ইনসাইড গ্রাউন্ড

ওয়াহাব রিয়াজের দায়িত্বে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা

প্রকাশ: ০৬:০৬ পিএম, ২১ নভেম্বর, ২০২৩


Thumbnail

বিশ্বকাপের দামামা শেষ। আবারও ফিরছে আন্তর্জাতিক টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ। তারই ধারাবাহিকতায় শীঘ্রই শুরু হবে ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়ন অজিদের বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সিরিজটি আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২০২৪ সালের ৭ জানুয়ারি পর্যন্ত।

চলতি মাসেই পাক ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন সাবেক ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ। তার দায়িত্বে এটি প্রথম দেওয়া দল। শান মাসুদের নেতৃত্বে এই সিরিজে খেলবে পাকিস্তান দল। প্রথমবারের জন্য পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি।

পাকিস্তানের স্কোয়াডঃ

শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফহিম আশরাফ, হাসান আলি, ইমাম-উল-হক, খুররাম শাহজাদ, মির হামজা, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মহম্মদ ওয়াসিম জুনিয়র, নোমান আলি, সাইম আয়ুব, সালমান আলি আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সাউদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি।


টেস্ট   পাকিস্তান-অস্ট্রেলিয়া   পিসিবি   ক্রিকেট  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

নারী সাফ চ্যাম্পিয়নশিপ কি এবার বাংলাদেশে?

প্রকাশ: ০৪:৫৯ পিএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

সর্বশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল নেপালে। সেই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার আগামী অর্থাৎ, ২০২৪ সালের অক্টোবরে নারী সাফ চ্যাম্পিয়নশিপ হবে তা পূর্ব নির্ধারিত। তবে ঠিক কবে ও কোথায় হবে দক্ষিণ এশিয়ার নারীদের সবচেয়ে বড় এই ফুটবল টুর্নামেন্ট তা চূড়ান্ত হয়নি। এবারের টুর্নামেন্টের আয়োজক দেশ হতে চায় বাংলাদেশ। এছাড়া নেপাল ও ভুটানও আয়োজক হতে আবেদন করেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত সাফের কম্পিটিশন কমিটির সভায় ক্লাব চ্যাম্পিয়নশিপের পাশাপাশি নারী সাফের ভেন্যু নিয়েও আলোচনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাফ গুরুত্ব দেবে টুর্নামেন্টের মার্কেটিং এজেন্ট ‘স্পোর্টস ফাইভ’-এর মতামত।

সভা শেষে সাফ-এর সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, ‘তিনটি দেশের আবেদন নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা মার্কেটিং এজেন্টের মতামতের জন্য পাঠিয়েছি। তারা যেখানে বেশি প্রচার- প্রচারণা পাবে মনে করবে সেখানেই আয়োজন করবো আমরা। সহসাই আয়োজক দেশ চূড়ান্ত করা হবে।

বাফুফের সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ‘আগামী সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশেই হবে। নেপাল ও ভুটান করবে না।’

এ বিষয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘এ বিষয়ে কোনো দেশ এখনো কিছু বলেনি। কোনো দেশ পিছুটানও দেয়নি। এখনো তিন দেশই আছে আয়োজক হওয়ার দাবিদার। দেখা যাক আমাদের মার্কেটিং এজেন্ট কি মতামত দেয়।’

২০২২ সালের সেপ্টেম্বরে সর্বশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল নেপাল। ভুটানের অবকাঠামো এবং দর্শক বিবেচনায় পাহাড়ী দেশটির কথা বিবেচনায় নাও আনতে পারে মার্কেটিং এজেন্ট। তাই পরের সাফের আয়োজক হিসেবে বাংলাদেশের সম্ভাবনাই উজ্জ্বল।

 


সাফ চ্যাম্পিয়নশিপ   বাংলাদেশ নারী ফুটবল দল   ফুটবল   বাফুফে  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

নাসুমকে চড় মারা প্রসঙ্গে রেগে আগুন হাথুরু

প্রকাশ: ০৪:৪৬ পিএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে টাইগার স্পিনার নাসুম আহমেদকে চড় মেরেছিলেন এই আলোচনা এখন ক্রিকেট মহলে। তাইতো হাথুরুকে পেয়ে এই প্রশ্ন করতে ভুল হলো না।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলন শেষে হাসিমুখেই বেরিয়ে মাঠের দিকে যাচ্ছিলেন তিনি। জবাবে ক্ষোভে ফুঁসে ওঠা হাথুরুসিংহের প্রথম জবাব ছিল, ‘আর ইউ ম্যাড?’ এর পরই কথার ফাঁকে ফাঁকে টানা চলতে থাকে খিস্তি-খেউরও।

সেদিন তাহলে কী ঘটেছিল? এবার বাংলাদেশ দলের হেড কোচের জবাব, ‘আমি জানলেই না বলব যে কী ঘটেছিল!’ নিউজিল্যান্ড ম্যাচের সময় উপস্থিতদের কাছ থেকে সত্যিটা জেনে নেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দিলেন তিনি, ‘যারা সেদিন ওখানে উপস্থিত ছিল, তাদের কাছেই জিজ্ঞেস করে দেখুন না। বুলশিট।’

তবে ক্ষণিকের মধ্যেই মুখাবয়ব বদলে গেল চন্দিকা হাতুরাসিংহের। শক্ত হয়ে গেল চোয়াল। মুখ থেকে অবিরাম ছুটতে থাকল ‘রাবিশ’ ও ‘বুলশিট’ ধরনের শব্দগুলো।

স্পর্শকাতর বিষয়ে তেলে-বেগুনে জ্বলে ওঠা এই শ্রীলঙ্কান কোচ বলছিলেন, ‘যারা আমাকে একটু হলেও জানে, তারা জানে যে এ রকম কিছু করার মতো লোক আমি কিছুতেই নই।’

বাংলাদেশের গণমাধ্যমেরও সমালোচনা করেন হাথুরু। তিনি বলেন, ‘আপনাদের মিডিয়ার মান খুবই নিম্ন পর্যায়ের।’

সত্য বা মিথ্যা যা-ই হোক, চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ চলাকালীন নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ হাতুরাসিংহের বিরুদ্ধে। তা নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। অভিযোগ ওঠার পর এ বিষয়ে তাঁর কোনো বক্তব্যও এত দিন পাওয়া যাচ্ছিল না। 


চড়   নাসুম   হাথুরু   বিশ্বকাপ ক্রিকেট  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

রোহিতকে অধিনায়ক বানাতে কার ভূমিকা ছিল?

প্রকাশ: ০৪:১৫ পিএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

অনেকেই মনে করেন প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভের কারণেই ভিরাটকে সরিয়ে রোহিত শর্মাকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু সৌরভ নিজেই জানালেন যে, এমন কোনও ভাবনা তার মাথায় ছিল না।

ভারতীয় দলের নেতৃত্ব থেকে ভিরাট কোহলিকে সরিয়ে দেওয়ার কোনও ভাবনা তার ছিল না বলেই জানালেন সৌরভ গাঙ্গুলী।

ভিরাট টি-টোয়েন্টি নেতৃত্ব ছেড়েছিলেন ২০২১ সালে। সেই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। পরে এক দিনের ক্রিকেটের নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট সিরিজ় হারের পর লাল বলের ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে গিয়েছিলেন কোহলি।

এ বিষয়ে সৌরভ বলেন, ‘বহু বার বলেছি যে, আমি ভিরাটকে নেতৃত্ব থেকে সরাইনি। ভিরাট টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে চাইছিল না। তাই ও টি-টোয়েন্টি নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর, আমি বলেছিলাম এক দিনের ক্রিকেটের নেতৃত্ব থেকেও সরে যেতে। সেক্ষেত্রে সাদা বলে একজন নতুন অধিনায়ক হবে।’

রোহিতকে অধিনায়ক করার পেছনে সৌরভের ভূমিকা রয়েছে বলে জানা যায়। রোহিতকে অধিনায়ক করার ব্যাপারে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘রোহিতকে আমিই জোর করেছিলাম অধিনায়ক হওয়ার জন্য। ও ভারতকে তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত ছিল না। সেটার ক্ষেত্রে আমার সামান্য ভূমিকা থাকতে পারে। তবে দিনের শেষে ক্রিকেটারদের মাঠে নেমে সফল হতে হয়। আমাকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট করা হয়েছিল দেশের ক্রিকেটের উন্নতি করার জন্য। আমি সেই চেষ্টা করেছি।’


সৌরভ গাঙ্গুলি   রোহিত শর্মা   অধিনায়ক   ভারতীয় ক্রিকেট বোর্ড  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

সাকিবের পর শান্তর মাঝেই নেতৃত্বগুণ দেখছেন হাথুরু

প্রকাশ: ০৪:০৯ পিএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

নিয়মমিত অধিনায়ক তামিমের পর বিশ্বকাপে সাকিবকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল। সাকিব আগেই জানিয়েছিলেন তিনি শুধু বিশ্বকাপেই দায়িত্ব পালন করবেন। এরপর দায়িত্ব ছাড়বেন। সহ-অধিনায়ক লিটন দাসও অধিনায়কত্বের দায়িত্ব নিতে চাইছেন না। উপায় না পেয়ে বিসিবি দ্বারস্থ হলেন শান্তর। আর শান্ত তার অধিনায়কত্বের অভিষেকেই গড়লেন রেকর্ড। প্রথম ম্যাচেই এলো জয়।

যদিও বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং বিশ্বকাপেও সাকিব আল হাসানের অনুপস্থিতিতে তিনটি ম্যাচে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা অর্জন করেছিলেন তিনি।

কিন্তু অধিনায়ক হিসেবে শান্ত কতটা পরিণত হতে পারবেন, সেটা না হয় ভবিষ্যতই বলবে। তবে কতটা পরিপক্ক, তা সিলেট টেস্টেই দেখিযে দিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে যেভাবে দলকে পরিচালনা করেছেন এবং যেভাবে পারফর্মার হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তা সবাইকেই বিস্মিত করে দিয়েছেন। এই এক টেস্ট দিয়েই শান্তর মধ্যে ভবিষ্যতে লম্বা সময়ের জন্য নেতৃত্বের সম্ভাবনা দেখতে পাচ্ছেন অনেকেই।

