ওয়ার্ল্ড ইনসাইড

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:১৮ পিএম, ২৪ এপ্রিল, ২০১৮


Thumbnail

প্রতি বছর বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক সামিয়িকী ‘টাইম’। এবার টাইম ম্যাগাজিনে স্থান করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নাম টাইমসের বিশ্ব নেতাদের কাতারে। টাইমসের প্রভাবশালীদের তালিকায় স্থান করে নেওয়া মানেই অন্যকিছু। গত এক বছরে সব থেকে সফল ব্যক্তিদের তালিকা এটি। বিশ্বের সব থেকে ক্ষমতাধর ব্যক্তিদের অনেকেই এই তালিকায় আছেন। ২০১৮ সালে টাইমস ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা-

পথিকৃৎ

১। ভবেস আগারওয়াল -উদ্যোক্তা, ওলা ক্যাবস এর সহ প্রতিষ্ঠাতা, ভারত

২। মারিসা ব্রানচেসি –এস্ট্রো-ফিজিসিস্ট, ইতালী

৩। কারদি বি -র‍্যাপার, যুক্তরাষ্ট্র

৪। জ্যাকলিন করিন -আগ্নেয়াস্ত্র বিরোধী কর্মী, যুক্তরাষ্ট্র

৫। রুথ ডেভিডসন -রাজনীতিবিদ, স্কটল্যান্ড

৬। এমা গনজালেস -অস্ত্র নিয়ন্ত্রণ কর্মী, যুক্তরাষ্ট্র

৭। টিফানি হাডিস -যুক্তরাষ্ট্রের কৌতুক অভিনেতা

৮। ডেভিড হগ -অস্ত্র নিয়ন্ত্রণ কর্মী, যুক্তরাষ্ট্র

৯। কার্ল জুন -ক্যান্সার বিষয়ক গবেষক, যুক্তরাষ্ট্র

১০। ক্যামেরন ক্যাসকি -অস্ত্র নিয়ন্ত্রণ কর্মী ও এডভোকেট, যুক্তরাষ্ট্র

১১। কোল কিম -যুক্তরাষ্ট্রের স্নোবোর্ডার, অলিম্পিকে যুক্তরাষ্ট্রের কনিস্টহতম স্বর্ণ বিজয়ী

১২। নাইস নাইলানতেই লেনগেতে -কেনিয়ার সমাজ সংস্কার কর্মী

১৩। অ্যান মেকি -যুক্তরাজ্যের নিউরো প্যাথলোজিস্ট

১৪। কুমাইল নানজিয়ানি -পাকিস্তানি-মার্কিন কৌতুক অভিনেতা ও লেখক

১৫। ট্রেভর নোয়াহ -সাউথ আফ্রিকান কৌতুক অভিনেতা, লেখক ও প্রডিউসার

১৬। জিয়ান উই প্যান -চীনের কোয়ান্টাম ফিজিসিস্ট

১৭। জ্যান র‍্যাডার -অগ্নি নির্বাপন কর্মী ও প্রশিক্ষক

১৮। ইসা রে -অভিনেতা, লেখক, পরিচালক ও প্রযোজক, যুক্তরাষ্ট্র

১৯। জেসমিন ওয়ার্ড -যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক, শিক্ষক

২০ পেগি হুইটসন -নভোচারী, নাসা

২১। এলেক্স উইন্ড -অস্ত্র নিয়ন্ত্রণ কর্মী, যুক্তরাষ্ট্র

২২। হুইটনি ওলফে হার্ড -সিইও, বামবেল, যুক্তরাষ্ট্র

বিশ্বনেতা

১। হায়দার আল-আবাদি – প্রধানমন্ত্রী, ইরাক

২। শিনজো আবে -প্রধানমন্ত্রী, জাপান

৩। জাসিন্ডা আরডার্ন -প্রধানমন্ত্রী, নিউজিল্যান্ড

৪। কারমেন ইয়ুলিন ক্রুজ -রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্র

৫। কেনেথ সি. ফ্রাজিয়ার -সিইও, মের্ক এন্ড কো, যুক্তরাষ্ট্র

৬। সাভানা গুথেরি -সাংবাদিক, এনবিসি নিউজ, যুক্তরাষ্ট্র

৭। সিন হ্যানিটি -টক শো উপস্থাপক, যুক্তরাষ্ট্র

৮। প্রিন্স হ্যারি -ব্রিটিশ রাজপুত্র

৯। শেখ হাসিনা- প্রধানমন্ত্রী, বাংলাদেশ

১০। সাদিক খান – রাজনীতিবিদ, যুক্তরাজ্য

১১। কিম জং উন – প্রেসিডেন্ট, উত্তর কোরিয়া

১২। হোডা কোতব - বাদিক, এনবিসি নিউজ, যুক্তরাষ্ট্র

১৩। মাওরসিও মাকরি – প্রেসিডেন্ট, আর্জেন্টিনা

১৪। ইমানুয়েল ম্যাখোঁ – প্রেসিডেন্ট, ফ্রান্স

১৫। মেগান মের্কেল -অভিনেত্রী, মানবতা কর্মী, যুক্তরাষ্ট্র

১৬। এমারসন নানগাগওয়া -প্রেসিডেন্ট, জিম্বাবুয়ে

১৭। মুন জায়ে-ইন -প্রেসিডেন্ট, দক্ষিণ কোরিয়া

১৮। রবার্ট মুলার -এটর্নি, যুক্তরাষ্ট্র

১৯। সত্য নাদেলা – প্রধান নির্বাহী কর্মকর্তা, মাইক্রোসফট

২০। ন্যান্সি পেলসি -রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্র

২১। স্কট প্রুট -আইনজীবী, যুক্তরাষ্ট্র

২২। প্রিস্ন মোহাম্মদ বিন সালমান – ক্রাউন প্রিন্স, সৌদি আরব

২৩। জেফ সেসনস - রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্র

২৪। জাস্টিন ট্রুডো -প্রধানমন্ত্রী, কানাডা

২৫। ডোনাল্ড ট্রাম্প- প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্র

২৬। লিও ভারাদকার – প্রতিরক্ষামন্ত্রী, আয়ারল্যান্ড

২৭। জে. জে. ওয়াট -ক্রিড়াবিদ, যুক্তরাস্ট্র

২৮। শি জিনপিং -প্রেসিডেন্ট, চীন

শিল্পী

১। রোজেন বার -অভিনেতা, কোউতুক অভিনেতা, টেলিভিশন প্রযোজক, যুক্তরাষ্ট্র

২। মিলি ববি ব্রাউন -অভিনেতা, মডেল, স্পেন

৩। স্টার্লিং কে. ব্রাউন – অভিনেতা যুক্তরাষ্ট্র

৪। জুডি শিকাগো -নারীবাদী শিল্পী, শিক্ষক যুক্তরাষ্ট্র

৫। রায়ান কুগলার – চলচিত্র পরিচালক, প্রযোজক, স্ক্রিন রাইটার, যুক্তরাষ্ট্র

৬। গিলারমো ডেল টোরো -চলচিত্র পরিচালক, প্রযোজক, স্ক্রিন রাইটার, মেক্সিকো

৭। গাল গ্যাডট -অভিনেতা, মডেল, ইসরাইল

৮। গেরটা গারউইগ – অভিনেতা, লেখক, পরিচালক, যুক্তরাষ্ট্র

৯। হিউ জ্যাকম্যান -অভিনেতা, গায়ক, প্রযোজক, অস্ট্রেলিয়া

১০। জেআর -আলোকচিত্রি

১১। নিকোল কিডম্যান - অভিনেতা, গায়ক, প্রযোজক, অস্ট্রেলিয়া

১২। জিমি কিমেল - উপস্থাপক, কৌতুক অভিনেতা, যুক্তরাষ্ট্র

১৩। জন ক্রসিনস্কি -অভিনেতা, লেখক, পরিচালক, প্রযোজক, যুক্তরাষ্ট্র

১৪। শন মেন্ডেস -গায়ক, কানাডা

১৫। দীপিকা পাড়ুকোন -অভিনেতা, ভারত

১৬। কৃস্টান স্যারিয়াওন -ফ্যাশন ডিজাইনার, যুক্তরাষ্ট্র

১৭। লেনা ওয়াথি -– অভিনেতা, লেখক, স্ক্রিন রাইটার, যুক্তরাষ্ট্র

১৮। কেহিন্দ উইলি -চিত্রশিল্পী, যুক্তরাষ্ট্র

টাইটান

১। জোস আনদ্রেস -রন্ধন শিল্পী, যুক্তরাষ্ট্র

২। জেফ বিজোস – প্রযুক্তি উদ্যোক্তা, যুক্তরাষ্ট্র

৩। এলিজাবেথ ডিলার -স্থপতি, পোল্যান্ড

৪। কেভিন ডুরান্ট -ক্রীড়াবিদ, যুক্তরাষ্ট্র

৫। রজার ফেদারার -ক্রীড়াবিদ, সুইজারল্যান্ড

৬। সোনিয়া ফ্রেডম্যান -থিয়েটার পরিচালক, যুক্তরাজ্য

৭। সিনডি হল্যান্ড, ভাইস প্রেসিডেন্ট ফর কনটেন্ট, নেটফ্লিক্স, যুক্তরাষ্ট্র

৮। ভিরাট কোহলি – ক্রীড়াবিদ, ভারত

৯। পনি মা – ব্যবসায়ী, চীন

১০। এলন মাস্ক – সিইও, স্পেসএক্স, যুক্তরাষ্ট্র

১১। এডাম নিউম্যান – ব্যবসায়ী, ইসরাইল

১২। মাশয়সী সন -ব্যবসায়ী, জাপান

১৩। গিলিয়ানো টেস্তা – চিকিৎসক, যুক্তরাষ্ট্র

১৪। অপরাহ উইনফ্রে – টক শো হোস্ট, অভিনেতা, মানবহিতৈষী, যুক্তরাষ্ট্র

আইকন

১। ভার্জিল অ্যাবলহ- মার্কিন ফ্যাশন ডিজাইনার

২। চ্যাডউইক বোসম্যান- মার্কিন অভিনেতা

৩। তারানা বুরকে- মার্কিন মানবাধিকার কর্মী

৪। র‌্যাচেল ডেনহল্যান্ডার- মার্কিন আইনজীবী।

৫। রোনান ফারও- সাংবাদিক, আইনজীবী এবং সরকারের সাবেক উপদেষ্টা।

৬। ক্রিস্টিনা জিমেনেজ- মার্কিন মানবাধিকারকর্মী

৭। জোডি ক্যানটার- মার্কিন সাংবাদিক। 

৮। কেইশা- মার্কিন গায়িকা, গীতিকার।

৯। কেভিন কন- সিঙ্গপুরের ঔপন্যাসিক।

১০। জেনিফার লোপেজ- মার্কিন গায়িকা, গীতিকার, অভিনেত্রী, নৃত্যশিল্পী, প্রযোজক।

১১। জ্যানেট মক- মার্কিন লেখিকা, টিভি হোস্ট এবং তৃতীয় লিঙ্গের অধিকার অন্দোলনকর্মী।

১২। সিনটা নুরিয়াহ- ইন্দোনেশিয়ার সাবেক ফাস্টলেডি।

১৩। রিহান্না- গায়িকা, গীতিকার ও অভিনেত্রী।

১৪। অ্যাডাম রিপন- পেশাদার স্কেটিং।

১৫। মেগান তাহয়- মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক।

১৬। ড্যানিয়েলা ভেগা- চিলির অভিনেত্রী ও গায়িকা।

১৭। ম্যাক্সিন ওয়াটারস- কংগ্রেসওম্যান।

১৮। ক্রিস্টোফার উইলিস- ক্যামব্রিজ অ্যানালিটিকার সাবেক গবেষণা পরিচালক, ফেসবুকের তথ্য ফাঁসের কথা প্রথম জানান।

পথিকৃৎ ২২ + বিশ্বনেতা ২৮+ শিল্পী ১৮+ টাইটান ১৪+ আইকন ১৮ = ১০০ জন 



বাংলা ইনসাইডার/ডিজি 



মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

নিরস্ত্র দুই ফিলিস্তিনিকে হত্যার পর বুলডোজার দিয়ে বালুচাপা

প্রকাশ: ০৭:৫৫ পিএম, ২৮ মার্চ, ২০২৪


Thumbnail

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা ও অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কিন্তু দিন দিন হামলার ধরন নৃশংসতা ছাড়িয়ে যাচ্ছে দখলদার বাহিনীর। ইসরায়েলি নৃশংশতা থেকে রেহাই পাচ্ছে না নিরীহ মানুষ থেকে শুরু করে শিশুরাও। 

কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার হাতে এসেছে এক এক্সক্লুসিভ ভিডিও। যেখানে দেখা যাচ্ছে সৈকতে দুই নিরস্ত্র ফিলিস্তিনি পুরুষকে গুলি করে হত্যা করেছেন ইসরায়েলি সেনারা। পরে সামরিক বুলডোজার দিয়ে মরদেহ দুটি বালুচাপা দেন তারা। ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি সৈকতে এই ঘটনা ঘটে।

ভিডিও ফুটেজে দেখা যায়, সৈকতে দুই নিরস্ত্র ফিলিস্তিনি হাঁটছিলেন। একপর্যায়ে তাদের একজনকে বারবার একটি সাদা কাপড় নাড়তে দেখা যায়। কোনো হুমকি সৃষ্টি না করা সত্ত্বেও ওই দু'জনকে গুলি করে হত্যা করেন ইসরায়েলি সেনারা। পরে ইসরায়েলি সামরিক বুলডোজার এনে লাশ দুটি বালুচাপা দেন তারা।

এদিকে দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটি বলছে, এই ঘটনা ইসরায়েলি ফ্যাসিবাদ ও অপরাধের মাত্রার আরও প্রমাণ হাজির করে। এটাই জায়নবাদী আচরণকে পরিচালিত করে।

আর যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম নাগরিক অধিকার গোষ্ঠী কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) বলেছে, গাজার সৈকতে দুই নিরস্ত্র ফিলিস্তিনি পুরুষকে হত্যা এবং বুলডোজার দিয়ে লাশ দুটি বালুর নিচে চাপা দেয়ার ঘটনার অবশ্যই জাতিসংঘকে তদন্ত করতে হবে।


ফিলিস্তিন   হত্যা   বুলডোজার   ইসরায়েল  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

গাজার সমুদ্র তীরে প্লট বুকিং দিচ্ছে ইসরায়েলিরা

প্রকাশ: ০৭:৪৯ পিএম, ২৮ মার্চ, ২০২৪


Thumbnail

ইসরায়েলে বসতি স্থাপনকারীরা গাজার সমুদ্র উপকূলে প্লট কিনছে। তারা অবরুদ্ধ উপত্যাকাটিও গ্রাস করতে চাচ্ছে বলে মনে করা হচ্ছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে ড্যানিয়েলা ওয়েইসিস (৭৮) নামের ইসরাইলি এক নারী জানিয়েছেন, গাজায় বসতি স্থাপন করতে যাওয়া ৫০০ ব্যক্তির তালিকা তার কাছে আছে।

তিনি জানিয়েছেন, তেল আবিবে বসবাস করা তার অনেক বন্ধুও নাকি গাজার সমুদ্র তীরে প্লট কিনতে আগ্রহী। তার মতে এই উপকূলীয় এলাকা সুন্দর। এর সোনালি বালু মনোমুগ্ধকর। সমুদ্র উপকূলে তাদের প্লট এরইমধ্যে বুক করা হয়ে গেছে। ড্যানিয়েলা ‌‘নাচালা’ নামের একটি উগ্রপন্থি বসতিস্থাপনকারী সংগঠনের প্রধান। দশকের পর দশক ধরে তিনি পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনের নেতৃত্ব দিয়ে আসছেন। 

২০০৫ সালে ইসরায়েল গাজায় একতরফাভাবে বসতি স্থাপনকারীদের সরে যেতে নির্দেশ দেয়। তখন ২১টি বসতি ভেঙে ফেলা হয়েছিল এবং বসতির প্রায় ৯ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছিলেন ইসরায়েলের সেনারা। এরপর থেকেই বসতি স্থাপনকারী আন্দোলনের পক্ষের অনেকেই গাজায় ফিরে যাওয়ার স্বপ্ন লালন করে আসছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৭ অক্টোবরের পর থেকে এখন ৩২ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। আহদের সংখ্যাও লাখ ছোঁয়ার পথে। এদিকে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছেন অবরুদ্ধ উপত্যাকাটির ২০ লাখের মতো বাসিন্দা।


গাজা   সমুদ্র তীর   প্লট   বুকিং   ইসরায়েল  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত, আহত ৭

প্রকাশ: ০৭:৩৯ পিএম, ২৮ মার্চ, ২০২৪


Thumbnail

যুক্তরাষ্ট্রের রকফোর্ডের উত্তর ইলিনয়ে ছুরিকাঘাতে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭ জন।  এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। 

নিহতের পরিচয় জানা না গেলেও পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে একজন ১৫ বছর বয়সী তরুণী, ৬৩ বছর বয়সী এক নারী, ৪৯ বছর বয়সী এক পুরুষ এবং ২২ বছর বয়সী একজন তরুণ রয়েছেন।

রকফোর্ড পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইউএসএটুডে এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইলিনয়ে এক ব্যক্তির ছুরিকাঘাতে ৪ জন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ২২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলা উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। 

পুলিশ বলেছে, যে এলাকার বাসিন্দাদের ওপর হামলা হয়েছে, সেখানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ওই এলাকা নজরদারিতে রাখা হয়েছে।


যুক্তরাষ্ট্র   নিহত   আহত  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

বিশ্ববাজারে আবারো বাড়লো স্বর্ণের দাম

প্রকাশ: ০৭:৩৩ পিএম, ২৮ মার্চ, ২০২৪


Thumbnail

চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার স্থিতিশীল অবস্থায় রয়েছে। পাশাপাশি মার্কিন ট্রেজারি ইল্ড নিম্নমুখী হয়েছে। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।   

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের আরও অর্থনৈতিক তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। কারণ, এর ওপরই নির্ভর করে সুদের হার কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এর আগে ইউএস ট্রেজারি বন্ড ইল্ড নিম্নগামী হয়েছে। ফলে বুলিয়ন বাজার আরও চাঙা হয়েছে।

এই প্রেক্ষাপটে শুক্রবার (২৮ মার্চ) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য সামান্য বৃদ্ধি পেয়েছে। প্রতি আউন্সের দর স্থির হয়েছে প্রায় ২১৯৫ ডলারে। গত ২২ মার্চ যা ছিল ২১৬৭ ডলার। সেই হিসাবে সপ্তাহের ব্যবধানে মূল্যবান ধাতুটির দাম ঊর্ধ্বগামী হয়েছে ২৮ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০৭৪ টাকা।

বিশ্ববিখ্যাত আর্থিক প্রতিষ্ঠান টেস্টিলাইভের বৈশ্বিক সামষ্টিক অর্থনীতির প্রধান ইলিয়া স্পিভাক বলেন, সুদের হার কমানোর আভাস দিয়েছেন ফেডের নীতি-নির্ধারকরা। তবে বিশ্বব্যাপী এখনও ভূ-রাজনৈতিক উদ্বেগ রয়ে গেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বিদ্যমান। তাতে স্বর্ণ সমর্থন পাচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির মূল্য বাড়তি রয়েছে।   

গত সপ্তাহে ফেড সংকেত দেয়, ২০২৪ সালে তিনবার সুদের হার কমাতে পারে তারা। এরপর থেকেই প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলার চাপে পড়েছে। একই সঙ্গে স্বর্ণের বিশ্ববাজারে ঔজ্জ্বলতা বেড়েছে।    


বিশ্ববাজার   স্বর্ণ   যুক্তরাষ্ট্র   মুদ্রা   ডলার  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

৭০ হাজার কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা

প্রকাশ: ০৬:০৯ পিএম, ২৮ মার্চ, ২০২৪


Thumbnail

সরকারের ব্যয়ভার কমাতে আগামী কয়েক মাসের মধ্যে ৭০ হাজার সরকারি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জ্যাভিয়ের মিলেই।

স্থানীয় সময় মঙ্গলবার বুয়েনস আইরেসে একটি অনুষ্ঠানে দেওয়া ভাষণে মাইলি এমনটি জানান। 

কর্মী ছাঁটাইয়ের ঘোষণা ছাড়াও মাইলি গণ কর্মসূচি স্থগিত, প্রাদেশিক সরকারের কিছু ফান্ডিং বন্ধ ও প্রায় দুই লাখের বেশি সামাজিক কল্যাণ পরিকল্পনা বাতিল করার কথা জানান। এগুলোকে তিনি দুর্নীতিগ্রস্ত প্রকল্প হিসেবে আখ্যায়িত করেন। 

এদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্টের চাকরি ছাঁটাইয়ের পরিকল্পনা জানানোর পর আন্দোলনে নেমেছে দেশটির শক্তিশালী শ্রমিক ইউনিয়নগুলো। গত মঙ্গলবার একটি ইউনিয়ন জানায়, তাদের অধীনে থাকা কিছু সরকারি কর্মী আন্দোলন শুরু করেছে।   

আর্জেন্টিনার সরকারি কর্মী প্রায় ৩৫ লাখ। দেশটি বেশ কয়েক বছর ধরেই অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত বছর দেশটির বার্ষিক মুদ্রাস্ফীতি ছিল ২১১ দশমিক ৪ শতাংশ। 


আর্জেন্টিনা   প্রেসিডেন্ট   জ্যাভিয়ের মিলেই  


মন্তব্য করুন


বিজ্ঞাপন