ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটির তৃতীয় ধাপের লকডাউন আজ সোমবার তুলে দিতে যাচ্ছেন। দ্রুত গতিতে টিকা দেয়া শুরু করার পর হাসপাতালগুলোতে চাপ কমে যাওয়ায় এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানা গেছে।
পার্লামেন্টে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, জনসন আগামী ৮ মার্চ সকল ইংলিশ স্কুলসমূহ খুলে দেয়া নিশ্চিত করার প্রত্যাশা করছেন। তিনি বলেছেন, আর লকডাউন না দেয়ার জন্যে তিনি সতর্ক কিন্তু অপরিবর্তনীয় কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন।
ডাউনিং স্ট্রিট থেকে প্রকাশিত ওই বিবৃতিতে তিনি আরো বলেন, আজ আমি লকডাউন অবসানের লক্ষ্যে একটি রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছি। তিনি আরো বলেন, শিশুদের স্কুলে ফিরিয়ে নেয়াই আমাদের অগ্রাধিকার কাজ।
যুক্তরাজ্যে করোনায় মারা গেছে এ পর্যন্ত ১ লাখ ২০ হাজারেরও বেশি লোক। বিশ্বে প্রথম ব্রিটেন ডিসেম্বরে করোনার টিকা দেয়া শুরু করে। কিন্তু দেশটিতে নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়া এবং সংক্রমণ তীব্র রূপ নেয়ায় জানুয়ারিতে তৃতীয়বারের মতো লকডাউন জারি করা হয়।