নির্দলীয়-নিরপেক্ষ
সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আজ সিলেট অভিমুখে রোডমার্চ করবে বিএনপি।
‘এক দফা’
দাবিতে ঢাকার দুই প্রান্ত টঙ্গী ও কেরানীগঞ্জে সমাবেশের পর আজ বৃহস্পতিবার সিলেট মহাসড়কে
‘রোডমার্চ’ করবে বিএনপি।
সকাল ১০টায়
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহর থেকে রোডমার্চ শুরু হবে। ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার
হয়ে সিলেটে গিয়ে শেষ হবে। এ রোডমার্চ পাঁচটি জেলাকে ছুঁয়ে যাবে। তাই প্রতিটি জেলায়
একটি করে সমাবেশ হবে।
আজকের রোডমার্চের
নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ
চৌধুরী। কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চ
শুরু হবে। এতে বাস, মিনিবাস, প্রাইভেট কার, মাইক্রোবাসসহ নানা যানবাহন থাকবে। প্রতিটি
যানবাহনেই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থাকবেন।
রোডমার্চ সফল
করতে বুধবার দিনভর প্রচারণা চলে নগরীতে। মাইকিংয়ের পাশাপাশি প্রচার মিছিল ও লিফলেট
বিতরণ করা হয়। এরই অংশ হিসাবে সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে লিফলেট বিতরণ
করেন বিএনপি নেতারা।
মন্তব্য করুন
২৯ ডিসেম্বর মহাসমাবেশ হেফাজতে ইসলাম
মন্তব্য করুন
মানববন্ধন বিএনপি আন্তর্জাতিক মানবাধিকার দিবস
মন্তব্য করুন
মন্তব্য করুন
জাতীয় পার্টি ইসলামী আন্দোলন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
মন্তব্য করুন
মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
মন্তব্য করুন
এবার নির্বাচনের সবচেয়ে বড় আকর্ষণ হল স্বতন্ত্র প্রার্থী। প্রায় সব আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা দাঁড়িয়েছেন স্বতন্ত্র হিসেবে। শুধু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী না, বিভিন্ন আসনে অনেক জনপ্রিয় ব্যবসায়ী, শিল্পপতিরাও এবার নির্বাচনে স্বতন্ত্র হিসেবে মাঠে নেমেছেন। তার ফলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও এখন নির্বাচন জমজমাট হয়ে গেছে। যা জনগণের মধ্যে ভোট নিয়ে একটি আগ্রহ সৃষ্টি হয়েছে। কিন্তু এই আগ্রহে জল ঢালার জন্য সচেষ্ট দলীয় প্রার্থীরা। বিশেষ করে আওয়ামী লীগের যে সমস্ত প্রার্থীরা এলাকায় দুর্বল এবং যে সমস্ত নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থীরা শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে আছেন, সেই সমস্ত আসনগুলোতে দলীয় প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীকে বসানোর জন্য মরিয়া তৎপরতা শুরু করেছে।