প্রতি এক মিনিটে তিন জন করে মার্কিন নাগরিকের মৃত্যু ঘটছে করোনা ভাইরাসে। বুধবার ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ গেছে ৪৪৭০ জনের। ফের রেকর্ড যুক্তরাষ্ট্রের।
দীর্ঘদিন ধরে সংক্রমণ ও মৃত্যু তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গোটা বিশ্বে আক্রান্ত ৯ কোটি ২১ লাখ। এর মধ্যে শুধু আমেরিকাতেই করোনা-সংক্রমিত ২ কোটি ৩৩ লাখ। ১৯ লাখ ৭২ হাজার মৃত্যুর মধ্যে ৩ লাখ ৮৯ হাজার প্রাণহানি প্রথম বিশ্বের এই দেশে। হাসপাতাল, ক্লিনিকগুলোতে উপচে পড়ছে রোগীর ভিড়। এরইমধ্যে দেশটিতে ২৬ জানুয়ারি থেকে করোনা-নেগেটিভ রিপোর্ট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।