অর্থ পাচারের
সঙ্গে জড়িতের অভিযোগে প্যারাডাইস ও পানামা পেপারসে নাম আসা বিভিন্ন বাংলাদেশি নাগরিক ও প্রতিষ্ঠানের বিষয়ে
অনুসন্ধান শুরু করেছে ক্রিমিনাল
ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
সোমবার
(২৫ সেপ্টেম্বর) হাইকোর্টকে এ কথা জানিয়েছে
দুর্নীতি দমন কমিশন (দুদক)
এর আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম
খান।
তিনি
বলেন, মানি লন্ডারিংয়ের সংক্রান্ত
নথি সিআইডির কাছে পাঠানো হয়েছে।
এ নিয়ে ছয়টি যৌথ
অুনসন্ধান টিম এই কাজ
করছে।
এর আগে গত ২৬
জানুয়ারি পানামা ও প্যারাডাইস পেপারস
কেলেঙ্কারিতে নাম আসা ৬৯
ব্যক্তি-প্রতিষ্ঠানের তালিকা হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম
তালুকদার ও বিচারপতি মো.
মোস্তাফিজুর রহমানের বেঞ্চে দাখিল করা হয়। এর
মধ্যে পানামা পেপারসে ৪৩ ও প্যারাডাইস
পেপারসে ২৬ জনের নাম
রয়েছে।
এর আগে গত বছর
৪৩ ব্যক্তি–ও প্রতিষ্ঠানের তালিকা
দিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ওই
তালিকার ওপর শুনানি করে
পানামা ও প্যারাডাইস পেপারসে
নাম আসা অর্থ পাচারকারীদের
বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া
হয়েছে, তা জানাতে গত
৬ ডিসেম্বর নির্দেশ দেন হাইকোর্ট।
পানামা
পেপারসে ৪৩ জন
পানামা
পেপারসে নাম আসাদের মধ্যে
কাজী জাফরুল্লাহ পরিবারের সদস্যরা ছাড়াও রয়েছেন–ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্সের ক্যাপ্টেন
সোহাইল হোসাইন, স্পার্ক লিমিটেডের চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম, বাংলা ট্র্যাক লি. এর আমিনুল
হক, নাজিম আসাদুল হক ও তারিক
ইকরামুল হক, বিএপিআই–এর
সাবেক সভাপতি ড. এ এম
এম খান, মমিন টি
এর পরিচালক আজমত মঈন, সি
পার্লের চেয়ারম্যান ড. সৈয়দ সিরাজুল
হক, ইউনাইটেডে গ্রুপের হাসান মাহমুদ রেজা, খন্দকার মঈনুল আহসান শামীম, আহমেদ ইসমাইল হোসেন, আখতার মাহমুদ ও এফএফ জোবায়দুল
হক, সিক্স সিজনসের দিলীপ কুমার মোদী, অনন্ত গ্রুপের শরীফ জহির, মার্কেন্টাইল
করপোরেশনের আজীজ খান, তার
স্ত্রী আঞ্জুমান আজীজ খান, মেয়ে
আয়েশা আজীজ খন, ভাই
জাফের উমায়েদ খান ও ভাগনে
ফয়সাল করিম খান, সেতু
করপোরেশনের মাহতাব উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী
উম্মে রাব্বানা, ক্যাপ্টেন এম এ জাইল,
এফএম জোবায়দুল হক, সালমা হক,
খাজা শাহাদাৎ উল্লাহ, মীর্জা এম ইয়াহিয়া, সৈয়দা
সামিনা মীর্জা, আমিনুল হক, তারেক একরামুল
হক, জাহিদুল ইসলাম, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ ফয়সল করিম খান,
নজরুল ইমলাম, সৈয়দ সিরাজুল হক,
জুলফিকার হায়দার এবং বিবিটিএল।
প্যারাডাইস
পেপারস
প্যারাডাইস
পেপারসে মিন্টু পরিবারের ৫ সদস্য ছাড়াও
রয়েছে–মেঘনাঘাট পাওয়ার লি. এর ফয়সাল
চৌধুরী, ওয়াই ফরিদা মোগল,
শহীদ উল্লাহ, সামির আহমেদ, সেভেন সিজ অ্যসেটস লি.
, সোয়েন ইনভেস্টমেন্টস লি. , ব্রামার অ্যান্ড পার্টনার্স লি. , ইউনোকল বাংলাদেশ লি. , ইউনোকল বাংলাদেশ এক্সপ্লোরেশন লি. , ইউনোকল শাহবাজপুর পাওয়ার লি. , ইউনোকল শাহবাজপুর পাইপলাইন লি. , ইউনোকল বাংলাদেশ ব্লক সেভেন লি.
, ইউনোকল শাহবাজপুর লি. , ইউনোকল বাংলাদেশ ব্লক ফাইভ লি.
, ইউনোকল বাংলাদেশ ব্লক টেন লি.
, এনএফএম এনার্জি পিটিই লি. , বারলিংটন রিসোর্সেস বাংলাদেশ লি. , ইউনোকল বাংলাদেশ ব্লকস থারটিন অ্যান্ড ফরটিন লি. , ইউনোকল বাংলাদেশ ব্লক টুয়েলভ লি.
, ফ্রন্টিয়ার বাংলাদেশ (বারমুডা) লি. এবং টেরা
বাংলাদেশ ফান্ড লি.।
প্যারাডাইস পেপারস পানামা পেপারস অনুসন্ধান সিআইডি
মন্তব্য করুন
মন্তব্য করুন
বিএনপি আতাউর রহমান অগ্নিসংযোগ ভাঙচুর
মন্তব্য করুন
মন্তব্য করুন
পাকিস্তানি নাগরিক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়
মন্তব্য করুন
মিরপুর বাসে আগুন স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
মন্তব্য করুন
৩০ বছর আগে স্বামী ও তার বন্ধুর সহযোগিতায় মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সুবিধপুর গ্রামের দেহবধূ রেজিয়া খাতুনকে (৫৫) বিক্রি করে দেয়া হয়েছিল ভারতের কাশ্মীরের একটি পতিতালয়। পরিবারের সদস্যরা ভেবে নিয়েছিলেন রেজিয়া খাতুন মারা গেছে। হঠাৎ ফিরে আসায় তাকে দেখতে ভিড় জমিয়েছেন আশেপাশের কয়েক গ্রামের মানুষ।