রাষ্ট্রপতি সংলাপ বিএনপি আওয়ামী লীগ তারেক রহমান খালেদা জিয়া
মন্তব্য করুন
তারেক জিয়া বিএনপি খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতাল এক দফা আন্দোলন ২১ আগস্ট গ্রেনেড হামলা
মন্তব্য করুন
মির্জা ফখরুল মেয়র তাপস ইশরাক হোসেন
মন্তব্য করুন
সিসিইউ খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতাল
মন্তব্য করুন
শনিবার
(২৩ সেপ্টেম্বর) দেশে ফিরবেন সড়ক পরিবহন
ও সেতু মন্ত্রী এবং
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সিঙ্গাপুরের
মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে আগামীকাল বিমান
বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইট
যোগে সন্ধ্যা ৬টায় তার ঢাকায় পৌঁছানোর
কথা রয়েছে।
সড়ক
পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের
সিনিয়র তথ্য অফিসার শেখ
ওয়ালিদ ফয়েজের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি
জানানো হয়।
এর আগে গত শনিবার
(১৬ সেপ্টেম্বর) চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর যান তিনি।
উল্লেখ্য,
২০১৯ সালের ২ মার্চ শ্বাসকষ্ট
শুরু হলে বঙ্গবন্ধু শেখ
মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আওয়ামী লীগ
সাধারণ সম্পাদক। সেখানে দ্রুত এনজিওগ্রাম করার পর তার
হৃদপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে।
বিশ্বখ্যাত ভারতীয় হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী
ঢাকায় এসে তাকে দেখার
পর সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন।
৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে ওবায়দুল
কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। ২০
মার্চ ওই হাসপাতালে তার
বাইপাস সার্জারি হয়। সিঙ্গাপুর থেকে
চিকিৎসা শেষে ১৫ মে
সন্ধ্যায় দেশে ফিরে আসেন
তিনি। এরপর থেকে ফলো-আপ চিকিৎসার জন্য
নিয়মিত সিঙ্গাপুর যান ওবায়দুল কাদের।
মন্তব্য করুন
সরকারের পদত্যাগ
ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে ঢাকায় শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উত্তরার
আবদুল্লাহপুরে ও যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে দুটি সমাবেশ করবে বিএনপি।
গত সোমবার গুলশানে
বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের পদত্যাগ,
সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, নতুন নির্বাচন কমিশন গঠন ও খালেদা
জিয়াসহ রাজনৈতিক নেতাকর্মীর মুক্তির দাবিতে এই সমাবেশ আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর
ও দক্ষিণ বিএনপি।
মির্জা ফখরুল
ইসলাম ওইদিন ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন। ১৫ দিনের মধ্যে ১৯ সেপ্টেম্বর ও ২১ সেপ্টেম্বর
ঢাকা জেলার জিঞ্জিরা-কেরাণীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে ও ভৈরব-ব্রাক্ষ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটে
কর্মসূচি পালিত হয়েছে।
ঢাকায় আজকের
সমাবেশের পর আগামীকাল রোডমার্চের কর্মসূচি রয়েছে। বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-পটুয়াখালীতে
এ রোডমার্চ হবে। এতে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম
সেলিমা রহমান।
আজ যাত্রাবাড়ীর
সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খান। আর উত্তরার
সমাবেশে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাদ জুমা সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা
ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে দোয়াও করা হবে।
পরিবর্তিত
কর্মসূচি অনুযায়ী ৩ অক্টোবর ফরিদপুরে
রোডমার্চ অথবা সমাবেশের নতুন
কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই
সঙ্গে পূর্বঘোষিত ২৬ সেপ্টেম্বর ঢাকায়
পেশাজীবী সমাবেশের তারিখ পরিবর্তন করে ৪ অক্টোবর
করা হয়েছে।
মন্তব্য করুন
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা একটি পোস্ট দিচ্ছে। ‘লিডার আসছে’—এই শিরোনামে পোস্ট বিএনপি এবং রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করছে। বিএনপির একাধিক নেতাকে এই পোস্টের ব্যাপারে জিজ্ঞেস করা হলো তারা রহস্যময় উত্তর দিয়েছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলছেন, তারেক জিয়ার দেশে আসার একটি পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনাটি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে বলেও বিএনপির স্থায়ী কমিটির ওই সদস্য বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছেন।
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আবার অবনতি ঘটেছে। আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) তাকে আবারও সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। এভারকেয়ার হাসপাতাল সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার লিভারে এবং হার্টে পানি জমছে। সেখোন থেকে তার পানি বের করতে হচ্ছে। পানি বের করার ফলে তিনি শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়ছেন। কারণ শরীরের হিমোগ্লোবিন পরিমাণও কম। ৮ এর নিচে তার হিমোগ্লোবিন রয়েছে।