তামিম ইকবালকে বিশ্বকাপ দলে নেওয়া হলো না। এরপর নাফিস ইকবাল নিউজিল্যান্ডের
সঙ্গে সিরিজ চলাকালীন অবস্থায় ডাগআউট থেকে তিনি বের হয়ে যান। ধারণা করা হয়েছিল তামিমকে
দলে না নেওয়ায় তিনিও চলে যান।
যদিও পরে নাফিস জানিয়েছিলেন, পদত্যাগ করেননি তিনি। তাঁকে বিসিবির পক্ষ থেকেই
টিম ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
যার ফলে বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে যাওয়ার সুযোগ হয়নি নাফিসের। তবে
বিশ্বকাপ শেষে আবারও নাটকীয়তা। নাফিসকে আবারও পুরোনো দায়িত্ব ফিরিয়ে দিয়েছে বিসিবি।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে আবারও কাজ শুরু করছেন নাফিস।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোর মাঠে ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনে কাজ করতে
দেখা যায় তাকে। পরে নতুন করে দায়িত্ব পাওয়ার বিষয়টি তিনি স্বীকার করে জানিয়েছেন, বিসিবি
নতুন করে আমাকে নিয়োগ দিয়েছে। কাজ শুরু করেছি।
ম্যানেজার জাতীয় ক্রিকেট দল বিসিবি
মন্তব্য করুন
ক্রিকেটে অনেক ধরনের আউট আছে। সচরাচর যে আউটগুলো হয় সেই আউটগুলো সম্পর্কেই
সবাই জানে। কিন্তু, কিছু আউট খুবই বিরল। এগুলো মাঠে সচরাচর দেখা যায় না। যেমন বিশ্বকাপে
সাকিব ম্যাথুউজকে টাইম আউট করেছিলেন। এবার মিরপুরের মাঠে মুশফিক হলেন হ্যান্ডলড দ্যা
বল আউট।
মুশি নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হলেন হাত দিয়ে বল আটকে। কাইল জেমিসনের
বল সলিড ডিফেন্স করেছিলেন মুশফিক। এরপর অহেতুক বলটি ডান হাত দিয়ে ধরে ফেলেন অভিজ্ঞ
এই ক্রিকেটার।
নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা এতে ‘হ্যান্ডলড দ্য বল’ আউটের আবেদন করেন। তৃতীয়
আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন।
এর ফলে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ‘হ্যান্ডলড
দ্যা বল’ আউট হলেন মুশফিক। যদিও তার আগে এমন বিচিত্র আউট হয়েছিলেন আরও অনেকেই। সেখানে
মুশফিক আন্তর্জাতিক ক্রিকেটে ১১তম এবং টেস্টে ৮ম ব্যাটসম্যান হিসেবে ‘হ্যান্ডলড দ্যা
বল’ আউট হলেন।
ক্রিকেট মুশফিক হ্যান্ডেলড দ্যা বল টেস্ট বাংলাদেশ-নিউজিল্যান্ড মিরপুর
মন্তব্য করুন
নিম্নচাপের কারণে বৃষ্টির ঘণঘটা ঢাকার আকাশে। এই আবহাওয়ায় টস জিতে ব্যাটিং নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু, ইনিংসের শুরু থেকেই কিউই বোলারদের দারুণ বোলিংয়ে চাপে পড়ে গেছে বাংলাদেশের বোলাররা।
আর কিউই বোলারদের এই চাপে পিষ্ট হয়ে প্রথম এক ঘণ্টার মধ্যেই ৪টি উইকেটের পতন হয় বাংলাদেশ শিবিরে। একে একে ফিরে গেছেন জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত।
ষষ্ঠ ওভারেই স্পিনার নিয়ে আসে নিউজিল্যান্ড। তবে কিউইরা প্রথম উইকেটের দেখা পায় ইনিংসের ১১তম ওভারে। মিচেল স্যান্টনারের তৃতীয় বলে তুলে মারতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন জাকির। জাকির ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। পরের ওভারে এজাজ প্যাটেলের শিকার আরেক ওপেনার মাহমুদুল। ১৪ রানে আউট হন তিনি।
পানি পানের বিরতির পর প্যাটেলের দ্বিতীয় শিকারে পরিণত হন মমিনুল। উইকেটের পিছনে থাকা টম ব্লান্ডেলের হাতে ক্যাচ দেন মমিনুল।
উইকেটের পতন ঠেকাতে পারেননি শান্তও। তার বিপক্ষে স্যান্টনারের এলবিডাব্লুউয়ের আবেদন নাকোচ করে দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে সফল হয় নিউজিল্যান্ড। ৪৭ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা।
সেখান থেকে এখন দলকে টানছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন দিপু। মধ্যাহ্নভোজের বিরতির সময় এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ২৮ ওভারে করেছে ৮০ রান।
মন্তব্য করুন
২০২২-২৩ কর বছরের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীতদের তালিকা গেজেট আকারে
প্রকাশ করেছে রাজস্ব বোর্ড। সেরা করদাতা হয়েছেন ১৪১ ব্যক্তি, কোম্পানি ও প্রতিষ্ঠান।
সেরা করদাতা হিসেবে তাদের ‘ট্যাক্স কার্ড’ দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব নুসরাত জাহান নিসুর সই করা
গেজেটে জানানো হয়, ৭৬ ব্যক্তি, ৫৪ কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে ১১টিসহ মোট ১৪১টি
ট্যাক্স কার্ড দেওয়া হবে।
তালিকায় দেখা যায়, খেলোয়াড়দের মধ্যে সেরা করদাতা হয়েছেন বাংলাদেশ ক্রিকেট
দলের সাকিব আল হাসান, মোহাম্মদ মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল খান।
অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে সেরা করদাতা হয়েছেন মাহফুজ আহমেদ, ফরিদা আকতার
ববিতা ও মো. সিয়াম আহমেদ। এছাড়া গায়ক-গায়িকাদের মধ্যে সেরা হয়েছেন তাহসান রহমান খান,
এস ডি রুবেল ও মমতাজ বেগম।
এদিকে ব্যবসায়ী ক্যাটাগরিতে ফের সেরা করদাতা হয়েছেন মো. কাউছ মিয়া। তিনি
হাকিমপুরী জর্দার স্বত্বাধিকারী।
গেজেটে এবার বিশেষ শ্রেণিভুক্ত করা হয়েছে ‘সিনিয়র সিটিজেন’। এ ক্যাটাগরিতে
ট্যাক্স কার্ড পাচ্ছেন পাঁচজন। তারা হলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর
গাজী, খাজা তাজমহল, ডা. মোস্তাফিজুর রহমান, ফজলুর রহমান ও আব্দুল মুক্তাদির।
কর রাজস্ব বোর্ড মাহমুদউল্লাহ তামিম সাকিব ক্রিকেট
মন্তব্য করুন
মেসি পৃথিবীর যে দেশেই যান সেখানেই ফুটবল প্রেমীদের আনন্দ-উন্মাদনার শেষ
থাকে না। মেসি যেন এক আনন্দের উপলক্ষ্য। ফুটবল বিশ্বের জীবন্ত কিংবদন্তী হয়ে ওঠা মেসি
ক্লাব পরিবর্তন করলে সেই ক্লাবের সমর্থক সংখ্যা মূহুর্তে মিলিয়ন হয়ে যায়। এক কম জনপ্রিয়
ক্লাবও রাতারাতি পরিণত হয় জনপ্রিয় ক্লাবে।
এই যেমন ধরা যাক আমেরিকার ইন্টার মিয়ামি ক্লাবকে কয়জন চিনতো? কিন্তু, এই
ক্লাবে যোগ দেওয়া মাত্রই মিয়ামির সমর্থক গোষ্ঠী রাতারাতি ভারি হতে থাকে। যুক্তরাষ্ট্রে
শুরু হয় মেসি উন্মাদনা।
এমনকি কিছুদিন আগেও যে মেজর লিগ সকারকে (এসএলএস) কেউ চিনত না, সে এসএলএসকে
বিশ্ববাসী এখন চেনে মেসির কল্যাণে। সাধারণ ফুটবল প্রেমীতো বটেই হলিউড তারকাসহ বিভিন্ন
সেক্টরের বড় বড় তারকারাও দল বেঁধে মাঠে এসে মেসির খেলা উপভোগ করেন।
কয়েক মাসেই আমেরিকার ফুটবলে দারুণ পরিবর্তন আনেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন
তারকা। এবার এটার স্বীকৃতিও মিললো। চলতি বছর বিখ্যাত মার্কিন ম্যাগাজিন টাইমের বর্ষসেরা
অ্যাথলেট নির্বাচিত হয়েছেন ৩৬ বছর বয়সী মেসি।
জুলাই মাসে মেসি যোগ দিলে ইন্টার মিয়ামির ভাগ্য পাল্টাতে শুরু করে। পয়েন্ট
টেবিলের তলানিতে থাকা ইন্টার মিয়ামিকে প্রথমবারের মতো শিরোপার স্বাদ দেন মেসি। পাশাপাশি
ইন্টার মিয়ামির ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের’পুরস্কারও জেতেন তিনি।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) মেসিকে ২০২৩ সালের অ্যাথলেট অব দ্য ইয়ার ঘোষণা করেছে
টাইম। জাতীয় দল ও ক্লাব ফুটবলে সাফল্য তাকে এই নতুন স্বীকৃতি এনে দিয়েছে।
এর আগে গত অক্টোবরে রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি অর জেতেন মেসি। দীর্ঘ
৩৬ বছর পর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ায় তাকে এই মর্যাদাপূর্ণ
পুরস্কার দেওয়া হয়।
মেসি মিয়ামি আমেরিকা বিশ্বকাপ ফুটবল আর্জেন্টিনা
মন্তব্য করুন
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হচ্ছে। মেঘলা আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে ১৫০ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকেরা।
দ্বিতীয় টেস্টে একাদশ অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ। অফ স্পিনার নাঈম হাসান
চোট পেলেও ব্যাপারটা গুরুতর কিছু না হওয়ায় তাকে একাদশে রাখা হয়েছে। শেরেবাংলা স্টেডিয়ামের
উইকেট স্পিনবান্ধব হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও এ বছর শেরেবাংলা স্টেডিয়ামে আফগানিস্তান
ও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে মোট ২১ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা। আবহাওয়া
মেঘলা হওয়ায় টসটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ একাদশঃ
মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশঃ
টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার, এজাজ প্যাটেল।
বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট ক্রিকেট বিসিবি মিরপুর
মন্তব্য করুন