ইনসাইড গ্রাউন্ড

নেপালকে হারিয়ে সাফের শিরোপা বাংলাদেশের

প্রকাশ: ০৮:৪৩ পিএম, ০৯ ফেব্রুয়ারী, ২০২৩


Thumbnail

আরেকটি ফাইনাল, আরেকটি শিরোপা। গত সেপ্টেম্বরে নেপালের দশরথ স্টেডিয়ামে স্বাগতিক দলকে হারিয়ে নারী সাফের চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ। সাড়ে পাঁচ মাস পর বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে একই প্রতিপক্ষের বিপক্ষে আরেকটি শিরোপা নির্ধারণী লড়াইয়ে নামে বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনালের মহারণে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপাল। সেখানে ৩-০ গোলে নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। দশরথে সাবিনাদের সেই সাফল্য ধরে রেখে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এবার নিজ শহর ঢাকাকেই উল্লাসের মঞ্চ হিসেবে বেছে নিলেন শামসুন্নাহার-আকলিমারা। এ বয়সভিত্তিক সাফে চতুর্থ শিরোপা জিতলো বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে বাংলাদেশ। গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে খেলা একই একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সহজ সুযোগ হারান আকলিমা খাতুন। নেপালি গোলরক্ষককে একা পেয়েও বল জড়াতে পারেন নি আকলিমা। তার নেয়া শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। ১৮ মিনিটে আবারো ব্যবধান বাড়ানোর সুযোগ হারায় বাংলাদেশ। উল্টো ম্যাচের ৩৬ মিনিটে এগিয়ে যেতে পারতো নেপাল। তবে আমিশা কার্কির শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

তবে ম্যাচের ৪২ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। দলকে লিড এনে দেন শাহেদা আক্তার রিপা। এর ৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক শামসুন্নাহার। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধ্বেও গোলের আশায় নেপালের রক্ষণভাগে ঢোকার চেষ্টা করতে থাকে বাংলাদেশ। তবে ফিনিশিং এর অভাবে সেসব আক্রমণ থেকে গোল আদায় করে নিতে পারেনি স্বাগতিকরা।

৮০ মিনিটে ব্যবধান কমানোর দারুণ সুযোগ পেয়েছিলো নেপাল। এবারো সে সুযোগ কাজে লাগাতে পারেন নি স্ট্রাইকার আমিশা কার্কি। তার মাটি কামড়ানো শট ডানে ঝাপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক রূপনা চাকমা। তবে ৮৭ মিনিটে রিপার ফ্রি-কিক থেকে গোল করেন উন্নতি খাতুন। স্কোরলাইন দাড়ায় ৩-০ তে। ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হলে শিরোপা উল্লাসে মাতে বাংলাদেশ।

৫ গোল করে টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছেন বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার। আর সেরা গোলরক্ষকের পুরষ্কার জিতেছেন রুপনা চাকমা। নারী সাফ চ্যাম্পিয়নশিপেও তার হাতে উঠেছিলো এই পুরষ্কার।


নারী ফুটবল   অনূর্ধ্ব-২০ নারী সাফ   বাংলাদেশ   নেপাল  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

ইন্ডিয়ান সিরিয়ালের মতো নাটক দেখছি: পাইলট

প্রকাশ: ১২:২২ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

দুই অভিজ্ঞ ক্রিকেটার এবং বোর্ডের সাথে বিরোধপূর্ণ সম্পর্ককে নাটকের সঙ্গে তুলনা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।

গতকাল নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে পাইলট বলেন, 'আমি আসলে একটু বিরক্তই বলতে গেলে। আসলেই এটা একটা নাটক। নাটকের মতোই ঘটনা। এভাবে আসলে টিম বানানো বা টিম ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে...! এটা তো গত তিন বছর ধরে, চার বছর ধরে, গত ওয়ার্ল্ড কাপের পর যে এতো দামি দামি কোচ নিয়োগ করা হলো, এতো দামি ম্যানেজমেন্ট, অ্যাসিস্ট্যান্ট বোলিং কোচ, ব্যাটিং কোচ, এই কোচ-সেই কোচ নিয়োগ হলো...টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ!'

২০০৩ বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেওয়া পাইলট বলেন, 'টিমকে নিয়ে আমি কোনো আলোচনা-সমালোচনা করব না। কারণ তারা এখন মিশনে চলে গেছে। আমরা দোয়া করি, যেন তারা ভালো খেলে। তারা যেন আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে। কিন্তু যেভাবে প্রিপারেশনটা হলো, তাতে কি ভালো প্রিপারেশন মনে হলো আপনাদের কাছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা কি ভালো প্রিপারেশন?'

পাইলট বলেন, 'দুয়েকজন মানুষ আছেন যারা এই নাটকটা বানাচ্ছেন। ইন্ডিয়ান সিরিয়ালগুলোয় যেমন নাটক হয়, সেরকম একটা নাটক বানাচ্ছেন। এই নাটকটা আসলে ক্রিকেটের জন্য ভালো নয়। এটা খুবই দুঃখজনক এবং আমি মনে করি, আমাদের কাছে এমন নাটক সাধারণ মানুষ আশা করে না। বিশেষ করে আপনারা যেভাবে তামিমকে পঁচাচ্ছেন যে, তামিম পাঁচটা ম্যাচের বেশি খেলবে না। আবার আরেকজন ভাবে সাকিবকে ব্যঙ্গ করা হচ্ছে। সাধারণ মানুষকেতো আসলে বোকা বানানো হচ্ছে।'

বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর একটি ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল। যেখানে তিনি বলেছেন, তাকে মিডল অর্ডারে খেলার প্রস্তাব দেওয়ার কারণেই তিনি বিশ্বকাপে খেলতে চাননি। শেষ পর্যন্ত তাকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমের এমন মন্তব্যকে ছেলেমানুষি বলেছেন সাকিব।

 


খালেদ মাসুদ পাইলট   ইন্ডিয়ান সিরিয়াল   সাকিব   তামিম   বিশ্বকাপ   বিসিবি  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

তামিমকে টিমম্যানই মনে করেন না সাকিব

প্রকাশ: ১০:৪১ এএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

দলের প্রয়োজনে যে কারও যেকোনো পজিশনে খেলতে রাজি থাকা উচিত বলে মনে করেন সাকিব আল হাসান। তামিম ইকবালকে মিডল অর্ডারে খেলার প্রস্তাব যদি কেউ দিয়েও থাকেন, তাহলে সেটি দলের ভালোর জন্যই দেওয়া হয়েছে বলেও মনে করেন বাংলাদেশ অধিনায়ক।

বিশ্বকাপ মিশনে অংশ নিতে দেশ ছাড়ার আগে একটি টেলিভিশনকে নিজের নানা অভিমত ও ক্রিকেট বোর্ডের নানা ইস্যুতে কথা বলেন সাকিব। তিনি বলেন, 'আমি যেটা বললাম এটা আমার সঙ্গে কোনো আলোচনাই হয় নাই। তো এই প্রশ্ন কোথা থেকে আসছে আমি জানি না। আর যদি কেউ এমন কিছু বলে থাকে, আমি নিশ্চিত যেই বলেছে সে অথরাইজ মানুষ, এটা আগে থেকেই আলাপ করে রাখছিল যাতে করে সেটা জানা থাকলে দুই পক্ষের জন্যই ভালো হয়। এই রকম বলাতে খারাপ কিছু আছে আমি তো মনে করি না। এটা কেউ তো খারাপের জন্য বলবে না আমি নিশ্চিত।'

'আমি নিশ্চিত এই কথাটা কেউ বলে থাকে সে টিমের কথা চিন্তা করেই বলেছে যে এরকম যদি আমরা কম্বিনেশন করি, এই রকম যদি আমরা চিন্তা করি এমন অনেক কিছুই আসে একটা ম্যাচকে কেন্দ্র করে। এ রকম কম্বিনেশন বানালে কি হতো, এ রকম কম্বিনেশন বানালে কি হতো। ওই হিসেবে কেউ যদি চিন্তা করে আগের থেকেই ক্লারিফিকেশন করে রাখতে চায় আমার তো মনে হয় যে আলোচনার কোনো দোষের আছে। এমন প্রস্তাব যদি কেউ দিয়ে থাকে এটাতে কি কোনো দোষের আছে? নাকি এমন কোনো প্রস্তাবই দেওয়া যাবে না যে একজনকে আমি বলব তুমি তোমার যা ইচ্ছা কর।' -যোগ করে বলেন সাকিব।

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার উদাহরণ টেনে সাকিব আরও বলেন, 'টিম আগে না, ব্যক্তি আগে। রোহিত শর্মার মতো খেলোয়াড় নম্বর সাত থেকে ওপেনার হিসেবে ১০ হাজার রান করে ফেলছে। ও যদি মাঝে মাঝে তিন চারে নামে বা ব্যাটিংয়ে না নামে এটা কি খুব একটা প্রবলেম হয়। এটা আমার কাছে মনে হয় একদম বাচ্চা মানুষের মতো যে আমার ব্যাট আমিই খেলব আর কেউ খেলতে পারবে না। জিনিসটা হচ্ছে এমন। টিমের প্রয়োজনে যে কেউ যে কোনো জায়গায় খেলতে রাজী থাকা উচিত। এটা টিম প্রথমে, আপনি ব্যক্তিগতভাবে ১০০ করলেন ২০০ করলেন টিম হারল তাতে কিছুই আসে যায় না।'

তামিমকে টিমম্যান না মনে করে সাকিব বলেন, 'পারসোনাল এচিভমেন্ট দিয়ে আপনি কি করবেন আসলে। আপনার নিজের নাম কামাবেন, তার মানে আপনি নিজের কথা চিন্তা করছেন। আপনি দলের কথা চিন্তা করছেন না। আপনি দলের কথা চিন্তা করছেন না মোটেও। মানুষ এই পয়েন্টগুলোই বোঝে না। আপনাকে যখন প্রস্তাবটা দেওয়া হয়েছে, কেন প্রস্তাবটা দেওয়া হয়েছে আপনার টিমের কোথা চিন্তা করেই দেওয়া হয়েছে। টিমের এভাবে হলে হয়তো টিমের জন্য ভালো হবে। সে কারণেই প্রস্তাবটা দেওয়া হয়েছে, যদি দেওয়াও হয়ে থাকে। এটাতে খারাপের কি আছে?

'বিষয়টি মেনে অবশ্যই আলোচনার রয়েছে, না আমি পারব, আমি এটা পারব, তোমার কি লাগবে। তুমি বল আমাকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব দলের জন্য। তাহলেই আপনি টিমম্যান। অন্যথায় ওইভাবে চিন্তা করলে আপনি টিমম্যানই না। আপনি খেলছেন ব্যক্তিগত রেকর্ড এবং সাফল্যের জন্য। নিজের ফেম এবং নেমের জন্য, টিমের জন্য না।'-যোগ করেন সাকিব।


সাকিব   তামিম   বিশ্বকাপ   অবসর  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

অবসরের কথা নিজেই জানালেন সাকিব

প্রকাশ: ০৮:৩২ এএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

বিশ্বকাপ মিশনে অংশ নিতে দেশ ছাড়ার আগে একটি টেলিভিশনকে নিজের নানা অভিমত ও ক্রিকেট বোর্ডের নানা ইস্যুতে কথা বলেন সাকিব। এসময় নিজের নেতৃত্ব ছাড়ার ও অবসরের প্রসঙ্গও টানেন তিনি।

সাকিব বলেন, আমি যদি দেখি, আজকে এখন এই অবস্থায় বলছি, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলবে। ২০২৪  টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে টি-টোয়েন্টিকে বিদায় দেবো। টেস্টের অবসর শিগগিরই।

অবশ্য সাকিব এ সঙ্গে যুক্ত করেন, একেক ফরমেট একেক সময় ছাড়লেও আনুষ্ঠানিক অবসর ঘোষণা করবো ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর।

কয়েক দিন ধরেই উত্তাল বাংলাদেশ ক্রিকেট অঙ্গন। এশিয়া কাপে ভরাডুবির পর বিশ্বকাপ প্রস্তুতি, বিশ্বকাপ স্কোয়াড সব মিলিয়ে নানা আলোচনায় দেশের ক্রিকেট। এর মধ্যে উল্লেখযোগ্য তামিম ইকবালকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখা। তা নিয়ে চলছে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা।

এরই মধ্যে তামিমকে ছাড়াই বিশ্বকাপ খেলতে ভারত গেছে বাংলাদেশ দল। বুধবারই বিশ্বকাপের দেশে পৌঁছায় টাইগাররা।

অধিনায়কত্ব নিয়ে সাকিব বলেন, ‘আমার অধিনায়কত্ব নেওয়ার ইচ্ছা ছিল না! আমি কখনও ভাবিও নাই কেউ ওই সময় অধিনায়কত্ব ছেড়ে দিবে! তারপর আমাকে এশিয়া কাপের দলে পাঠালো! আমি দেখলাম রিয়াদ ভাই দলে নেই! আমার কিছু বলার ও ছিল না! কারন পরের দিনে সবাই রওনা দিয়েছে! আমাকে সবাই বলতেছে আমি নাকী রিয়াদ ভাইকে নেইনি! এইসব হাস্যকর কথা! মানুষের সাইলকোলজি এমন কেনও! আমি কিছু জানি না! তাও আমার দোষ দেওয়া হয়েছে!’

‘এই বিশ্বকাপই শেষ। এরপর একদিনও (অধিনায়কত্ব) করবো না। যে কারণে আমি এশিয়া কাপের আগে নিতে চাইনি। এরপরও এটা না। আমার কাছে মনে হয়েছে আমি হাসতে চাই, খেলতে চাই, পারফর্ম করতে চাই। এই একটা কারণে আমি করতে চাইনি। আর কোনো কারণ নেই। বেস্ট হয় যদি অধিনায়ক না থাকি। অধিনায়কত্ব কি আমার কোনো ভেল্যু এড করতেছে ক্যারিয়ারে এই স্টেজে এসে? আমি তো মনে করি না।’ যুক্ত করেন সাকিব।


সাকিব   অবসর   বিসিবি   তামিম   বিশ্বকাপ   অধিনায়ক   ওয়ানডে   এশিয়া কাপ   রিয়াদ  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপের পরই অধিনায়কত্ব ছাড়ছেন সাকিব

প্রকাশ: ০৮:৩০ এএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

তামিম ইকবালের নেতৃত্ব ছাড়ার ঘোষণার পর গত ১১ আগস্ট তৃতীয় দফায় বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক হন সাকিব আল হাসান। সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে ছিল এশিয়া কাপ ও বিশ্বকাপে নেতৃত্ব দিবেন সাকিব। এবার সাকিবও জানিয়ে দিলেন বিশ্বকাপের পরই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি।

সাকিবের নেতৃত্বে এশিয়া কাপ খেলে বাংলাদেশ। যদিও সেখানে ভারতের বিপক্ষে জয় ছাড়া উল্লেখযোগ্য কোনো অর্জন নেই টাইগারদের। তবে বিশ্বকাপে দারুণ কিছু করার স্বপ্নে বিভোর টাইগাররা আজ সেই সাকিবের নেতৃত্বেই উড়াল দিলেন ভারতে।

ভারতে যাওয়ার আগে দেশের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‌‘এই বিশ্বকাপই শেষ। এরপর একদিনও (অধিনায়কত্ব) করবো না। যে কারণে আমি এশিয়া কাপের আগে নিতে চাইনি। এরপরও এটা না। আমার কাছে মনে হয়েছে আমি হাসতে চাই, খেলতে চাই, পারফর্ম করতে চাই। এই একটা কারণে আমি করতে চাইনি। আর কোনে কারণ নেই। বেস্ট হয় যদি অধিনায়ক না থাকি। অধিনায়কত্ব কি আমার কোনো ভেল্যু এড করতেছে ক্যারিয়ারে এই স্টেজে এসে? আমি তো মনে করি না।’

ওই সাক্ষাৎকারে তামিমের প্রসঙ্গে সাকিব বলেন, ‘রোহিত শর্মা ৭ থেকে ওপেনিংয়ে এসে ১০ হাজার রান করে ফেলছে। তো আপনি ওপেনিং থেকে তিনে বা চারে খেললে সমস্যা কী? এটা আসলে বাচ্চা মানুষি। যে আমার ব্যাট, আমিই খেলবো।’



মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

তামিমের বিষয়ে এবার ব্যাখ্যা দেবেন সাকিব

প্রকাশ: ১০:০৯ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

বিশ্বকাপ খেলতে বুধবার (২৭ সেপ্টেম্বর) ভারতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। এরপরই বিশ্বকাপ দলে না থাকা ও এর সঙ্গে জড়িত বিষয়গুলো নিয়ে কথা বলেছেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তামিমের পর এবার আসছে সাকিব আল হাসানের ব্যাখ্যা। দেশের একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব, যা প্রকাশিত হবে বুধবার রাত ১১টায়।

তামিমের বিশ্বকাপ স্কোয়াডে না থাকা, মিডল অর্ডারে ব্যাট করতে বলা, দৃশ্যের বাইরে থেকে রিয়াদের হঠাৎ মঞ্চে প্রবেশ, বাংলাদেশ দলে এমন কী চলছে বিশ্বকাপের আগে অধিনায়কত্বই ছাড়তে চেয়েছিলেন সাকিব, বোর্ড সভাপতির সকল বিষয়ে উপস্থিতি, হাথুরুর কড়া মাস্টারি, কেমন আছে টিম টাইগার্স, কেমন আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল- এসব বিষয়ে কথা বলবেন সাকিব।

তামিম ইকবালকে নাকি ব্যাটিং অর্ডারের নিচের দিকে ব্যাট করার প্রস্তাব দিয়েছিল বিসিবি। কিন্তু দেশসেরা ওপেনার বিষয়টি মেনে নিতে পারেননি। তিনি এও বলেছেন, নোংরামির মধ্যে থাকতে চান না। ফেসবুক লাইভে এসে তামিম বলেন, ‘আমি এটা ভালোভাবে নেইনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি এটা পছন্দ করিনি। আমি বলেছি নোংরামির মধ্যে থাকতে চাই না, তাই রাগ করেই বলেছি বাদ দেন।’

তামিম যোগ করেন, ‘‘বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করে আমাকে বললো, ‘তুমি বিশ্বকাপে যাবা, কিন্তু তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। একটা কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না।’ আমি বলেছি, এখনও ১২/১৩ দিন সময় আছে। এই সময়ের মধ্যে তো আমি ভালো অবস্থায় থাকবো। তো কী কারণে খেলবো না? তখন বললো, ‘আচ্ছা তুমি যদি খেলো তাহলে আমরা পরিকল্পনা করছি, তুমি নিচের দিকে খেলবা।’’

তামিম বলেন, ‘স্বাভাবিকভাবে বুঝতে হবে আমি কোন মানসিকতা থেকে এসেছি। আমাকে যদি হুট করে এসব ধরণের কথা বলা হয়। আমার পক্ষে নেয়া আসলে সম্ভব না। আমি ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাট করেছি। আমি জীবনে কোনদিন তিন-চারে ব্যাটিং করিনি। আমি যদি তিন চারে ব্যাট করতাম তাহলে মানিয়ে নেয়ার মতো ছিল। আমার এরকম কোন অভিজ্ঞতা নেই।’


মন্তব্য করুন


বিজ্ঞাপন