পরিবহন
ধর্মঘটকে গনপরিবহন বন্ধ থাকলেও সেটা পাত্তা না দিয়ে খুলনায় বিএনপর সমাবেশস্থলে জড়ো
হয়েছেন বিভাগের বিভিন্ন জেলার বিএনপির হাজারো নেতা-কর্মী। ট্রেনে, ট্রলারে যে যেভাবে
করে পারেন সমাবেশের আগের রাতেই সমাবেশস্থলে হাজির হন।
সমবেত
হওয়া নেতাকর্মীরা রাতে সমাবেশস্থলের রাস্তায় আর ফুটপাতে প্লাস্টিকের বস্তা কিংবা পাটি
পেতে ঘুমিয়েছেন। সকালেও অনেকেকে সেখানে ঘুমিয়ে থাকতে দেখা গেছে। দলীয় উদ্যোগে সকালের
নাস্তা দেওয়া হচ্ছে তাদের। কেউ কেউ স্লোগান দিচ্ছেন আবার কেউ ব্যস্ত ছবি, সেলফি
তোলায়।
আজ
খুলনা নগরের ডাকবাংলো ও ফেরিঘাট মোড়ের মাঝামাঝি সোনালী ব্যাংক চত্বরে বেলা দুইটায় বিএনপির
গণসমাবেশের সূচি। প্রধান অতিথি হিসেবে থাকবেন পার্টি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশস্থলে
পৌঁছাতে পথে নানা বাধা ও ভোগান্তির মুখে পড়েছেন বলে অভিযোগ রয়েছে সমাবেশে আসা নেতাকর্মীদের।
এসব উপেক্ষা করেও দলের ডাকে এসেছেন তারা। সেখানে সমাবেশস্থলে বিভিন্ন নেতার ব্যানারে
স্লোগান চলছে। মঞ্চ প্রস্তুতির কাজ জোরেসোরে চলছে। মঞ্চ থেকে প্রচার মাইকে বাজানো
হচ্ছে দেশত্মবোধক এবং দলীয় গান।
এদিকে
কেউবা আধশোয়া হয়ে আরেকজনের সঙ্গে গল্প করছেন। তাঁদের আশপাশের অনেকে তখন ঘুমিয়ে। সমাবেশে
যোগ দিতে আসা একজন কর্মী বলেন, তারা একসাথে ১৭০ জনের মত এসেছেন ট্রেনে করে। খুলনা পৌঁছেছেন
রাত ১২টায়। রাতে কয়েল জ্বালিয়ে সমাবেশ স্থলের পাশেই ঘুমিয়েছেন। খাওয়া হয়নি। সকালে রুটি
নাস্তা পেয়েছেন।
সমাবেশে
আসা আরেকজন যশোরে অভয়নগর থেকে আসা একজন জানান, ট্রলারে করে প্রায় ৩০০ জন এসেছেন তারা।
রাতে ঘুম না হলেও খাওয়া দাওয়ার অসুবিধা হয়নি। দলের লোকজন খাবার দিচ্ছে। মনখুলে সবাই
স্লোগান দিচ্ছে। গান বাজনা হচ্ছে। সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশ।
নির্বাচনকালীন
তত্বাবধায়ক সরকারের দাবি, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ
বিভিন্ন দাবিদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় এ সমাবেশ হচ্ছে। সমাবেশে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। এর আগে গতকাল
শুক্রবার সকাল ছয়টা থেকে খুলনায় দুই দিনের পরিবহন ধর্মঘট শুরু হয়।
বিএনপি গণসমাবেশ খুলনা নেতা-কর্মী পরিবন ধর্মঘট ভোগান্তি হাজারো মানুষ মির্জা ফখরুল
মন্তব্য করুন
আওয়ামী লীগ ময়মনসিংহ শফিউল আলম চৌধুরী নাদেল
মন্তব্য করুন
মন্তব্য করুন
উপনির্বাচন বিএনপি আওয়ামী লীগ উকিল আব্দুস সাত্তার
মন্তব্য করুন
বিএনপি রাজশাহী বাংলা ভাই তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
মন্তব্য করুন
গণ অধিকার পরিষদ রেজা কিবরিয়া নুরুল হক নুর
মন্তব্য করুন
দেশের সবচেয়ে প্রাচীন দল আওয়ামী লীগের বিরুদ্ধে তৃণমূলের মতামতকে উপেক্ষা করার অভিযোগ উঠেছে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। তবে প্রতিনিধি সভা নামে আয়োজন হলেও কেন্দ্রীয় তিন নেতার বক্তব্যই ছিল পুরো সময়। সেখান থেকে ৬ নির্দেশনা পেলেও ময়মনসিংহ থেকে আগত প্রতিনিধিরা কেউই কিছু বলতে পারেননি। আগামী বর্ধিত সভায় বলতে পারবেন এমন আশ্বাস নিয়ে ফিরতে হয়েছে ময়মনসিংহ থেকে আসা প্রতিনিধিদের।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে এ মাসের পরেই। কিন্তু উপনির্বাচনের মাঠে নেই বিএনপি। এর আগে নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে বিএনপি সমর্থিত শেখ রেজাউল ইসলাম রেজু প্রার্থী হয়েছিলেন, কিন্তু ভোটযুদ্ধে পাশ করতে পারেননি। কিন্তু এবার বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি আসনে বিএনপির কোনো প্রার্থী নেই। ফলে এসব উপনির্বাচনেও আওয়ামী লীগের জয়জয়কার দেখা যাবে এটাই স্বাভাবিক।
বার বার মত পাল্টাচ্ছে ‘গণতন্ত্র মঞ্চের’ অন্যতম শরিক দল ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ। গত ১৯ জানুয়ারি এক জরুরী বৈঠকে গণতন্ত্র মঞ্চ থেকে রেবিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও সে সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে গণ অধিকার পরিষদ। ১৯ জানুয়ারির ওই বৈঠকে পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। অর্থাৎ গণতন্ত্র মঞ্চ ভেঙে যাওয়া যে আশঙ্কা তৈরি হয়েছিল এখন আর সেটি হচ্ছে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে কেন বার বার পরিষদ মত পাল্টাচ্ছে তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা।