বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে আমুল পরিবর্তন হয়েছে বাংলাদেশের। শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক, ও সামাজিক অগ্রগতি হচ্ছে ধারাবাহিক ভাবে। প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল হচ্ছে সর্বক্ষেত্রে। কিন্তু ১৬ কোটি মানুষের আবেগ যে ক্রিকেট নিয়ে সেটি যেনো অবস্থান করছে একই বিন্দুতে। ক্রিকেট পাগল প্রধানমন্ত্রী নানা সময়ে সরাসরি উপস্থিত থাকেন গ্যালারিতেও। খেলোয়াড়দের রোগ ব্যাধিতেও সরব থাকেন তিনি। এমন খেলা প্রিয় প্রধানমন্ত্রী পেয়েও দেশের ক্রিকেটের উন্নতি কেনো এত ধীর গতিতে সেটি চিন্তার বিষয় ক্রিকেট সংশ্লিষ্ট সকলের।
ক্রিকেটে
উন্নতি হয় নাই এমনটা
নয়। ক্রিকেটেও উন্নতি হয়েছে, সেটাও বলতে হবে। তবে কাঙ্ক্ষিত গতিতে নয়। অথচ এই ক্রিকেটটাই দলমত,
জাত-পাত, সবকিছুর ঊর্ধ্বে উঠে দেশে-বিদেশের বাঙালিরা হৃদয়ে ধারণ করে। ক্রিকেট বাঙ্গালিদের আলাদা একটা পরিচিতি দিয়েছে। যে ব্রিটিশদের কাছ
থেকে এ দেশের মানুষ
ক্রিকেট নামক খেলাটা শিখেছে, সেই ব্রিটেনে এক সময় এ
দেশের মানুষ যে রেস্টুরেন্টগুলো চালাতো তার
বেশিরভাগের সাইনবোর্ডে লেখা থাকত ‘ইন্ডিয়ান রেস্টুরেন্ট! কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল যখন ইংল্যান্ডে
যাওয়া-আসা শুরু করল তখন সেখানকার মানুষও জানতে শুরু করল, বাংলাদেশের মানুষ, বাঙালিরাও এখানে আছেন। সেটা ক্রিকেট মাঠেই দেখা গেল। এখন সেখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টের পাশাপাশি বাংলাদেশি রেস্টুরেন্টও চলছে। ক্রিকেট এই পরিবর্তনের ঢেউটা
এনেছে। মাঠের বাহিরের ঢেউটা কি মাঠের পারফরম্যান্সে
হয়েছে সে প্রশ্নটা তোলায়
থাকুক।
গ্লোবালাইজেশনের
যুগে স্পোর্টস এখন কর্পোরেটদের আয়ের বড় এক খোরাক৷
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো এর বড় এক
উদাহরণ। ক্রিকেটবোর্ড আয়োজন করে দিলেও পুরো টুর্নামেন্ট নিয়ন্ত্রণ থাকে ফ্র্যাঞ্চাইজি গুলোর দখলে। তাতেও কোন সমস্যা নেই যদি নতুন খেলোয়াড় বেড়িয়ে আসে৷ যারা জাতীয় দলকে সার্ভিস দিবে দীর্ঘ সময়। কিন্তু বাংলাদেশে তাও হয় না। প্রতিবছরই
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নামে আয়োজন হয় ফ্র্যাঞ্চাইজি
ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
২০১২ সাল থেকে অনুষ্ঠিত হওয়া বিপিএল থেকে উঠে এসেছে এমন কোন খেলোয়াড় নেই বর্তমান বাংলাদেশ জাতীয় দলে। বিপিএল থেকে যাদের জাতীয় দলে আনা হয় বেশিরভাগ খেলোয়াড়
দলে স্থায়ী হতে পারেন না ফর্মের জন্য।
কয়েক বছরের মধ্যেই বাদ পড়ে যান জাতীয় দল থেকে। বিপিএল
শুরুর আগে দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের কণ্ঠেও
ছিলো বিপিএল থেকে প্লেয়ার উঠে না আসার আক্ষেপ।
তাহলে বিপিএল আয়োজনের উদ্দেশ্যটাই বা কি? আর
যদি ক্রিকেটের উন্নতিই হয় তাহলে টি-টোয়েন্টি ক্রিকেটে টাইগারদের বেহাল দশা কেনো সে চিন্তাও অশনি
সংকেত দিবে যেকোন ক্রিকেট বোদ্ধাদের মনে।
অথচ
পাশ্ববর্তী দেশ ভারত ও পাকিস্থানের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট
থেকে প্রতিবছরই বেরিয়ে আসে নতুন প্রতিভা। যাদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটের
এপ্রোচ, শট সিলেকশন, ম্যাচের
মোমেন্টাম বুঝে মাঠে নিজেদের প্রতিভার বাস্তবায়ন সব কিছুই দেখা
যায়। কিন্তু বাংলার ক্রিকেট যেনো দিক বেদিক শূন্য। ক্রিকেটের এই ছোট্ট সংস্করণে
এখনো যেনো পিছিয়ে বাংলাদেশ। যদিও চলতি বিপিএল মৌসুম শুরুর আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন এবারের টার্গেট নতুন প্রতিভা খুজে বের করা। ইতিমধ্যে মাঠের বিপিএল জমে উঠেছে জমজমাট লড়াইয়ে নির্বাচকদের চোখ ও হয়ত নতুনদের
দিকে। চলমান বিপিএল থেকেই হয়ত পেয়ে যাবে আগামী তারকাদের সে প্রত্যাশায় থাকবে
নির্বাচকদের কাছে।
এরপরেও
প্রশ্ন থেকে যায় বাংলাদেশের পঞ্চপান্ডবদের নিয়ে। যাদের সবার অভিষেক ঘটেছিলো ২০১০ সালের আগেই। দেশের ক্রিকেটের অনেক ইতিহাসের সাক্ষী এই পঞ্চপান্ডবরা। দীর্ঘ
দিন পারফর্ম করে জাতীয় দলে সার্ভিস দেওয়ার রেকর্ড ওই ৫ জনের
দখলেই। নির্বাচক ফারুক আহমেদের যুগে জাতীয় দলে অভিষেক ঘটেছিলো সাকিব-মুশফিক-তামিমদের। ওয়ানডেতে তাদের হাত ধরেই শক্ত অবস্থানে যায় বাংলার ক্রিকেট। নির্বাচকের দায়িত্বে এত বছর পার
করেও নান্নুরা তৈরি করতে পারেনি সাকিব-মুশফিক-তামিমদের বিকল্প। বিপিএল ছাড়াইতো তারা বেরিয়ে
এসেছে। তাহলে কোটি টাকার বিপিএল আয়োজনে করেও কেনো খুঁজে পাওয়া যাচ্ছে নতুন সাকিব-তামিম-মুশফিকদের
!
মন্তব্য করুন
কোপা দেল রের সেমিফাইলে আরও একটি এল ক্লাসিকো দেখবে ফুটবল বিশ্ব। গতকাল রয়্যাল
স্পানিশ ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে কোপা দেল রের সেমিফাইনাল ড্র অনুষ্ঠিত হয়। যেখানে দেখা যায় ফাইনালে উঠার লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওর মুখোমুখি হবে ওসাসুনা।
সর্বশেষ স্প্যানিশ সুপার কাপ জয়ী বার্সেলোনা কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। অন্যদিকে ৩-১ গোলে অ্যাথলেতিকো মাদ্রিদকে হারিয়ে শেষ চারে উঠে রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য কোপা দেল রের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ফিফা ক্লাব বিশ্বকাপে ফেব্রুয়ারির ৮ তারিখে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তাই একই তারিখে কোপা দেল রের প্রথম সেমিফাইনালে প্রথম ম্যাচটি খেলতে পারবে না করিম বেনজেমারা। যার
জন্য তারিখ পরিবর্তন করে সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারি ২৮ তারিখ থেকে
২ মার্চ করা হয়েছে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সান্তিয়াগো বার্নাব্যু ও ওসাসুনার মাঠ
এল সাদারে।
কোপা দেল রের সেমিফাইনাল দিয়ে চলতি মৌসুমে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে এল ক্লাসিকো। গত বছরের অক্টোবরে লা লিগার ম্যাচে বের্নাবেউয়ে ৩-১ গোলে জেতে রিয়াল মাদ্রিদ। আবার দ্বিতীয় দেখায় একই ব্যাবধানে রিয়াল কে হারিয়ে স্প্যানিশ শিরোপা জিতে বার্সেলোনা।
বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকো
মন্তব্য করুন
বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট দলের দায়িত্ব নিতে নিউ সাউথ ওয়েলসের চাকরি ছাড়লের চান্দিকা হাথুরুসিংহে। হাতুরু সিংহের দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউ সাউথ ওয়েলস।
নিউ সাউথ ওয়েলসের সঙ্গে দুই মেয়াদে কাজ করেছেন হাথুরুসিংহে। প্রথমে ২০১১-১৪ পর্যন্ত ছিলেন ক্লাবটির দায়িত্বে। এরপর অস্ট্রেলিয়ার সিডনি থান্ডারের হয়ে কাজ করেন তিনি। তারপরে বাংলাদেশ এবং পরবর্তীতে নিজ দেশ শ্রীলঙ্কার দায়িত্ব পালনের পরে আবারো ২০২০ সালে যোগ দেন সাউথ ওয়েলসে। হাথুরুর বিদায়ে ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের এলিট মেল ক্রিকেটের প্রধান মাইকেল ক্লিঞ্জার তাকে শুভকামনা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন।
যেখানে হাতুরুর উদ্দেশ্যে তিনি বলেন ‘ক্রিকেট নিউ সাউথ ওয়েলস ও সিডনি থান্ডারের সঙ্গে গত দুটি বছর চমৎকার অবদান রেখেছেন চন্ডি। তাকে চলে যেতে দেখে আমরা দুঃখিত। কিন্তু আমরা বুঝি তার আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ের প্রবল স্পৃহার কথা এবং তার কোচিং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য শুভ কামনা।’
গেলো বছরের ডিসেম্বরে রাসেল ডমিঙ্গোর বিদায়ে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদ ফাঁকা হয়ে পড়ে। সে থেকে গুঞ্জন শুরু হয় সাকিব-মুশফিকদের দায়িত্বে আবারো আসবেন হাথুরুসিংহ। গতকাল সিলেটে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন আসছে ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যেই বাংলাদেশ দলের প্রধান কোচ নিয়োগ করা হবে। আর আজকেই নিউ সাউথের দায়িত্ব ছেড়েছেন হাথুরে। তাই এখন প্রশ্ন জাগছে তাহলে কি বাংলাদেশ দলের কোচ হতেই নিউ সাউথের দায়িত্ব ছেড়েছেন এই শ্রীলঙ্কান?
হাথুরুসিংহ নিউ সাউথ কোচ বাংলাদেশ দল
মন্তব্য করুন
কাতার বিশ্বকাপ শেষের মতো শুরু করতে পারেনি আর্জেন্টিনা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হারতে হয় অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের কাছে। সে ম্যাচে লিওনেল মেসি-ডি মারিয়াদের পারফরম্যান্সে হতাসায় ডুবেছিলো আর্জেন্টাইন সমর্থকরা। শঙ্কা জেগেছিলো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ারও।
গ্রুপের
প্রথম ম্যাচ হারায় বাকি দুইটি ম্যাচ ছিলো বাঁচা মরার লড়াই। এমন সমীকরণ নিয়ে প্রতি ম্যাচে জয় তুলে নিয়েছিলো
লিওনেল মেসিরা। আর্জেন্টাইনদের অন্যতম তারকা লিওনেল মেসি ও গোলরক্ষক এমিলিয়ানো
মার্টিনেজের দৃঢ়তায় ৩৬ বছরের অপেক্ষার
অবসান ঘটিয়ে শিরোপা ঘরে নেয় দলটি। দুইজনে হন কাতার বিশ্বকাপের সেরাদের সেরা। লিওনেল মেসি পান গোল্ডেন বল আর মার্টিনেজ জিতেন গোল্ডেন হ্যান্ড।
কাতার বিশ্বকাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জয়ের সে সাফল্যের গাঁথা গল্প বললেন এবার লিওনেল মেসি। আর্জেন্টিনার রেডিও উরবাঁ প্লে’কে সোমবার দেওয়া সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী মেসি বলেন,
বিশ্বকাপে সব বাধা পেরিয়ে যাওয়ার বিশ্বাস তার ছিল।
আর্জেন্টাইনদের ৩৬ বছর পর শিরোপা এনে দেওয়া লিওনেল মেসি বলেন, ‘সৌদি আরবের বিপক্ষে হার সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল। মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি সবচেয়ে কঠিন ছিল,
কারণ আমরা ঝুঁকির মধ্যে ছিলাম। এটি এমন একটি ম্যাচ ছিল,
যেখানে আমরা সবচেয়ে খারাপ খেলেছি…তবে আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা উতরে যাব। আমাদের দলটা যেমন ছিল,
তা না থাকলে আমার মনে হয় এই পরিস্থিতি অতিক্রম করা খুব কঠিন হতো।‘
লিওনেল মেসির এমন বিশ্বাস দলকে একাতবদ্ধ করেছে। মাঠের পারফরম্যান্সে ডি পল, মার্টিনেজ ও ফার্নান্দেজরা নিজেদের উজার করে দিয়েছে। আর মাঠের বাহিরে স্কালোনির মাস্টার মাইন্ড সবকিছুর সাফল্য গেলো বছরের ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের শিরোপা।
লিওনেল মেসি আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ
মন্তব্য করুন
ইতিমধ্যে সিলেটের মাটিতে অনুষ্ঠিত হয়ে গেলো বিপিএল চতুর্থ পর্বের ৭টি ম্যাচ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাকি আর একটি ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সিলেট পর্বের শেষ
ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ। সিলেট পর্বের শেষ ম্যাচটিতে মুখোমুখি হবে কুমিল্লা
ভিক্টোরিয়ান্স ও খুলনা
টাইগার্স। ম্যাচটি শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সন্ধ্যা
৬:৩০ মিনিটে।
বিপিএলের ৩১ টি ম্যাচ ইতিপূর্বে শেষ হয়েছে। প্লে-অফের দলগুলো অনেকটা নিশ্চিত। কোন অঘটন না ঘটলে বর্তমান পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চার দল লড়াই করবে শেষ চারের। সেক্ষেত্রে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। ২ হার আট জয়ে ষোলো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিলেট। মুখোমুখি হওয়া দুই দল কুমিল্লা এবং খুলনার অবস্থান ৩য় ও ৫ম স্থানে। আট ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৩য় স্থানে কুমিল্লা। অন্যদিকে কুমিল্লার সমান ম্যাচ খেলে মাত্র ২ ম্যাচে জয় পাওয়া খুলনার পয়েন্ট চার, তাদের অবস্থান টেবিলের ৫ম স্থানে।
চলতি আসরে হার দিয়ে শুরু করা কুমিল্লা রয়েছে টানা জয়ের মধ্যে। প্লে-অফের রেসেও এগিয়ে রয়েছে ভিক্টোরিয়ান্সরা। আজ খুলনাকে হারাতে পারলেই প্লে-অফে এক পা দিয়ে রাখবে ইমরুল কায়েসের দলটি। অন্যদিকে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে থাকা খুলনার ক্ষীণ সম্ভাবনা রয়েছে প্লে-অফের। তবে সেক্ষেত্রে বাকি ম্যাচগুলো জিততে হবে ইয়াসির রাব্বির খুলনাকে এবং উপরে থাকা রংপুর এবং কুমিল্লার মধ্যে যে কোন দলকে হারতে হবে প্রতি ম্যাচ। এমন সমীকরণ নিয়েই আজ কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে খুলনা। তাই চাপে থাকবে দলটি।
তবে দুই দলের শেষ দেখায় তুমুল লড়াই হয় মাঠের ক্রিকেটে। টান টান উত্তেজনায় ভরপুর সে ম্যাচে ৪ রানে হারতে হয় খুলনা টাইগার্সকে। প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লার দুই ওপেনার লিটন কুমার দাস ও মোহাম্মদ রিজওয়ানের অধর্শতকে ১৬৫ রানের টার্গেট ছুড়ে দেয় খুলনাকে। জবাবে ব্যাট করতে নেমে সব ওভার শেষে ১৬১ রান পর্যন্ত যেতে পারে খুলনা। অধিনায়ক ইয়াসির রাব্বির শেষের ১৯ বলে ৩০ রানের ঝড় ইনিংসও জয় ছিনিয়ে আনতে পারেনি দলটি। টুর্নামেন্টের সেরা উইকেট শিকারি বোলার ওহাব রিয়াজ না থাকা খুলনার জন্য বড় দুশ্চিন্তার কারণ। তবে নাহিদ রানা সাইফুদ্দিনরাও দলটির বড় শক্তির জায়গা। অন্যদিকে কুমিল্লার দুই ওপেনারের পারফরম্যান্স বড় শক্তির জায়গায় দলটিতে। পেসার মুস্তাফিজুর রহমানের ইনজুরি কাটিয়ে ফিরে আসাও শক্তি যোগাবে বোলিং লাইন আপে।
দেখে নেওয়া যাক আজ দুই
দলের সম্ভাব্য একাদশঃ
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান,
ইমরুল কায়েস (অধিনায়ক), জনসন চার্লস,
মোসাদ্দেক হোসেন,
খুশদিল শাহ,
জাকের আলী,
তানভীর ইসলাম,
মুকিদুল ইসলাম,
নাসিম শাহ,
মুস্তাফিজুর রহমান।
খুলনা টাইগার : তামিম ইকবাল, অ্যান্ড্রু বালবির্নি, শাই হোপ, মার্ক ডেয়াল, মাহমুদুল হাসান জয়, আজম খান (উইকেটরক্ষক), ইয়াসির আলী (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, নাহিদ রানা।
বিপিএল কুমিল্লা ভিক্টোরিয়ান্স খুলনা টাইগার্স
মন্তব্য করুন
ইতিমধ্যে সিলেটের মাটিতে অনুষ্ঠিত হয়ে গেলো বিপিএল চতুর্থ পর্বের ৬ টি ম্যাচ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাকি আরও দুইটি ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সিলেট পর্বের ৮ ম্যাচের আজকে অনুষ্ঠিত হবে শেষ দুইটি ম্যাচ। দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও ঢাকা ডমিনেটর্স। ম্যাচটি শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে দুপুর দেড়টায়।
বিপিএলের ৩০ টি ম্যাচ ইতিপূর্বে শেষ হয়েছে। প্লে-অফের দলগুলো অনেকটা নিশ্চিত। কোন অঘটন না ঘটলে বর্তমান পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চার দল লড়াই করবে শেষ চারের। সেক্ষেত্রে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। ২ হার আট জয়ে ষোলো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিলেট। ৬ টি ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে সাকিবের ফরচুন বরিশাল। টানা জয়ে থাকা কুমিল্লা ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৩য় স্থানে। কুমিল্লার সমান পয়েন্ট নিয়ে চারে রংপুর রাইডার্স। অন্যদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ঢাকার পয়েন্ট ৪। নয়
ম্যাচ খেলে নাসিরের হোসেনের দলটি জিতেছে মাত্র দুইটি ম্যাচে।
ফরচুন বরিশাল টুর্নামেন্টে একমাত্র সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে হেরেছে দুইটি ম্যাচ। অন্যান্য দলগুলোর সঙ্গে জয় পেয়েছে বরিশাল। ইতিমধ্যে ৮টি ম্যাচের মধ্যে ৬টিতে জয় পেয়ে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফে এক পা দিয়ে রেখেছে বরিশাল। আজ ঢাকাকে হারালেই দ্বিতীয় দল হিসেবে চলতি আসরের প্লে-অফ নিশ্চিত করবে দলটি। সাম্প্রতিক সময়ে বরিশালের অধিনায়ক দেশ সেরা ক্রিকেটার সাকিবের পারফরম্যান্সে অনেকটাই নির্ভার পয়েন্ট টেবিলে দ্বিতীয় থাকা দলটি। এখন পর্যন্ত ৩০৬ রান নিয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বাঁহাতি এই অলরাউন্ডার। ৫ম স্থানে আছে সাকিবের সতীর্থ ইফতেখার আহমেদ। পাক এই ক্রিকেটারের সংগ্রহ ২৮৬ রান।
অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে ঢাকা ডমিনেটর্স। তবে বাকিম্যাচগুলো জিতে পয়েন্ট টেবিলের ভালো অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করতে চাইবে নাসির হোসেনের দলটি। সেক্ষেত্রে আজ বরিশালের বিপক্ষেও জলে উঠতে হবে অধিনায়ক নাসির হোসেনকে। এখন পর্যন্ত টুর্নামেন্টে সেরা অলরাউন্ডারিং পারফর্মে এগিয়ে নাসির। ব্যাটে বলে দুই বিভাগেই সমান তালে পারফর্ম করে যাচ্ছেন জাতীয় দলে আবারো সম্ভাবনা জাগানো এই ক্রিকেটার। ব্যাট
হাতে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৩২০ রান আর বল হাতে
১১ উইকেট শিকার করে বোলিং তালিকার ৫ নম্বরে তিনি।
চলতি আসরে দুই দলের শেষ দেখায় ফরচুন বরিশালের কাছে ১১
রানে হেরেছিলো ঢাকা ডমিনেটর্স। সে ম্যাচে বরিশালের দেওয়া ১৭৩ রানের টার্গেট ভেদ
করতে পারেনি ঢাকা। উইকেট হাতে থাকলেও ২০ ওভার শেষে ১৬০ রান সংগ্রহ করতে পেরেছিলো
ঢাকা। ফলে ১১ রানের হার মেনে নিতে হয় নাসির হোসেনদের। আজ সে জয়ের আত্নবিশ্বাস
নিয়েই ঢাকার বিপক্ষে মাঠে নামবে বরিশাল।
ঢাকা ডমিনেটরস:সৌম্য সরকার,
মিজানুর রহমান,
উসমান গনি,
মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), অ্যালেক্স ব্লেক,
নাসির হোসেন (অধিনায়ক), আরিফুল হক,
তাসকিন আহমেদ,
আল-আমিন হোসেন,
সালমান ইরশাদ,
আমির হামজা।
ফরচুন বরিশাল: সাইফ হাসান, চতুরাঙ্গা ডি সিলভা, আনামুল হক (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), ইফতিখার আহমেদ, মাহমুদউল্লাহ, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, কামরুল ইসলাম, সালমান হোসেন, খালেদ আহমেদ।
বিপিএল ঢাকা ডমিনেটর্স ফরচুন বরিশাল
মন্তব্য করুন
কোপা দেল রের সেমিফাইলে আরও একটি এল ক্লাসিকো দেখবে ফুটবল বিশ্ব। গতকাল রয়্যাল স্পানিশ ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে কোপা দেল রের সেমিফাইনাল ড্র অনুষ্ঠিত হয়। যেখানে দেখা যায় ফাইনালে উঠার লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওর মুখোমুখি হবে ওসাসুনা
নিউ সাউথ ওয়েলসের সঙ্গে দুই মেয়াদে কাজ করেছেন হাথুরুসিংহে। প্রথমে ২০১১-১৪ পর্যন্ত ছিলেন ক্লাবটির দায়িত্বে। এরপর অস্ট্রেলিয়ার সিডনি থান্ডারের হয়ে কাজ করেন তিনি। তারপরে বাংলাদেশ এবং পরবর্তীতে নিজ দেশ শ্রীলঙ্কার দায়িত্ব পালনের পরে আবারো ২০২০ সালে যোগ দেন সাউথ ওয়েলসে। হাথুরুর বিদায়ে ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের এলিট মেল ক্রিকেটের প্রধান মাইকেল ক্লিঞ্জার তাকে শুভকামনা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন
ইতিমধ্যে সিলেটের মাটিতে অনুষ্ঠিত হয়ে গেলো বিপিএল চতুর্থ পর্বের ৭টি ম্যাচ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাকি আর একটি ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সিলেট পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ। সিলেট পর্বের শেষ ম্যাচটিতে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স। ম্যাচটি শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সন্ধ্যা ৬:৩০ মিনিটে।
ইতিমধ্যে সিলেটের মাটিতে অনুষ্ঠিত হয়ে গেলো বিপিএল চতুর্থ পর্বের ৬ টি ম্যাচ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাকি আরও দুইটি ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সিলেট পর্বের ৮ ম্যাচের আজকে অনুষ্ঠিত হবে শেষ দুইটি ম্যাচ। দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও ঢাকা ডমিনেটর্স। ম্যাচটি শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে দুপুর দেড়টায়