বিশেষ করে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনিতো শান্তর নেতৃত্বে যারপরনাই মুগ্ধ, অভিভূত। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উচ্ছ্বসিত প্রশংসা করলেন কোচ।

হাথুরুসিংহের মতে, অধিনায়কত্ব এবং নেতৃত্ব দুটি আলাদা বিষয়। দুটি বিষয়েই দারুণ পারফরম্যান্স করেছেন শান্ত। হাথুরু বলেন, ‘অধিনায়কত্ব আর নেতৃত্ব দুটো কিন্তু আলাদা বিষয়। অধিনায়কত্বটা সে দারুণ করেছে। ট্যাকটিক্যালি ম্যাচে সে সবসময় একধাপ এগিয়ে ছিল। অসাধারণ ফিল্ডিং সাজিয়েছিলো। কখনো সেটা ছিল আনঅর্থোডক্স; কিন্তু বেশ সফল ছিল।’

আর লিডারশিপ বা নেতৃত্ব সম্পর্কে হাথুরু বলেন, ‘নেতৃত্বের দিক থেকেও বেশ চমৎকার ছিল (শান্ত)। দুর্দান্ত পারফরম্যান্সে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে। সম্মানের সঙ্গে (সতীর্থদের) আদেশ দিয়েছে এবং সে হিসেবে তাদের কাছ থেকে মানসম্পন্ন পারফরম্যান্স আশাও করতে পেরেছিলো। বিষয়টা বেশ ভালো, আমার মনে হয় তার সামনে লম্বা একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। সে অধিনায়ক থাকবে কি না, সে বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে। তবে তাকে আমি অধিনায়কত্বের জোর দাবিদার হিসেবেই দেখছি।’


অধিনায়ক   শান্ত   হাথুরুসিংহে   বিসিবি   ক্রিকেট   বাংলাদেশ ক্রিকেট  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

নাসুমকে চট্টগ্রাম থেকে উড়িয়ে আনলো তদন্ত কমিটি

প্রকাশ: ০৩:৩৫ পিএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

বিশ্বকাপে ব্যর্থতায় পর্যবেশিত হয়েছিল বাংলাদেশ দল। এই ব্যর্থতায় দেশের ক্রিকেটাঙ্গনে এক অস্থির পরিবেশ তৈরি হয়েছিল। ক্রিকেটারদের পারফর্মেন্সে চলে এসেছিল অনেক ভক্তের অনাস্থা। বিশ্বকাপে ভরাডুবির কারণ খুঁজতে গঠিত হয়েছে তদন্ত কমিটি। এই কমিটি প্রত্যেক খেলোয়াড় ও কোচিং স্টাফদের কাছ থেকে জানবেন ও তাদের মতামত নেবেন। এরই আওতায় নাসুমকে চট্টগ্রাম থেকে উড়িয়ে আনা হয়েছিল।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) জন্য চট্টগ্রামে ছিলেন নাসুম আহমেদ। সেখান থেকে তাকে উড়িয়ে এনেছে বিশ্বকাপ ব্যর্থতায় গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তদন্ত কমিটি।

গতকাল সোমবার (৪ ডিসেম্বর) বিসিবির গুলশান অফিসে নাসুমকে ডাকে এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বে তিন সদস্যের কমিটি। বাকি দুই সদস্য হলেন বিসিবি পরিচালক আকরাম খান ও মাহবুব আনাম।

বিশ্বকাপ ব্যর্থতার পাশাপাশি নাসুমের গায়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের গায়ে হাত তোলা নিয়ে দেশের ক্রিকেটে চলছে নানা আলোচনা-সমালোচনা। তার কাছে এই বিষয়ের সত্যতাসহ বিস্তারিত জানতে চেয়েছে তদন্ত কমিটি।

তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিয়ে নাসুম আবার উড়াল দেন চট্টগ্রামে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, নির্বাচক হাবিবুল বাশার সুমনকে নিয়ে তদন্তের শুরু করেছিল কমিটি। একই দিন লিটন দাস-মোস্তাফিজুর রহমানও নিজেদের অবস্থান ব্যাখ্যা দেন।

এদিকে নিউজিল্যান্ড সিরিজ চলার কারণে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমদের ডাকছেন না তারা। সাকিব আল হাসানও আছেন নির্বাচনী ব্যস্ততায়। এখনো ডাকা হয়নি হাথুরুসিংহেকে। নিউ জিল্যান্ড সিরিজ শেষেই দল আবার উড়াল দেবে নিউ জিল্যান্ডে। এর মধ্যে সম্ভব হয় কি-না সেটা সময় বলে দেবে।


ক্রিকেট   তদন্ত কমিটি   বিসিবি   নাসুম   বিশ্বকাপ ক্রিকেট  


মন্তব্য করুন


বিজ্ঞাপন