ইনসাইড থট

শেখ হাসিনা উন্নয়নের প্রতীক


Thumbnail শেখ হাসিনা উন্নয়নের প্রতীক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন ভূখণ্ড ও লালসবুজের পতাকা দিয়ে গেছেন। অর্থনৈতিক মুক্তির সোপানে তাঁর স্বপ্নের সিঁড়ি বেয়ে উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় দেশকে এগিয়ে নিয়ে চলেছেন তাঁরই রক্তের উত্তরাধিকার উন্নত ডিজিটাল বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা সারাবিশ্ব একজন অন্যতম ভিশনারী ও ডাইনামিক লিডার। আমি সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় দেখেছি তাঁর অনুশাসন ও নির্দেশনা প্রতিপালন করতে প্রজাতন্ত্রের কর্মচারীগণ রীতিমত গলদঘর্ম হয়েছেন। তিনি ২০১১ সালে অর্থাৎ ১০ বছর আগে “রূপকল্প-২০২১” ঘোষণা করেছেন। তিনি সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেমন বয়স্কভাতা, দুস্তিমাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, বিধবা ভাতা, প্রসূতি ও দুগ্ধমাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা চালুর মাধ্যমে দারিদ্র বিমোচনে সফল হয়েছেন এতে দারিদ্রের হার এবং হত দরিদ্রের হার উভয়ই কমেছে। অন্যদিকে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা চালু করায় ইপিআই ও ভিটামিন এ ক্যাপসুল সেবনের মধ্যদিয়ে শিশু মৃত্যুর হার কমেছে এবং অপুষ্টি দূর করে শিশু স্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব হয়েছে। গর্ভবতী মাতার বিশেষ স্বাস্থ্য সেবা, মাতৃমঙ্গল প্রশিক্ষিত মিড ওয়াইফারীর দ্বারা মাতৃ প্রসব ইত্যাদি প্রসূতি সেবার জন্য গর্ভবতী ও প্রসূতি মাতৃ-মৃত্যুর হার অনেক কমে আনা সম্ভব হয়েছে।

কৃষিক্ষেত্রে সময় মত উন্নত মানের বীজ সরবরাহ, বিভিন্ন রকমের সার সরবরাহ, কীটনাশক ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ এবং কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষি উৎপাদনে এক বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয়েছে। একই ভাবে উন্নত ডেইরী ফার্ম ও পোল্ট্রি ফার্ম ব্যবস্থাপনার মাধ্যমে মাংস, দুধ ও ডিমের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। আধুনিক মৎস্য চাষ পদ্ধতি, উন্নত মানের মাছের পোনা সরবরাহ ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর চতুর্থ মৎস্য উৎপাদনকারী দেশের স্বীকৃতি পেয়েছে। এদিকে উৎপাদন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য উন্নতজাত উৎভাবনের লক্ষ্যে বৃহত্তর কৃষি (ধানগবেষণা, কৃষি গবেষণা, পাট গবেষণা, লাইভ ষ্টক গবেষণা ও মৎস্য গবেষণা) ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

আশ্রয়ণ প্রকল্প, বাড়ী ফেরা কর্মসূচি ও দুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য গৃহনির্মাণ প্রকল্প এবং শ্রমজীবী মানুষের গৃহনির্মাণ কর্মকাণ্ডের মাধ্যমে তিনি আশ্রয়হীন, ভাসমান ও ভূমিহীন অসহায় মানুষের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছেন। জাতিসংঘ ঘোষিত (২০০১-২০১৫) এমডিজি ঘোষিত হলেও ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনের তেমন কোন অগ্রগতি হয়নি। ২০০৯ সালে সরকার গঠনের পর সামাজিক নিরাপত্তা বেষ্টনী, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত করণ, আশ্রয়হীন মানুষের আশ্রয়ের ব্যবস্থা, ভর্তুকির মাধ্যমে কৃষি ক্ষেত্রে স্বয়ম্ভরতা অর্জনসহ বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ সাফল্যের সাথে এমডিজি’র ৮টি লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়। এমডিজি অর্জনে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ ২৭ সেপ্টেম্বর ২০১০ সালে জাতিসংঘ এডওয়ার্ড লাভ করে। মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এ পুরষ্কারে ভূষিত করা হয়।

জাতিসংঘ কর্তৃক ২০১৫ সালের ২৫ পর্যন্ত সেপ্টেম্বর (২০১৬-২০৩০) মেয়াদে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Sustainable Development Goal) এসডিজি ঘোষিত হয়। এসডিজি অর্জনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছার নিমিত্ত উন্নয়ন ও এসডিজি’র টার্গেট সমন্বয়ে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের কাজও প্রায় শেষ পর্যায়ে। জাতিসংঘ কর্তৃক এসডিজি’র ১৭টি (Goal) লক্ষ্যমাত্রা ও ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এবং এসডিজি সমন্বয়ক জনাব আবুল কালাম আজাদ এর তত্ত্বাবধানে সবগুলো মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তর, দপ্তর ও বিভাগে লক্ষ্যমাত্রা ও টার্গেট গুলো অর্জনের দায়িত্ব বণ্টন করে দেয়া হয়েছে। কোন কোন লক্ষ্যমাত্রা ও টার্গেট গুলো অর্জনের জন্য একাধিক মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থা জড়িত আছে। মূল মন্ত্রণালয়কে (Lead Ministry) লীড মন্ত্রণালয় ও অন্যগুলোকে সহযোগী মন্ত্রণালয় হিসেবে চিহ্নিত করা হয়েছে। মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থার কর্মচারীগণ তাঁদের উপর অর্পিত নির্ধারিত লক্ষ্যমাত্রা ও টার্গেট সমূহ অর্জনের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।

মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী এসডিজি অর্জনের জন্য প্রত্যেকটি অধীনস্থ সংস্থা প্রধানকে নিজ নিজ মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রণালয়ের সচিবগণকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করতে হয় এ বিষয়ে প্রধানমন্ত্রীর সচিব, মুখ্যসচিব ও মন্ত্রীপরিষদ সচিব সরাসরি সম্পৃক্ত থাকেন। প্রতিটি মন্ত্রণালয়ে মাসিক সমন্বয় সভায় এসডিজি সংক্রান্ত পৃথক এজেন্ডা থাকে, ত্রৈমাসিক রিপোর্ট প্রদান করতে হয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের এসডিজি সংক্রান্ত মনিটরিং সেল থেকে ত্রৈমাসিক সভায় মন্ত্রণালয় ভিত্তিক রিপোর্ট পর্যালোচনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়।

জাতিসংঘ কর্তৃক ঘোষিত উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের মধ্যদিয়ে একটি উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী ‘রূপকল্প-২০৪১’ ঘোষণা করেছেন। অর্থাৎ ২০৪১ সালে বাংলাদেশ হবে বিশ্বের একটি উন্নতি উন্নত ও অর্থনৈতিক ভাবে শক্তিশালী দেশ। ‘রূপকল্প-২০৪১’ ও এসডিজি অর্জনের জন্য প্রতিটি মন্ত্রণালয় সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে প্রজাতন্ত্রের কর্মচারী সকলেই যে একসমান তৎপর তা নয় কেউ কেউ প্রো-একটিভ, কেউ একটিভ আবার কেউ লেস/স্লো একটিভ। তাঁদের কর্মতৎপরতার গ্যাপগুলো সঠিকভাবে ও সঠিক সময়ে সমন্বয় করা গেলে কাঙ্ক্ষিত ফলাফল অবশ্যই পাওয়া যাবে। স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের অভিযাত্রায় বাংলাদেশ সফলভাবে এগিয়ে যাচ্ছে। দেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছে। ২০২১ সালে অনুষ্ঠিত সিডিপি’র ত্রি-বার্ষিক পর্যালোচনায় বাংলাদেশ মানদণ্ডগুলো পূরণে সক্ষম হওয়ায় সিডিপি ECOSOC এর নিকট মধ্যম আয়ের দেশে উত্তরণের সুপারিশ করবে। মানদণ্ড গুলো হলও মাথাপিছু আয়, মানবসম্পদ সূচক ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক। বাংলাদেশের মাথাপিছু আয় ২২২৭ ডলার থেকে ৩২৭ ডলার বৃদ্ধিপেয়ে এখন ২৫৫৪ ডলারে উন্নত হয়েছে। মানব সম্পদ সূচক (এইচডিআই) ২ ধাপ বৃদ্ধি পেয়ে ১৮৯টি দেশের মধ্যে ১৩৫ তম হয়েছে। অর্থনৈতিক স্বাধীনতা সূচকে ৫৬.৫ স্কোর করে বাংলাদেশের অবস্থান ১২০তম। এ ধরনের অনেক সূচকে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে।২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ ২৪.৭৮ বিলিয়ন মার্কিন ডলার রেসিটেন্স অর্জন করেছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় উদীয়মান বাঘ ও উন্নয়নের রোল মডেল (Bangladesh is the emerging tiger of South Asia & role model of development).

করোনা অতিমারীর ভয়াবহতায় খাদ্য-শস্য আমদানি কারক দেশগুলো চরম বিপর্যয়ের মুখে, অর্থনৈতিক মন্দার কারণে অনেক দেশের ছোট ও মাঝারি শিল্প বন্ধ হয়ে বেকারত্বের সৃষ্টি হয়েছে। বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের কারণে (Climate Change) বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, বিরূপ আবহাওয়া ঘনঘন নিম্নচাপ, ঝড়-ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে। এতকিছু বিপর্যয় মোকাবেলা করে মাথাপিছু আয় বৃদ্ধি, প্রবৃদ্ধি ধরে রাখা ও উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাওয়া এক কঠিন চ্যালেঞ্জ। অন্যদিকে ডিজিটাইজেশনের সুবাদে জন্ম-মৃত্যু নিবন্ধন, অনলাইন-পরীক্ষার আবেদন, অনলাইন পাসপোর্টের আবেদন, ই-পাসপোর্ট, ই-টেন্ডারিং, ই-ফাইলিং, ওয়েবিনার ও ভার্চুয়াল মিটিং সহ অনেক সুযোগ সুবিধার সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য পুত্র আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর দিক নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে দেশ আজ আইসিটি সেক্টরে এক অনবদ্য সাফল্য অর্জন করেছে। 

মাননীয় প্রধানমন্ত্রীর কুইক রেন্টাল প্লান্টসহ বিদ্যুৎ উৎপাদনে জরুরী পদক্ষেপ গ্রহণ করায় এ খাতে বাংলাদেশ বিস্ময়কর অগ্রগতি লাভ করেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র ও রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে ২০২৪ সাল নাগাদ বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা লাভ করবে।

যোগাযোগ ব্যবস্থা একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত সে কারণে দেশের দক্ষিণাঞ্চল ও কক্সবাজারসহ সারাদেশ রেল যোগাযোগের আওতায় আনা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-রাজশাহী, ঢাকা-খুলনা ও ঢাকা-রংপুরসহ সকল বিভাগীয় শহরের রেল যোগাযোগ ডাবল-লাইন স্থাপনের মাধ্যমে দ্রুততম করার কাজ হাতে নেয়া হয়েছে এবং ইতোমধ্যে বঙ্গবন্ধু সেতুর উত্তর পার্শ্বে একটি আলাদা রেলওয়ে ব্রিজ নির্মাণ কাজ আরম্ভ হয়েছে। বঙ্গবন্ধু সেতু, পদ্মা সেতু, রূপসা সেতু, চট্টগ্রাম টানেল-সহ দক্ষিণাঞ্চলে অনেক সেতু নির্মাণের মাধ্যমে সড়ক নেটওয়ার্ক জোরদার করা হয়েছে। সারা দেশে হাইওয়ে গুলো ফোর লেনে উন্নত করার কাজ এগিয়ে চলেছে। ঢাকা শহরে মেট্রোরেল নির্মাণের কাজ ৬০ শতাংশ শেষ হয়েছে। আগামী এক বছরের মধ্যে বাকী কাজ সম্পন্ন হলে ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থায় এক ঐতিহাসিক নতুন অধ্যায় সূচীত হবে।

ডিজিটাল, আধুনিক বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে  দেশ আজ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে। সাহসের সাথে করোনা অতিমারী মোকাবেলা করে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। পৃথিবীর অনেক উন্নয়নশীল ও উন্নত দেশ করোনা অতিমারী মোকাবেলায় হিমশিম খাচ্ছে সে ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী পদক্ষেপ ও দিক নির্দেশনায় বাংলাদেশের সফলতা খুবই উৎসাহ বঞ্চক। আশা করি অতি অল্প দিনের মধ্যে বাংলাদেশ করোনা ভাইরাস ঠিকা উৎপাদনে সক্ষম হবে ফলে দেশে উৎপাদিত ঠিকা দ্বারা অতিমারী মোকাবেলা করা অনেক সহজ হবে।

দেশের এত উন্নয়ন যাদের চোখে পড়েনা তারা হয় বোকার স্বর্গে বাস করছে নয় তো এমন উন্নয়ন অনুধাবন করার সক্ষমতা হারিয়ে আবোল তাবোল বকছে। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে যেমন প্রজাতন্ত্রের কর্মচারীগণ প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তেমনি ত্যাগী রাজনৈতিক নেতৃবৃন্দ সহযোগিতা করে যাচ্ছেন। কিন্তু অনেক সুবিধাবাদী নেতৃবৃন্দ তাঁদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন পর্যায়ে বিশেষ করে তৃণমূল পর্যায়ে অন্তর্দন্ড, আত্মকলহ ও বিভক্তি সৃষ্টির মাধ্যমে যেমন পার্টির ঐক্য নষ্ট করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন অন্যদিকে জনজীবন অতিষ্ঠ করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ম্লান করছেন। তাঁরা প্রান্তিক জনগণের মাঝে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার কর্মসূচী গ্রহণ করে না বা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার প্রয়োজন ও বোধ করেন না। তৃণমূল পর্যায়ে সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরী।

বাঙ্গালী জাতির সৌভাগ্য যে, বঙ্গবন্ধুর মত একজন মহান নেতা পেয়েছে আর বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার তাঁর সুযোগ্য কন্যা উন্নয়নের স্বপ্নে বিভোর উদ্দীপ্ত কর্মপাগল শেখ হাসিনাকে পেয়েছে। মহান আল্লাহ শেখ হাসিনাকে দীর্ঘজীবন দান করুন তাঁকে সুস্থ রাখুন বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাবে এবং ১৯৪১ সালে বঙ্গবন্ধুর স্বপ্নের শোষনমুক্ত, শক্তিশালী, সমৃদ্ধ উন্নত সোনার বাংলা হবেই হবে ইনশাআল্লাহ।



মন্তব্য করুন


ইনসাইড থট

এক বছরের রাষ্ট্রপতির যত অর্জন


Thumbnail

আজ ২৪ এপ্রিল। গত বছর এই দিনে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সে হিসেবে দায়িত্ব গ্রহণের আজ এক বছর পূর্ণ হল। অঙ্কের হিসেবে এক বছর সময় অনেক কম মনে হলেও এই সময় তিনি সেরা সাফল্য অর্জন করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যে সময় দায়িত্ব গ্রহণ করেন সে সময়টা ছিল নির্বাচনী বছর। বাংলাদেশে নির্বাচন শেষ পর্যন্ত হবে কিনা, দেশের গণতন্ত্রের ভবিষ্যত কোন দিকে যাবে ইত্যাদি নানা রকম শঙ্কা ছিল অনেকের মধ্যে। দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপতির প্রথম চ্যালেঞ্জ ছিল দেশে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। নির্বাচন বিষয়টি যদিও নির্বাচন কমিশনের কাজ। কমিশন এটা আয়োজন করে থাকে। কিন্তু এর পিছনে আসল কাজটি করেছেন রাষ্ট্রপতি।

দেশে একটি সুষ্ঠু নির্বাচন করা এবং সেটাকে দেশে-বিদেশি সবার কাছে যোগ্য করে তোলার আসল কাজটি করতে হয়েছে রাষ্ট্রপতিকে। এই কাজটি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শেষ পর্যন্ত খুব ভালো ভাবে এবং সফল ভাবে করতে সক্ষম হয়েছেন। গত এক বছরে এটিই এখন পর্যন্ত রাষ্ট্রপতির সেরা অর্জন বা সেরা সাফল্য বলে আমি মনে করি। রাষ্ট্রপতি যদি শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ ভাবে না করতে পারতেন তাহলে দেশের গণতন্ত্র এক বড় ঝুঁকির মধ্যে পড়ত। কিন্তু রাষ্ট্রপতি সেটি ভালো ভাবে সামাল দিতে পেরেছেন। আমাদের গণতন্ত্র রক্ষা পেয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে।

আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এ কথা না বললেই নয় যে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে আমি ব্যক্তিগত ভাবে গর্বিত। কারণ দেশের এক নম্বর নাগরিক বা রাষ্ট্রপতি হওয়া সত্বেও তিনি যেভাবে সবার সাথে মিশেন সেটা অতুলনীয়। একজন মানুষ প্রকৃত অর্থেই মাটির মানুষ না হলে তার পক্ষে এটা করা সম্ভব নয়। এখনও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গায়ে গ্রামের সেই ধুলোবালির গন্ধ পাওয়া যায়। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার যে ধ্যান ধারণা থাকার কথা সেটাও তার মধ্যে অত্যন্ত প্রখর এবং সেই চেতনা তিনি সকলের মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টা করেন বলেই আমার কাছে দৃশ্যমান হয়। সেজন্য আমি ব্যক্তিগত ভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ধন্যবাদ দিতে চাই যে, তারা এ রকম একজন রাষ্ট্রপতিকে এই পদে মনোনয়ন দিয়েছেন।

রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের মনোনয়ন শুরুতে সবাইকে অবাক করলেও সেটা ছিল আমাদের অগত্যা। কারণ অনেকে তার সম্পর্কে সঠিক ভাবে জানতেন না। অথচ তিনি একজন স্থানীয় নেতা হয়েও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলেন। এমনকি পাবনার মত একটি জেলা শহরে থেকে তিনি এটি করেছেন। আমরা সেটার মাহাত্ম্য বুঝতে না পারলেও বঙ্গবন্ধুর হত্যাকরী ষড়যন্ত্রকারীরা ঠিকই বুঝতে পেরেছিলেন আর সেজন্য রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করেছিলেন। আমি প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী সালাহ উদ্দিন ইউসুফের কাছে শুনেছি যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তার (প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী সালাহ উদ্দিন ইউসুফ হাত পা খাটের সাথে বেঁধে রাখা হয়েছিল। এভাবে অনেক দিন তিনি জেল খেটেছেন। এরপর তিনি জেলে থেকেই আইন পাশ করেন। তিনি পরীক্ষা দিয়ে চাকরি নেন এবং জেলা জজ পর্যন্ত হয়ে তিনি তার চাকরির জীবন শেষ করেন। পরে তিনি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সাথে সরাসরি যুক্ত হন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে এবং আওয়ামী লীগের কাউন্সিলের নির্বাচন কমিশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতি হলেও এখনও তিনি আগের মতই সহজ-সরল রয়ে গেছেন। তার এই সরলতা ইতিমধ্যে সাধারণ মানুষের মন জয় করেছে।

গত এক বছরে রাষ্ট্রপতির আরেকটি উল্লেখ্য করার মত সাফল্য হল যে, তিনি এমন ভাবে দায়িত্ব পালন করছেন বা এখন পর্যন্ত তার কাজকর্ম কিংবা সিদ্ধান্তগুলো দেখে বুঝার উপায় নেই যে তিনি আগে কখনও কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি তার নিরপেক্ষতা ধরে রাখতে পেরেছেন। রাষ্ট্রের সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন। বাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকা পর্যালোচনা করলে দেখা যায় যে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সহ সর্বশেষ তিনজন রাষ্ট্রপতি গণ মানুষের রাষ্ট্রপতি হিসেবে নিজেকে প্রমাণ দিতে পেরেছেন। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, এরপর অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং মো. সাহাবুদ্দিন তারা প্রত্যেকই অতি সাধারণ জীবন যাপন করে আপামর জনগণের মন জয় করে নিতে পেরেছেন। রাষ্ট্রপতি হবার আগে যে সাধারণ জীবন যাপন করেছেন রাষ্ট্রপতি হবার পরও একই ভাবে থেকেছেন।

বাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকায় এমন রাষ্ট্রপতিও আছেন যারা রাষ্ট্রপতি হবার আগে এক রকম ছিলেন পরে আবার অন্যরকম ভাবে আবির্ভূত হয়েছে। রাষ্ট্রপতি হবার আগে যে আদর্শ ধারণ করতেন রাষ্ট্রপতির চেয়ার বসলে তাদের সেই আদর্শের বিচ্যুক্তি ঘটে। কিন্তু এক্ষেত্রে এই তিনজন ব্যক্তি সম্পূর্ণ ব্যতিক্রম। তারা আগে যা ছিলেন রাষ্ট্রপতি হবার পর একই রকম থেকেছেন, আদর্শচ্যুত হননি। মো. সাহাবুদ্দিন যে আদর্শ ধারণ করেন সেই আদর্শে তিনি তার কাজকর্ম সফলতা সাথে করে যাচ্ছেন। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।


রাষ্ট্রপতি   মো. সাহাবুদ্দিন  


মন্তব্য করুন


ইনসাইড থট

শেখ হাসিনা ছাড়া কেউই অপরিহার্য নয়


Thumbnail

প্রথম দফায় উপজেলা নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের দিন শেষ হয়েছে গতকাল। কিন্তু অবাক করার বিষয় যে, একমাত্র পলকের শ্যালক ছাড়া আর কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। অথচ আওয়ামী লীগ সভাপতির নির্দেশনা আছে যে, উপজেলা নির্বাচনে মন্ত্রী, এমপিদের পরিবারের সদস্য বা নিকট আত্মীয় স্বজনরা কেউ নির্বাচন করতে পারবেন। দলের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সভাপতির এই নির্দেশনা ইতোমধ্যে সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন। মন্ত্রী, এমপিদের পরিবারের সদস্য বা নিকট আত্মীয় স্বজনদের মধ্যে যারা মনোনয়ন জমা দিয়েছেন তাদেরকে প্রত্যাহারের জন্য তিনি নির্দেশও দিয়েছেন। তিনি শেষ পর্যন্ত কেউই তা মানেননি। এতে করে সুস্পষ্ট ভাবে তারা আওয়ামী লীগ সভাপতির নির্দেশনাকে অমান্য করেছে। যা দলীয় সিদ্ধান্তের লঙ্ঘন এবং গুরুতর অপরাধও বলে আমি মনে করি।

আওয়ামী লীগ যদি আত্মহত্যার সিদ্ধান্ত নেয় সেটি ভিন্ন কথা। কিন্তু আওয়ামী লীগ যদি টিকে থাকতে চায় তাহলে দলকে এবার কঠোর সিদ্ধান্ত নিতেই হবে। এটা এখন সময়ের দাবি। যারা মনোনয়ন প্রত্যাহার করেননি তারা ইনিয়ে বিনিয়ে এখন নানান অজুহাত তৈরি করছেন। কিন্তু আওয়ামী লীগের উচিত হবে এ সমস্ত অজুহাত না শোনা। কারণ যিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করেছেন তিনি দলীয় সিদ্ধান্ত পরিপন্থি কাজ করেছেন এটা সুস্পষ্ট। সুতরাং এখানে দল উচিত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। দল করলে তাকে দলীয় শৃঙ্খলা মানতেই হবে। অনথায় দল থেকে বাদ দিতে হবে। যারা দলীয় সিদ্ধান্তের পরিপন্থী কাজ করেন তারা কখনই দলের জন্য মঙ্গলজনক নয়। এদের মত আট-দশ দলে না থাকলে আওয়ামী লীগের কিছু যায়-আসে না। একমাত্র আওয়ামী লীগ সভাপতি দার্শনিক রাষ্ট্রনায়ক ছাড়া আর কেউই আওয়ামী লীগের জন্য অপরিহার্য নয়। শেখ হাসিনাই কেবল মাত্র আওয়ামী লীগ এবং দেশের স্বার্থে অপরিহার্য। সুতরাং, এখন আমরা দেখতে চাই শৃঙ্খলা পরিপন্থীদের বিরুদ্ধে আওয়ামী লীগ কি সিদ্ধান্ত গ্রহণ করে।

যারা আওয়ামী লীগ সভাপতি নির্দেশনা অমান্য করেছেন তিনি দলের যত বড় নেতাই হোন না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি। দরকার হলে দল থেকে তাদেরকে বাদ দিতে হবে কিংবা বহিষ্কারের মতো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। শুধু বহিষ্কারই নয়, তাদের প্রাথমিক সদস্য পদও বাতিল করতে হবে। এতে করে কারও যদি এমপিত্ব চলে যায় তো যাবে। কিন্তু দলের শৃঙ্খলা ধরে রাখতে হবে দলের স্বার্থে। তাদের আসনে যে কাউকে নির্বাচন করে জিতে আসতে পারবেন। কোন মন্ত্রী এমপি আওয়ামী লীগের জন্য অপরিহার্য নয়। যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন উপজেলা গুলো প্রার্থী দিয়েছেন তাদের বিরুদ্ধে দল কী সিদ্ধান্ত নেয় সেটা দেখার জন্য গোটা দেশের মানুষ কেন্দ্রীয় আওয়ামী লীগের দিকে তাকিয়ে আছে।

অতীতে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছি দেশের বৃহত্তর স্বার্থে কঠিন সিদ্ধান্ত নিতে। বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে এবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কঠোর পদক্ষেপ নেবেন এমনটি আশা আওয়ামী লীগের প্রতিটি তৃণমূল নেতাকর্মীর। এখন আওয়ামী লীগ শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় আমরা সেটার অপেক্ষা আছি।


মন্তব্য করুন


ইনসাইড থট

শেখ হাসিনার সমালোচনা করলেও কেউই তার বিকল্প খুঁজে পান না


Thumbnail

দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ৭ জানুয়ারির নির্বাচনে ভূমিধস বিজয়ের পর ১১ জানুয়ারি যে নতুন সরকার গঠন করেন আজ তার ১০০ তম দিন। এক কঠিনতম সময়ে তিনি এই সরকার গঠন করেছেন। কিছু বুদ্ধিজীবী নির্বাচনের আগে আগে নানান রকম কথাবার্তা বললেও সাধারণ মানুষ ঠিকই জানত যে, শেখ হাসিনাই আবার সরকার গঠন করবেন। কারণ তারা জানেন যে, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। সরকার গঠনের পরও কিন্তু তাকে কঠিনতম সময় পার করতে হয়েছে এবং এখনও হচ্ছে। তবে প্রতিটি ক্ষেত্রে তিনি সফলতা পাচ্ছেন। এজন্য একজন সাধারণ নাগরিক হিসেবে আমিও মনে করি যে, দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। 

দার্শনিক শেখ হাসিনা এখন আগে দার্শনিক পরে রাষ্ট্রনায়ক। এতদিন তিনি ছিলেন আগে রাষ্ট্রনায়ক পরে এবং দার্শনিক। এখন তিনি আগে দার্শনিক পরে রাষ্ট্রনায়ক। কারণ তিনি একের পর এক দর্শনকে যেভাবে স্থায়ী রূপ দিয়ে যাচ্ছেন তাতে এদেশের সকলের মনোবলও বৃদ্ধি পাচ্ছে। নতুন মন্ত্রিসভাতেও তিনি দর্শনের প্রতিফলন ঘটিয়েছেন। তিনি পুরনোদের সাথে নতুনদের যুক্ত করে নেতৃত্বের একটি চমৎকার ভারসাম্য তৈরি করতে সক্ষম হয়েছেন। যা আমরা এই ১০০ দিনে বুঝতে পেরেছি এই নতুন মন্ত্রিসভার কাজকর্মে। সেদিক থেকে আমি অনুধাবন করতে পারি যে, এই ১০০ দিনে দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এখন পর্যন্ত শতভাগ সফল।

গোটা বিশ্ব এখন যুদ্ধের মধ্যে পড়েছে। করোনার পর থেকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ গোটা বিশ্ব অর্থনীতিতে টলটলয়মান করে দিয়েছে। এখন আবার নতুন করে মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরু হয়েছে ইরান-ইসরায়েল যুদ্ধে। বলা যায় বিশ্বে একটা মিনি বিশ্ব যুদ্ধ চলছে। গাজায় হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে প্রতিনিয়ত। এরকম পরিস্থিতিতে দার্শনিক শেখ হাসিনার সামনে বিরাট চ্যালেঞ্জ। তবে আশার কথা যে, এখন পর্যন্ত তিনি সঠিক পথে আছেন এবং সফল ভাবে পুরো পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছেন। বিশ্বের অস্থির পরিস্থির কথা অনুধাবন করে তিনি প্রতিনিয়ত বিভিন্ন রকম নির্দেশনা দিচ্ছেন। যেমন-বিশ্ব বাজারে নতুন নতুন বাজারের সন্ধান। আমাদের যেন খাদ্য ঘাটতি পড়তে না হয় সেজন্য তিনি আগাম আমাদের সতর্ক করে দিচ্ছেন। পাশাপাশি আমাদের অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতেও তিনি জোরালো ভাবে আহ্বান করেছেন। 

একজন জেনারেলকে কীভাবে বিচার করা হয়? তিনি কয়টি ব্যাটল জয় করলেন সেটা দিয়ে কিন্তু নয়। তাকে বিচার করা হয় যখন তিনি একটা ব্যাটলে হেরে যান এবং তার সৈন্যরা যখন পুরো ভেঙে পড়েন ঠিক সে সময় তিনি কীভাবে তার সৈন্যদের উজ্জীবিত করতে পারলেন সেটা বিবেচনায় নেওয়া হয়। দার্শনিক শেখ হাসিনাও সে রকম একজন জেনারেল, যে জেনারেল কঠিন সময়ে সাধারণ জনগণকে সবচেয়ে কম কষ্টে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও যেন তিনি সফল ভাবে নিয়ে যাবেন সেটা বলাই বাহুল্য। অনেকে তার সমালোচনা করছেন ঠিক কিন্তু কেউ তার বিকল্পের কথা বলতে পারছেন না। তিনি দলকে যেমন ধরে রেখেছেন বা নেতৃত্ব দিচ্ছেন ঠিক তেমনিভাবে সরকারকেও সঠিক পথে পরিচালনা করছেন। সুতরাং শেখ হাসিনার বিকল্প যে শেখ হাসিনাই এটা বলার অপেক্ষা রাখে না। নতুন সরকারের প্রথম ১০০ দিনের মত সামনের দিনগুলোতে সাফল্য ধরে রাখবে এটাই আমরা প্রত্যাশা করি।



মন্তব্য করুন


ইনসাইড থট

কতিপয় সাংবাদিক ব্রিটিশ প্রধানমন্ত্রীর চেয়েও ক্ষমতাধর


Thumbnail

বারো বছর আগের কথা। ডেভিড ক্যামেরুন তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সে সময় একদিন তিনি একটি হাসপাতালের ওয়ার্ডে ঢুকে পড়লেন। রোগীর অনুমতি সাপেক্ষে রোগীর সাথে ছবি তুলতে গেলেন। বাঁধ সাধলেন ওয়ার্ডের দায়িত্বে থাকা একজন চিকিৎসক। জীবাণু প্রতিরোধের কোন পদক্ষেপ না নিয়ে এবং চিকিৎসকের অনুমতি ব্যতিরেকে তিনি ওই কাজটি করছিলেন। ডেভিড ক্যামেরুন তাঁর ভুল বুঝতে পেরেছিলেন সাথে সাথে। ক্ষমা চাইলেন এবং ওয়ার্ড থেকে বেরিয়ে গেলেন।

ভিন্ন চিত্র দেখলাম শনিবার সকালে বরিশাল সদর হাসপাতালে। দায়িত্বরত চিকিৎসক ওয়ার্ডে রাউন্ড দিতে যেয়ে দেখেন দুজন টিভি সাংবাদিক ওয়ার্ডে ভিডিও করছেন। ভিডিও শেষ হবার পর চিকিৎসক তাঁর রাউন্ড শুরু করলেন। রাউন্ড শুরু করতেই দুজন সাংবাদিক আবার ক্যামেরা ধরে চিকিৎসকের সাথে কথা বলা শুরু করলেন। চিকিৎসক তাদের পরিচয় জানতে চাইলেন। বিনয়ের সাথে নিচু স্বরে একে একে ২০ বার (গুনে নিশ্চিত হয়েই বলছি) সাংবাদিকের নাম জিজ্ঞেস করলেন, পরিচয় জানতে চাইলেন। উক্ত সাংবাদিক নাম বলেননি, পরিচয় দেননি। বরং উচ্চস্বরে উল্টা পাল্টা কথা বলেছেন, পাল্টা প্রশ্ন করেছেন। অবশেষে কর্তব্যরত চিকিৎসক উর্ধতন কাউকে ফোন দেয়ার পর সাংবাদিক সাহেব তার নাম বলেছেন। এখানে দুটি প্রশ্ন দেখা দিচ্ছে।  প্রথম প্রশ্ন হচ্ছে, সাংবাদিক দুজন কি ব্রিটিশ প্রধানমন্ত্রীর চেয়েও ক্ষমতাধর হয়ে গেছেন ? দ্বিতীয় প্রশ্ন, সাংবাদিক দুজনকে কেন নাম বলতে হবে ? নাম, পদবি, পরিচয় থাকবে তাদের বুকে বা কোমরে প্রদর্শিত আই ডি কার্ডে। এখন দেখার বিষয়,  প্রদর্শিত স্থানে আই ডি ছিল কিনা ? না থাকলে থাকবে না কেন?

সাংবাদিক ও চিকিৎসকবৃন্দ ঘটনার ভিডিও চিত্র সমূহ পৃথকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন। সব গুলো ভিডিও কয়েকবার দেখেছি, পর্যালোচনা করেছি। দায়িত্বরত চিকিৎসক কখনোই উচ্চস্বরে কথা বলেননি। তিনি যথেষ্ট ধৈর্য্য, বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। পক্ষান্তরে সাংবাদিক দুজন বারবার উচ্চস্বরে কথা বলেছেন। তাদের কথা বলার ধরণ দেখে মনে হয়েছে, এটি একটি মগের মুল্লুক। কর্তব্যরত চিকিৎসক ওয়ার্ড রাউন্ড শুরু করার আগে প্রতি রোগীর সাথে একজন এটেন্ডেন্ট ব্যাতিরেকে সবাইকে বের হবার কথা বলেছেন। সবাই বেরিয়ে না গেলে তিনি চিকিৎসা শুরু করতে পারবেন না বলে জানিয়েছেন। সেটাই নিয়ম।  সারা দুনিয়ায় সেটাই হয়ে থাকে। সাংবাদিকদ্বয় সেটি শুনতে নারাজ। এখানে তারা স্পষ্টতই সরকারি কাজে বাধা সৃষ্টি করেছেন, যা আইনত দণ্ডনীয়।  

দিন শেষে বেসরকারি টিভি চ্যানেলে দেখলাম সাংবাদিকদের হেনস্থা করেছে ডাক্তার। অথচ ভিডিও গুলি পর্যালোচনা করলে যে কেউ বলবেন, ডাক্তারকে হেনস্থা করেছে সাংবাদিকরা। আসলেই মগের মুল্লুক। ঘটনা কি ? আর সংবাদ শিরোনাম কি? এসব মগের মুল্লুকের রাজত্ব  থেকে জাতিকে পরিত্রান দেয়া প্রয়োজন।

স্বাস্থ্য মন্ত্রণালয়, বিএমএ, এফডিএসএর, বিডিএফ ও সাংবাদিক নেতৃবৃন্দ সমন্বয়ে একটি কমিটি করে দেয়া দরকার। কমিটি হাসপাতালে সাংবাদিক প্রবেশে ও তাদের দায়িত্ব নির্ধারণে একটি নীতিমালা প্রণয়ন করবে। সে নীতিমালায় যাতে স্বাস্থ্য কর্মীদের কাজে বাধা প্রদান না করা হয়, রোগীর অনুমতি ব্যাতিরেকে তাদের ছবি, ভিডিও বা রোগ সংক্রান্ত কোন তথ্য প্রকাশ বা প্রচার না করা হয়, সেসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকা প্রয়োজন। তা না হলে হাসপাতাল সমূহে এ ধরণের অরাজকতা হতেই থাকবে, বাড়তেই থাকবে।  

লেখকঃ প্রবাসী চিকিৎসক, কলামিস্ট।


মন্তব্য করুন


ইনসাইড থট

প্রথম আলোর পর কী ডেইলি স্টারও বিক্রি হবে?


Thumbnail

এখন টক অফ দ্য কান্ট্রি হচ্ছে প্রথম আলো বিক্রি হয়ে যাচ্ছে। যদি প্রথম আলো কে বা কারা কিনবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত না। তবে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান চাইবেন কোথায় গেলে তার চাকরির নিশ্চয়তা থাকবে। সেভাবেই তিনি বিক্রি করার চেষ্টা করবেন।

প্রথম আলো বিক্রির বিষয়টির পাশাপাশি একই রকম আরেকটি প্রশ্ন সামনে আসছে। আর সেটা হলো প্রথম আলোর পরে কে? তাহলে কি প্রথম আলোর পরে ডেইলি স্টার? তবে এটা নির্ভর করবে প্রথম আলোর কি ভাগ্য হয় তার ওপর। আমার ধারণা যারাই প্রথম আলো কিনেন না কেন তারা প্রথম দিকে মতিউর রহমান সাহেবকে রাখলেও পরবর্তীতে ছয় মাস থেকে এক বছরের মধ্যে সম্পাদক পরিবর্তন করবে। আর প্রথম আলো যদি কোন যুক্তিপূর্ণ লোকের কাছে দেয় তাহলে আমার মতে এখানে সম্ভবত আনিসুল হক সাহেব সম্পাদক হবেন। কারণ তার প্রতি লোকের অনেক শ্রদ্ধাবোধ আছে এবং তিনি সবসময় একটা রেড লাইন রক্ষা করে চলেন। এটা আমরা সকলেই জানি। তার সাথে অনেকেরই  ভালো সম্পর্ক এবং তিনি খুবই জ্ঞানী লোক।

এর আগে মতিউর রহমান যখন একতা থেকে আজকের কাগজে যান, তখন তার উদ্দেশ্যই ছিল যে, একটি পত্রিকা কীভাবে চলে সেটা শেখা এবং এখান থেকে একসাথে সাংবাদিক নিয়ে বেরিয়ে যাওয়া। তিনি সেটা করেছিলেন। তারপর ভোরের কাগজ থেকে একই কাজ করেছেন। সুতরাং তার সত্যিকারের নীতিবোধ বলতে যেটা বোঝায় সেটা দুর্ভাগ্যবশত তিনি প্রমাণ করতে পারেননি।

তিনি এক সময় কমিউনিস্টদের সাথে থাকলেও এখন তার চেয়ে বড় দক্ষিণপন্থী পৃথিবীতে খুঁজে পাওয়াই কঠিন। এ কারণে প্রথম আলো যে বিক্রি হবে এই ব্যাপারে সাধারণ লোকের ভিতরে এখন আর কোন সন্দেহ নেই।

এখন প্রথম আলোর পরে ডেইলি স্টারের কী হবে এই নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং এই আলাপ আলোচনা খুব দীর্ঘদিন যে চলবে তা না। আমার মনে হয় জুন-জুলাই মাসের ভিতরেই এর একটা ফয়সালা হয়ে যাবে। কারণ স্বাভাবিক ভাবেই বুঝি যে, একটি পত্রিকা পাঠকপ্রিয়তা পেতে বেশ সময় লাগে। এটা একদিন দুইদিনের ব্যাপার না। আবার ঠিক তেমনিভাবে যখন পাঠকপ্রিয়তা কমতে থাকে সেটাও একদিন দুইদিনে হয় না। ধীরে ধীরে হয়। এই মিডিয়া জগতের নিয়মই তাই।

আমি ১৯৬১ সালে পত্রিকা বলতে শুধুমাত্র ইত্তেফাক এর কথাই জানতাম। সেই ধারণা থেকে বলতে পারি এখন প্রথম আলোর যদি কিছু কর্মী এর চেয়ে ভালো কোন সুযোগ সুবিধা দেখেন তাহলে তারা বিক্রি হওয়ার আগেই চলে যাবেন। কারণ স্বাভাবিকভাবেই একজন সাংবাদিকের একটা ক্যারিয়ার আছে এবং প্রথম আলোর মতো পত্রিকাতে কাজ করে তিনি তো যে কোন পত্রিকায় যেতেও পারবেন না। তার কারণ গেলে তার ওই লেখার যে মান সেটা মূল্যায়ন নাও হতে পারে। তবে আমার ধারণা প্রথম আলোতে কাজ করেছেন এমন যে কাউকে টেকনিক্যাল গ্রাউন্ডে অনেক গুরুত্ব দেওয়া হবে। এক্ষেত্রে আমি অবাক হব না যদি দু এক মাসের ভিতরে দেখা যায় যে আস্তে আস্তে প্রথম আলো বিভিন্ন কর্মী অন্য পত্রিকায় যাওয়া শুরু করে দিয়েছেন।

ব্যাংক মার্জারের যেমন একটি ঘটনা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে, ঠিক তেমনি পত্রিকা জগতেও শিল্প গোষ্ঠীর যে গন্ডগোলের ঘটনা ঘটেছে এটিও ব্যাংক মার্জারের ঘটনার পর্যায়ে চলে যাবে। ব্যাংকিং ক্ষেত্রে দেখা যায়, দুটি ব্যাংক একীভূত হচ্ছে। আর এদিকে দেখা যাবে, সংবাদকর্মীরা অন্য পত্রিকায় চলে যাচ্ছে।

তবে আমার মনে হয় না, এখন যে অবস্থা চলছে এতে প্রথম আলো আর আগের মতো প্রথম আলো থাকতে পারবে। এটা কিছুতেই সম্ভব না এটি মোটামুটিভাবে নিশ্চিত। তাই আমার মনে হয় প্রথম আলো সেই ব্যাংক মার্জারের পর্যায়ে চলে এসেছে। এখন অন্য পত্রিকা যাদের আছে, তারাও প্রথম আলো কিনে নিতে পারেন। এটি সম্ভব। এরকম শিল্পগোষ্ঠীর কোন কমতি বর্তমানে বাংলাদেশে নেই। যে কোন শিল্প গোষ্ঠীই এটা কিনবে।

তবে আমি আশা রাখব, যারাই প্রথম আলো কিনবে, তারা যেন অন্তত পক্ষে এটা খেয়াল রাখে যাতে সাংবাদিকদের কোন ক্ষতি না হয়। সুতরাং এদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার দাবী হচ্ছে সাংবাদিকরা যেন ক্ষতিগ্রস্থ না হয়।


প্রথম আলো   ডেইলি স্টার  


মন্তব্য করুন


বিজ্ঞাপন