ইনসাইড পলিটিক্স

ফরিদপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল

প্রকাশ: ১০:১০ পিএম, ১৭ অগাস্ট, ২০২২


Thumbnail ফরিদপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল

২০০৫ সালের ১৭ই আগস্ট বিএনপি-জামায়াত জোটের মদদে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুর জেলা যুবলীগ।

ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠুর নেতৃত্বে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শহরের মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেস ক্লাবে শেষ হয়। এসময় প্রেসক্লাব চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার, যুগ্ম আহ্বায়ক খান মোহাম্মদ শাহ সুলতান রাহাত, জেলা যুবলীগের সদস্য জুয়েল খান, তানভীর কামাল সাব্বির, গোবিন্দ চন্দ্র বিশ্বাস, ইতমাম হাসিন চৌধুরী,  হিমেল মাহফুজ, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান শুভ, কাউসার আকন্দ, টুটুল বিশ্বাসসহ আরও অনেকে।


ফরিদপুর   যুবলীগ   বিক্ষোভ  


মন্তব্য করুন


ইনসাইড পলিটিক্স

নির্বাচন এবং আন্দোলন দুই চাপে বিএনপি

প্রকাশ: ০৬:০০ পিএম, ০৪ অক্টোবর, ২০২৩


Thumbnail

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল অক্টোবরেই তীব্র গণআন্দোলনের মাধ্যমে সরকারকে হঠাতে হবে। কিন্তু এখন বিএনপি অন্য সুরে কথা বলছে। তারা বলছে যে দুর্গাপূজার মধ্যে তারা কোন বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে চায় না। বরং দুর্গাপূজার পরে আন্দোলন করবে। আগামী ২৪ অক্টোবর বিজয়া দশমী উদযাপিত হবে। এর ফলে অক্টোবর মাস শেষ হয়ে যাবে। নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে। অন্যদিকে আওয়ামী লীগ আগামী ৭ অক্টোবর থেকে সারা বাংলাদেশে উন্নয়নের উৎসব যাত্রা শুরু করছে। ৭ অক্টোবর থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে। এরপর ধাপে ধাপে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করবেন। পাশাপাশি বিভিন্ন জনসভা এবং দলীয় সাংগঠনিক কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করে দলকে নির্বাচন মুখী করবেন। আর এরকম অবস্থায় নভেম্বরে বিএনপির আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত হয়ে যাবে এই ভাবনা এখন মোটামুটি ভাবেই অবিশ্বাস্য মনে হয়েছে অনেকের কাছে। 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি থেকে বলা হয়েছিল যে সেপ্টেম্বরে তারা চূড়ান্ত আন্দোলন গড়ে তুলবে। কিন্তু সেপ্টেম্বরে তেমন কোনো আন্দোলন করতে পারেনি। অক্টোবরে তারা বড় ধরনের আন্দোলনের কথা বলেছিল। কিন্তু অক্টোবরেও তারা বড় ধরনের কোন আন্দোলন তৈরি করতে পারছে না এখন পর্যন্ত। আন্দোলন নিয়ে বিএনপির মধ্যে দ্বিধা বিভক্তি রয়েছে। বিএনপির নেতাদের কেউ কেউ বলছেন, এক দফা আন্দোলনকে এগিয়ে নেওয়া নাকি নির্বাচনে যাওয়া এ ব্যাপারে এখনই সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে। নাহলে এই দুটি চাপেই বিএনপি বড় ধরনের সংকটের মধ্যে পড়তে যাচ্ছে বলে বিএনপি নেতারা মনে করছেন।

বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বলেছেন, আমরা যদি সত্যি সরকারের পতন ঘটাতে চাই তাহলে চূড়ান্ত আন্দোলনের জন্য এখনই সময়। আর এক মুহূর্ত দেরি করা যাবে না। এখন থেকে যদি আন্দোলন গড়ে তোলা যায় তাহলে একটা বড় ধরনের পরিস্থিতি তৈরি করা যাবে। কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তখন বিএনপির সামনে নির্বাচনে যাওয়া ছাড়া অন্য কোনো বিকল্প থাকবে না এবং সেই সময় যদি আমরা নির্বাচন বর্জন করি তাহলে পশ্চিমা দেশগুলো খুব একটা গুরুত্ব দেবে না। কাজেই বিএনপির আন্দোলনের জন্য আর অপেক্ষা করাটা সমীচীন নয় বলেই বিএনপির অনেক নেতা মনে করেন। কিন্তু অকারণে এবং রহস্যময় বাস্তবতায় বিএনপি আন্দোলনের বড় কোনো কর্মসূচি দিতে পারছে না। বরং বড় কর্মসূচি নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের অনীহা এবং টানাপোড়েন চলছে।

বিএনপির অনেকেই মনে করছেন, খালেদা জিয়ার ইস্যুটি সমাধান হতে পারে এ কারণেই তারা আন্দোলনের লাগাম টেনে ধরছেন। আবার কেউ কেউ বলছেন বিএনপি আসলে শেষ পর্যন্ত নির্বাচনে যাবে। এই জন্যই বড় ধরনের আন্দোলন দিচ্ছে না। তবে বিএনপির একজন নেতা বলেছেন, সংবাদপত্র গুলো নিজেদের মতো করে বলছে অক্টোবরে চূড়ান্ত আন্দোলন, নভেম্বরে চূড়ান্ত আন্দোলন। কিন্তু আমরা কখনো এ ধরনের কথা বলিনি। আর এই কারণেই বিএনপির কোনো কোনো নেতা বলছেন, আম ছালা দুটোই যাওয়ার উপক্রম হবে যদি বিএনপি এখনই আন্দোলন গড়ে তুলতে না পারে। তবে বিএনপির মধ্যে এখন নির্বাচন মুখী ধারাটি প্রকট হয়েছে।বিশেষ করে খালেদা জিয়ার মুক্তির বিনিময়ে নির্বাচন এই বিষয়টি অনেকে ইতিবাচক ভাবে দেখতে চান। বিভিন্ন পশ্চিমা দেশগুলো বিএনপিকে নির্বাচনে যাওয়ার পরামর্শ দিচ্ছে যাতে নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় সেটি তারা নিশ্চিত করবেন বলেও বিএনপিকে আশ্বস্ত করছে। নির্বাচনে যেতে গেলেও এখন থেকেই তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হবে। কিন্তু আন্দোলন এবং নির্বাচন দুটো ব্যাপারেই বিএনপি দ্বিধান্বিত। এই অবস্থায় থাকলে বিএনপি আম ছালা দুটোই হারাবে বলে অনেক বিএনপি নেতাই মনে করছে। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। বিএনপি কোন পথে যাবে আন্দোলন না নির্বাচন?

নির্বাচন   আন্দোলন   বিএনপি   অক্টোবর   এক দফা আন্দোলন  


মন্তব্য করুন


ইনসাইড পলিটিক্স

বাইডেনের সঙ্গে ছবি না তোলার প্রতিশোধ নিলেন গোলাম মাওলা রনি

প্রকাশ: ০৩:৫৮ পিএম, ০৪ অক্টোবর, ২০২৩


Thumbnail

সমসাময়িক যে কোনো ইস্যুতে বিভিন্ন টেলিভিশনের টকশোতে সবর উপস্থিতি দেখা যায় রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির।  ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। পরে ২০১৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপিতে যোগদান করেন। এর পর থেকে যে কোনো ইস্যুতে আলোচনায় থাকেন তিনি।

সম্প্রতি ভারতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি তুলছেন- সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন কয়েকটি আলোকচিত্র নিয়ে আলোচনা ও পর্যালোচনার ঝড় উঠেছে বাংলাদেশে। জো বাইডেন ভারতের রাজধানী দিল্লিতে জি-২০ সম্মেলন চলাকালে এ সেলফি তোলেন।

বাংলাদেশে সরকার-সমর্থক রাজনৈতিক কর্মী, সমর্থক এবং গণমাধ্যম কর্মীদের অনেকেই এসব ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করেন।



কেউ কেউ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের সম্পর্ক ভালো হয়ে যাবার প্রমাণ হিসেবে এ সেলফির কথা তুলে ধরেন।

তবে সোমবার সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি তার ফেসবুকে একটি সেলিফ তুলে তার ক্যাপশনে লিখেছেন, জো বাইডেনের সঙ্গে ছবি না তোলার ব্যর্থতা আমারে দাবায়ে রাখতে পারেনি! তাই পরিবারের সঙ্গে ছবি তুলে প্রতিশোধ নিলাম! 

আমার বীরত্বে মুগ্ধ হয়ে প্রিয় কন্যা নন্দিতার বদনে খুশির হাসি ফুটল! সবার মধ্যখানে বসে আমার জীবন সঙ্গিনীও ফিক করে হেসে দিলেন! আর নন্দিতার শাশুড়ি আম্মা হাসবেন নাকি হাসবেন না এমন সিদ্ধান্ত নেয়ার আগেই ছবিটি তোলা হয়ে গেল!

জো বাইডেন   গোলাম মাওলা রনি   সেলফি  


মন্তব্য করুন


ইনসাইড পলিটিক্স

রাজধানীতে জামায়াতের শোডাউন

প্রকাশ: ১২:১৩ পিএম, ০৪ অক্টোবর, ২০২৩


Thumbnail

রাজধানীর বিভিন্ন থানায় কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর।

বুধবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর, খিলগাঁও, সবুজবাগ, ডেমরা, মতিঝিল, যাত্রাবাড়ী, পল্টন ও রমনাসহ বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান বলেছেন, রাজধানীসহ সারা দেশের পাড়ায়-মহল্লায় আন্দোলন গড়ে তুলুন, তাহলেই এই জালিম সরকার পালানোর পথ পাবে না।

তিনি বলেন, সরকার জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে আটক করে রেখেছে। আজকের বিক্ষোভ থেকে শীর্ষ নেতারাসহ আটক সকলের অবিলম্বে মুক্তি দাবি করছি। আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে। অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।

মহানগরী কর্মপরিষদ সদস্য ও মিরপুর পূর্ব থানা আমির এস আলম টুটুলের সভাপতিত্বে মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি, ডা. ফখরুদ্দিন মানিক, মহানগরী কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন। এ ছাড়াও উপস্থিত ছিলেন, মহানগরীর মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট আব্দুল হামিদ, এম ইসলাম মৃধা, হেকিম আব্দুল মান্নান, মহানগরী পশ্চিম শিবির সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।

এ ছাড়াও একই দাবিতে রাজধানীর থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে শাহবাগ থানার বিক্ষোভ মিছিলটি রাজধানীর সেগুনবাগিচা থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে ঢাকা রিপোটার্স ইউনিটির সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য আহসান হাবিব, শাহীন আহমদ খান, অ্যাডভোকেট মাহফুজুল হক, আব্দুস সাত্তার সুমন, মুজিবুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি তাকরিম হাসান সহ অন্যান্য নেতারা।

এসময় অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, ক্ষমতাসীন আওয়ামী সরকার অবৈধ পথে ক্ষমতায় এসে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। জনগণের সকল অধিকারকে হরণ করেছে। গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। এমতাবস্থায় জনগণ নিজেদের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে রাজপথে নামতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, কেয়ারটেকার সরকার ছাড়া এ দেশের জনগণ আর কোনো নির্বাচন মেনে নিবে না। তাই অবিলম্বে কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় জনগণই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনার পতন নিশ্চিত করবে।

খিলগাঁও থানা- বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও থানার উদ্যোগে দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু ফাহিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য এস এম জুয়েল, আব্দুর রহমান সাজু, আহমদ আব্দুল্লাহ, ইলিয়াস মৃধা, মাও. মাহমুদুর রহমান, এস আর শিবলী, মাওলানা আবু মুয়াজ, এম কে মজুমদার, অ্যাডভোকেট এফ এইচ খোকন, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্বের সেক্রেটারি জাফর সাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সবুজবাগ থানা- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমানের নেতৃত্বে মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য আবু নাবিল, আবু মাহি, মতিউর রহমান, বনি ইয়ামিন, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম, ইসাহাক নাবা, রওশন জামিলসহ অন্য নেতারা।

ডেমরা থানা- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইনের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, এম হেলাল, মাও. মিজানুর রহমান, বায়েজিদ হাসান, কে এম মোজাফফর হোসেন, জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

মতিঝিল থানা- ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ সিরাজুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য শরীফুল ইসলাম, শামছুল বারী, নুর উদ্দিন, মুতাসিম বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

যাত্রাবাড়ী থানা- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোবারক হোসাইনের নেতৃত্বে মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য শাহজাহান খান, খন্দকার এমদাদুল হক, নওশদ আলম, ইন্জিনিয়ার জসিম উদ্দিন, এ কে আজাদ, আব্দুর রব ফারুকী, মাওলানা মুফাসির হোসাইন, সাদেক বিল্লাহ, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শেখ আলাউদ্দিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।



মন্তব্য করুন


ইনসাইড পলিটিক্স

হাল ছাড়েনি বেগম জিয়ার পরিবার: প্রধানমন্ত্রীর অপেক্ষায়

প্রকাশ: ১০:০০ পিএম, ০৩ অক্টোবর, ২০২৩


Thumbnail

বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য আবেদনটি নাকচ করে দিয়েছে আইন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী ইতিমধ্যে বেগম খালেদা জিয়াকে কেন আইনগত ভাবে বিদেশে পাঠানোর অনুমতি দেওয়া সম্ভব নয় তার ব্যাখ্যাও দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়েস অব আমেরিকার সাথে সাক্ষাৎকারে এবং গতকাল লন্ডনে নাগরিক সম্বর্ধনায় তিনি এ ব্যাপারে তার অভিমত এবং আইনগত অবস্থান সুস্পষ্ট ভাবে ব্যাখ্যা করেছেন। কিন্তু তারপরও বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা হাল ছাড়েনি। বরং তারা মনে করছেন, প্রধানমন্ত্রী এলে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় প্রার্থনা করবেন এবং প্রধানমন্ত্রী নিশ্চয়ই মহানুবতা প্রদর্শন করবেন। 

বেগম খালেদা জিয়ার পরিবারের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এর আগেও আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি মহানুভব এবং তার মানবিকতায় আমরা মুগ্ধ হয়েছি। আমরা তাই মনে করি বেগম খালেদা জিয়ার বিষয়টি এখনই শেষ নয়। বরং বেগম খালেদা জিয়া যদি শেষ পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পান সেটা প্রধানমন্ত্রীর মহানুভবতার জন্যই পেতে পারেন। তাই তারা হাল ছাড়েননি। বরং বেগম জিয়ার পরিবারের সদস্যরা বিএনপির নেতাদেরকে আন্দোলনের মাত্রা নমনীয় করার পরামর্শ দিয়েছেন। 

বিভিন্ন সূর্যগুলো বলছেন, বেগম খালেদা জিয়ার পরিবারের দুজন সদস্য তার বোন এবং ভাই দুজনেই যেকোনো মূল্যে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পক্ষপাতী। এ ব্যাপারে তারা বিএনপি নেতাদের সঙ্গেও কথা বলেছেন এবং প্রয়োজনে বিএনপি নির্বাচনে যাবে এমন অঙ্গীকার করতেও তারা রাজি রয়েছেন। যদিও বিএনপি মহাসচিব আজ বলেছেন, কোনো শর্তে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন না। কিন্তু তার এই বক্তব্যকে নাকচ করে দিয়েছেন বেগম জিয়ার পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি বলেছেন, সরকার বেগম জিয়ার বিদেশ যাওয়ার ব্যাপারে কোনো রকম শর্ত দেয়নি এবং এরকম শর্তের বিষয় নিয়ে আলোচনাও হয়নি। বিষয়টি মানবিক। তবে যদি সরকারের পক্ষ থেকে যেকোনো শর্ত আমরা মেনে নিতে প্রস্তুত এমন বার্তাটি আমরা সরকারকে দিয়েছি। কিন্তু সরকার সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক শর্ত আমাদেরকে দেওয়া হয়নি। এ নিয়ে কোনো কথাবার্তাও হয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন কোত্থেকে এ বক্তব্য দিয়েছেন তা তিনি জানেন না বলেও মন্তব্য করেছেন। 

তবে বিভিন্ন সূত্রগুলো বলছে, শামীম ইস্কান্দার এবং বেগম জিয়ার বোন দুইজনই  অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর দেশে ফেরার জন্য। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর তারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাইবেন এবং এই সাক্ষাতের মাধ্যমে যে জট তৈরি হয়েছে সেই জটটি নিরসন হবে বলে তারা মনে করছেন। 

বেগম জিয়ার পরিবারের সদস্যরা বলছেন, বিষয়টি রাজনৈতিক নয়। কিন্তু বিএনপির নেতাদের বক্তব্যের কারণে এটি রাজনীতিকরণ হচ্ছে। বিএনপি নেতাদের এধরনের বক্তব্যের ফলেই সরকার একটা অনমনীয় অবস্থায় গেছে বলে বেগম জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন। আর এই কারণেই তারা বিএনপিকে পাশ কাটিয়ে সরকারের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আগ্রহী। এ প্রসঙ্গে বেগম জিয়ার পরিবারের ওই সদস্য বলেছেন, ২০২০ সালেও যখন বেগম খালেদা জিয়াকে ফিরোজায় থাকার অনুমতি দেওয়ার বিষয়টি এসেছিল তখন রাজনৈতিক ভাবে তা হয়নি। কারণ বিএনপি নেতারা বেগম জিয়াকে রাজনৈতিক দাবার গুটি হিসেবে ব্যবহার করতে চান। আর এটি হয়নি জন্যই সেই সময় বেগম জিয়ার দণ্ড স্থগিত এবং তাকে ফিরোজায় থাকার অনুমতির বিষয়টি নিয়ে তারা গণভবনে যান এবং সেখানে প্রধানমন্ত্রীর কাছে তারা অনুরোধ করেন। প্রধানমন্ত্রী সহানুভূতিশীল হয়ে তাদের অনুরোধ রক্ষা করুন। এবারও প্রধানমন্ত্রী তাদেরকে আশাহত করবেন না বলেই তারা মনে করছেন।

খালেদা জিয়া   বিএনপি   শামীম ইস্কান্দার   শর্মিলা রহমা সিঁথি   সেলিনা ইসলাম   জিয়া পরিবার  


মন্তব্য করুন


ইনসাইড পলিটিক্স

আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে: ওবায়দুল কাদের

প্রকাশ: ০৭:৩৮ পিএম, ০৩ অক্টোবর, ২০২৩


Thumbnail

আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কেউ আর স্যাংশনস দেবে না। দিল্লি আছে আমেরিকাও আছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকালে আমিনবাজারে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

ওবায়দুল কাদের বলেন, দুই সেলফিতে বাজিমাত হয়ে গেছে। আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে। দিল্লি কিংবা আমেরিকারসহ সবার সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব রয়েছে, কারো সঙ্গে শত্রুতা নেই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিষেধাজ্ঞা কিংবা ভিসানীতির পরোয়া করে না। বিএনপি যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবেই হবে। নির্বাচন নিয়ে কোনো চিন্তা নেই, এটা সঠিক সময়েই হবে। বিএনপি কোনো কারণে ফাউল করলে লাল কার্ড পাবে। তারা আন্দোলনের হেরে গেছে, নির্বাচনেও হেরে যাবে।

বিএনপির কারণেই খালেদা জিয়ার মামলার নিষ্পত্তি হয়নি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া ছাড়া ইলেকশনে না যাওয়ার হুমকি বিএনপি আর কত দেবে? বিএনপি খালেদা জিয়া ছাড়া নির্বাচন করবে না, এ কথা একেবারেই মিথ্যা। তাদের নেতাকর্মীরা খালেদা জিয়ার জন্য একটি আন্দোলনও করতে পারলেন না।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি আবারও ক্ষমতায় গেলে দেশের সম্পদ চুরি, লুটপাট, ষড়যন্ত্র সন্ত্রাস করবে। গণতন্ত্রকেও গিলে খাবে। আবারও এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাবে। তাদের নেতা কাপুরুষের মতো লন্ডনে পালিয়ে বেড়াচ্ছে কেন, সাহস থাকলে ঢাকায় আসুক।

ওবায়দুল কাদের দেশের জনগণকে শেখ হাসিনার ওপর আস্থা রাখার আহ্বান জানান। তিনি বলেন, শেখ হাসিনা ছাড়া জনপ্রিয়, বিশ্বস্ত এবং সাহসী নেতা আর নেই। 

আমেরিকা   আওয়ামী লীগ   ওবায়দুল কাদের  


মন্তব্য করুন


বিজ্ঞাপন