ইনসাইড গ্রাউন্ড

আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি বাফুফেতে

প্রকাশ: ০১:৪৭ পিএম, ০২ ফেব্রুয়ারী, ২০২৩


Thumbnail

কাতার বিশ্বকাপের পর থেকেই গুঞ্জন উঠেছিলো চলতি বছরের জুনে বাংলাদেশে আসবে আর্জেন্টাইন ফুটবল দল। জানুয়ারির শুরুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকেও জানানো হয় মেসিদের বাংলাদেশে আসার কথা। যদিও পরবর্তীতে বাফুফে তাদের অবস্থান পরিবর্তন করে।  নতুন করে আবারো মেসিদের আসার বিষয়ে নতুন মাত্র যুক্ত হয়েছে ফুটবল পাড়ায়।

গত মঙ্গল ও বুধবার দিল্লি থেকে আসা আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের বাফুফে ভবনে আসায় মেসিদের আগমনের সম্ভাবনা জোরালো হচ্ছে। তাহলে কি আর্জেন্টিনা ফুটবল দলের বাংলাদেশে আসার বিষয়টি নিয়ে কথা বলতেই ফেডারেশনে যান এই প্রতিনিধি ?

তবে মেসিদের আসার বিষয়ে স্পষ্ট কোন ধারণা দেননি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। কিন্তু জুনে নিজ দেশের বাংলাদেশে আসার বিষয়টি জানেন তিনি। গতকাল আর্জেন্টিনার এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমার মন্ত্রণালয় এই বিষয়টি নিয়ে কাজ করছে না। তবে আমি শুনেছি জুনে আর্জেন্টিনা দল ঢাকায় আসতে পারে। এর বেশি কিছু বলতে পারব না আমি।’

আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রী জানেন বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশী মানুষদের আর্জেন্টিনার সমর্থনের কথাও এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু এটুকু বলব, আমি শুনেছি আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে বিশ্বকাপের সময় এ দেশে অনেক উন্মাদনা হয়েছে।’

ফুটবল সমর্থন বাংলাদেশের সাথে আর্জেন্টিনার সম্পর্ক নিয়ে গেছে কূটনৈতিক সম্পর্কে। তাইতো বাংলাদেশে খোলা হয়েছে আর্জেন্টিনার দূতাবাস। ২৭ ফেব্রুয়ারি দূতাবাস খোলার ঘোষণা দিতেই দিল্লী থেকে বাংলাদেশে আসেন সান্তিয়াগো। 


আর্জেন্টিনা   বাংলাদেশ   লিওনেল মেসি   পররাষ্ট্রমন্ত্রী  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

হল্যান্ডকে ছাড়াই লিভারপুলকে ৪-১ গোলে হারালো ম্যান সিটি

প্রকাশ: ০৯:২৫ পিএম, ০১ এপ্রিল, ২০২৩


Thumbnail

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে তেতো হারের স্বাদ দিলো ম্যান সিটি। আজ ইতিহাদ স্টেডিয়ামে লিভারপুলকে ৪-১ গোলে হারায় স্বাগতিকরা। এই জয়ে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি। আর লিভারপুল ৪২ পয়েন্ট নিয়ে রয়েছে ৬ষ্ঠ স্থানে।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিভারপুলের ম্যাচ মানেই টানটান উত্তেজনা। এমন এক হাইভোল্টেজ ম্যাচ খেলতে ম্যানসিটির মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে গিয়েছিলো অলরেডরা। ৪২ গোল করা আর্লিং হালান্ডকে ছাড়াই ম্যানসিটিকে মাঠে নামতে হয়েছে লিভারপুলের বিপক্ষে। 

সিটির মাঠে কিন্তু প্রথম গোল হজম করতে হয়েছে স্বাগতিকদের। ম্যাচের ১৭তম মিনিটের মাথায় লিভারপুলের হয়ে প্রথম গোল করেন মোহাম্মদ সালাহ। প্রথমে গোল দিয়ে লিড নেয়া লিভারপুল, সেই লিড ধরে রাখতে পারেনি। ২৭ মিনিটেই আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেলের গোলে সমতায় ফেরে ম্যানসিটি। দুই দল ১-১ গোলে প্রথমার্ধের বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধ শুরুতেই গোল পায় ম্যানসিটি। ৪৬তম মিনিটে কেভিড ডি ব্রুইনের গোলে এগিয়ে যায় ম্যান সিটি। ৫৩ মিনিটে ব্যবধান ৩-১ করে ফেলেন জার্মান তারকা ইলকেয় গুন্দোগান। এরপর ম্যাচের ৭৪তম মিনিটে লিভারপুলের জালে শেষ বল জড়িয়ে দেন জ্যাক গ্রিলিশ।

ইংলিশ লিগ   লিভারপুল   ম্যান সিটি  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

ডিএসএলে ৭ রান জয় পেল পাঞ্জাব

প্রকাশ: ০৮:৪৩ পিএম, ০১ এপ্রিল, ২০২৩


Thumbnail

১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কোলকাতা। দ্বিতীয় ওভারেই মানদীপ সিং ও অনুকূল রায়ের উইকেট তুলে নেন বাহাতি বোলার আর্শদ্বীপ সিং। মানদীপ ২রান ও অনুকূল ৪ রান করে সাজঘরে ফিরে যান। এরপর ইম্পেক্ট খেলোয়াড় ভেঙ্কাটেস আয়ারকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখেন অভিষিক্ত রাহমাতুল্লাহ গুরবাজ। কিন্তু বেশিদূর এগোতে পারেননি গুরবাজ। ২২ রানেই তাকে থামিয়ে দেন অস্ট্রেলিয়ান পেস বোলার নাথান এলিস।
 
চারে নেমে ব্যাটিং তান্ডব শুরু করে কোলকাতার অধিনায়ক নিতেশ রানা। দলীয় রান যখন ৭৫, তখন সিকান্দার রাজার বলে পয়েন্টে ক্যাচ দিয়ে বিদায় নেন নিতেশ। চার বলে ৪ রান নিয়ে আউট হন রিংকু সিং। 

এরপর আয়ার ও আন্দ্রে রাসেলের জুটিতে লক্ষ্যে এগোতে থাকে রাইডার্সরা। যখন দলের প্রয়োজন ৩১ বলে ৬২রান আন্দ্রে রাসেলকে সাজঘরে ফেরান স্যাম কারান। তার পরের ওভারে আর্শদ্বীপের বলে আয়ারের বিদায়ে জয়ের আশা ক্ষীণ হয়ে আসে কোলকাতার।  ভেঙ্কাটেস আয়ার ২৮ বলে ৩৪ এবং আন্দ্রে রাসেল ১৯ বলে ৩৫ রান করে আউট হন। 

এরপর বৃষ্টি শুরু হওয়ায় সাজঘরে ফিরে যেতে বাধ্য হয় খেলোয়াড়রা। পরবর্তীতে ডিএলএস পদ্ধতিতে ৭ রানে জয় পায় পাঞ্জাব। 

টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে পাঞ্জাব কিংস। প্রথম থেকেই আক্রমনাত্মক ছিল শিখর-সিমরনরা। প্রথম দুই ওভারে ২৩ রান তুলে নেয় সিমরন। তবে ২২ গজ বেশিক্ষণ নিজের অবস্থান ধরে রাখতে পারেনি ইন্ডিয়ার ডানহাতি এই ব্যাটসম্যান। ইনিংসের ২য় তম ওভারের শেষ বলে সিমরনের উইকেট তুলে নেয়  নিউজিল্যান্ডের বোলার টিম সাউদি। 

সিমরনের বিদায়ের পর ধাওয়ানকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখে রাজাপাকসে। পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে পাঞ্জাব ৫৬ রান সংগ্রহ করে পাঞ্জাব। ৫ চার, ২ ছয়ে ৩২ বলেই ফিফটি তুলে নেয় শ্রীলংকান এই বাহাতি ব্যাটার। কিন্তু ফিফটি করার পর উমেশ যাদবের  শেষ বলে লং অনে শট খেলে বিদায় নেন রাজাপাকসে। 

এরপর দলের হাল ধরেন অধিনায়ক ধাওয়ান। ফিফটি থেকে মাত্র ১০ রান দূরে অধিনায়ক শিখর ধাওয়ান, ঠিক সেই সময়ে তার গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন বরুণ। ধাওয়ানের বিদায়ের পর রানে গতি কিছুটা কমে আসে পাঞ্জাবের। দলের হয়ে জতিশ ২১, সিকান্দার ১৬ করে আউট হয়। কারান ও শাহরুখ ২৬,১১ রান করে অপরাজিত থাকেন।

আইপিএল   পাঞ্জাব  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

কোলকাতাকে ১৯২ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিল পাঞ্জাব

প্রকাশ: ০৬:৪৬ পিএম, ০১ এপ্রিল, ২০২৩


Thumbnail

শুরুতে ব্যাট করতে নেমে প্রথম থেকেই আক্রমনাত্মক ছিল শিখর-সিমরনরা। প্রথম দুই ওভারে ২৩ রান তুলে নেয় সিমরন। তবে ২২ গজ বেশিক্ষণ নিজের অবস্থান ধরে রাখতে পারেনি ইন্ডিয়ার ডানহাতি এই ব্যাটসম্যান। ইনিংসের ২য় তম ওভারের শেষ বলে সিমরনের উইকেট তুলে নেয়  নিউজিল্যান্ডের বোলার টিম সাউদি। 

সিমরনের বিদায়ের পর ধাওয়ানকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখে রাজাপাকসে। পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে পাঞ্জাব ৫৬ রান সংগ্রহ করে পাঞ্জাব। ৫ চার, ২ ছয়ে ৩২ বলেই ফিফটি তুলে নেয় শ্রীলংকান এই বাহাতি ব্যাটার। কিন্তু ফিফটি করার পর উমেশ যাদবের  শেষ বলে লং অনে শট খেলে বিদায় নেন রাজাপাকসে। 

এরপর দলের হাল ধরে অধিনায়ক ধাওয়ান। ফিফটি থেকে মাত্র ১০ রান দূরে অধিনায়ক শিখর ধাওয়ান, ঠিক সেই সময়ে তার গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন বরুণ। ধাওয়ানের বিদায়ের পর রানে গতি কিছুটা কমে আসে পাঞ্জাবের। দলের হয়ে জতিশ ২১, সিকান্দার ১৬ করে আউট হয়। কারান ও শাহরুখ ২৬,১১ রান করে অপরাজিত থাকেন।



মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

পাওয়ার প্লে শেষে পাঞ্জাবের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৫৬

প্রকাশ: ০৫:০১ পিএম, ০১ এপ্রিল, ২০২৩


Thumbnail

টসে হেরে ব্যাট করতে নেমে দারুণভাবে সূচনা করেন প্রাভসিমরান সিং। প্রথম দুই ওভারে তার ব্যাট থকে আসে ২৩ রান।

কোলকাতার প্রথম ওভার থেকে ৮ পায় প্রাভসিমরান। দ্বিতীয় ওভারে এসে বোল হাতে তেমন সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ডের বোলার টিম সাউদি। পরপর তার প্রথম দুই বলে চারের মার খেলে প্রাভসিমরান। তবে দ্বিতীয় ওভারের শেষ বলে প্রাভসিমরান সিং এর উইকেট তুলে নেয় সাউদি। ১২ বলে ২৩ রান নিয়ে সাজঘরে ফিরে যায় প্রাভসিমরান।

টিম সাউদির দ্বিতীয় ওভার থেকে ১২ রান তুলে নেয় পাঞ্জাব। ৫তম ওভারে বোলিংয়ে আসে সুনীল নারিন। তার ওভার থেকে রাজা পাকসে তুলে নেন ১৪ রান।পাওয়ার প্লের শেষ ওভারে সাউদির পরিবর্তে বোলিংয়ে আনা হয় বরুণ চক্রবর্তীকে। তার ওভারে ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারে নি পাঞ্জাবের ব্যাটাররা।

পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে পাঞ্জাবের সংগ্রহ ৫৬ রান।



মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

টস হেরে ব্যাটিংয়ে পাঞ্জাব

প্রকাশ: ০৪:১৬ পিএম, ০১ এপ্রিল, ২০২৩


Thumbnail

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। মোহালিতে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা। এই ম্যাচ দিয়ে অধিনায়ক হিসেবে আইপিএলে পথচলা শুরু হলো গত কয়েক মৌসুমে কলকাতার হয়ে চমক দেখানো নীতিশ রানার।

দুই দলেরই লক্ষ্য ম্যাচে জয় নিশ্চিত করার। জয়ের ধারায় থেকে টুর্নামেন্টের সূচনা করতে চান উভয় দলই। দেশি-বিদেশি ক্রিকেটারদের স্বমন্বয়ে শক্তিশালী দল গড়েছে কলকাতা ও পাঞ্জাব। ব্যাট-বলের লড়াই দেখিয়ে এই আসরে শিরোপা পুনুরুদ্ধার করতে চায় দুই বারের চ্যাম্পিয়ন কলকাতা। আর গত কয়েক মৌসুমে আশা জাগিয়েও শিরোপা লড়াইয়ে টিকে থাকতে না পার পাঞ্জাবও আশাবাদী ইতিবাচক ফলের।

এই ম্যাচ দিয়ে আইপিএলে অভিষেক হয়েছে আফগান উইকেটরক্ষক ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজের। 

দুই দলের একাদশ:

কলকাতা নাইট রাইডার্স: 

নীতিশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, মানদীপ সিং, রিংকু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, টিম সাউদি, সুনীল নারাইন, অনুকূল রায়, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।

পাঞ্জাব কিংস:

শিখর ধাওয়ান, প্রাভসিমরান সিং, ভানুকা রাজাপাকশে, জিতেশ শর্মা, স্যাম কারেন, সিকান্দার রাজা, শাহরুখ খান, হারপ্রীত, রাহুল চাহার, আর্শদ্বীপ সিং, নাথান এলিস।


আইপিএল   কলকাতা নাইট রাইডার্স   পাঞ্জাব কিংস   মোহালি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন