লিভিং ইনসাইড

শুরু হচ্ছে 'চলমান উপাখ্যান' শীর্ষক দলীয় আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশ: ০৪:১৮ পিএম, ২৩ জুন, ২০২৩


Thumbnail

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হতে যাচ্ছে "চলমান উপাখ্যান" শীর্ষক দলীয় আলোকচিত্র প্রদর্শনী।  আপনাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। শুক্রবার, ২৩ জুন ২০২৩, সন্ধ্যা ৫.৩০ টায় প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব শফিকুল আলম - ব্যুরো চিফ, এজেন্স ফ্রান্স-প্রেস, জনাব তুষার আবদুল্লাহ, সম্পাদকীয় প্রধান, একন টেলিভিশন এবং জনাব শফিকুল আলম কিরণ, আলোকচিত্রী, ম্যাপ ফটো এজেন্সি।