ওয়ার্ল্ড ইনসাইড

কোন দেশের সেনাবাহিনী কতোটা শক্তিশালী?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৪৩ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০১৭


Thumbnail

সম্প্রতি মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানোয় বাংলাদেশে আগত শরণার্থীর সংখ্যা বেড়েছে। টেকনাফ-উখিয়ায় প্রাণ বাঁচাতে লাখোরোহিঙ্গা শরণার্থীরা জড়ো হয়েছেন। চলমান সংকটের মধ্যে মিয়ানমারের সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তে প্রায়ই হেলিকপ্টার নিয়ে প্রবেশ করেছে। এসেছে সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন।

গ্লোবাল ফায়ার পাওয়ার নামে একটি ওয়েবসাইট প্রতি বছর বিশ্বের সব দেশের সামরিক বাহিনীর ক্ষমতা নিয়ে র‌্যাংকিং প্রকাশ করে থাকে।

সিআই এর ফ্যাক্টশিট ও উইকিপিডিয়া থেকে তথ্য সংগ্রহ করে তারা তালিকা তৈরি করে। চলতি বছর তাদের র‌্যাংকিং অনুযায়ী মিয়ানমার তালিকায় ৩১তম এবং বাংলাদেশ৫৭তম।

তবে এখানে পরমাণু অস্ত্রকে শক্তি হিসেবে ধরা হয়নি। দেশের আকার, সামরিক খাতে বাজেটের অংক, সেনাসদস্যের সংখ্যা ও যুদ্ধের সরঞ্জামের সংখ্যা অনুযায়ী এখানে তালিকা তৈরি করা হয়েছে।

ওয়েবসাইটটির প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমারে মোট সেনাসদস্য পাঁচ লাখ ১৬ হাজার। আর বাংলাদেশের রয়েছে দুই লাখ পঁচিশ হাজার। মিয়ানমারের মোটবিমান রয়েছে ২৪৯টি। যার মধ্যে ৫৬টি ফাইটার বিমান। অ্যাটাক হেলিকপ্টারে আছে নয়টি। যুদ্ধট্যাংক আছে ৫৯২টি। কোনো যুদ্ধবিমানবাহী রণতরী নেই।ডুবোজাহাজও নেই। ফ্রিগেট রয়েছে পাঁচটি। বছরে তাদের সামরিক বাজেট ২৪০ কোটি মার্কিন ডলার।

অন্যদিকে, বাংলাদেশের রয়েছে ১৬৬টি বিমান। এর মধ্যে ফাইটার বিমান ৪৫টি। কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। যুদ্ধট্যাংক আছে ৫৩৪টি। বাংলাদেশেরও ডেস্ট্রয়ার, ডুবোজাহাজ ও বিমানবাহী রণতরী নেই। নৌবাহিনীর মাত্র ৮৯টি নৌযান রয়েছে। সামরিক বাজেট ১৫৯ কোটি মার্কিন ডলার।

গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুযায়ী শক্তিশালী দশ সেনাবাহিনী হল-

১. যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সামরিক খাতে পাঁচ হাজার ৮৭৮ কোটি মার্কিন ডলার খরচ করে যা অন্যান্য দেশের থেকেও বেশি। তাদের ১০টি বড় যুদ্ধবিমান ক্যারিয়ার আছে।অন্য কোনো দেশে এ পরিমাণ ক্যারিয়ার নেই। যুক্তরাষ্ট্রের পর ভারতে সবচেয়ে বেশি ক্যারিয়ার আছে। আর ভারত তার তৃতীয় ক্যারিয়ার তৈরি করেছে।সামরিক ক্ষেত্রে প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র এগিয়ে। যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী রয়েছে। যুক্তরাষ্ট্রের ছয় হাজার আটশটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।

২. রাশিয়া

যুক্তরাষ্ট্রের পর রাশিয়ার সবচেয়ে বড় ট্যাংক ও যুদ্ধবিমানের বহর আছে। যুক্তরাষ্ট্র ও চীনের পর রাশিয়ার সবচেয়ে বেশি ডুবোজাহাজ আছে। রাশিয়া সামরিকখাতে তাদের বাজেট আরো বড় করেছে। সামরিক শক্তিতে রাশিয়াও যে এগিয়ে আছে তা সিরিয়া সেনাবাহিনী পাঠানোর মাধ্যমে প্রমাণ করেছে। রাশিয়ারবাজেট চার হাজার ৪৬ কোটি মার্কিন ডলার। ডুবোজাহাজ আছে ৫৫টি এবং ট্যাংকের সংখ্যা ১৫,৩৯৮। রাশিয়ার রয়েছে প্রায় সাত হাজারটি পারমাণবিক ওয়ারহেড।

৩. চীন

গত কয়েক দশকে চীনের সামরিক শক্তি খুব দ্রুত বেড়ে উঠেছে। যদি শুধু সৈন্যদের সংখ্যা ধরা হয় তবে চীন বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনীর অধিকারী।মোট ২৩,৩৩,০০০ সদস্য আছে তাদের সেনা বহরে। রাশিয়ার পর তাদের সবচেয়ে বেশি ট্যাংকের মজুদ আছে এবং যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশিডুবোজাহাজ রয়েছে তাদের। সেনাশক্তি আধুনিকায়নের জন্য চীর দীর্ঘ প্রকল্প হাতে নিয়েছে। যার মধ্যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ও পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা আছে। চীনের রয়েছে ২৬০টি ওয়ারহেড।

৪. ভারত

ভারতের রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র ও চীনের পর সবচেয়ে বেশি সক্রিয় সেনা সদস্য রয়েছে ভারতের। ৬,৪৬৪ টি ট্যাংকও ১,৯০৫টি যুদ্ধবিমান রয়েছে। ভারতের কাছে পরমাণু অস্ত্রও রয়েছে। আশা করা যাচ্ছে, আগামী ২০২০ সালের মধ্যে ভারত সামরিক শক্তিতে বিশ্বের চতুর্থশীর্ষ দেশ হবে। দেশটির কাছে ১১০টি পরমাণু ওয়ারহেড রয়েছে।

৫. ফ্রান্স

ফ্রান্সের সামরিক বাহিনী তুলনামূলকভাবে ছোট কিন্তু তারা উচ্চ প্রশিক্ষিত ও দক্ষ। তাদের নতুন যুদ্ধবিমান ক্যারিয়ার চার্লস ডি গল রয়েছে। তারা প্রায়ইআফ্রিকার দেশগুলোতে সেখানকার সরকারি ব্যবস্থা স্থির রাখতে ও উগ্রবাদ রুখতে সেনাবাহিনী মোতায়েন করে। ফ্রান্সের সামরিক খাতে বাজেট মোট ৬২৩কোটি মার্কিন ডলার। মোট ৩০০টি পরমাণু অস্ত্র রয়েছে দেশটির অধীনে।

৬. যুক্তরাজ্য

২০১০ ও ২০১৮ সালের মধ্যে যুক্তরাজ্য তাদের সেনাবাহিনী ২০ শতাংশ কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে। তাদের নৌবাহিনী এইচএমএস কুইন এলিজাবেথযুদ্ধবিমান ক্যারিয়ার যোগ করার পরিকল্পনা করেছে। ২০২০ সালে এটি যুক্ত হবে। এই ৪০টি এফ-৩৫বি ফাইটার বিমান বহন করতে পারে। যুক্তরাজ্যেরসামরিক বাজেট ৬০৫ কোটি মার্কিন ডলার। মোট ২১৫টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে তাদের অস্ত্রভাণ্ডারে।

৭. জাপান

জাপানের সৈন্য সংখ্যা খুবই কম এবং সামরিক সরঞ্জামও তাদের পর্যাপ্ত না। কিন্তু ক্রেডিট সুইস এরপরও জাপানকে চতুর্থ শক্তিশালী দেশ হিসেবেদেখিয়েছে। ডুবোজাহাজ এবং যুদ্ধবিমানের সংখ্যা দিয়ে তারা এই দেশকে শক্তিশালী হিসেবে দেখিয়েছে। চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর জাপানে সবচেয়েবেশি হেলিকপ্টার আছে। জাপানের সামরিক বাজেট মোট ৪১৬ কোটি মার্কিন ডলার। তবে জাপানের নিজস্ব কোনো পরমাণু অস্ত্র নেই।

৮. তুরস্ক

পূর্ব ভূ-মধ্যসাগরীয় অঞ্চলে সবচেয়ে বড় সামরিক বাহিনী রয়েছে তুরস্কের। দেশটির কোনো যুদ্ধবিমান ক্যারিয়ার নেই; কিন্তু ডুবোজাহাজের পরিমাণ অনেকবেশি। তুরস্কের হেলিকপ্টার, ১০২০টি যুদ্ধবিমান ও ৩৭৭৮টি ট্যাংক রয়েছে। সামরিক খাতে তাদের বাজেট ৮.২ বিলিয়ন মার্কিন ডলার। সামরিক জোট ন্যাটোর অধিভুক্ত হওয়ায় তুরস্ক ও জার্মানি যুক্তরাষ্ট্র থেকে পরমাণু অস্ত্রের সহায়তা পেয়েছে।

৯. জার্মানি:

জার্মানির কোনো বিমানবাহী রণতরী নেই। মাত্র ৪টি ডুবোজাহাজ রয়েছে। প্রতি বছর সামরিক খাতে ৪০২ কোটি মার্কিন ডলারের বাজেট বরাদ্দ রাখে। মোট৪০৮টি যুদ্ধট্যাংক রয়েছে। সামরিক কর্মকর্তার সংখ্যা মোট দুই লাখ দশ হাজার। সম্প্রতি ইউরোপের ন্যাটো সদস্যদের সামরিক সহায়তা দেয়ার ক্ষমতাপেয়েছে।

১০. মিসর:

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন ও তুলনামূলকভাবে বড় সেনাবাহিনী আছে মিসরের। যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা আর্থিক সহায়তা পেয়ে থাকে। বিশ্বের পঞ্চমবৃহৎ ট্যাংকবাহিনী আছে দেশটিতে। মোট চার হাজার ৬২৪টি যুদ্ধট্যাংক আছে তাদের। শুধু তাই নয় দেশটির রয়েছে অন্যতম বড় বিমানবাহিনী। মোটসামরিক বাজেট ৪৪০ কোটি মার্কিন ডলার।

লিংক: https://www.globalfirepower.com/countries-listing.asp

বাংলা ইনসাইডার/আরএইচবি/জেডএ




মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

কৃষকদের মাথার খুলি-হাড় নিয়ে বিক্ষোভ

প্রকাশ: ০৪:০০ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪


Thumbnail

ঋণের বোঝা মাথায় নিয়ে, ঋণ শোধ করতে না পেরে আত্মহত্যা করা কৃষকদের মাথার খুলি ও হাড় নিয়ে বিক্ষোভ করেছে ভারতের তামিলনাড়ুরর কৃষকরা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) নয়াদিল্লির জন্তর মন্তরে অভিনব এই কায়দায় বিক্ষোভ করেন তামিলনাড়ুর দুইশর জনের মতো কৃষক। জানিয়েছে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

এসময় প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও বাড়ানো হয়নি ফসলের দাম। দাবি জানানো হয় ঋণ মওকুফের। তারা বলেন, ঋণের বোঝা বইতে না পেরে আত্মহত্যা করেছেন হাজার হাজার চাষী।

তারা বলেন, কোনো দলের হয়ে নয় বরং সাধারণ কৃষক হয়েই সাহায্য চান তারা। দাবি না মানলে মোদির বিরুদ্ধে লোকসভা নির্বাচনে লড়ারও হুমকি দেন বিক্ষোভকারীরা। একই দাবিতে এই স্থানে এর আগেও বিক্ষোভ করেন ঋণগ্রস্ত কৃষকরা।

প্রসঙ্গত, ২০১৯ সালের নির্বাচনী প্রচারণায় শস্যের দাম দ্বিগুণ করার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন তিনি ঘোষণা করেছিলেন, শস্যের দাম দ্বিগুণ করা হবে এবং নদীগুলোকে আন্তঃসংযুক্ত করা হবে।


ভারত   তামিলনাড়ুর   কৃষক   মাথার খুলি   হাড়   বিক্ষোভ  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

নুডলসের প্যাকেটে কোটি টাকার হীরা পাচার

প্রকাশ: ০৩:১০ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪


Thumbnail

মুম্বাই থেকে ব্যাংকক যাওয়ার পথে এক ভারতীয় পর্যটকের স্যুটকেসের ভেতরে রাখা নুডলসের প্যাকেট থেকে উদ্ধার করা হয় বিপুল অঙ্কের সোনা ও হীরা। ভারতের মুম্বাই বিমানবন্দরে সোমবার ( ২২ এপ্রিল ) রাতে ৬ কোটি ৪৬ লাখ রুপি মূল্যের হীরা ও স্বর্ণ উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।

সোমবার রাতে একটি যাত্রীর ব্যাগ থেকে ৪ কোটি ৪৪ লাখ রুপি মূল্যের ৬ দশমিক ৮ কেজি সোনা ও ২ কোটি ২০ লাখ রুপির হীরা উদ্ধার হয়েছে। এ সময় ওই যাত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর কর্মকর্তারা। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মুম্বাইয়ের শুল্ক দপ্তরের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানা গেছে।

এছাড়াও, কলোম্বো থেকে মুম্বাই আসা বিদেশী পর্যটকের অন্তর্বাসের ভিতরে লুকানো অবস্থায় পাওয়া যায় ৩২১ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, এতো বিপুল পরিমাণ সোনা ও হীরা কোথায় পাচার করছিলো অভিযুক্তরা, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।


ভারতীয়   পর্যটক   স্যুটকেস   নুডলস   প্যাকেট   হীরা   পাচার  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

বন্যার পর এবার আরব আমিরাতে ঘন কুয়াশার প্রকোপ

প্রকাশ: ০৩:০১ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪


Thumbnail

ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির কাটিয়ে উঠতে না উঠতেই এবার ঘন কুয়াশার কবলে সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাজধানী আবুধাবি ও ওমান সীমান্তবর্তী শহর আল আইনে বসবাসরতদের গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে খালিজ টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি (এনসিএম) আজ বুধবার পর্যন্ত বেশ কয়েকটি অঞ্চলে ধূলিঝড়ের জন্য সতর্কতা জারি করেছে। এছাড়াও প্রবল বাতাসের কারণে অনুভূমিক দৃষ্টিসীমা ২ হাজার মিটারের থেকেও কম।

এনসিএম পূর্বাভাসে বলা হয়েছে, ধুলো ও ময়লা বহনকারী উত্তর-পশ্চিমী বাতাস ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগে বুধবার সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হতে পারে। এমন অবস্থায় ঘন কুয়াশার কারণে ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করা হয়েছে।
উল্লেখ্য, সরকারি তথ্য অনুযায়ী, গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের ৭৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে।


আরব আমিরা   ঘন   কুয়াশার  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

পাকিস্তান সফর শেষে শ্রীলঙ্কার পথে ইরানের প্রেসিডেন্ট

প্রকাশ: ০২:৫৩ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪


Thumbnail

তিনদিনের পাকিস্তান সফর শেষে শ্রীলঙ্কার উদ্দেশে করাচি ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

বুধবার (২৪ এপ্রিল) করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলম্বোর উদ্দেশে বিমানে চড়েন তিনি। এ সময় তাকে পাকিস্তানের গণপূর্তমন্ত্রী রিয়াজ হোসেন পিরজাদা ও সিন্ধু প্রদেশের গভর্নর বিদায় জানান। খবর ইরনার
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের আমন্ত্রণে একদিনের সফরে দেশটির রাজধানী কলম্বো যাচ্ছেন রাইসি। এই সফরে রনিল বিক্রমাসিংহে ইরানের প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে দুটি বাঁধ ও একটি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করবেন। প্রায় ৫৩ কোটি ডলারের প্রকল্পটি ইরানি বিশেষজ্ঞরা নির্মাণ করেছেন।

এর আগে গত সোমবার (২২ এপ্রিল) পাকিস্তানে আসেন ইরানের প্রেসিডেন্ট। গত ৮ এপ্রিল সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর প্রথম বিদেশি সরকার বা রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি ইসলামাবাদ সফর করেন। ২২ থেকে ২৪ এপ্রিল দেশটিতে অবস্থান করেন ইব্রাহিম রাইসি। এ সময় দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ ছাড়া দুই দেশের মধ্যে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক নথিতে স্বাক্ষর করেন রাইসি।

প্রসঙ্গত, মাত্র কয়েক মাস আগে পাল্টাপাল্টি হামলায় ইরান-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। তবে কূটনীতির মাধ্যমে সম্পর্ক জোড়া লাগায় মুসলিম বিশ্বের শক্তিধর এই দুই দেশ। পাকিস্তানের নতুন সরকার দায়িত্ব নেয়ার পর ইব্রাহিম রাইসির এই সফর দুই দেশের সম্পর্ক আরও উন্নত করবে বলে মনে করা হচ্ছে।


পাকিস্তান   সফর   শ্রীলঙ্কা   ইরান   প্রেসিডেন্ট  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরোধিতা, গুগলের আরও ২০ কর্মীকে ছাঁটাই

প্রকাশ: ০১:৪৬ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪


Thumbnail

ইসরায়েলের সরকারের সঙ্গে গুগলের ক্লাউড কম্পিউটিং চুক্তির বিরোধিতা করায় আরও ২০ কর্মীকে ছাঁটাই করেছে গুগল। এ নিয়ে সব মিলিয়ে ৫০ জন কর্মী চাকরি হারিয়েছেন।

‘প্রজেক্টি নিম্বাস’ নামের ১২০ কোটি ডলারের এই চুক্তির আওতায় ইসরায়েলি সামরিক বাহিনী এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড সেবা প্রদান করবে গুগল।

গত সপ্তাহের মঙ্গলবার গুগলের কার্যালয়ে প্রতিবাদ বিক্ষোভ করেছেন নো টেক ফর দ্য অ্যাপার্থাইড’ শীর্ষক এই গোষ্ঠীর প্রতিবাদকারীরা। গত সোমবার তারা এক বিবৃতিতে জানান, গুগল আরও ২০ জন কর্মী ছাঁটাই করেছে। এর আগের সপ্তাহে আরও ৩০ জন কর্মী ছাঁটাই করা হয়েছিল।

নো টেক ফর দ্য অ্যাপার্থাইডের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের অনেকেই প্রতিবাদ বিক্ষোভে অংশ নেননি, বরং তারা পাশে দাঁড়িয়ে এই সমাবেশ দেখেছেন। কর্মক্ষেত্রের এসব তৎপরতায় তাদের অংশগ্রহণও তেমন একটা নেই।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এভাবে কর্মীদের চাকরিচ্যুত করার মধ্য দিয়ে গুগলের মতো মহিরুহ প্রযুক্তি কোম্পানি আগ্রাসী ও প্রতিশোধমূলক আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে গুগলের মুখপাত্র বলেছেন, সেদিনের প্রতিবাদ বিক্ষোভের কারণ আরও বেশ কিছু কর্মীর চাকরি গেছে, তা ঠিক। তবে ওই মুখপাত্র নিশ্চিত করে বলেননি, এ দফায় কতজন চাকরি হারিয়েছেন।

গুগলের সিইইউ সুন্দর পিচাই এই ঘটনার পর কর্মীদের কাছে একটি মেমো পাঠিয়েছেন। এতে তিনি উল্লেখ করেছেন, কাজে বিঘ্ন ঘটানোর জায়গা গুগল নয়। তিনি কর্মীদের আরও বলেন, তারা হলেন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। ফলে ব্যবসার পরিধি বাড়ানোর জন্য তারা নীতি অনুযায়ী সবই করবেন।


ইসরায়েল   চুক্তি   বিরোধিতা   গুগল   ২০ কর্মী   ছাঁটাই  


মন্তব্য করুন


বিজ্ঞাপন