সিরিয়ার পূর্বাঞ্চলে ইরানসমর্থিত দুই মিলিশিয়া গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে চালানো যুক্তরাষ্ট্রের বিমান হামলা নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানের উচিত একে একটি সতর্কবার্তা হিসেবে নেওয়া।
এএফপি জানিয়েছে, বিমান হামলা থেকে কোনো বার্তা পাঠাতে চেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে জো বাইডেন দৃশ্যত ইরানকে উদ্দেশ্য করে বলেন, ‘দায়মুক্ত হয়ে আপনি কাজ করতে পারেন না।’
টেক্সাসে সম্প্রতি ব্যাপক তুষারঝড়ে ক্ষতিগ্রস্ত লোকজনকে সহায়তাদানের প্রচেষ্টার অংশ হিসেবে পরিদর্শনে গিয়ে হাউসটনে বাইডেন এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, ‘সতর্ক হয়ে যান।’
সম্প্রতি সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর রকেট হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।