ওয়ার্ল্ড ইনসাইড

দীর্ঘায়ুর অর্থনীতি ও নতুন জীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৩১ পিএম, ২০ জুলাই, ২০১৭


Thumbnail

চিকিৎসাবিজ্ঞানের প্রভূত উন্নতি ও সচেতনতা বৃদ্ধি থেকে শুরু করে নানা কারণে মানুষের দীর্ঘায়ু এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। ১৯৫০ সালে বিশ্বের মোট জনসংখ্যার মাত্র পাঁচ শতাংশ ৬৫ বছরের বেশি বয়সী ছিল। ২০১৫ সালে এটা আট শতাংশে পৌঁছায়। আর ২০৫০ সালে ১৬ শতাংশে পৌঁছানোর জোরালো সম্ভাবনা রয়েছে।
 
প্রবীণ জনসংখ্যার এই বর্ধিত আকার বিভিন্ন দেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে। বিশেষত, উন্নত দেশগুলোয় জন্মহার হ্রাস এবং প্রবীণ জনসংখ্যা বৃদ্ধির জেরে বয়স্ক মানুষদের ওপর নির্ভরতার আনুপাতিক হার বেড়েছে। শিশুমৃত্যুর হার হ্রাসের ব্যাপারটাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তবে সব মিলিয়ে প্রবীণ জনসংখ্যাকে এখন বোঝা হিসেবে বিবেচনা না করে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়ে কার্যকর জনশক্তি হিসেবে রূপান্তর অপরিহার্য। সে জন্য অনেক পরিবর্তন প্রয়োজন।
 
অবসরগ্রহণের পর ভেঙে পড়ার পরিবর্তে নতুন করে কাজে লেগে পড়ার মানসিকতা গড়ে তুলতে হবে। প্রবীণ ব্যক্তিরাও সম্ভাবনাময় নতুন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। তাঁদের এই ইচ্ছাশক্তির পাশাপাশি পারিপার্শ্বিক সহযোগিতা যোগ হলে দিন বদলাতে বিশেষ সময় লাগার কথা নয়। পরিবর্তনের এই ছোঁয়া ইতিমধ্যে বিভিন্ন দেশের শ্রমবাজারে লেগেছে। শুধু তাই নয় দুঃসাহসিক ভ্রমণ থেকে শুরু করে নারী-পুরুষের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক (ডেটিং) স্থাপনের ওয়েবসাইটে প্রবীণদের সক্রিয়তা কখনো কখনো রীতিমতো তরুণদের ছাপিয়ে যাচ্ছে।
 
প্রবীণদের অনেকে অর্থসম্পদ নিয়েও নিষ্ক্রিয় জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েন। এ ক্ষেত্রে মানসিকতার পরিবর্তন খুব জরুরি। উদ্যোক্তা হওয়ার জন্য তাঁদের কেবল সেই আত্মবিশ্বাসটা দরকার যে নিজেদের জন্য তাঁরা আরও বেশি খরচ করলেও সামলে নিতে পারবেন। এ ক্ষেত্রে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। নানা ঝুঁকি বা আশঙ্কা থেকে প্রবীণদের মুক্ত রাখতে সামাজিক নিরাপত্তা বা প্রবীণ তহবিল থেকে বরাদ্দ দেওয়ার বন্দোবস্ত করতে হবে।
 
দীর্ঘায়ু লোকজনকে সক্রিয় রাখার কাজটা যত সহজ মনে হচ্ছে, বাস্তবতা তার চেয়ে ভিন্ন। তাঁদের উপযোগী করে কর্মস্থল বানাতে হবে। যেমন: প্রবীণদের ঘন ঘন প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়। সুতরাং তাঁরা যেখানে কাজ করবেন, সেখানে সেই সুবিধা রাখা অপরিহার্য। অসুস্থ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থাও রাখতে হবে। প্রযুক্তি এখন অনেক এগিয়েছে। কখনো কখনো সেটা তরুণদের চেয়ে প্রবীণদের জন্য বেশি সুফল বয়ে এনে দিতে পারে। বেশি বয়সী মানুষের স্মৃতিভ্রম বা ভুলে যাওয়ার অসুখ থাকতে পারে। এ ক্ষেত্রে স্মার্টফোনের বিভিন্ন অ্যাপলিকেশন বা অ্যাপ তাঁদের সহায়ক হতে পারে। যাঁরা কানে কম শোনেন, তাঁদের জন্যও আছে বিভিন্ন সহায়ক যন্ত্র বা হিয়ারিং অ্যাইড। প্রবীণদের জীবনযাত্রা আরও সহজ-সুন্দর করে তোলার জন্য প্রযুক্তি অনেক সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি করে দিয়েছে। ফলে দীর্ঘ জীবন লাভের পরও প্রবীণদের এখন নিজেদের পরনির্ভরশীল মনে করার সুযোগ কম। আশার কথা হলো, এসব প্রযুক্তিপণ্যের দাম দিনে দিনে কমে আসছে। মোটরগাড়ি, মুদি দোকানের জিনিসপত্র সরবরাহ থেকে ডাক্তার পর্যন্ত এখন স্মার্টফোনের অ্যাপের মাধ্যমে ফরমায়েশ করা যায়। প্রবীণ জনসাধারণের জন্য এই সেবা অত্যন্ত কার্যকর বা সহায়ক হচ্ছে। তাঁদের এই ধরনের প্রযুক্তিগত সুবিধার ব্যবহার শিখিয়ে দিলেই যথেষ্ট।
 
তাই দীর্ঘায়ু এখন আশীর্বাদ, সমাজের জন্য মোটেও বোঝা নয়। কীভাবে এই প্রবীণ জনগণকে সম্পদ হিসেবে কাজে লাগানো যেতে পারে সেই কৌশল নির্ধারণের কাজটাই বড়। পশ্চিমা দেশে আজ যে শিশু জন্ম নিচ্ছে, সে হয়তো তার নাতি-নাতনির ছেলেমেয়েকে দেখে যেতে পারবে। জীবদ্দশায় সে সময় যেমন বেশি পাবে তেমনি কাজের সুযোগও আগের প্রজন্মের তুলনায় বেশি পাবে। সেই হিসেবে ব্যক্তি থেকে শুরু করে সমাজ ও অর্থনীতির জন্যও তার দায়দায়িত্ব বা করণীয় বেড়ে যাবে। মানবজাতি এই ‘দীর্ঘায়ুর সুফল’ ঘরে তুলতে পারলেই সামগ্রিক মুনাফা অর্জিত হবে। একাধিক প্রজন্মের প্রবীণ জনগণ সম্মিলিতভাবে আশপাশের লোকজনের উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।      
 
বাংলা ইনসাইডার/জেডএ




মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

গাজায় ২০ জনকে জীবিত কবর দেওয়ার অভিযোগ

প্রকাশ: ০৮:২৮ পিএম, ২৫ এপ্রিল, ২০২৪


Thumbnail

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসের নাসের হাসপাতাল  এবং গাজা সিটির আল শিফা হাসপাতালের পাশে গণকবরের সন্ধান মিলেছে। গণকবর থেকে এখন একের পর এক মরদেহ বের করা হচ্ছে। যেগুলোর বেশিরভাগই বিকৃত হয়ে গেছে। 

ফিলিস্তিন সিভিল ডিফেন্সের সদস্য মোহাম্মদ মুঘাইয়ের জানিয়েছেন, এসব গণকবরে পাওয়া মরদেহের অন্তত ২০ জনকে জীবিত অবস্থায় কবর দেওয়ার আলামত পেয়েছেন তারা।  

তিনি বলেছেন, ১০টি মরদেহের হাত বাধা ছিল। অন্যদের শরীরে মেডিকেল টিউব সংযুক্ত ছিল। বিষয়টি নির্দেশ করছে তাদের খুব সম্ভবত জীবিত অবস্থায় কবর দেওয়া হয়েছে। 

খান ইউনিসের নাসের হাসপাতালের গণকবর থেকে শিশুদের মরদেহও উদ্ধার করা হয়েছে। মোহাম্মদ মুঘাইয়ের শিশুদের বিকৃত মরদেহের ছবি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, গণকবরে শিশুরা কেন ? এসব প্রমাণ নির্দেশ করছে ইসরায়েলি সেনারা মানবতা বিরোধী অপরাধ করেছে।

দুই সপ্তাহ আগে খান ইউনিস থেকে সরে যায় দখলদার ইসরায়েলের সেনারা। এরপর সেখানে ফিরে যান সাধারণ ফিলিস্তিনিরা। তারা গিয়ে দেখতে পান খান ইউনিসকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে দখলদাররা। তাদের বর্বরতা থেকে বাদ যায়নি হাসপাতালও। সাধারণ মানুষকে হত্যা করে হাসপাতালের পাশেই পুঁতে রেখেছে তারা।


গাজা   কবর   ইসরায়েল   মরদেহ  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

মার্কিন ও ইসরায়েলি জাহাজে হামলার দাবি হুতির

প্রকাশ: ০৭:৫৮ পিএম, ২৫ এপ্রিল, ২০২৪


Thumbnail

মার্কিন ও ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। 

বুধবার (২৪ এপ্রিল) এডেন উপসাগর ও ভারত মহাসাগরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। 

পার্স টুডে বলছে, বুধবার রাতে এক বিবৃতিতে হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার তথ্য জানিয়ে বলেন, এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের জাহাজ মেয়ারস্ক ইয়র্কটাউন ও একটি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়েছে। এছাড়া ভারত মহাসাগরে ইসরায়েলি জাহাজ এমএসসি ভেরাক্রুজে হামলা করা হয়েছে। এ দুটি অপারেশনই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে বলেও জানান জেনারেল সারি। 

এদিকে আরব নিউজ জানিয়েছে, সমুদ্র নিরাপত্তা বিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান আমব্রে বলছে, এডেন বন্দরের দক্ষিণ পশ্চিমে হামলা হয়েছে। আর মার্কিন কর্তৃপক্ষ হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ইয়েমেনের উপকূলে মার্কিন নেতৃত্বাধীন জোট হুতিদের চারটি ড্রোন এবং একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। তবে এ ঘটনায় কোনো আঘাত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


ইসরায়েল   যুক্তরাষ্ট্র  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমরা লজ্জা পাই: শাহবাজ শরিফ

প্রকাশ: ০৭:০৯ পিএম, ২৫ এপ্রিল, ২০২৪


Thumbnail

শিল্প প্রবৃদ্ধিতে বাংলাদেশের অসাধারণ অগ্রগতির কারণে বাংলাদেশের দিকে তাকালে আমরা লজ্জা পাই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার (২৪ এপ্রিল) পাকিস্তানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি অধিবেশন চলার সময় বাংলাদেশের প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন।

পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন জানিয়েছে, বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমি যখন বেশ ছোট ছিলাম তখন আমাদের বলা হতো এটি (বাংলাদেশ) আমাদের কাঁধের বোঝা। আজ আপনারা সবাই জানেন সেই বোঝা কোথায় পৌঁছে গেছে। এ সময় শাহবাজ আরও বলেন, ‘আমরা যখন তাদের (বাংলাদেশ) দিকে তাকাই তখন আমরা লজ্জাবোধ করি।’

এদিন পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির সিন্ধু সিএম হাউসে অর্থনীতির উন্নতির উপায় খুঁজতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শাহবাজ। ব্যবসায়ী নেতারা এ সময় অর্থনৈতিক সমস্যা মোকাবিলায় শাহবাজের সংকল্পের প্রশংসা করলেও, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের ফলে পাকিস্তানে রাজনৈতিক অস্থিতিশীলতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

দেশের অর্থনীতির মোড় ঘুরিয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে মনোনিবেশ করারও পরামর্শ দেন করাচির ব্যবসায়ী সম্প্রদায়। তারা প্রধানমন্ত্রীকে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করারও অনুরোধ জানান।


শাহবাজ শরিফ   পাকিস্তান   বাংলাদেশ  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

চড় মারতেই অজ্ঞান স্ত্রী, মৃত্যু হয়েছে ভেবে স্বামীর আত্মহত্যা

প্রকাশ: ০৪:১৬ পিএম, ২৫ এপ্রিল, ২০২৪


Thumbnail

ঝগড়া সময় স্ত্রীকে চড় মারতেই জ্ঞান হারান স্ত্রী। স্ত্রী মারা গেছেন ভেবে ভয় পেয়ে যান তিনি। এরপর কোনো কিছু না ভেবেই আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা অঙ্গরাজ্যের তিরুঅনন্তপুরমে।   

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম প্রীজিত। মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিলেন তিনি। তখন তার স্ত্রী সিনসিনা এ নিয়ে ঝগড়া করেন। স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাক-বিতণ্ডা শুরু হয়।

রাগের বশে স্ত্রীকে আচমকা চড় মেরে বসেন প্রীজিত। আর এতেই জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যান সিনসিনা। তাকে জাগিয়ে তোলার চেষ্টা করেন প্রীজিত। কিন্তু স্ত্রীর কোনো সাড়াশব্দ না পাওয়ায় ভয় পেয়ে গিয়েছিলেন তিনি।

সিনসনা পুলিশকে জানিয়েছেন, কিছুক্ষণ পরে জ্ঞান ফেরার পর তিনি দেখেন প্রীজিত গলায় দড়ি দিয়ে ঝুলছেন। চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন তিনি। তড়িঘড়ি করে প্রীজিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।


ভারত   মৃত্যু   আত্মহত্যা  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, নিহত ১৪

প্রকাশ: ০৩:২৮ পিএম, ২৫ এপ্রিল, ২০২৪


Thumbnail

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবে ১৪ জন নিহত হয়েছেন। মেডেনাইন শহরের একজন পাবলিক প্রসিকিউটর বুধবার (২৪ এপ্রিল) এএফপিকে বলেন, তিউনিসিয়ার দক্ষিণের জেরবা দ্বীপের উপকূলে গত কয়েক দিনে ১৪ জন অভিবাসীর মৃতদেহ পাওয়া গেছে।

নিহতদের মধ্যে বেশির ভাগই সাব-সাহারান আফ্রিকান দেশগুলো থেকে এসেছিল। মেডেনাইনের আদালতের প্রসিকিউটর ফেথি বাককুচে বলেন, এদের মধ্যে একজন মিশরীয় ব্যক্তিও ছিলেন। তার কাছে থাকা পাসপোর্টটি থেকে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা জানিয়েছে, ২০২৩ সালে কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় পথ অতিক্রম করার চেষ্টা করার সময় প্রায় ২ হাজার ৪৯৮ জন মারা গেছে বা নিখোঁজ হয়েছে। আগের বছরের তুলনায় এই সংখ্যা ৭৫ শতাংশ বেশি।

এর আগে গত মঙ্গলবার তিউনিসিয়া কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃতদেহ খুঁজে পেয়েছে। এসব মরদেহ বেশ কয়েক দিন ধরে উপকূলে ভেসে ছিল।

এদিকে ফরাসি উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টাকালে শিশুসহ অন্তত পাঁচ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর খবর পাওয়া গেছে। গত সোমবার (২২ এপ্রিল) রাতে নৌকাডুবির ঘটনাটি ঘটেছে ধারণা করা হচ্ছে। তবে ওই সময়ে ঠিক কয়টি নৌকা যাত্রা করেছিল তা এখনও নিশ্চিত নয়।

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ভোর ৫টায় ১১০ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে একটি ছোট নৌকা ভিমুরু উপকূল থেকে যাত্রা করেছিল। যাত্রার পর প্রথমে নৌকাটি একটি বালির তীরে আটকা পড়ে। পরে আবার যাত্রা করে সেটি। নৌকাটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল বলে জানা গেছে।

বিদেশে পাড়ি দেওয়ার জন্য তিউনিসিয়া এবং এর প্রতিবেশী লিবিয়া অভিবাসীদের কাছে গত কয়েক বছরে বেশ জনপ্রিয় রুট হয়ে উঠেছে। প্রায়ই বিভিন্ন দেশ থেকে ইউরোপে উন্নত জীবন যাপনের আশায় বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা।


তিউনিসিয়া   উপকূল   নৌকাডুবি   নিহত ১৪  


মন্তব্য করুন


বিজ্ঞাপন