ওয়ার্ল্ড ইনসাইড

ব্লুমবার্গকে মুসলিমদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:০১ পিএম, ২১ ফেব্রুয়ারী, ২০২০


Thumbnail

মাইকেল ব্লুমবার্গ, মার্কিন এই ধনকুবের ২০২০ সালের মার্কিন নির্বাচনে হতে যাচ্ছেন প্রেসিডেন্ট প্রার্থী। এর আগে তিনি ২০০২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দীর্ঘ মেয়াদে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। 

২০১১ সালে একাধিক বিভাগে পুরস্কার পায়, মার্কিন সংবাদসংস্থা এসোসিয়েটেড প্রেসের একটি রিপোর্ট। সেখানে বলা হয় ১১ ই সেপ্টেম্বর, ২০০১ এর পর থেকে নিউইয়র্ক পুলিশ বিভাগ মুসলিম প্রধান এলাকাগুলোর একটি নকশা তৈরি করে।

সেখানকার প্রতিটি মসজিদ ও ইসলামিক সেন্টারগুলোতে গুপ্তচর নিযুক্ত করা হয়। এ সমস্ত গুপ্তচরদের ডাকা হতো ‘মস্ক ক্রাউলার’ বা ‘রেকার’ নামে। তারা মুসলিমদের কথোপকথনের সময় যেমন আড়ি পাততেন, তেমনি ধর্মীয় উপদেশ বা বয়ানেরও আধেয় বিশ্লেষণ করতেন বলে খবর প্রকাশ করে আল জাজিরা।     

নিউ জার্সিতে চিহ্নিত মুসলিম, ব্যবসায়ী এবং মুসলিমদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নিউইয়র্ক পুলিশ বিভাগের নজরদারির বিষয়ে মামলা করেন মুসলিম অ্যাডভোকেটরা। ২০১২ সালে এই মামলা দায়ের করা হয়েছিল। ২০১৫ সালের একটি আদালত মুসলিমদের উপর নজরদারিকে রেড স্কেয়ার এর সময় ইহুদি-আমেরিকান, নাগরিক অধিকার আন্দোলনের সময় আফ্রিকান-আমেরিকান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি-আমেরিকানদের বৈষম্যের সাথে তুলনা করেন।

মুসলিম আইনজীবীদের একজন মুখপাত্র স্কট সিম্পসন জানান, নিউইয়র্ক মুসলিম সম্প্রদায়ের উপর নগর পুলিশ বিভাগের এই নজরদারি তাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রচণ্ড নেতিবাচক প্রভাব ফেলে। 

সাম্প্রতিক সময়গুলোতে অধিকারকর্মী ও মুসলিম সম্প্রদায় বারবার ব্লুমবার্গকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। কিন্তু, তাসত্ত্বেও ব্লুমবার্গ দায়িত্বে থাকাকালীন মুসলিম সম্প্রদায়ের উপর সংগঠিত হওয়া ঐ সকল নজরদারির বিষয়ে কোন ক্ষমা প্রার্থনা করেননি। ফলে, চলতি বৎসরের রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে মুসলিম সম্প্রদায়ের এই দাবি আরও গুরুত্ব পাচ্ছে।   

কাউন্সিল অন অ্যামেরিকান-ইসলামিক রিলেশন (সিএআইআর) এর পরিচালক রবার্ট ম্যাককাউ আল জাজিরাকে দেওয়া বক্তব্যে জানান, ঐ সময়ে মুসলিম সম্প্রদায়ের উপর নিউইয়র্ক পুলিশ বিভাগের নজরদারির জন্য ব্লুমবার্গের ক্ষমা প্রার্থনা করা উচিত। তিনি আরও বলেন, এখানকার বেশিরভাগ মুসলিমই আফ্রো-আমেরিকান। ফলে জাতিগত এই বিষয়টি, কোন একটি প্রতিবাদ কর্মসূচী সফল করার পথে বাঁধা হয়ে দাঁড়ায়।  

গত ডিসেম্বরে, উইসকনসিনে নির্বাচনী প্রচারণা শুরু করেন ব্লুমবার্গ। আর তখনই নিউইয়র্ক সিটির সাবেক এই মেয়রের সামনে উপস্থিত হন সারাহ পিয়ারসন। পিয়ারসন হলেন যুক্তরাষ্ট্রের মুসলিমদের নিয়ে কাজ করা একজন অধিকার কর্মী।

ব্লুমবার্গ মেয়র থাকাকালীন নিউইয়র্কের পুলিশ বিভাগ কর্তৃক মুসলিমদের উপর নজরদারির বিষয়ে জানতে চান, এই নারী অধিকার কর্মী। কিন্তু এর কোন সঠিক জবাব দিতে পারেন নি প্রাক্তন এই মেয়র। 

তার মেয়াদে বিনা অনুমতিতে মসজিদে পুলিশের প্রবেশ সম্পর্কে ব্লুমবার্গ বলেন, “পুলিশ সেখানে তখনই গিয়েছে, যখন মসজিদের ইমাম তাদের ভিতরে ঢুকার অনুমতি দেন”। গত ডিসেম্বরে উইসকন্সিনের মিলওয়াকিতে নির্বাচনী প্রচারণা শুরুর সময়ে তিনি এই কথা জানান।

ব্লুমবার্গ এর সাথে ডিসেম্বরের প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে পিয়ারসন আল জাজিরাকে জানান, তিনি সাদর সম্ভাষণ প্রত্যাশা করেননি।

বাংলা ইনসাইডার



মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

ওমরাহকারীদের ফেরার তারিখ জানালো সৌদি

প্রকাশ: ০৯:২৪ এএম, ২০ এপ্রিল, ২০২৪


Thumbnail

আগামী ৬ জুনের মধ্যে বাইরে থেকে আসা সকল ওমরাহকারীকে সৌদি আরব ছাড়তে হবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ওইদিন আরবি বর্ষপঞ্জিকার ১১তম মাস জিলকদের ২৯তম দিন থাকবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরব ওমরাহর জন্য যে ভিসা দিয়ে থাকে সেটির মেয়াদ থাকে ৯০ দিন। যাদের কাছে ওমরাহর ভিসা আছে তারা আগামী ১৫ জিলকদ পর্যন্ত সৌদিতে প্রবেশ করতে পারবেন।

প্রতিবেদনে বলা হয়, পবিত্র হজের প্রস্তুতি শুরুর অংশ হিসেবে ওমরাহকারীদের সৌদি আরব ছাড়ার তারিখ নির্ধারণ করে দেয়া হয়েছে।

দেশটি জানিয়েছে, ভিসা যেদিন ইস্যু করা হয় সেদিন থেকে ৯০ দিনের হিসাব শুরু হয়। যদিও অনেকে মনে করেন যেদিন সৌদিতে প্রবেশ করবেন সেদিন থেকে ভিসার মেয়াদ শুরু হয়। তাদের এ ধারণাটি ভুল। এছাড়া ওমরাহ ভিসার মেয়াদ ৯০ দিনের বেশি কোনোভাবেই বাড়ানো হবে না। এই ভিসা অন্য ভিসা হিসেবেও পরিবর্তন করা হবে না।

জিলক্বদ মাসের পরের মাস জিলহজের ৮ তারিখ থেকে হজ শুরু হয়। শেষ হয় ১৩ তারিখ। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান হজ করার জন্য সৌদিতে সমবেত হন।

হজযাত্রীদের একটা বড় অংশ আসা শুরু করেন জিলক্বদ মাস থেকে। হজের সময় যেন হজ যাত্রীরা নির্বিঘ্নে মক্কা ও মদিনায় পৌঁছাতে পারেন এবং সেখানে অবস্থান করতে পারেন সেজন্য ওমরাহকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে।


সৌদি আরব   ভিসা   হজ   জিলক্বদ  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

প্রবাসী শ্রমিকদের সুখবর দিল কুয়েত

প্রকাশ: ০৯:০৭ এএম, ২০ এপ্রিল, ২০২৪


Thumbnail

প্রবাসী শ্রমিকদের জন্য সুখবর দিল কুয়েত।  শ্রমিক সংকট দূরীকরণ এবং শ্রমিক নিয়োগের খরচ কমাতে বিধিনিষেধ তুলে দিয়েছে দেশটি। 

কুয়েতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কুয়েতের শ্রম বিভাগ সর্বসম্মতিক্রমে আগের পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম কার্যকর হবে আগামী ১ জুন থেকে।

আগের নিয়ম অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগ দিত, বিদেশ থেকে তারা যদি কোনো শ্রমিক আনতে চাইত তাহলে কুয়েতে থাকা শ্রমিকদের মধ্য থেকেই শ্রমিক নেওয়ার বাধ্যবাধকতা ছিল। এছাড়া চাহিদার একটি নির্দিষ্ট অংশে শুধু নতুন বিদেশি শ্রমিক নিতে পারত।

