‘আমেরিকায় ব্যাংক বন্ধ হয়ে গেছে- এতে আমেরিকার সাথে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না। এতে বাংলাদেশের কিছুই হবে না। আমেরিকায় যে তিনটা ব্যাংক বন্ধ হয়ে গেছে। তার কারণ হচ্ছে- অর্থনৈতিক সঙ্কটের সময়ে মন্দা হয়। এ কারণেই অর্থনৈতিক সঙ্কটে পড়ে ব্যাংকগুলো বন্ধ হয়ে যায়। আমার মনে হয় না এটার সঙ্গে আমাদের দেশিয় অবস্থায় আপাতত কোনো ধরনের সমস্যা হবে। কারণ আমাদের রপ্তানি বাণিজ্যে বাহিরের যে ব্যাংকগুলো গ্যারান্টি দেয়- তার মধ্যে এই ব্যাংকগুলো পড়ে না। অতএব আমি মনে করি না আপাতত এই ব্যাংকগুলো বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে অথবা আমদানি-রপ্তানি বাণিজ্যে কোনো প্রভাব পড়বে।’- বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাত।
সম্প্রতি আমেরিকায় অব্যাবস্থপনা এবং দুর্নীতির কারণে বেশ কয়েকটি ব্যাংক বন্ধ হয়ে গেছে। এর মধ্যে রয়েছে সিলিকন ভ্যালি ব্যাংক, সিগন্যাচার ব্যাংক এবং সিলভারগ্যাট ব্যাংক। আমেরিকার এসব ব্যাংকগুলো বন্ধ হয়ে যাওয়ায় আমেরিকার সাথে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের কোনো প্রভাব পড়তে পারি কি না এবং বাংলাদেশের ব্যাংকগুলো এসব ঘটনা থেকে কি ধরনের শিক্ষা নিতে পারে- এসব বিষয় নিয়েই কথা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাত- এর সঙ্গে। বাংলা ইনসাইডারের সাথে একান্ত আলাপচারিতায় তিনি জানিয়েছেন আমেরিকার সাথে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য, ব্যাংকগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণ এবং বাংলাদেশের ব্যাংকগুলোর জন্য শিক্ষনীয় কি হতে পারে সেসব বিষয়ে। পাঠকদের জন্য অধ্যাপক ড. আবুল বারাকাত- এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডারের বিশেষ প্রতিনিধি আল মাসুদ নয়ন।
অধ্যাপক ড. আবুল বারাকাত বলেন, ব্যাংক কেন বন্ধ হয়, কখন বন্ধ হয়- সেটা আগে ভালো করে জানা দরকার। ব্যাংকে যদি ঋণ খেলাপির মাত্রা অনেক বেশি হয়, ক্যাপিটাল অ্যাডিকুয়িটি অর্থাৎ ব্যাংকের নিজের পুঁজি যেটাকে বলে- পর্যাপ্ত থাকা, সেটা যদি কম হয়, তাহলে যে কোনো ব্যাংকই বন্ধ হয়ে যেতে পারে। বাংলাদেশে ঋণ খেলাপির অবস্থাটা ভালো না। খারাপই বলা যায়। বাংলাদেশে ঋণ খেলাপির যে তথ্যটা দেয়া হয়, কারো কারো বোধহয় ১৬ শতাংশ- এই তথ্যটা বোধ হয় ঠিক না। এইটা ২৬ শতাংশ বলে আমার ধারনা এবং যেসব ব্যাংকে বেশি ঋণ খেলাপি সেইসব ব্যাংকে যদি ক্যাপিটাল অ্যাডিকুয়িটি কম থাকে অর্থাৎ মূলধন পর্যাপ্ততা যদি কম থাকে- তাহলে সেই ব্যাংকগুলোতে সমস্যা দেখা দিবে।
তিনি বলেন, প্রবলেম ব্যাংক কেন হয়, সেটা আমাদের জানা আছে। প্রবলেম থেকে ব্যাক উদ্ধার কিভাবে হয় সেটাও আমাদের জানা আছে। প্রবলেম ব্যাংক কোনটা কোনটা সেটা চিহ্নিত করা আমাদের প্রধান কাজ। সেটা যেমন চিহ্নিত করা দরকার তেমনি প্রবলেম ব্যাংককে নন-প্রবলেম ব্যাংকে রূপান্তর ঘটানো- সেই চেষ্টা করা। এর বাইরে কোনো কিছু করার নাই। এই ক্ষেত্রে মূল দায়িত্ব পালন করতে পারে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক।
অধ্যাপক ড. আবুল বারাকাত ব্যাংক খাত বাংলাদেশ ব্যাংক
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
এস এম কামাল হোসেন গাজীপুর সিটি নির্বাচন
মন্তব্য করুন
ড্যানি সিডাক বনের রাজা টারজান সুপারম্যান গরিবের রাজা রবিনহুড
মন্তব্য করুন
মন্তব্য করুন
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি এখন একটা ফানুসে পরিণত হয়েছে, একটা সার্কাসে পরিণত হয়েছে। তারা জনগণের যে অভিব্যক্তি, সেটা বুঝতে পারছে না। গাজীপুরের জনগণ একটি জিনিস প্রমাণ করেছে যে জনগণ শেখ হাসিনার নেতৃত্বে তার সংকল্পের সাথে তারা এক এবং অভিন্ন। যেকারণে বিএনপি এখন নির্বাচন বানচালের চেষ্টা করছে। কিন্তু তাদের এই নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগণ ব্যর্থ করে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ব্যাপক উপস্থিতি হবে। ভোটাররা জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে বিএনপিকে রেড কার্ড দেখাবে।
‘নির্বাচন সুষ্ঠু হয়েছে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। যারা অপপ্রচার করেছিল, মিথ্যাচার করেছিল যে, এই সরকারের আমলে ভোটাররা ভোটকেন্দ্রে যায় না। অতীতেও তাদের সে কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। গাজীপুরের নির্বাচনে সেটা আরও মিথ্যা প্রমাণিত হলো যে, তারা যে অপ্রপচার করেছে, ষড়যন্ত্র করেছে, নির্বাচন অবাধ হয় না, সুষ্ঠু হয় না, গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে- সেটা জনগণ ভোটকেন্দ্রে গিয়ে তাদের এই মিথ্যাচারের দাঁতভাঙ্গা জবাব দিয়েছে। তাদের মিথ্যাচার, ষড়যন্ত্রের জবাব দিয়েছে।’- বলছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
দর্শকপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু। ছোট পর্দার পাশাপাশি কাজ করছেন নিয়মিত বড় পর্দাতেও। দুই জায়গাতেই তিনি তার অভিনয়ের মুনশিয়ানা দেখিয়েছেন। পাশাপাশি ওয়েব ফিল্মে দিয়েও বেশ আলোচনায় উঠে আসেন তিনি। চলচ্চিত্র-ওটিটি দুই জায়গাতেই নিজের সর্বচ্চটুকু দিয়ে বেশ প্রশংসা পাচ্ছেন এই অভিনেতা। সমসাময়িক কাজ নিয়ে বাংলা ইনসাইডারের সাথে কথা হলো সময়ের এই আলোচিত অভিনেতার...