১১৮
বছর! হ্যাঁ, সংখ্যাটা চমকে দেয়ার মতোই। ইতালিয়ান ক্লাব নাপোলির ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে সময় লাগলো ১১৮ বছর। ঘরের মাঠে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৩–০ ব্যবধানে উড়িয়ে
নাপোলি যে প্রথমবারের মতো
ইউরোপ সেরার প্রতিযোগিতায় শেষ আটে পৌঁছে গেছে। ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ আসরে এটাই ইতালিয়ান ক্লাবটির সেরা সাফল্য।
নাপোলির রাজপথে শিশু থেকে বৃদ্ধ-সকলেই যে উদযাপন করছেন সেটা নিশ্চিত। মঞ্চটা প্রথম লেগের পরই অনেকটা তৈরি ছিলো। প্রতিপক্ষের মাঠ থেকে ২-০ গোলে জিতে আসা নেপলসের ক্লাবটি বাকি আনুষ্ঠানিকতা সেরেছে নিজেদের মাঠে।
প্রথমার্ধের শেষ সময়ে নেপলসের নতুন তারকা ভিক্টর ওসিমেন স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের জোয়াড়ে ভাসান। বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। তাতে ইতিহাস গড়ার স্বাদ পেয়ে যান লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে ফ্রাঙ্কফুর্টের আশার সমাধিতে শেষ পেঁরেক ঠুকে দেন পিওতর জিয়েলিনস্কি। তাতে দুই লেগ মিলিয়ে ৫-০ অগ্রগামিতায় শেষ আটের টিকিট পায় ডিয়েগো ম্যারাডোনার উত্তরসূরীরা। সেই সাথে ২০০৬ সালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের শেষ আটে নাম লেখালো ইতালির তিনটি ক্লাব।
রেফারির শেষ বাঁশি বাজতেই খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ, ক্লাব সংশ্লিষ্ট থেকে খেলা দেখতে আসা ৫৪ হাজার দর্শক—আবেগের পারদ উঠেছিল চরমে। বাজাতেই যিনি যাঁকে সামনে পেয়েছেন, আলিঙ্গন করে অভিনন্দন জানিয়েছেন। অধিনায়ক জিওভানি ডি লরেনৎসো ও মিডফিল্ডার পিওতর জিয়েলিনস্কির দুই চোখ বেয়ে তো আনন্দাশ্রুও ধরে পড়ল।
নাপোলির ইতিহাসের দিন নীরবেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে গত আসরের রানার্সআপ লিভারপুল। অ্যানফিল্ডে নিজেদের ঘরের মাঠে প্রথম লেগে ২ গোলে এগিয়ে গিয়েও রিয়ালের কাছে ৫-২ ব্যবধানে উড়ে গিয়েছিল লিভারপুল। ফিরতি লেগে করিম বেনজেমার একমাত্র গোলে লিভারপুল হেরেছে ১-০ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে ৬-২ অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে কার্লো আনচেলত্তির দল।
চ্যাম্পিয়ন্স লিগ নাপোলি লিভারপুল রিয়াল মাদ্রিদ
মন্তব্য করুন
৩৬ বছর পর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া মেসিকে নিয়ে পিএসজির সাথে চুক্তি বিষয়ে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। বিশ্বকাপের পর থেকেই মেসির সাথে নতুন চুক্তি নিয়ে পিএসজির আলোচনা শুরু হয়। তিন মাস আলোচনা শেষেও কোনো সিদ্ধান্তে আসেনি পিএসজি।
ফরাসি গণমাধ্যম জানায়,মেসি তাঁর নিজের চাওয়ার বিষয়টি জানিয়েছেন ক্লাবকে। এখনও মেসিকে রাখা না রাখা নিয়ে নিশ্চিত নয় পিএসজি। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়, ৩৬ বয়সী এই খেলোয়ারকে দলে রাখতে এমবাপ্পের সমপরিমাণ টাকা দিতে রাজি নয় পিএসজি।
চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর নতুন করে পরিকল্পনা করছে পিএসজি। দলের পরিকল্পনা নিয়েও আপত্তি রয়েছে মেসির। পরিকল্পনার কেন্দ্রবিন্দু পুরোটাই কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। যা মানতে পারছেন না আর্জন্টাইন কিংবদন্তি। দলের সাথে অনেক বিষয় নিয়েই মেসির মতের ভিন্নতা দেখা দিয়েছে। মোট কথা, দলে নিজের অংশীদারিত্ব বাড়াতে চান মেসি। এখানেও মাঠের রাজা হয়ে থাকতে চান তিনি, যেমনটি ছিলেন তাঁর সাবেক ক্লাব ও আর্জেন্টিনা দলে।
গত মৌসুমে এমবাপ্পের রিয়ালে যাওয়ার গুঞ্জন উঠে। এতে বেতন বাড়িয়ে দেয় ফরাসী তারকার। আর্জেন্টিনাকে বিশ্বকাপে জয়ী করার পর মেসির বেতন বাড়াতে চাওয়ার কথা মোটেও অস্বাভাবিক কিছু নয়। আর্জেন্টাইন এই তারকা বেতন চান এমবাপ্পের সমান। এমবাপ্পের সমপরিমাণ বেতনতো দুরের কথা,আকাশচুম্বী বেতন দিতে চায় না ফরাসি ক্লাবটি। মেসির বেতন বাড়িয়ে উয়েফার আর্থিক সংগতি নীতিতে অভিযুক্ত হতে চায় না পিএসজি।
মন্তব্য করুন
ভুটানকে ৮-১ গোলে হারিয়ে শুরুটা দুর্দান্ত হলেও দ্বিতীয় ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি গোলাম রব্বানী ছোটনের দল। সাফ অনূর্ধ্ব- ১৭ চ্যাম্পিয়নশিপে বুধবার (২২ মার্চ) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শক্তিশালী রাশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারে বাংলাদেশের মেয়েরা। দারুণ এই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো ফিফার ২৬তম র্যাঙ্কিংয়ে থাকা রাশিয়া।
ম্যাচ শুরুর আগে রাশিয়ার বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন বাংলাদেশ দলের কোচ। জয়ের জন্য দলে নিয়ে আসেন দুটি পরিবর্তন। সুলতানা আক্তার ও পূজা দাসকে সরিয়ে নিয়ে আসা হয় আগের ম্যাচে জোড়া গোল করা থুইনু মারমা ও ডিফেন্ডার কানম আক্তারকে। ম্যাচে শুরু থেকেই চাপের মধ্যে ছিল বাংলাদেশের মেয়েরা। কারণটা খুবই স্পষ্ট। শারীরিক গঠন ও র্যাংকিংয়ে বাংলাদেশের থেকে অনেক এগিয়ে রাশিয়ার মেয়েরা। তাও সমানতালে লড়াই করেছে বাংলার মেয়েরা।
ম্যাচের পঞ্চম মিনিটেই বাংলাদেশকে হজম করতে হয়েছে প্রথম গোল। মাঝমাঠ থেকে ভাসিলিসা আভদিয়েঙ্কোর ক্রসে ডি-বক্সের ভিতরে বল পান এলেনা গোলিক। বাংলাদেশের দুই ডিফেন্ডারের মধ্য থেকে নিখুঁত শটে গোল তুলে নেন রাশিয়ার অধিনায়ক।
ম্যাচের ৪২তম মিনিটে গোল করে সমতায় আসার সুযোগ পায় বাংলাদেশ। তবে সুযোগটি কাজে লাগাতে পারেননি সুরভি আকন্দ প্রীতি। রাশিয়ার গোলরক্ষক উলিনা ওবিখোব ঝাঁপিয়ে পড়ে আটকে দেন প্রীতির জোরালো শট।
প্রথমার্ধের শেষ মূহুর্তে আবারও এলিনার গোলে ব্যবধান দ্বিগুণ করে রাশিয়া। শাকরোভার এসিস্টে ডান পায়ের শটে সঙ্গীতাকে বোকা বানিয়ে সহজেই বল জড়িয়ে দেন বাংলাদেশের জালে। দ্বিতীয়ার্ধে ধারালো আক্রমণ চালাতে থাকে বাংলাদেশ। সময়ের সাথে সাথে নিজেদের ছন্দে নিয়ে আসে বাংলার মেয়েরা। তবে ৬২ মিনিটে আনাসতাসিয়া কারাতায়েভার গোলে জয় সুনিশ্চিত করে রাশিয়া। শুক্রবার লিগ পর্বের ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ।
বাংলাদেশ রাশিয়া সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপ
মন্তব্য করুন
পায়ের চোট কাটিয়ে ওঠে আইপিএল দিয়ে মাঠে নামার কথা ছিল জনি বেয়ারস্টোরের। কিন্তু আসন্ন অ্যাশেজ সিরিজের কথা মাথায় রেখে আইপিএল থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। ফলে তাঁর বিকল্প খেলোয়ার খুঁজতে হবে পাঞ্জাব কিংসকে।
গত সেপ্টেম্বর গলফ খেলতে গিয়ে পায়ে চোট পাওয়ার কারণে দল থেকে ছিটকে পড়েন বেয়ারস্টো। খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপসহ দুটি টেস্ট সিরিজ। আইপিএল শুরুর ১০ দিন বাকি থাকতে বেয়ারস্টো ব্রিটিশ গণমাধ্যমকে জানান, এবার পাঞ্জাব কিংসের জার্সি গায়ে মাঠে দেখা যাবে না তাকে। জুনে ইংল্যান্ডে শুরু হওয়া অ্যাশেজ সিরিজের জন্য প্রস্তুতি নিতে চাওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাঞ্জাব কিংসকেও জানিয়ে দিয়েছেন তাঁর এই সিদ্ধান্তের কথা।
ইংল্যান্ড দলের সব সংস্করণেই নিয়মিত খেলেন বেয়ারস্টো। তবে টেস্ট ফরম্যাটে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাঁর। তাই ১৬ জুন শুরু হওয়া অ্যাশেজ সিরিজে দলকে কোনো ধরণের ঝুঁকিতে ফেলতে চান না তিনি। পুরোপুরি ফিট হয়ে অ্যাশেজ নিশ্চিত করার জন্যই এবারের আইপিএল-এ দেখা যাবে না ইংল্যান্ডের এই ক্রিকেট তারকাকে। তবে সব কিছু ঠিক থাকলে ১জুন শুরু হওয়া ইংল্যান্ড-আয়ারল্যান্ড টেস্টেও মাঠে দেখা যেতে পারে ডানহাতি এই ব্যাটসম্যানকে।
বেয়ারস্টোর আইপিএল না খেলার সিদ্ধান্তে বড় ধাক্কার সম্মুখীন হতে হয় শিখর দেওয়ানের দলকে। পাঞ্জাব কিংসকে খুঁজতে হবে পৌনে ৭ কোটি রুপি দিয়ে কেনা ইংলিশ তারকার বিকল্প। এবারের আইপিএল নিলামে যে সকল খেলোয়াড় দল পায় নি, তাদের থেকে নিতে হবে বেয়ারস্টোরের বিকল্প।
ইংল্যান্ড বেয়ারস্টো অ্যাশেজ পাঞ্জাব কিংস
মন্তব্য করুন
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বুধবার সিরিজ সামনে রেখে ১৪ সদস্যের এই দল ঘোষণা করে বিসিবি। ইংল্যান্ডের বিপক্ষে খেলা সবশেষ সিরিজের দল থেকে ৩টি পরিবর্তন এসেছে আইরিশদের বিপক্ষে সিরিজে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলি।
চোট কাটিয়ে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ হয়নি। বাদ দেয়া হয়েছে শেষ ওয়ানডে থেকেও। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়েছে তাকে।
ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ তে জেতা ঐতিহাসিক সিরিজের পরেই দলে এত পরিবর্তনের ব্যাখায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, ‘নতুনদের পরখ করে নিতেই এই পরিবর্তন। যারা এই সিরিজে বাদ পড়েছেন, তাদেরকেও পরিকল্পনায় রেখেই এই পরিবর্তন করা হয়েছে। আগামী বছরের বিশ্বকাপ সামনে রেখে পরীক্ষা-নীরিক্ষার অংশ এটি।’ এসময় সবশেষ বিপিএল ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম্যান্সের জন্য জাকের আলিকে সুযোগ দেয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক। আর দল ও টিম ম্যানেজমেন্টের চাহিদার জায়গা থেকেই প্রথমবার জাতীয় দলে ডাকা হয়েছে রিশাদ হোসেনকে।
বাংলাদেশের সবশেষ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছিলেন মিডলঅর্ডার ব্যাটসম্যান আফিফ হোসেন। সুযোগ পাননি আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে জায়গা হারিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটার। তার সাথে বাদ পড়েছেন রেজাউর রহমান রাজা, নুরুল হাসান সোহান ও ইংল্যান্ড সিরিজে অভিষেক হওয়া তানভির ইসলাম।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলী।
বাংলাদেশ আয়ারল্যান্ড টি-টোয়েন্টি আফিফ
মন্তব্য করুন
পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনায় অবস্থান করছেন দেশটির তারকা ফুটবলার লিওনেল মেসি। এমনিতেই আর্জেন্টিনাতে মেসির জনপ্রিয়তা আকাশচুম্বী। হাতেগোণা যে কয়েকজন কড়া সমালোচক ছিলেন, বিশ্বকাপ জয়ের পর তারাও নিজেদের ভোল পাল্টে স্রোতে গা ভাসিয়েছেন। বিশ্বকাপ জয় উদযাপনের অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনায় ফিরে, সেই খ্যাতির বিড়ম্বনার স্বাদ পেলেন লিওনেল মেসি। স্ত্রী-সন্তানদের নিয়ে রাতে ডিনার করতে গিয়ে ভক্ত সমর্থকদের চাপে খাবারও শেষ করতে পারেন নি এই তারকা।
দলের সাথে অনুশীলন শেষে বুয়েনস এইরেসের পালের্মোয় ডন হুলিও রেস্তোরাঁয় স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে গিয়েছিলেন মেসি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, মেসির খেতে যাওয়ার খবর চাউর হতেই রেস্তোরাঁর আশপাশে ভিড় জমে যায় ভক্তদের। মানুষের চাপে রেস্তোরার সামনের রাস্তায়ও চলাচল বন্ধ হয়ে যায়। প্রিয় তারকাকে এক নজর দেখতে মুহুর্তেই জড়ো হয়ে যায় কয়েক হাজার মানুষ। সে সময় মেসির সম্মানে রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়েই ‘মুচাচোস’ গান গেয়েছেন আর্জেন্টাইন ভক্তরা। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে এই গান গেয়েছেন আর্জেন্টিনার ভক্তরা।
জনতার ভিড়ে মেসি তাঁর পরিবার নিয়ে শান্তিতে খাওয়াটাও শেষ করতে পারেননি। তার আগেই উঠে বের হয়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, মেসি পরিবার নিয়ে বের হওয়ার সময় তাঁকে ছেঁকে ধরেছিলেন ভক্তরা। পরিস্থিতি মোকাবেলায় রেস্তোরাঁর গেটের চারপাশে ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। পরে পরিবার নিয়ে জনতার চাপের মধ্যেও হাসিমুখে গাড়িতে উঠেছেন এলএমটেন।
আর্জেন্টিনা পানামা প্রীতি ম্যাচ মেসি
মন্তব্য করুন
ভুটানকে ৮-১ গোলে হারিয়ে শুরুটা দুর্দান্ত হলেও দ্বিতীয় ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি গোলাম রব্বানী ছোটনের দল। সাফ অনূর্ধ্ব- ১৭ চ্যাম্পিয়নশিপে বুধবার (২২ মার্চ) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শক্তিশালী রাশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারে বাংলাদেশের মেয়েরা। দারুণ এই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো ফিফার ২৬তম র্যাঙ্কিংয়ে থাকা রাশিয়া।
পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনায় অবস্থান করছেন দেশটির তারকা ফুটবলার লিওনেল মেসি। এমনিতেই আর্জেন্টিনাতে মেসির জনপ্রিয়তা আকাশচুম্বী। হাতেগোণা যে কয়েকজন কড়া সমালোচক ছিলেন, বিশ্বকাপ জয়ের পর তারাও নিজেদের ভোল পাল্টে স্রোতে গা ভাসিয়েছেন। বিশ্বকাপ জয় উদযাপনের অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনায় ফিরে, সেই খ্যাতির বিড়ম্বনার স্বাদ পেলেন লিওনেল মেসি। স্ত্রী-সন্তানদের নিয়ে রাতে ডিনার করতে গিয়ে ভক্ত সমর্থকদের চাপে খাবারও শেষ করতে পারেন নি এই তারকা।