এতে শ্রম ব্যয় অনেক বেড়ে যায় দেশটিতে। যার প্রভাব পড়ে ভোক্তা পর্যায়েও। এমন পরিস্থিতিতে শ্রম ব্যয় এবং শ্রমিক সংকট কমাতে এমন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।


প্রবাসী   শ্রমিক   কুয়েত  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

লোকসভা নির্বাচন: প্রথম দফায় ভোট দিলেন ৬০ শতাংশ ভোটার

প্রকাশ: ০৮:৩৩ এএম, ২০ এপ্রিল, ২০২৪


Thumbnail

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দেশটির লোকসভার ৫৪৩টি আসনে মোট সাত দফায় ভোটগ্রহণ হবে।

শুক্রবার (১৯ এপ্রিল) প্রথম দফায় দেশটির ১৭টি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। এছাড়া অরুণাচল প্রদেশের ৬০টি ও সিকিমের বিধানসভার ৩২টি আসনে ভোট হয়।

এদিন এসব অঞ্চলের ৬০ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে মণিপুর ও পশ্চিমবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো কেন্দ্রের ক্ষমতায় আসবে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি। এদিকে প্রথম দফার নির্বাচনে তামিলনাড়ুর ৬২ দশমিক ৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 


লোকসভা নির্বাচন   ভারত  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশ: ০৮:১৫ এএম, ২০ এপ্রিল, ২০২৪


Thumbnail

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে ৩৪ হাজার ছাড়িয়েছে নিহতের সংখ্যা। 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ছয় মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় নিহত মানুষের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। শুক্রবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।

কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলছে, ইসরায়েলের হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৪২ জন। এ সময় আহত হয়েছেন আরও ৬৩ জন।

এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৩৪ হাজার ১২ জন ফিলিস্তিনি নিহত হলেন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু রয়েছেন। পাশাপাশি গাজায় আহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৩৩ জনে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এর মধ্যে জেরুজালেমসহ ফিলিস্তিনের কয়েকটি জায়গায় আশ্রয়শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া গাজা থেকে পালানোর সময় বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চালানোর খবর এসেছে। হামলা হয়েছে গাজার হাসপাতালেও।


গাজা   নিহত  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

নিজের গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে জরুরি বৈঠকে নেতানিয়াহু

প্রকাশ: ০৯:২৭ পিএম, ১৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

ফিলিস্তিনের গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বেশ কয়েক জন জেষ্ঠ্য কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। 

আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্ত ঠেকাতে করণীয় নির্ধারণ জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

গত মঙ্গলবার রাতে এ বৈঠক হয়েছিল বলে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে নিশ্চিত করেছে রাষ্ট্রটির পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর। সেখানে নেতানিয়াহুর তিন মন্ত্রী এবং আইন বিষয়ে অভিজ্ঞ সরকারের বেশ কয়েকজন কর্মকর্তা প্রধানমন্ত্রীর কার্যায়ের ওই বৈঠকে অংশগ্রহণ করেন। গ্রেপ্তারি পরোয়ান ঠেকাতে করণীয় নির্ধারণে ওই বৈঠকে আলোচনা করা হয়। 

হেগের আন্তর্জাতিক আপরাধ আদালতের পক্ষ থেকে নিকট ভবিষ্যতে গেপ্তারি পরোয়ানা জারি হতে পারে এমন একটি বার্তা পাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী এ বৈঠকের ডাক দেন। 

বুধবার জেরুজালেম সফরে গিয়েছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক। তাদের সঙ্গে বৈঠকের সময়ও আইসিসির সম্ভাব্য গ্রেপ্তারি পরোনার প্রসঙ্গটি নেতানিয়াহু তুলেছিলেন বলে জানা গেছে। পরোয়ানা ঠেকাতে তিনি এই দুই দেশের সরকারের সহযোগিতাও চেয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালে হামাস এবং আইডিএফের মধ্যে ব্যাপক সংঘাত হয়েছিল। সেই যুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধগুলো নিয়ে ২০১৯ সালে তদন্ত শুরুর ঘোষণা দেয় আইসিসি। পরে করোনা মহামারির কারণে তা স্থগিত হলে ২০২১ সালের ২৩ মার্চ ফের তদন্ত শুরু করে আইসিসি। সেই তদন্তের অংশ হিসেবে গত ডিসেম্বরে ইসরায়েল সফরে এসেছিলেন আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান।




ইসরায়েলের প্রধানমন্ত্রী   আন্তর্জাতিক অপরাধ আদালত   বেনিয়ামিন নেতানিয়াহু   ফিলিস্তিন   গাজা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন