ইনসাইড পলিটিক্স

বন্ধ হয়ে যাচ্ছে বিএনপির সব দরজা

প্রকাশ: ০৭:০০ পিএম, ২১ নভেম্বর, ২০২৩


Thumbnail

একে একে বিএনপির সব দরজাই বন্ধ হয়ে যাচ্ছে। বিএনপি না পারছে আন্দোলন করতে না পারছে নির্বাচনে যেতে। এমনকি তাদের ভাষায় একতরফা নির্বাচনের পরও যে তারা আন্তর্জাতিক সহানুভূতি সমর্থন পাবেন এমন সম্ভাবনাও ক্রমশ নিঃশেষিত হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মহল বরং আওয়ামী লীগের পক্ষেই অবস্থান নিয়েছে বলে বিএনপি নেতারা মনে করছেন। এরকম একটি বাস্তবতায় বিএনপির জন্য একরাশ হতাশা এবং তীব্র অস্তিত্বের সংকট দানা বেঁধে উঠেছে। বিএনপির দরজাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তাদের অদূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত এবং ভুল কৌশল তাদেরকে এই অবস্থায় নিয়ে এসেছে। বিএনপির জন্য যে সব ক্ষেত্রে দরজাগুলো বন্ধ হয়েছে তার মধ্যে রয়েছে:

১. নির্বাচনের আন্দোলন মুখ থুবরে পড়েছে: সাধারণ মানুষ এখন আন্দোলন পছন্দ করে না। তারা জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ, ভাঙচুর ইত্যাদিকে মোটামুটি ঘৃণা করে। বিএনপি সেই পথেই গেছে। একের পর এক অবরোধে তারা গাড়ি ভাঙচুর করেছে, নিরীহ মানুষের ওপর আক্রমণ করেছে, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী তৎপরতা করেছে। এর ফলে সাধারণ জনগণ বিএনপির ওপর ক্ষুব্ধ হচ্ছে এবং সাধারণ মানুষ বিএনপিকে আর পছন্দ করতে পারছে না। এই ধরনের পদ্ধতি জনগণের থেকে বিএনপিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে। 

২. আন্দোলনের গতি নেই: বিএনপি ধারণা করেছিল যে, তাদের নেতাকর্মীরা আন্দোলনে যাবে এবং হরতাল, অবরোধ ইত্যাদি সফল করার ক্ষেত্রে নির্ভীক ভূমিকা রাখবে। কিন্তু বিএনপির আন্দোলন গতিহীন হয়ে পড়েছে। নেতারা এখন বিভ্রান্ত, দ্বিধান্বিত। তারা এই সমস্ত আন্দোলনের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে পারছেন না। কর্মীরা হতাশ হয়ে যে যার মতো বিক্ষিপ্ত হয়ে পড়েছে। এর মধ্যে বিএনপির একটি বড় অংশ পদত্যাগ করছে এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করছে। 
৩. নির্বাচনে যাওয়ারও পথ বন্ধ: বিএনপির সিদ্ধান্তহীনতা, অযৌক্তিক রাজনৈতিক অবস্থান তাদেরকে নির্বাচন থেকেও দূরে রেখেছে। এখন এমন একটা অবস্থায় গিয়েছে যে বিএনপি নির্বাচনও করতে পারবে না। তাদের দলের অন্তত দুইশ জন নেতা গ্রেপ্তার হয়েছেন। আরও কিছু নেতা আছেন যারা নির্বাচনের জন্য অযোগ্য। এরকম অবস্থায় বিএনপির জন্য নির্বাচন করার আর কোন পথ খোলা নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর নির্বাচনে গেলে বিএনপি ভাল ফলাফল করত, এমনকি সংগঠনকে গুছিয়ে নেওয়ার একটা সুযোগ পেত, সেই সুযোগও বিএনপি হারিয়েছে।
 
৪. আন্তর্জাতিক মহলও মুখ ফিরিয়ে নিয়েছে: আন্তর্জাতিক মহল বিএনপির নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত এবং ২৮ অক্টোবর থেকে বিএনপি যে সন্ত্রাস সহিংসতার রাজনীতির পথ বেছে নিয়েছে, তার ফলে অত্যন্ত বিরক্ত হয়েছে এবং বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন আন্তর্জাতিক মহল থেকে বিএনপি কোন সহানুভূতি বা সহযোগিতা পাচ্ছে না। শেষ পর্যন্ত কয়েকটি দেশ বিএনপিকে নির্বাচনে যাওয়ার পরামর্শ দিয়েছিল এবং সেই পরামর্শ অনুযায়ী বিএনপিকে শর্তহীন সংলাপের কথাও বলেছিল। কিন্তু এসব কোন কিছুতেই কর্ণপাত করেনি। বরং বিএনপির একগুয়েমি রাজনীতির কারণে এখন আন্তর্জাতিক সম্প্রদায়ও বিএনপির প্রতি আস্থা হারিয়ে ফেলেছে এবং বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এর ফলে বিএনপি একটি বড় ধরনের ধাক্কা খেয়েছে। কারণ আন্তর্জাতিক মহলই ছিল বিএনপির শক্তির মূল উৎস। তারাই যখন বিএনপিকে সমর্থন দিচ্ছে না তখন একটি কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছে বিএনপি। 

একে একে সব দরজাই দলটির জন্য বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কি এই নির্বাচনের মাধ্যমে বিএনপির কবর রচিত হবে? বিএনপির কফিনে কি শেষ পেরেক ঠুকছে?


মন্তব্য করুন


ইনসাইড পলিটিক্স

শরিকদের জোরেশোরে সঙ্গে চায় বিএনপি

প্রকাশ: ০৯:২৫ এএম, ০৬ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

সরকার পতনের একদফা দাবিতে দুই একদিনের বিরতি দিয়ে টানা দশম দফার অবরোধ-হরতাল চালিয়ে যাচ্ছে বিএনপি। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এলডিপিসহ অন্য শরিকদলগুলোও জাতীয়তাবাদী দলটির (বিএনপি) সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। একই দাবিতে টানা কর্মসূচি দিয়ে চলেছে বিএনপিকেন্দ্রীক সমমনা দলগুলো। এবার তাদের আরও শক্ত অবস্থান প্রত্যাশা করেছে বিএনপি।

নির্ভরযোগ্য তথ্যসূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবরের পর লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচি শুরু করে বিএনপিসহ মিত্ররা। এরপার এক মাসের বেশি সময় ধরে চলমান কর্মসূচির বিকল্প খুঁজছেন নীতিনির্ধারকরা। সেইসঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচন ঠেকাতে একদফা আন্দোলনের গতি বাড়াতে চায় বিএনপি। তফসিল ৭ জানুয়ারি নির্বাচন। তবে, এই নির্বাচন ঠেকাতেই মরিয়া অংশ না নেওয়া দলগুলো।

তথ্যসূত্রগুলো বলছে, ২০২২ সালের ডিসেম্বর থেকে সরকারের পদত্যাগ ও একদফা নির্বাচনকালীন সরকারের দাবিতে যুগপৎভাবে লাগাতার আন্দোলন করছে বিএনপিসহ ৩৯টি রাজনৈতিক দল এবং সমমনা জোট। পৃথকভাবে ধারাবাহিক কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় আছে জামায়াতে ইসলামী এবং চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, আগামী দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন বয়কট করা সব দলকে নিয়ে একযোগে মাঠে নামতে চায় বিএনপির হাইকমান্ড। এক্ষেত্রে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিশেষভাবে পাশে চায় দলটি।

এদিকে নিবন্ধিত দল হয়েও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেছে ইসলামী আন্দোলন। সেইসঙ্গে দলীয় সরকার নয়, জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিরোধীদের আন্দোলনে সংহতি জানিয়েছে দলটি। ফলে এসব দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা একাধিক ভার্চুয়াল বৈঠক করেছেন এবং যোগাযোগ অব্যাহত রেখেছেন। সেইসঙ্গে নির্বাচন বয়কট করা অন্যান্য রাজনৈতিক দলকেও একই মঞ্চে আনার লক্ষ্য বিএনপির। মূলত দ্বাদশ সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হলে এই সময়ের মধ্যে সব দলের মধ্যে সমঝোতাও হবে এবং একটি অভিন্ন লক্ষ্যে আন্দোলনের রূপরেখার ঘোষণা আসতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, অধিকাংশ রাজনৈতিক দল বর্তমান দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড়। নিবন্ধিত-অনিবন্ধিত মিলিয়ে ৬৪টি রাজনৈতিক দল নির্বাচন বয়কট করেছে। আসন্ন নির্বাচন ঠেকানোর কৌশল নিয়ে গত ২৮ নভেম্বর ৩৯টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা রুদ্ধদ্বার বৈঠক করেছেন। সেখানেও প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। তার মতে রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকলেও বৃহত্তর স্বার্থে জাতীয় ইস্যুতে এসব দলও ঐক্যবদ্ধ থাকবে।

এরই অংশ হিসেবে, সম্প্রতি জাতীয় সংলাপের আয়োজন করেন চরমোনাই পীর। সেখানে সরকার পতনের আন্দোলনে ঐক্যের আহ্বান নিয়ে এক টেবিলে বসেন বিএনপি এবং দেশের ডানপন্থি ও বামধারার কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। ওইদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকারের অত্যাচার, নির্যাতন, জুলুম আজ বাম-ডান সবাইকে এক কাতারে নিয়ে এসেছে। মজলুমদের ঐক্য হয়ে গেছে। বাংলাদেশের মানুষ বিশ্বস্ত নেতৃত্ব চায়, এ দায়িত্ব নিতে হবে।

অন্যদিকে নির্বাচনবিরোধী একাধিক দলের নীতিনির্ধারকরা জানান, নির্বাচনী প্রচার শুরুর পর ৭ জানুয়ারির ভোট ঘিরে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামতে চান তারা। এক্ষেত্রে বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীকে নিয়ে একসঙ্গে শক্তভাবে কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে বিএনপির।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মাদ তাহের গণমাধ্যমকে বলেন, আমরা ৭ জানুয়ারির আগেই আশা করি বিএনপিসহ সব বিরোধী দল এক ব্যানারে-এক মঞ্চে আন্দোলনের মোহনায় মিলিত হবো। সম্মিলিত আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন নিশ্চিত হবে। অসহযোগ আন্দোলনের ঘোষণা কবে?–এমন প্রশ্নের জবাব তিনি বলেন, আগে সবাই এক কাতারে শামিল হচ্ছি, তারপর সবাই মিলে ক্রমান্বয়ে সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।


বিএনপি   জামায়াত   অবরোধ   নির্বাচন  


মন্তব্য করুন


ইনসাইড পলিটিক্স

আসন নিয়ে আওয়ামী লীগ-জাপায় বৈঠক আজ

প্রকাশ: ০৮:৩৮ এএম, ০৬ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) বৈঠক হতে পারে আজ (৬ ডিসেম্বর)। 

এর আগে গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪-দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু জানান, আজ ১৪ দলের শরিকদের আসন ভাগাভাগির বিষয়টি জাতীয় পার্টির সঙ্গে আলোচনা সাপেক্ষে চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। তবে জোটের আসনবিন্যাস ও প্রার্থী চূড়ান্ত করা নিয়ে ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিন রাজধানীর ইস্কাটনে নিজ বাড়িতে আমির হোসেন আমু বৈঠক করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদও গতকাল গণমাধ্যমকে বলেন, ‘জাতীয় পার্টি প্রায় ৩০০ আসনে মনোনয়ন দিয়েছে। তারা যেভাবে নির্বাচনযুদ্ধে নেমেছে, সে জন্য তাদের অভিনন্দন জানাই। জাতীয় পার্টির সঙ্গে ২০০৮ সালে আমরা জোটগতভাবে মহাজোট গঠন করেছিলাম, গতবারও তারা আমাদের সঙ্গে ছিল, এবারও সেটি হওয়ার সম্ভাবনা আছে।’


আওয়ামী লীগ   জাতীয় পার্টি   আসন   নির্বাচন  


মন্তব্য করুন


ইনসাইড পলিটিক্স

১৪ দলের শরিকরা কেন নিজের পায়ে দাঁড়াতে পারে না?

প্রকাশ: ১০:০০ পিএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল গঠিত হয়েছিল ২০০১ সালের পর। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিপর্যয়ের পর মুক্তিযুদ্ধের চেতনা যখন ভুলুণ্ঠিত হয়েছিল, স্বাধীনতাবিরোধী অপশক্তির গাড়িতে যখন জাতীয় পতাকা লাগানো হয়েছিল, যুদ্ধাপরাধীরা যখন মন্ত্রী হয়েছিল, সারা দেশে শুরু হয়েছিল সংখ্যালঘু নিপীড়ন তাণ্ডব ঠিক সেই সময়ে মুক্তিযুদ্ধের চেতনায় যে সমস্ত রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে, তাদের সমন্বয়ে ১৪ দলীয় জোট গঠন করা হয়েছিল। এই জোটের মূল উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে লালন এবং মুক্তিযুদ্ধের চেতনার ধারায় রাজনীতি বিকশিত করা। আর এই ১৪ দলের নেতৃত্বে আওয়ামী লীগ সেই সময় বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং এই আন্দোলনের এক পর্যায়ে ২০০৭ সালে এক-এগারো সরকার আসছে এবং তখনও ১৪ দল অখন্ড ছিল। 

২০০৮ এর নির্বাচনে আওয়ামী লীগ ১৪ দল ছাড়াও মহাজোট গঠন করে। এটিকে আওয়ামী লীগ নির্বাচনী জোট বলে। যে মহাজোটের অন্যতম অংশীদার ছিল জাতীয় পার্টি। কিন্তু নির্বাচনের পরে জাতীয় পার্টি, ১৪ দলের শরিকদেরকে নিয়ে আওয়ামী লীগ মন্ত্রীসভা গঠন করেছিল। ২০০৯ সাল থেকে ২০২৩ সাল প্রায় ১৫ বছর আওয়ামী লীগ এবং তার শরিকরা ক্ষমতায় রয়েছে। এর মধ্যে দুই মেয়াদে ১৪ দলের শরিক দলগুলো মন্ত্রিত্বের স্বাদ পেয়েছে, জাসদের ইনু, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দলের নেতারা মন্ত্রী হয়েছেন। কিন্তু ১৫ বছর ক্ষমতায় থাকার পরও ১৪ দলের শরিক দলগুলো এখন পর্যন্ত রাজনৈতিক ভাবে বিকশিত হয়নি। রাজনৈতিক ভাবে সংগঠিত হয়নি। এমনকি তারা ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। এই ১৫ বছরের মধ্যে জাসদের ভাঙন দেখা দিয়েছে। ওয়ার্কার্স পার্টিতে ভাঙন হয়েছে। সাম্যবাদী দলেও ভাঙন হয়েছে। দলগুলোর সাংগঠনিক শক্তি ক্রমশ নিম্নমুখী। এক নেতা এক দলে পরিণত হয়েছে এই রাজনৈতিক দলগুলো। 

জাসদ নেতা হাসানুল হক ইনুর বাইরে আরও দু চারজন নেতা আছেন। কিন্তু ওয়ার্কার্স পার্টি বা সাম্যবাদী দলের সেই অবস্থাও নেই৷ ওয়ার্কার্স পার্টি মহিলা মনোনয়নে দলটির সভাপতি রাশেদ খান মেননের স্ত্রীকে মনোনয়ন দিয়ে রীতিমতো পরিবারতন্ত্র কায়েম করেছে। এখন যখন নির্বাচনের সময় আসছে তখন তারা আসন ভাগাভাগিতে হিস্যা চায়। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বলেছেন যে, রাজনৈতিক দলগুলো নিজের পরিচয় আত্মনির্ভরশীল হয়ে দাঁড়াতে পারছে না কেন? এই প্রশ্নটি শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়, এই প্রশ্নটি জনগণেরও। 

১৫ বছর দুধেভাতে থাকার পরও শরিক দলগুলো কেন বিকশিত হতে পারছেন না? সাংগঠনিকভাবে শক্তিশালী হচ্ছে না সেটি রাজনীতিতে একটি বড় গোলকধাঁধা। বিশেষ করে অন্য সময় বলা যেতে পারত যে, বাম দলগুলো নিপীড়িত হয়, নির্যাতিত হয়, তারা দাঁড়াতে পারে না। কিন্তু এখন যখন ক্ষমতার সঙ্গে তারা আছে, আর্থিক অবস্থাও তাদের সকলের স্ফীত সেই সময় শরিক দলগুলো এত ম্লান এবং ম্রিয়মাণ কেন। একজন দুজন ছাড়া কোন নেতা নেই যে নেতারা জাতীয়ভাবে পরিচিত। এমন কোন ব্যক্তি নেই যারা নিজ যোগ্যতায় নিজ প্রতীকে নির্বাচিত হতে পারেন। কিন্তু পরিস্থিতি এমন ছিল না। অতীতে এই ওয়ার্কার্স পার্টি বা কিংবা জাসদ অনেক শক্তিশালী ছিল। 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে, সুবিধাবাদী রাজনীতির দিকে তাদের নজর, আদর্শহীনতা এবং গন্তব্যহীন রাজনীতির কারণেই তাদের এই ক্ষীয়মান অবস্থা। আর এই কারণেই তারা যে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগির জন্য দেনদরবার করবে সেই মুখটুকুও তাদের নেই।

১৪ দল   আওয়ামী লীগ   নির্বাচন  


মন্তব্য করুন


ইনসাইড পলিটিক্স

কুড়িল বিশ্বরোড এলাকায় রিজভীর নেতৃত্বে মশাল মিছিল

প্রকাশ: ০৯:০৭ পিএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

দশম ধাপের অবরোধ কর্মসূচির সমর্থনে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় মশাল মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহযুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, আকরামুল হাসান, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক, ছাত্রদলের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাওসার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি জসিম সিকদার রানা, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মাহবুব মিয়া, মারুফ এলাহি রনি, শ্যামল মালুম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আল হামিদ নিরব, ঢাবির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান হৃদয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, মারুফ আহমেদ, সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, সহসাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান দুর্জয়, ইমন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মেহেদী প্রমুখ।

কুড়িল বিশ্বরোড   রুহুল কবির রিজভী  


মন্তব্য করুন


ইনসাইড পলিটিক্স

শাহজাহান ওমরের সমর্থনে বিএনপির ৪৫ নেতাকর্মীর পদত্যাগ

প্রকাশ: ০৮:২৮ পিএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৪৫ নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। 

সংবাদ সম্মেলনে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মিয়া বলেন, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর দীর্ঘদিন দলে মূল্যায়ন না পাওয়ায় সম্প্রতি বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেছেন এবং ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নিবার্চন করছেন। দলের অবমূল্যায়নের প্রতিবাদ ও প্রিয় নেতা শাহজাহান ওমরের সমর্থনে আমরা বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৫ জন নেতাকর্মী স্বেচ্ছায় পদত্যাগ করলাম। 

পদত্যাগকারীরা হলেন- কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মারুফ, মো. ইলিয়াস মিয়া, উপজেলা যুব দলের সহ-সভাপতি মো. বশির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হাসিব ভুট্টো, সদস্য সচিব মো. জাকির হোসেন, আওরাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রনি সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হাসান সরদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৫ জন নেতাকর্মী। 

এ সময় উপজেলা বিএনপির (একাংশ) সাবেক সভাপতি আবদুল জলিল মিয়াজী, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। 

শাহজাহান ওমর   দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন   বিএনপি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন