ভ্যাকসিনের অসম বন্টন বিশ্বে নৈতিক বিপর্যয় ডেকে আনবে বলে আবারও সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গ্রেব্রেয়াসুস।
টেডরস বলেন, ভ্যাকসিনে বৈষম্য করা ঠিক হচ্ছে না। ধনী দেশগুলোর তরুণরা, এমনকি যারা সুস্থ আছেন তারাও টিকা পাচ্ছেন অথচ গরীব দেশেরগুলোর অবস্থা খুবই নাজুক।
তিনি আরও বলেন, ৩৯ মিলিয়ন ভ্যাকসিনের ডোজ ৪৯টি ধনী দেশ পাচ্ছে, যেখানে একটি গরীব দেশ পাচ্ছে শুধু ২৫ ডোজ।
সোমবার এক বৈঠকে তিনি আরও বলেন চায়না, ভারত, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এরইমধ্যে ভ্যাকসিন আনতে পেরেছে। তাই নিজেদের লোকজনকে ভ্যাকসিন প্রয়োগের বিষয়টি তাদের অগ্রাধিকার তালিকায় থাকছে।
ভ্যাকসিনের বৈষম্যের বিষয়টি নিয়ে এর আগেও বহুবার সতর্ক করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।