীল নারিন।
তার ওভার থেকে রাজা
পাকসে তুলে নেন ১৪
রান।পাওয়ার প্লের শেষ ওভারে সাউদির
পরিবর্তে বোলিংয়ে আনা হয় বরুণ
চক্রবর্তীকে। তার ওভারে ব্যাট
হাতে তেমন সুবিধা করতে
পারে নি পাঞ্জাবের ব্যাটাররা।
পাওয়ার
প্লে’র ৬ ওভার
শেষে ১ উইকেট হারিয়ে
পাঞ্জাবের সংগ্রহ ৫৬ রান।
মন্তব্য করুন
১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কোলকাতা। দ্বিতীয় ওভারেই মানদীপ সিং ও অনুকূল রায়ের উইকেট তুলে নেন বাহাতি বোলার আর্শদ্বীপ সিং। মানদীপ ২রান ও অনুকূল ৪ রান করে সাজঘরে ফিরে যান। এরপর ইম্পেক্ট খেলোয়াড় ভেঙ্কাটেস আয়ারকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখেন অভিষিক্ত রাহমাতুল্লাহ গুরবাজ। কিন্তু বেশিদূর এগোতে পারেননি গুরবাজ। ২২ রানেই তাকে থামিয়ে দেন অস্ট্রেলিয়ান পেস বোলার নাথান এলিস।